সহজেই ব্লগার সাইটে এইচটিএমএল সাইটম্যাপ পেজ তৈরি করার নিয়ম

আমাদের ব্লগার সাইটে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়। এই সাইটম্যাপ পেজে আমাদের ব্লগে করা সকল পোস্টের লিস্ট থাকে। একজন ভিজিটর ব্লগার সাইটম্যাপ পেজে প্রবেশ করার পর সেই ব্লগে থাকা সকল পোস্ট দেখতে পারবে। তবে অনেকেই রয়েছেন ব্লগার সাইটম্যাপ পেজ তৈরি করার নিয়ম জানেনা। 


যদি আপনি ব্লগার সাইট সাইটম্যাপ পেজ তৈরি করার পদ্ধতি না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই টিউটোরিয়াল আমি কিভাবে ব্লগার সাইটে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয় তার পদ্ধতি দেখাবো। আপনারা খুব সহজেই আপনার ব্লগ ওয়েবসাইটে সাইট ম্যাপ তৈরি করতে পারবেন- 


ব্লগার সাইটম্যাপ পেজ তৈরি
ব্লগার সাইটম্যাপ পেজ তৈরি


ব্লগার এইচটিএমএল সাইটম্যাপ পেজ কি? 

ব্লগার এইচটিএমএল সাইটম্যাপ পেজ হচ্ছে ব্লগার ওয়েবসাইটের সকল পোস্ট, পেজ ও ক্যাটাগরির তালিকা। সাধারণত একটি ব্লগার এইচটিএমএল সাইটম্যাপ পেজে সেই ওয়েবসাইটের সকল পোস্ট, ক্যাটাগরি ও পেজ সাজানো থাকে। ভিজিটররা ওয়েব সাইটে প্রবেশ করে সাইট ম্যাপ পেজে সেই ওয়েবসাইটের সকল পোস্ট, ক্যাটাগরি ও পেজ দেখতে পারে। এছাড়াও র‌্যাঙ্কিং এর জন্য এইচটিএমএল সাইটম্যাপ পেজ ব্লগার ওয়েবসাইটে ব্যবহার হয়। 


ব্লগার এইচটিএমএল সাইটম্যাপ পেজ এর সুবিধাঃ 

ব্লগার এইচটিএমএল সাইটম্যাপ পেজের সব থেকে বড় সুবিধা হচ্ছে এই পেজে ব্লগার ওয়েবসাইটের সকল পোস্ট, ক্যাটাগরি ও পেজ থাকে। এর ফলে ভিজিটররা শুধুমাত্র সাইটম্যাপ পেজে প্রবেশ করে সেই ওয়েবসাইটের সকল পোষ্ট 


HTML সাইটম্যাপ এবং XML সাইটম্যাপের মাঝে পার্থক্যঃ

এইচটিএমএল সাইটম্যাপ এক্সএমএল সাইটম্যাপ থেকে সম্পূর্ণ ভিন্ন। এইচটিএমএল সাইটম্যাপ ওয়েবসাইটে যে ভিজিট করে তার জন্য এবং সকলেই দেখতে পারবে। কিন্তু এক্সএমএল সাইটম্যাপ শুধু সার্চ ইঞ্জিনের জন্য। আমরা এই পোষ্টের দেখাবো কিভাবে ব্লগারে HTML সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


ব্লগার সাইট হওয়ায় আমরা সাধারণত সার্চ ইঞ্জিনে XML সাইটম্যাপ সাবমিট করে থাকি। এতে আমাদের নতুন পোস্ট বা কনটেন্ট সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয়। কিন্তু HTML সাইটম্যাপের কাজ হচ্ছে একটি পেজে আপনার সকল আর্টিকেল প্রদর্শন করবে। এতে ভিজিটর সাইটে প্রবেশ করে সাইটম্যাপ পেজে ঢুকলেই সহজে সেই ওয়েব সাইটের সকল পোষ্ট বা আর্টিকেল একটি  পেজেই দেখতে পারবে।


আরো পড়ুনঃ ব্লগার সাইটের লিংক থেকে m=1 রিমুভ করার নিয়ম


ব্লগার ওয়েবসাইটে এইচটিএমএল সাইটম্যাপ পেজ তৈরি করার নিয়মঃ

ব্লগার সাইটে এইচটিএমএল সাইটম্যাপ পেজ তৈরি করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের Blogger HTML sitemap page create করতে পারবেন। ব্লগার সাইটে এইচটিএমএল সাইটম্যাপ পেজ তৈরি করতে নিজের ধাপগুলো অনুসরণ করুন - 


