সকল সিমে প্রমোশনাল বা বিরক্তিকর এসএমএস বন্ধ করার নিয়ম জানুন

আমাদের মোবাইলের সিমের অফিস থেকে বিভিন্ন প্রোমোশনাল এসএমএস পাঠিয়ে থাকে। অনেক সময় এই প্রমোশনাল এসএমএস আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। প্রতিদিন অতিরিক্ত প্রমোশনাল এসএমএস আসলে আমরা বিরক্ত হয়ে থাকি। তবে আমরা চাইলে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে পারব। অনেকেই রয়েছেন যারা প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম জানেনা। 


যদি আপনি মোবাইলে বিরক্তিকর এসএমএস বন্ধ করার নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই পোস্টে আমি সকল অপারেটরের প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম দেখাবো। আপনারা সকল অপারেটরের সকল সিমেই প্রমোশনাল অর্থাৎ বিরক্তিকর এসএমএস বন্ধ করতে পারবেন। তাহলে এবার বিস্তারিত জেনে নিন- 


প্রমোশনাল এসএমএস বন্ধ


প্রমোশনাল এসএমএস কি?

আমাদের মোবাইলে সিম অপারেটর থেকে প্রতিদিন বিভিন্ন রকমের এসএমএস এসে থাকে। সিম অপারেটররা তাদের সেবা আমাদেরকে জানানোর জন্য নিত্যদিন যে এসএমএস পাঠায় সেগুলোকে প্রমোশনাল এসএমএস বলা হয়ে থাকে। 


সিম অপারেটররা তাদের নিত্য নতুন অফারগুলো আমাদেরকে জানানোর জন্য আমাদের মোবাইলে প্রতিদিন প্রমোশনাল এসএমএস পাঠিয়ে থাকে। আমরা এই সকল প্রমোশনাল এসএমএসের মাধ্যমে সিম অপারেটরদের বিভিন্ন অফার সম্পর্কে জানতে পারি। 


আরো পড়ুনঃ প্রমোশনাল এসএমএস চালু করার নিয়ম


প্রমোশনাল এসএমএস কেন বন্ধ করবেন?

অনেকে রয়েছেন যারা তাদের মোবাইলে অতিরিক্ত এসএমএস আসার কারণে বিরক্ত হয়ে ওঠেন। তারা চান না যে তাদের মোবাইলে অতিরিক্ত এসএমএস আসুক। তাছাড়া সিম অপারেটররা আমাদেরকে দৈনন্দিন অনেক এসএমএস পাঠিয়ে থাকে যেগুলো আমাদের তেমনটা কাজে আসে না। 


সিম অপারেটর আমাদেরকে দৈনন্দিন বিভিন্ন এসএমএস পাঠাচ্ছে কিন্তু সেগুলো আমাদের কাজে না লাগায় আমাদের বিরক্ত লাগে। অনেকে রয়েছেন যারা সিম অপারেটর থেকে প্রমোশনাল এসএমএস বিরক্ত হয়ে বন্ধ করতে চায়। এজন্য আপনি চাইলে প্রমোশনাল এসএমএস খুব সহজে বন্ধ করতে পারবে।


প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়মঃ

প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম অনেক সহজ। আপনারা চাইলে সহজেই কোড ডায়াল করার মাধ্যমে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে পারবেন। যদি আপনারা প্রমোশনাল এসএমএস বন্ধ করে দেন তাহলে আপনার মোবাইলে সিম অপারেটররা বিরক্তিকর এসএমএস পাঠাতে পারবেনা। 


প্রমোশনাল এসএমএস বন্ধ করার মাধ্যমে আপনারা অপারেটরদের বিরক্তিকর এসএমএস থেকে বাঁচতে পারবেন। তবে প্রমোশনাল এসএমএস বন্ধ করার আগে আমাদেরকে ডু নট ডিস্টার্ব সেবা সম্পর্কে জানতে হবে। কারণ ডু নট ডিস্টার্ব সেবা চালু করার মাধ্যমে আমরা প্রমোশনাল এসএমএস বন্ধ করতে পারবো। তাহলে এবার ডু নট ডিস্টার্ব সেবা সম্পর্কে বিস্তারিত জানুন- 


ডু নট ডিস্টার্ব সেবা চালু করার নিয়মঃ

প্রমোশনাল এসএমএস বন্ধ করাকে ডু নট ডিস্টার্ব সেবা বলা হয়ে থাকে। আপনারা যদি প্রমোশনাল এসএমএস বন্ধ করেন তার মানে আপনারা ডু নট ডিস্টার্ব সেবা গ্রহণ করলেন। বিটিআরসি গ্রাহকের কথা চিন্তা করে ডু নট ডিস্টার্ব সেবা চালু করেছে। 


যেহেতু মানুষজন অপারেটরদের প্রমোশনাল এসএমএসের কারনে বিরক্ত হয় তাই বিটিআরসি সিদ্ধান্ত নিয়েছে ডু নট ডিস্টার্ব সেবা চালু করার। তো দেখে নিন যেভাবে ডু নট ডিস্টার্ব সেবা অন করবেন।


