ব্লগার ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ তৈরি করার নিয়ম ও গুরুত্ব
একটি প্রফেশনাল ব্লগ ওয়েবসাইটে যেসব পেজ তৈরি করতে হয় তার মধ্যে ডিসক্লেইমার পেজ অন্যতম। সাধারণত আমরা ইন্টারনেটে থাকা সকল ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ দেখতে পাই। কিন্তু আমরা অনেকেই ব্লগার ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ কেন তৈরি করতে হয় সেটা জানিনা।
এই পোস্টে আমি আপনাদেরকে ব্লগার ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ তৈরি করার নিয়ম দেখাবো। আপনারা আপনাদের ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ তৈরি করার পাশাপাশি ব্লগার ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ তৈরি করার কারণ, এর কাজ ও সুবিধা কি বিস্তারিত তথ্য এই পোস্ট থেকে জানতে পারবেন-
Disclaimer পেজ কি? এই পেজে কি থাকে?
একটি ওয়েবসাইটের ডিসক্লেইমার পেজ হচ্ছে সেই ওয়েবসাইটের কনটেন্ট, মালিকের তথ্য, ব্যবহারকারীর সীমাবদ্ধতা ইত্যাদি তথ্য থাকা। যেমন মনে করুন আপনার একটি ব্লগ ওয়েবসাইট রয়েছে। এখন আপনার ওয়েবসাইটের নিশ্চয়ই নির্দিষ্ট কিছু নিয়মকানুন রয়েছে। এই নিয়মকানুন ও আপনার ওয়েবসাইটের সকল কনটেন্ট ভিজিটররা কিভাবে ব্যবহার করবে ইত্যাদি তথ্য ডিসক্লেইমার পেজে উল্লেখ করে রাখতে হয়। একটি ব্লগার ওয়েবসাইটের ডিসক্লেইমার পেজে উক্ত ওয়েবসাইটের মালিক, কনটেন্ট, আয় ব্যায়, ভিজিটরদের তথ্য ইত্যাদি বিষয়বস্তু উল্লেখ থাকে।
আরো পড়ুনঃ ব্লগার ওয়েবসাইটে এইচটিএমএল সাইটম্যাপ পেজ তৈরি করার নিয়ম.
ব্লগার ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ কেন তৈরি করতে হয়?
একটি ব্লগার ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ থাকা অনেক গুরুত্বপূর্ণ। কেননা এই পেজের মাধ্যমে ওয়েবসাইটের মালিক যেমন আইনি সুরক্ষা প্রদান করে ঠিক তেমনি ওয়েবসাইটের ভিজিটর সেই ওয়েবসাইট সম্পর্কে ভালো ধারণা রাখে। কেননা একটি ওয়েবসাইটের ডিসক্লেইমার পেজে সেই ওয়েবসাইটে কোন ধরনের কনটেন্ট আছে, সেই কনটেন্ট কারা ব্যবহার করবে, কনটেন্ট ব্যবহার করতে গিয়ে ঝামেলা হলে দায় কার, উক্ত ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের মালিক আয় করে কিনা ইত্যাদি তথ্য উল্লেখ থাকে। এছাড়াও ব্লগার ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ তৈরি করার গুরুত্ব হচ্ছে-
- একটি ডিসক্লেইমার পেজ থেকে ভিজিটররা সেই ওয়েবসাইটের কনটেন্ট সম্পর্কে জানতে পারে।
- ওয়েবসাইটের কনটেন্ট ভিজিটররা ব্যবহার করতে পারবে কিনা সেটি এই পেজে উল্লেখ থাকে।
- ওয়েবসাইটের কনটেন্ট ব্যবহার করতে গিয়ে যদি ঝামেলা হয় তাহলে এর দায়ভার ওয়েবসাইটের মালিকের কিনা সেটি এই পেজে উল্লেখ থাকে।
- একটি ব্লগ ওয়েবসাইটে কোন ধরনের কনটেন্ট রয়েছে সেটি ডিসক্লেইমার পেজ থেকে জানা যায়।
- ডিসক্লেইমার পেজ থাকলে ভিজিটররা উক্ত ওয়েবসাইটকে বিশ্বাস করে।
- ওয়েবসাইটের মালিক তার ওয়েবসাইট থেকে আয় করে কিনা সেটি এই পেজ থেকে ভিজিটররা জানতে পারে।
- ব্লগ ওয়েবসাইটে এই পেজ থাকলে সেই ওয়েবসাইট এসইও উন্নত হয় এবং ওয়েবসাইটের কনটেন্ট সার্চ ইঞ্জিনে ভালোভাবে রেংক করে।
- এই পেজ থেকে সার্চ ইঞ্জিন উক্ত ওয়েবসাইটের বিষয়বস্তু সম্পর্কে জানতে পারে।
এগুলো ছাড়াও একটি ব্লগ ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ তৈরি করার গুরুত্ব অনেক। এই পেজ ওয়েবসাইটের মালিক এবং ব্যবহারকারী অর্থাৎ ভিজিটরদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
আরো দেখুনঃ ব্লগার ওয়েবসাইটে লেজি লোড ইমেজ ব্যবহার করার নিয়ম ও সুবিধা.
