মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq ও এক নজরে মেট্রোরেল প্রকল্প

ঢাকায় নির্মাণ করা শহর ভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রোরেল। ঢাকা মেট্রোরেল হওয়ার মাধ্যমে বিশেষ করে ঢাকার মানুষেরা অল্প সময়ে স্বাস্থ্যসম্মতভাবে খুব সহজেই একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যেতে পারছে। এই মেট্রোরেল সম্পর্কে আমাদের জল্পনা-কল্পনার শেষ নেই। অনেকেই মেট্রোরেল সম্পর্কে জানতে চান। 


যদি আপনি মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান জানতে চান তাহলে এই পোস্ট আপনার জন্য। এই পোস্টে ঢাকা মেট্রোরেল সম্পর্কে সকল তথ্যাবলী দেয়া হবে। আপনারা যারা ছাত্র অথবা সামনে চাকরির পরীক্ষা দিবেন তাদের জন্য মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কথা মাথায় রেখে নিম্নে মেট্রোরেল সম্পর্কে সকল প্রশ্নের উত্তর দেয়া হলো। এক নজরে মেট্রোরেল প্রকল্প জেনে নিন- 


মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান


মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান জানার আগে ঢাকা মেট্রোরেলের ইতিহাস জেনে নিন। বাংলাদেশের প্রথম মেট্রোরেল অর্থাৎ ঢাকা মেট্রোরেলের ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য বর্ণনা করা হলো- 


ঢাকা মেট্রোরেল সম্পর্কে বিস্তারিত তথ্যাবলীঃ 

বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণ করা শহর ভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রোরেল। ঢাকা মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে মাস র‍্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত। ২০১৩ সালে যানবাহন এবং যানজট সমস্যা দূর করার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয় সেটি হচ্ছে মেট্রোরেল। মেট্রোরেলের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ২০১৬ সালে মেট্রো রেলের লাইনের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়। 


প্রথম পর্যায়ে মেট্রোরেল নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ৬-কে নির্বাচন করা হয়। ২০১৬ সালের ২৬ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন-৬ এর নির্মাণকাজ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল প্রথম উদ্বোধন করেন। ২৮ ডিসেম্বর, ২০২২ সালে এমআরটি লাইন-৬-এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রোরেল আংশিক চালু হয়। 


অতঃপর ২৯ ডিসেম্বর, ২০২২ থেকে জনসাধারণের চলাচলের জন্য মেট্রোরেল খুলে দেওয়া হয়। শুরুতে শুধু উত্তরা উত্তর (দিয়াবাড়ি) এবং আগারগাঁও এই দুইটি স্টেশনে ট্রেন থামত, এরপর ২৫ জানুয়ারি, ২০২৩ পল্লবী স্টেশন খুলে দেওয়া হয়। ২০২৩ সালের মার্চ মাসের শেষের দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশন চালু করার পরিকল্পনা রয়েছে। 


আরো পড়ুনঃ মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য


মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq জানার গুরুত্বঃ 

আপনি যদি ছাত্র হয়ে থাকেন এবং পরবর্তীতে কোনো চাকরির পরীক্ষা দিবেন তাহলে আপনাকে অবশ্যই মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান জানা থাকতে হবে। কারণ বর্তমানে বাংলাদেশের মেট্রোরেল এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বিসিএস সহ যে কোন চাকরির পরীক্ষায় এই বিষয়ে প্রশ্ন আসতে পারে। মেট্রোরেলের দৈর্ঘ্য কত, মেট্রোরেলের স্টেসন কয়টি, মেট্রোরেল তৈরিতে খরচ কত এরকম আরো মেট্রোরেল সম্পর্কিত প্রশ্ন বিসিএস, প্রাইমারি অথবা সরকারি ও বেসরকারি সহো সকল চাকরির পরীক্ষায় আসতে পারে। 


এই কারনে আপনাকে অবশ্যই মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq জানা থাকতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান উপস্থাপন করেছি। আপনারা নিচে মেট্রোরেল সম্পর্কে যেসব সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছেন সেগুলো বাছাইকৃত সঠিক প্রশ্ন এবং উত্তর। এসব প্রশ্ন উত্তর থেকেই মেট্রোরেল সম্পর্কে সকল সাধারণ জ্ঞান ও প্রশ্নের উত্তর জানতে পারবেন। তাহলে এবার মেট্রোরেল সম্পর্কে সকল সাধারণ জ্ঞান জেনে নিন- 


মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞানঃ 

মেট্রোরেল সম্পর্কে অনেকেই সাধারণ জ্ঞান জানতে চান। নিম্নে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq দেয়া করা হলো। এখানে মেট্রোরেল সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর রয়েছে। আপনারা এখান থেকে মেট্রোরেল সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর ও mcq জানতে পারবেন। তাহলে এবার মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান জেনে নিন- 


প্রশ্নঃ ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ কবে উদ্বোধন করা হয়? 

উত্তরঃ ২৬ জুন ২০১৬ তারিখে ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়। 


প্রশ্নঃ ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে কী বলা হয়?

উত্তরঃ ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট বলা হয়। 


প্রশ্নঃ মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী? 

