সহজেই ফেসবুক পেজ চিরতরে ডিলিট করার নিয়ম (পার্মানেন্ট ডিলিট হবে)

অনলাইনে ব্যবসা, বিনোদন, জনপ্রিয়তা, ও ইনকাম করার অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ। বিভিন্ন প্রয়োজনে আমরা অনেকেই ফেসবুক পেজ খুলে থাকি। অনেক সময় আমাদের তৈরি করা ফেসবুক পেজ ডিলিট করতে হয়। কিন্তু অনেকেই রয়েছেন যারা ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম না জানায় তাদের ফেসবুক পেজ ডিলিট করতে পারে না। 


যদি আপনি ফেসবুক পেজ ডিলিট করার উপায় না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই পোস্টে আমি দেখাবো কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয়। আপনারা ফেসবুক পেজ পার্মানেন্ট ডিলিট করার নিয়ম জানার মাধ্যমে খুব সহজেই আপনাদের ফেসবুক পেজ চিরতরে ডিলিট করতে পারবেন। তাহলে দেখে নিন বিস্তারিত- 


ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম


ফেসবুক পেজ পার্মানেন্ট ডিলিট করার কারনঃ 

কেউ যদি অনলাইনে ব্যবসা, বিনোদন, শিক্ষামূলক কনটেন্ট প্রচার, জনপ্রিয়তা পাওয়া ও এডভাইটাইজার এর মাধ্যমে আয় করতে চায় তাহলে প্রথমেই সে ফেসবুক পেজ খোলার চিন্তা করে থাকে। কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে সবথেকে জনপ্রিয় এবং বেশি ব্যবহারকারি ফেসবুকে রয়েছে। ফেসবুক পেজ খুলে সেখানে সহজেই লাইক এবং ফলোয়ার বৃদ্ধি করে নিজের উদ্দেশ্যে পূরণ করা যায়। 


কিন্তু অনেক সময় ফেসবুক পেজ খোলার পরেও নিজেদের উদ্দেশ্য পূরণ হয় না। তখন আমরা ফেসবুক পেজ ডিলিট করতে চাই। এছাড়াও অনেকেই একাধিক ফেসবুক পেজ খোলায় অতিরিক্ত ফেসবুক পেজ ডিলিট করতে চায়। তবে আপনি যে কারণেই ফেসবুক পেজ ডিলিট করতে চান না কেনো আপনি খুব সহজেই ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন। তাহলে এবার ফেসবুক পেজ ডিলিট করার পদ্ধতি দেখে নিন- 


আরো পড়ুনঃ ফেসবুক পেজ ডিএক্টিভ, আনপাবলিশ বা হাইড করার নিয়ম


ফেসবুক পেজ ডিলিট করার নিয়মঃ 

ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের যেকোন ফেসবুক পেজ পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। ফেসবুক পেজ চিরতরে ডিলিট করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


ফেসবুক পেজ ডিলিট করার জন্য প্রথমে ফেসবুক মেইন অ্যাপ দিয়ে আপনার যে ফেসবুক আইডির আন্ডারে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক আইডিতে প্রবেশ করুন। অতঃপর নিচের স্ক্রিনশট দেখানো ফেসবুকের মেনু আইকনে ক্লিক করুন- 


ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার ফেসবুক আইডির প্রোফাইলের নামের পাশেই ফেসবুক পেজের আইকন দেখতে পারবেন। এখানে ক্লিক করলেই আপনার ফেসবুক আইডির আন্ডারে যতগুলো পেজ রয়েছে সবগুলো দেখাবে। আপনারা নিচের স্ক্রিনশট দেখানো ফেসবুক পেজ আইকনে ক্লিক করবেন- 


ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার ফেসবুক আইডির আন্ডারে যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ তালিকা দেখতে পারবেন। এই পেজগুলো থেকে আপনি যে ফেসবুক পেজ ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজে প্রবেশ করবেন- 


ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম


ফেসবুক পেজে প্রবেশ করার পর এবার নিচের স্ক্রিনশট দেখানো আপনার ফেসবুক পেজের মেনু আইকনে ক্লিক করবেন- 


কিভাবে ফেসবুক পেজ ডিলিট করে


এবার নিচের স্ক্রিনশটের মতো মেনু পেজের Setting & privacy অপশন থেকে Setting অপশনে ক্লিক করবেন- 


কিভাবে ফেসবুক পেজ ডিলিট করে


ফেসবুক পেজের Setting অপশনে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মতো Page settings নামে একটি অপশন দেখতে পারবেন। আপনারা এই Page settings অপশনে প্রবেশ করবেন- 


how to delete facebook page


পেজ সেটিং অপশনে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মতো Access and control নামে একটি অপশন দেখতে পারবেন। আপনারা এই Access and control অপশনে প্রবেশ করবেন- 


how to delete facebook page


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মত Deactivation and deletion নামে একটি অপশন দেখতে পারবেন। ফেসবুক পেজ ডিলিট করার জন্য আমাদেরকে এই Deactivation and deletion অপশনে প্রবেশ করতে হবে- 