প্রথমে আপনার ব্লগার সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করুন। তারপর নিচের স্ক্রীনশট এর মতো Page অপশনে ক্লিক করুন -


ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


তারপর নিচের স্ক্রীনশটএর মত দেখতে পারবেন। সাইটম্যাপ পেজ তৈরি করার জন্য প্লাস আইকনে ক্লিক করুন।

ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


তারপর নিচের স্ক্রীনশট দেখানো আইকনে ক্লিক করুন। 


ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


তারপর দুইটা অপশন দেখতে পারবেন। একটি HTML View আরেকটি Compose view. যেহেতু আমরা কোড লিখব তাই HTML view করে দিব। তো নিচের স্ক্রীনশট এর মত HTML view এ ক্লিক করুন।


ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


তারপর টাইটেলে Sitemap লেখুন। এবং  Click Here এই লিঙ্কে প্রবেশ করার পর কোড টি আপনার মোবাইলে সেভ করে নিন। কোড টি আপনার মোবাইলে সেভ করার পর সেই কোড কপি করে নিন। 


এখানে আপনাকে একটি কাজ করতে হবে।  কোড টির নিছে একটি লিংক দেখতে পারবেন।  লিংক টি পরিবর্তন করে আপনার ব্লগার সাইটের লিংক দিবেন।

 

ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়

তারপর সেটিং আইকনে ক্লিক করুন - 


ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


তারপর Options এ ক্লিক করুন -

ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়

তারপর নিচের স্ক্রীনশট দেখানো অপশনটি সিলেক্ট করে দিন। এটি সিলেক্ট করলে কেউ আপনার এই পেজে কমেন্ট করতে পারবে না এবং পূর্বে কেউ কমেন্ট করে থাকলে সেটি প্রদর্শন করবে না। 


তারপর 2 নাম্বার আইকনে ক্লিক করে Sitemap পেজ টি পাবলিশ করুন -

ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


তারপর নিচের স্ক্রীনশটএর মতো Confirm এ ক্লিক করুন। কনফার্ম এ ক্লিক করলে সাইটম্যাট পেজ টি তৈরি হয়ে যাবে - 


ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়

তারপর সাইটম্যাপ পেজ টি ওয়েবসাইটের সাথে লিংক করিয়ে দিতে হবে। লিংক করানোর জন্য নিচের স্ক্রিনশট দেখানো আইকনে ক্লিক করুন -


ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


তারপর Layout অপশনে ক্লিক করুন -


ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


তারপর একটি Gadget Add করুন -


ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


তারপর পেজ নামের পাশের প্লাস আইকনে ক্লিক করুন -


ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


তারপর নিচের Screenshot এর মতো Sitemap এর পাসে টিক চিহ্ন দিয়ে Save করুন -


ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


তারপর নিচের Screenshot দেখানো আইকনে ক্লিক করে Save করতে হবে -


ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


এরপর আপনার সাইটে প্রবেশ করলে বুঝতে পারবেন সাইটম্যাপ পেজ তৈরি হয়েছে। এটি বোঝার জন্য সাইটম্যাপ পেজে প্রবেশ করুন 


ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


দেখুন সাইটম্যাপ পেজ কাজ করেছে। 


ব্লগার সাইটে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করতে হয়


এই ছিলো ব্লগার সাইটে সাইটম্যাপ পেজ তৈরি করার নিয়ম। এভাবে সহজেই যে কোন ব্লগার সাইটে সাইটম্যাপ পেজ তৈরি করতে পারবেন। আশা করছি ব্লগার সাইটম্যাপ পেজ তৈরি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ

ব্লগার সাইটম্যাপ পেজ তৈরি করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভাল লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা Blogger sitemap page create সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।

Share This Article On:

Next Post Previous Post
2 Comments
  • Rasel
    Rasel Oct 25, 2022, 11:38:00 AM

    Thanks a lot bro!

    • MD. Marzan Islam
      MD. Marzan Islam Oct 25, 2022, 3:37:00 PM

      Welcome 🌺

Add Comment
comment url