উত্তরঃ মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম। 


প্রশ্নঃ প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য কত ছিল?

উত্তরঃ প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার ছিলো। 


প্রশ্নঃ ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত?

উত্তরঃ ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। 


প্রশ্নঃ ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী? 

উত্তরঃ ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। 


প্রশ্নঃ ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী? 

উত্তরঃ ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম দিল্লি মেট্রোরেল করপোরেশন।


প্রশ্নঃ মেট্রোরেলের স্টেশনসংখ্যা প্রথমে কত ছিল?

উত্তরঃ মেট্রোরেলের স্টেশনসংখ্যা প্রথমে ১৬টি ছিল। 


প্রশ্নঃ সংশোধিত প্রকল্পে বর্তমানে মেট্রোরেলের স্টেশনসংখ্যা কত হবে?

উত্তরঃ সংশোধিত প্রকল্পে বর্তমানে মেট্রোরেলের স্টেশনসংখ্যা ১৭টি হবে। 


প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় কবে?

উত্তরঃ মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি ১৯ জুলাই ২০২২ তারিখে অনুমোদিত হয় কবে। 


প্রশ্নঃ সংশোধিত প্রকল্পে বর্তমান মেট্রোরেল হবে কোথায়? 

উত্তরঃ সংশোধিত প্রকল্পে বর্তমান মেট্রোরেল হবে উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত।


প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্প প্রথমে কোথায় ছিল? 

উত্তরঃ মেট্রোরেল প্রকল্প প্রথমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। 


প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পের নতুন করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত কিলোমিটার?

উত্তরঃ মেট্রোরেল প্রকল্পের নতুন করে ১ দশমিক ১৬ কিলোমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। 


প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে কোন প্রতিষ্ঠান?

উত্তরঃ মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার। 


প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল কত টাকা?

উত্তরঃ মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল২১ হাজার ৯৬৫ কোটি টাকা। 


প্রশ্নঃ সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের নতুন ব্যয় কত টাকা?

উত্তরঃ সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের নতুন ব্যয় ৩৩ হাজার ৪৭১ দশমিক ৯৯ কোটি টাকা। 


প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পে জাইকা কত টাকা দেবে?

উত্তরঃ মেট্রোরেল প্রকল্পে জাইকা ১৯ হাজার ৭১৮ দশমিক ৪৭ কোটি টাকা দিবে। 


প্রশ্নঃ এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয় কবে?

উত্তরঃ ১৮ ডিসেম্বর ২০১২ তারিখে এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয়। 


প্রশ্নঃ প্রথম ধাপে মেট্রোরেলের কত কিলোমিটার ও কোন এলাকা চালু হবে?

উত্তরঃ প্রথম ধাপে মেট্রোরেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার ও উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এলাকা চালু হবে। 


প্রশ্নঃ মিরপুর ১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?

উত্তরঃ মিরপুর ১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল ২৯ নভেম্বর ২০২১ তারিখে শুরু হয়। 


প্রশ্নঃ আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?

উত্তরঃ আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল ১২ ডিসেম্বর ২০২১ তারিখে শুরু হয়।


প্রশ্নঃ মেট্রোরেলের নির্মাণকাজ পরিচালনা করছে কোন কোন প্রতিষ্ঠান?

উত্তরঃ মেট্রোরেলের নির্মাণকাজ পরিচালনা করছে থাইল্যান্ডের ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ও চায়নার সিনোহাইড্রো করপোরেশন। 


প্রশ্নঃ মেট্রোরেলের ট্রেনগুলো আসবে কোন দেশ থেকে?

উত্তরঃ মেট্রোরেলের ট্রেনগুলো আসবে জাপান থেকে৷ 


প্রশ্নঃ মেট্রোরেলের প্রতিটি ট্রেনে বগি থাকবে কতটি করে?

উত্তরঃ মেট্রোরেলের প্রতিটি ট্রেনে ৬টি করে বগি থাকবে।


প্রশ্নঃ মেট্রোরেলের প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে কত টাকা?

উত্তরঃ মেট্রোরেলের প্রতি কিলোমিটারে ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 


প্রশ্নঃ মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া কত টাকা?

উত্তরঃ মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। 


প্রশ্নঃ মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া কত টাকা? 

উত্তরঃ মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা। 


প্রশ্নঃ প্রতিটি মেট্রোরেলের প্রতিটি ট্রেনে সর্বোচ্চ যাত্রী পরিবহনের সক্ষমতা কত?

উত্তরঃ প্রতিটি মেট্রোরেলের প্রতিটি ট্রেনে সর্বোচ্চ যাত্রী পরিবহনের সক্ষমতা ২ হাজার ৩০৮ জন। 


প্রশ্নঃ মেট্রোরেলের সর্বোচ্চ পরিকল্পিত গতি কত?

উত্তর : মেট্রোরেলের সর্বোচ্চ পরিকল্পিত গতি ১০০ কিমি/ঘণ্টা।


প্রশ্নঃ মেট্রোরেলের স্টেশনগুলো কত তলাবিশিষ্ট হবে?

