অনার্স ১ম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা দেখুন
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যারা উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে অনার্সে পদার্পণ করেছ তোমাদের সকলকে স্বাগতম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের সকল বিভাগের প্রতি বর্ষের বই আলাদা আলাদা হওয়ায় তোমাদেরকে অনার্স ১ম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের জন্য নির্দিষ্ট বই পড়তে হবে। এখন তোমরা যদি মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী হও তাহলে তোমাদেরকে অবশ্যই অনার্স ১ম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা জানতে হবে।
যদি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা না জানো তাহলে এই পোস্ট তোমাদের জন্য। কারণ এই পোস্টে অনার্স ১ম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম দেয়া হবে। তোমরা অনার্স ১ম বর্ষের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বইয়ের লিস্ট জানার মাধ্যমে অনার্স প্রথম বর্ষে মৃত্তিকাবিজ্ঞান বিভাগের জন্য কোন কোন বই পড়তে হবে সেইসব বইয়ের নাম জানতে পারবে। তাহলে এবার NU Honors 1st Year Soil Science Department Book List জেনে নাও-
অনার্স ১ম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের নামঃ
উচ্চ মাধ্যমিক পাস করার পর লক্ষ লক্ষ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি হয়। তোমরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বিভিন্ন বিষয়ের উপর বই পড়লেও এখন অনার্সের শিক্ষার্থী হওয়ায় একটি নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে চার বছর পড়তে হবে। তোমরা অনার্সে যে বিভাগের শিক্ষার্থী হবে সেই বিভাগের শুধু সাবজেক্ট একই থাকবে কিন্তু চার বর্ষের প্রতি বর্ষে সেই সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই পড়তে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে সকল বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষে বই পরিবর্তন হয়ে থাকে। ঠিক তেমনি অনার্স প্রথম বর্ষের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বই আলাদা। তোমাদেরকে অনার্স প্রথম বর্ষে মৃত্তিকাবিজ্ঞান বিভাগের জন্য নির্দিষ্ট বই পড়তে হবে। অতঃপর যখন দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষে উঠবে তখন আবার আলাদা বই পড়তে হবে। অর্থাৎ তোমাদের মূল সাবজেক্ট বা বিভাগ ঠিক থাকবে কিন্তু সেই বিভাগ বা সাবজেক্টের আন্ডারে প্রতি বর্ষে বই পরিবর্তন হবে।
আরো পড়ুনঃ অনার্স ২য় বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা.
অনার্স ১ম বর্ষের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বইয়ের লিস্টঃ
উচ্চ মাধ্যমিক পাশ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি হওয়া অনেক নতুন শিক্ষার্থীরাই অনার্স ১ম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের লিস্ট জানেনা। ফলে তারা দ্বিধায় থাকে। তোমাদের সুবিধার জন্য নিম্নে অনার্স প্রথম বর্ষের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সকল বইয়ের লিস্ট দেয়া হয়েছে।
এতে করে তোমাদের মনে অনার্স প্রথম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা সম্পর্কে আর কোন দ্বিধা থাকবে না। তাহলে এবার অনার্স ১ম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও তালিকা জেনে নিন-
আরো পড়ুনঃ অনার্স ৩য় বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা.
অনার্স ১ম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ১ম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের জন্য ৫টি বই পড়তে হয়। এই পাঁচটি বইয়ের মধ্যে দুইটি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর দুইটি সাবজেক্ট রয়েছে। বাকি একটি বই হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-
মেজর সাবজেক্ট-
- Introductory Soils-1 (213301)
- Introductory Soils-2 (213303)
নন মেজর সাবজেক্ট-
- Chemistry-1 (212807)
- Botany-1 (213007)
বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্ট-
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (211501)
এই হচ্ছে অনার্স ১ম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা। উপরে অনার্স প্রথম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্ট অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে।
আরো পড়ুনঃ অনার্স ৪র্থ বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা.
অনার্স ১ম বর্ষের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মেজর সাবজেক্ট মানে কি?
আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অনার্স প্রথম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগে মেজর নামে আলাদা সাবজেক্ট রয়েছে। এখন কথা হচ্ছে এই মেজর সাবজেক্ট বলতে কি বুঝায়?
মেজর হচ্ছে আপনি যে বিভাগের ছাত্র সেই বিভাগের যে নির্দিষ্ট সাবজেক্ট নিয়েছিলেন সেই সাবজেক্টের যতগুলো নির্দিষ্ট বিষয় বা সাবজেক্ট রয়েছে সেগুলো হচ্ছে মেজর। যেমনঃ মনে করুন আপনি মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ছাত্র। এখন এই মৃত্তিকাবিজ্ঞান বিভাগের আন্ডারে যেসব নির্দিষ্ট সাবজেক্ট বা বিষয় রয়েছে সেগুলো হচ্ছে মেজর সাবজেক্ট।
অনার্স ১ম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের নন মেজর সাবজেক্ট মানে কি?
আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অনার্স ১ম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগে নন মেজর নামে আলাদা সাবজেক্ট রয়েছে। এখন কথা হচ্ছে এই নন মেজর সাবজেক্ট বলতে কি বুঝায়?
নন মেজর সাবজেক্ট বলতে আপনি যে বিভাগের ছাত্র সেই বিভাগের নির্দিষ্ট সাবজেক্ট ব্যতীত যেসব বই বা বিষয় পড়তে হয় সেগুলো হচ্ছে নন মেজর। যেমন আপনি যদি মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ছাত্র হয়ে থাকেন তাহলে আপনাকে মৃত্তিকাবিজ্ঞান ছাড়াও রসায়ন ইত্যাদি বই পড়তে হয়। এইসব হচ্ছে নন মেজর সাবজেক্ট। অর্থাৎ নন মেজর সাবজেক্ট বলতে আপনারা ধার করা সাবজেক্টও বলতে পারেন।
পরিশেষে বলতে চাচ্ছিঃ
অনার্স ১ম বর্ষের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা নিয়ে এই পোস্ট আশা করছি তোমাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট তোমাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেনা। এছাড়াও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা অনার্স প্রথম বর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বইয়ের লিস্ট সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চাও তাহলে কমেন্টে জানাতে পারো। তবে এরকম সকল শিক্ষামূলক নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেনা।