অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের গণিত বিভাগের বইয়ের তালিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের গণিত বিভাগের সকল শিক্ষার্থীদের বইয়ের তালিকা জানা জরুরী। কেননা অনার্সে গণিত বিভাগের প্রতি বর্ষে বই পরিবর্তন হয়ে থাকে। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের গণিত বিভাগের বইয়ের তালিকা দিব।
আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের গণিত বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স গণিত বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন।
অনার্স ১ম বর্ষের গণিত বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ১ম বর্ষের গণিত বিভাগের জন্য ৭টি বই পড়তে হয়। এই ৭টি বইয়ের মধ্যে চারটি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর তিনটি সাবজেক্ট রয়েছে যার মধ্যে যেকোনো দুইটি নিজেদের পছন্দমত বেছে নিতে পারবে। বাকি একটি বই হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-
মেজর সাবজেক্টঃ
- Fundamentals of Mathematics (213701)
- Calculus - 1 (213703)
- Linear Algebra (213705)
- Analytic and Vector Geometry (213707)
নন মেজর সাবজেক্টঃ
- Chemistry-I (212807)
- Introduction to Statistics (213607)
- Physics-I (212707)
বাধ্যতামূলক (compulsory) সাবজেক্টঃ
- History of the Emergence of Independent Bangladesh (211501)
এই হচ্ছে অনার্স NU honours 1st year mathematics department book list. উপরে অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া Chemistry-I.... Introduction to Statistics এবং Physics-I এই ৩টি সাবজেক্টের মধ্যে যেকোনো দুইটি সাবজেক্ট নিতে হবে।
অনার্স ২য় বর্ষের গণিত বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ২য় বর্ষের গণিত বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই ৯টি বই মেজর এবং নন মেজর দুইটি অংশে ভাগ করা হয়েছে। উক্ত নয়টি বইয়ের তালিকা হচ্ছে-
মেজর সাবজেক্টঃ
- Calculus 2
- Ordinary Differential Equations.
- Computer Programming.
- Math Lab (practical)
নন-মেজর সাবজেক্টঃ
- Physics 3
- General Chemistry 2
- Environmental Chemistry.
- Physics 4 (practical)
বাধ্যতামূলক (compulsory) সাবজেক্টঃ
- English (Compulsory)
এই ছিলো NU honours 2nd year mathematics department book list. উপরে অনার্স ২য় বর্ষের গণিত বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের বই English বাধ্যতামূলক থাকবে। তবে এই সাবজেক্ট নন ক্রেডিট হিসেবে থাকবে।
অনার্স ৩য় বর্ষের গণিত বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ৩য় বর্ষের গণিত বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-
- Abstract Algebra
- Real Analysis
- Numerical Analysis
- Complex Analysis
- Differential Geometry
- Mechanics
- Linear Programming
- Math Lab (Practical)
এই হচ্ছে NU honours 3rd year mathematics department book list. উপরে অনার্স ৩য় বর্ষের গণিত বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষের গণিত বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের গণিত বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। এই আটটি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-
- Theory of Numbers (243701)
- Topology & Functional Analysis (243703)
- Methods of Applied Mathematics (243705)
- Tensor Analysis (243707)
- Partial Differential equations (243709)
- Hydrodynamics (243711)
- Viva-Voce (মৌখিক পরীক্ষা) (243720)
নিচের যেকোনো দুটি সাবজেক্ট নিতে হবেঃ
- Discrete Mathematics (243713)
- Astronomy (243715)
- Mathematical Modeling in Biology (243717)
এই হচ্ছে NU honours 4th year mathematics department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার গণিত বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।
উপসংহারঃ
আশা করছি আপনারা এই পোস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের গণিত বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের গণিত বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। তবে যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।