ফেসবুক পেজ ডিলিট করার উপায়


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো দুইটি অপশন দেখতে পারবেন এখানে দুইটি অপশনের কাজ হচ্ছে- 


  • Deactivate page - যদি আপনার ফেসবুক পেজ ডিলিট না করে ডিএক্টিভ করতে চান তাহলে এই Deactivate page অপশনের মাধ্যমে করতে পারবেন। এতে আপনার ফেসবুক পেজ সাময়িক সময়ের জন্য বন্ধ হবে। 

  • Delete page - যদি আপনার ফেসবুক পেজ ডিলিট করতে চান তাহলে এই Delete page অপশনের মাধ্যমে করতে পারবেন। এতে আপনার ফেসবুক পেজ চিরতরে ডিলিট হবে। 


এখানে দুইটি অপশনের মধ্যে যেহেতু আমরা ফেসবুক পেজ ডিলিট করব তাই Delete page অপশন সিলেক্ট করে Continue অপশনে ক্লিক করতে হবে- 


কিভাবে ফেসবুক পেজ ডিলিট করে


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো দেখতে পারবেন যে আপনার ফেসবুক পেজ ডিলিট করার কারণ সিলেক্ট করতে বলতেছে। আপনি চাইলে এখানে দেয়া যেকোনো একটি কারণ সিলেক্ট করতে পারেন। অথবা যদি কোনো কারণ সিলেক্ট করতে না চান তাহলে সরাসরি Continue অপশনে ক্লিক করবেন-  


how to delete facebook page


এবার আপনারা নিজের স্ক্রিনশটের  মতো Download your information নামে একটি অপশন দেখতে পারবেন। আপনারা চাইলে Download info অপশনে ক্লিক করে আপনার ফেসবুক পেজে আপলোড করা সকল পোস্ট, ফটো, ভিডিও ইত্যাদি সকল কনটেন্ট ডাউনলোড করে রাখতে পারবেন। এবার Continue অপশনে ক্লিক করবেন- 


ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম


এবার আপনাকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে বলবে। আপনার যে ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে বলবে সেই ফেসবুক আইডির নাম এবং ছবি এখানে দেখাবে। আপনারা উক্ত ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে Continue অপশনে ক্লিক করবেন- 


ফেসবুক পেজ ডিলিট করার উপায়


এবার আপনারা ফেসবুক পেজ ডিলিট করার কনফার্ম পেজ দেখতে পারবেন। ফেসবুক পেজ ডিলিট করলে কি কি হবে সেটি এখানে উল্লেখ করেছে। আপনারা সবকিছু জেনে সম্মতি থাকলে Continue অপশনে ক্লিক করবেন- 


কিভাবে ফেসবুক পেজ ডিলিট করে


এবার আপনারা যে ফেসবুক পেজ ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজের নাম ও ছবি দেখতে পারবেন। এখানে দেখানো উল্লেখিত ফেসবুক পেজটি ডিলিট হবে। অতঃপর সবকিছু জেনে ফেসবুক পেজ ডিলিট করার সম্মতি থাকলে ডিলিট পেজ অপশনে ক্লিক করলেই আপনার ফেসবুক পেজ ডিলিট হয়ে যাবে। ফেসবুক পেজ ডিলিট হওয়ার সাথে সাথেই অটোমেটিক আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ হবে- 


how to delete facebook page


এই ছিলো ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই আপনাদের ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন। উপরের নিয়মে Facebook page delete করলে আপনার ফেসবুক পেজ চিরতরে ডিলিট হয়ে যাবে। তবে ফেসবুক পেজ ডিলিট করার পূর্বে কিছু বিষয়ে জেনে রাখা জরুরি। সেগুলো হচ্ছে- 


ফেসবুক পেজ চিরতরে ডিলিট করার শর্তাবলীঃ 

ফেসবুক পেজ ডিলিট করলেও মূলত সেই ফেসবুক পেজ সাথে সাথেই চিরতরে ডিলিট হয়ে যায় না। বরং ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে ৩০ দিন সময় দেয় যাতে আপনি চাইলে এই ৩০ দিনের মধ্যে যদি কখনো ডিলিট করা ফেসবুক পেজ আবার ফেরত আনতে চান তাহলে সেটি করতে পারেন। তবে এই ৩০ দিন আপনার ফেসবুক পেজ আনপাবলিশ হয়ে থাকবে। 


অর্থাৎ এই ৩০ দিন আপনার ফেসবুক পেজ কেউ দেখতে পারবে না। আর যদি আপনি ৩০ দিনের মধ্যে আপনার ডিলিট করা ফেসবুক পেজ ফিরিয়ে না আনেন তাহলে ৩০ দিন পর অটোমেটিক আপনার ফেসবুক পেজ ডিলিট হয়ে যাবে। তখন আপনি চাইলেও আপনার ডিলিট ফেসবুক পেজ ফিরিয়ে আনতে পারবেন না। 


আরো পড়ুনঃ ডিলিট করা ফেসবুক পেজ ফিরিয়ে আনার উপায়


পরিশেষে বলতে চাচ্ছিঃ

ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা How to delete facebook page সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে ফেসবুক ও অন্যান্য বিষয়ে আপডেট টিপস পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url