মোবাইলে ইমেজ কপি পেস্ট করার উপায় । ছবি কপি পেস্ট করার নিয়ম
আমরা মোবাইলে খুব সহজেই যে কোন লেখা কপি করতে পারি। তবে কখনো কি ভেবে দেখেছেন যে "লেখা কপি করার মতন ইমেজ কপি করা যায়"? হ্যাঁ আমরা মোবাইলে ইমেজ কপি-পেস্ট করতে পারবো। তবে অনেকেই রয়েছেন যারা মোবাইলে ইমেজ কপি পেস্ট করার উপায় জানেন না।
যদি আপনি মোবাইলে ছবি কপি করার নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়ালে আপনার জন্য। এই পোস্টে আমি আপনাদের কে কিভাবে ছবি কপি করে পেস্ট করতে হয় তার উপায় দেখাবো। আশা করছি আপনারা এই টিউটোরিয়াল পড়ার পর মোবাইলে ইমেজ কপি-পেস্ট করতে পারবেন।
ইমেজ কপি পেস্ট করার সুবিধা -
আমরা যারা টেক্সট মোবাইলে কপি করি তখন একটা বিষয় ভাবি "যদি এভাবে ইমেজ কপি করা যেত"। আমরা চাইলে টেক্সট কপি করার মতো ইমেজ কপি করে পেস্ট করতে পারব। সাধারণত যখন আমরা কোন ইমেজ কাউকে পাঠাই তখন সেই ইমেজ আমাদেরকে গ্যালারি থেকে আপলোড করতে হয়।
কিন্তু যদি আমরা সেই ছবি কপি করে রাখি তাহলে শুধু পেস্ট করলেই ছবিটি যে কাউকে পাঠাতে পারবো। ছবিটি আমাদের মোবাইলের কিবোর্ড এ সেভ থাকবে। যখন আমরা কাউকে ছবিটি পাঠাবো তখন কিবোর্ড থেকে পেস্ট করলেই ছবিটি পাঠাতে পারবো। অর্থাৎ বিষয়টি টেক্সট কপি করে পেস্ট করার মতন। আশা করছি আপনারা ইমেজ কপি পেস্ট করার সুবিধা জানতে পেরেছেন।
ইমেজ কপি পেস্ট করার উপায়ঃ
ইমেজ কপি পেস্ট করার উপায় অনেক সহজ। আপনারা খুব সহজেই মোবাইলে ইমেজ কপি-পেস্ট করতে পারবেন। ইমেজ কপি পেস্ট করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ এর প্রয়োজন হবে। আপনারা প্লে স্টোর থেকে Copy to Clipboard লিখে সার্চ করলে নিচের স্ক্রিনসট দেখানো অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। অতঃপর এই অ্যাপ্লিকেশন আপনাকে ইন্সটল করতে হবে।
মোবাইলে ছবি কপি পেস্ট করার নিয়মঃ
কপি করা ইমেজ কোথায় থাকবে?
এই ছিল মোবাইলে ছবি কপি পেস্ট করার সকল পদ্ধতি। আমি এই পোস্টে আপনাদেরকে কিভাবে মোবাইলে ইমেজ কপি-পেস্ট করতে হয় তার উপায় দেখিয়েছি। আশা করছি আপনারা উপরের নিয়ম অনুযায়ী খুব সহজেই ছবি কপি করে পেস্ট করতে পারবেন। তবে মনে রাখবেন অবশ্যই আপনার মোবাইলে গুগলের "জিবোর্ড" কিবোর্ড থাকতে হবে।
পরিশেষে বলতে চাচ্ছি -
যদি ছবি কপি পেস্ট করা নিয়ে এই টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ সমাধান দেয়ার চেষ্টা করবো। যদি আপনাদের এরকম নিত্যনতুন টিউটরিয়ালের প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাতে পারেন। আমরা আপনাদের জানার আগ্রহ থেকেই নতুন টিউটোরিয়াল লিখব। ধন্যবাদ।