গ্রামীণফোন (জিপি) সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়মঃ 

গ্রামীণফোনে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের জিপি নাম্বারে আসা প্রমোশনাল এসএমএস একটি কোড ডায়াল করার মাধ্যমে বন্ধ করতে পারবেন। গ্রামীনফোনে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


  • যদি আপনারা আপনাদের গ্রামীণফোন নাম্বারে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে চান তাহলে আপনাকে *১২১*১১০১# কোড ডায়াল করতে হবে। 


এই ছিলো গ্রামীণফোন সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *১২১*১১০১# কোড ডায়াল করার মাধ্যমে আপনাদের জিপি নাম্বারে আসা প্রমোশনাল এসএমএস বন্ধ করতে পারবেন। তাহলে এবার বাংলালিংক নাম্বারে প্রমোশনাল এসএমএস বন্ধ করার পদ্ধতি দেখে নিন- 


বাংলালিংক সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়মঃ 

বাংলালিংক সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম অনেক সহজ। বাংলালিংক গ্রাহকরা চাইলে তাদের বাংলালিংক সিমে আসা প্রমোশনাল এসএমএস একটি কোড ডায়াল করার মাধ্যমেই বন্ধ করতে পারবে। বাংলালিংকে প্রমোশনাল অর্থাৎ বিরক্তিকর এসএমএস বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


  • বাংলালিংক নাম্বারে প্রমোশনাল বা বিরক্তিকর এসএমএস বন্ধ করতে চাইলে আপনাকে *১২১*৮*৬# কোড ডায়াল করতে হবে।


এই ছিলো বাংলালিংকে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *১২১*৮*৬# কোড ডায়াল করার মাধ্যমে প্রমোশনাল অর্থাৎ বিরক্তিকর এসএমএস বন্ধ করতে পারবেন। তাহলে এবার রবি সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার পদ্ধতি দেখে নিন- 


রবি সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়মঃ 

রবি সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের রবি নাম্বারে আসা প্রমোশনাল এসএমএস একটি কোড ডায়াল করার মাধ্যমে বন্ধ করতে পারবেন। রবিতে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


  • রবি সিমে প্রোমোশনাল এসএমএস বন্ধ করার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *7# লিখে ডায়াল করবেন। 


  • তারপর নতুন একটা পেজ আসবে সেখানে 2 লিখে রিপ্লাই করতে হবে।


  • ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনার রবি সিমে প্রমোশনাল অফার এসএমএস আসা বন্ধ হয়ে যাবে। 


এই ছিলো রবি সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *7# কোড ডায়াল করার মাধ্যমে আপনাদের রবি সিমে আসা প্রমোশনাল এসএমএস বন্ধ করতে পারবেন। তাহলে এবার এয়ারটেল সিমে কিভাবে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে হয় দেখে নিন- 


এয়ারটেল সিমের প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়মঃ 

এয়ারটেল সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের এয়ারটেল নাম্বারে আসা প্রমোশনাল এসএমএস একটি কোড ডায়াল করার মাধ্যমে বন্ধ করতে পারবেন। এয়ারটেলের প্রমোশনাল এসএমএস বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


  • এয়ারটেল সিমে প্রোমোশনাল এসএমএস বন্ধ করার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *7# লিখে ডায়াল করবেন। 


  • তারপর নতুন একটা পেজ আসবে সেখানে 2 লিখে রিপ্লাই করতে হবে। 


  • ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনার এয়ারটেল সিমে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে। 


এই ছিলো এয়ারটেল সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *7# কোড ডায়াল করার মাধ্যমে আপনাদের এয়ারটেল সিমে আসা প্রমোশনাল এসএমএস বন্ধ করতে পারবেন। তাহলে এবার এয়ারটেল সিমে কিভাবে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে হয় দেখে নিন- 


টেলিটক সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়মঃ 

দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর হচ্ছে টেলিটক। বাকি যেগুলো মোবাইল অপারেটর রয়েছে সবগুলো বিদেশি। আপনারা যারা টেলিটক সিম ব্যবহার করেন তারা ভালো করেই জানেন যে টেলিটক থেকে খুব বেশি প্রমোশনাল এসএমএস আসেনা। 


যেহেতু টেলিটক থেকে বেশি প্রমোশনাল এসএমএস আসেনা তাই টেলিটকের প্রমোশনাল এসএমএস বন্ধ করার প্রয়োজন হয়না। তবে এখন পর্যন্ত টেলিটক প্রমোশনাল এসএমএস বন্ধ করার সুবিধা নিয়ে আসেনি। যদি পরবর্তীতে টেলিটক প্রমোশনাল এসএমএস বন্ধ করার সুবিধা আনে তাহলে আপনাদের জানানো হবে। 


এই ছিলো প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম। এখানে সকল সিমের প্রমোশনাল এসএমএস বন্ধ করার উপায় দেখানো হয়েছে। আশা করছি আপনারা এখন খুব সহজেই গ্রামীণফোন, বাংলালিংক, রবি, টেলিটক এবং এয়ারটেল সিমের প্রমোশনাল এসএমএস খুব সহজেই বন্ধ করতে পারবেন। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ

সকল সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা প্রমোশনাল এসএমএস বন্ধ করার উপায় সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url