উত্তরঃ মেট্রোরেলের স্টেশনগুলো তিনতলা তলাবিশিষ্ট হবে। 


প্রশ্নঃ মেট্রোরেলের প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে?

উত্তরঃ মেট্রোরেলের প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১৮০ মিটার হবে। 


এই ছিল মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান। উপরে মেট্রোরেল সম্পর্কে সকল প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। আশা করছি আপনারা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq এবং সকল প্রশ্নের উত্তর জানতে পেরেছেন। 


এক নজরে মেট্রোরেল প্রকল্পঃ 

উপরে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান জানতে পেরেছেন। এবার আপনারা এক নজরে মেট্রোরেল প্রকল্প সম্পর্কে জেনে নিন। নিম্নে আপনাদের সুবিধার জন্য এক নজরে মেট্রোরেল প্রকল্প টেবিল আকারে দেয়া হলো- 


ঢাকা মেট্রোরেল মেট্রোরেলের বিবরণ
 প্রকল্পের নামঃ  ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন–৬
 প্রকল্পের ধাপ বা প্যাকেজ–সংখ্যাঃ  ৮টি। 
 উন্নয়ন সহযোগী সংস্থাঃ  জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সি (জাইকা)
 পরিচালনা সংস্থাঃ  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
 ডিএমটিসিএল গঠনের তারিখঃ   ৩ জুন ২০১৩
 ডিএমটিসিএলের রূপকল্প:  বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল
 প্রকল্পের বাজেট:  ৩৩,৪৭১.৯৯ কোটি টাকা।
 প্রস্তাবিত পথের দৈর্ঘ্য (ভায়াডাক্ট)  ২১ দশমিক ২৬ কিলোমিটার।
 সর্বনিম্ন ভাড়াঃ  ২০ টাকা। 
 সর্বোচ্চ ভাড়াঃ  ১০০ টাকা। 
 মেট্রোট্রেনের সংখ্যাঃ  ২৪ সেট
 প্রতিটি ট্রেনে কোচ–সংখ্যাঃ   ৬
 প্রতি ট্রেনের যাত্রী ধারণক্ষমতাঃ   ২,৩০৮ জন (মাঝের ৪টি কোচের প্রতিটিতে সর্বোচ্চ ৩৯০ জন এবং ট্রেইলার কোচের প্রতিটিতে সর্বোচ্চ ৩৭৪ জন)
 পরিচালনা–প্রযুক্তিঃ   কমিউনিকেশন বেইজড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি)
 চলাচলের সময়ঃ  সকাল ৮টা থেকে শুরু (আপাতত)
 প্রথম নারী চালকঃ  মরিয়ম আফিজা
 সর্বোচ্চ পরিকল্পিত গতিঃ   ১০০ কিলোমিটার/ঘণ্টা
 যাত্রী পরিবহন–ক্ষমতাঃ   ঘণ্টায় ৬০ হাজার এবং দৈনিক ৫ লাখ
 স্টেশন–সংখ্যাঃ   ১৭
 ট্রেনের বিদ্যুৎ–চাহিদাঃ   একটি ট্রেন উত্তরা থেকে আগারগাঁও আসতে বিদ্যুৎ লাগবে ২ হাজার টাকার
 বিদ্যুতের উৎসঃ   জাতীয় গ্রিড (উপকেন্দ্র ৫টি : উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও হোটেল ও বাংলা একাডেমি এলাকা)
 গেজঃ   স্ট্যান্ডার্ড গেজ (১,৪৩৫ মিলিমিটার)
 নির্মাণকাজ উদ্বোধনঃ   ২৬ জুন ২০১৬
 মেট্রোরেল উদ্বোধনঃ   ২৮ ডিসেম্বর ২০২২
 প্রকল্পের সমাপ্তিঃ   ২০২৫ সাল (সম্ভাব্য)
 প্রতিটি পিলারের ব্যাসঃ  ২ মিটার
 প্রতিটি পিলারের উচ্চতাঃ  ১৩ মিটার।
 একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্বঃ  ৩০ কিলোমিটার হতে ৪০ কিলোমিটার।
 বিদুৎ জোগানের জন্য উপকেন্দ্রের সংখ্যাঃ   ৫ টি।
 মেট্রোরেল প্রথম উদ্বোধন করেনঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এই ছিল এক নজরে মেট্রোরেল প্রকল্প। উপরে এক নজরে মেট্রোরেল প্রকল্প টেবিল আকারে দেয়া হয়েছে। আশা করছি আপনারা এক নজরে মেট্রোরেল প্রকল্প জানতে পেরেছেন।


আরো পড়ুনঃ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান


পরিশেষে বলতে চাচ্ছিঃ

এই পোস্টে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান, সকল প্রশ্ন উত্তর ও মেট্রোরেল a to z বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। মেট্রোরেল নিয়ে সকল প্রশ্নের উত্তর আশা করছি জানতে পেরেছেন। তবে এই প্রশ্ন-উত্তর গুলোর বাইরে যদি মেট্রোরেল সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এছাড়াও মেট্রোরেল সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ সমাধান দেয়ার চেষ্টা করব। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।  

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url