ব্লগার ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ তৈরি করার নিয়মঃ
আপনার ওয়েবসাইটে নিয়ম কানুন সহ বিভিন্ন তথ্য লিখে নিজেই ডিসক্লেইমার পেজ তৈরি করতে পারবেন। তবে নিজে তৈরি করতে যদি কষ্ট ও ঝামেলা মনে হয় তাহলে অনেক ওয়েবসাইট রয়েছে যেসব ওয়েবসাইট থেকে খুব সহজেই অটোমেটিক ডিসক্লেইমার পেজ তৈরি করা যায়। এতে আপনাকে আলাদা করে কোন কিছু লিখে ডিসক্লেইমার পেজ তৈরি করতে হবে না। আপনি শুধুমাত্র আপনার ওয়েবসাইটের লিংক দিবেন অতঃপর অটোমেটিক ডিসক্লেইমার পেজ তৈরি হবে। এই কাজের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
আপনারা গুগলে Disclaimer generator লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট দেখতে পারবেন যেসব ওয়েবসাইট থেকে এই পেজ তৈরি করা যায়। তবে তার মধ্যে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে disclaimergenerator.net আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ডিসপ্লেইমার পেজ তৈরি করার জন্য গুগলে Disclaimer generator লিখে সার্চ করে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন অথবা Click Here এই লিংকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন-
তারপর নিচের স্ক্রীনশটের মত দেখতে পারবেন। এখানে সবকিছু ঠিকভাবে পূরণ করতে হবে।
- Your Company Name - এখানে আপনার ব্লগ ওয়েবসাইটের নাম দিতে পারেন।
- Your website name - এখানে আপনার ওয়েবসাইটের নাম দিবেন।
- Your website url - এখানে আপনার ওয়েবসাইটের লিংক দিবেন।
এভাবে ঘরগুলো পূরণ করতে হবে।
দেখুন আমি ঘরগুলো পূরণ করেছি আপনারাও এভাবে পূরন করে Next অপশনে ক্লিক করুন -
এবার Country সিলেক্ট করুন। তারপর আপনার জিমেইল দেওয়ার পর Generate my disclaimer অপশনে ক্লিক করুন -
অতঃপর আপনার ওয়েবসাইটের জন্য ডিসক্লেইমার তৈরি হবে। Copy text to the clipboard এ ক্লিক করে Disclaimer পেজের কোড কপি তৈরি করুন।
এবার আপনার ব্লগার সাইটের ড্যাশবোর্ডে চলে যান। তারপর Pages অপশনে ক্লিক করুন-
তারপর নিচের স্ক্রীনশটে দেখানো প্লাস আইকনে ক্লিক করুন-
যেহেতু আমরা কোড লিখবো তাই HTML view করে দিতে হবে -
তারপর নিচের স্ক্রীনশটএর মত Disclaimer লিখে টাইটেল দিন। এবার কপি করা Disclaimer কোডটি পুরোটাই পেস্ট করে দিয়ে সেটিং আইকনে ক্লিক করুন-
তারপর Options এ ক্লিক করুন-
তারপর Do not allow, hide existing সিলেক্ট করে দিন, এতে আপনার Disclaimer পেজে কেউ কমেন্ট করতে পারবেনা। পূর্বে কেউ কমেন্ট করে থাকলে তা আর দেখাবে না। তারপর নিচের স্ক্রীনশট দেখানো আইকনে ক্লিক করুন-
তারপর কনফার্ম এ ক্লিক করে Disclaimer পেজ টি সেভ করুন-
তারপর নিচের স্ক্রিনশট দেখানো আইকনে ক্লিক করুন-
তারপর View অপশনে ক্লিক করুন -
এবার এই পেজের Link কপি করে নিন -
তারপর আপনার ব্লগার সাইটের ড্যাশবোর্ডে গিয়ে Layout এ প্রবেশ করুন-
তারপর আপনি যে থিম ব্যবহার করেন সেই থিমের মেইন মেনুতে প্রবেশ করুন-
তারপর নিচের স্ক্রিনশটটি ভালো করে ফলো করুন এবং সেই অনুযায়ী ঘরগুলো পুরন করে Add link এ ক্লিক করুন-
তারপর Save এ ক্লিক করুন-
তারপর নিচের Screenshot দেখানো আইকনে ক্লিক করে সেভ করে দিন-
তারপর নিচের Screenshot দেখানো আইকনে ক্লিক করুন -
তারপর Disclaimer এ ক্লিক করুন-
দেখুন Disclaimer পেজটি তৈরি হয়েছে-
এই ছিলো ব্লগার ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ তৈরি করার নিয়ম। আপনার উপরে দেখানো পদ্ধতিতে সহজেই আপনার ব্লগ ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ তৈরি করতে পারবেন।
আরো জানুনঃ ব্লগার ওয়েবসাইটে ব্লগার থিম/ টেম্পলেট আপ্লোড করার নিয়ম.
উপসংহারঃ
যেহেতু ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনার ওয়েবসাইট থাকলে সেখানে এই পেজ তৈরি করা উচিত। এতে আপনার ওয়েবসাইটের ভিজিটররা যেমন উপকৃত হবে ঠিক তেমনি ওয়েবসাইটের এসইও উন্নত হবে। উপরে ব্লগার ওয়েবসাইটে ডিসক্লেইমার পেজ তৈরি করার উপায়, গুরুত্ব ও ডিসক্লেইমার পেজ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। আপনারা এই পোস্ট থেকে ডিসক্লেইমার পেজ তৈরি ও অন্যান্য তথ্যাবলি জানতে পেরেছেন। এরপরও যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।