বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়ম (সঠিক পদ্ধতিতে)

অনেকেই তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে লেনদেন, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট ইত্যাদি কাজ করে বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট পেয়েছেন। কিন্তু তারা জানেনা এই বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট কিভাবে ব্যবহার করতে হয়। আপনিও কি বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়ম জানেন না? 


যদি আপনি বিকাশ রিওয়ার্ডস ব্যবহার করার উপায় না জানান তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই পোস্টে আমি বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার পদ্ধতি স্ক্রিনশট সহ দেখাবো। আপনারা খুব সহজেই আপনার বিকাশ একাউন্টে থাকা রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করে বিকাশের বিভিন্ন অফার নিতে পারবেন-


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়ম


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট কিভাবে ব্যবহার করব? 

বিকাশ তাদের গ্রাহকদের বিকাশ একাউন্ট ব্যবহার অনুযায়ী রিওয়ার্ডস পয়েন্ট দেয়। বিকাশ গ্রাহকরা তাদের বিকাশ একাউন্টে থাকা বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট দিয়ে বিভিন্ন ক্যাশব্যাক অফার নিতে পারে। বিকাশের সার্ভিসগুলো যেমন ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট ইত্যাদি ব্যবহার অনুযায়ী বিকাশ আমাদের যে রিওয়ার্ডস পয়েন্ট দেয় সেই পয়েন্ট অনুযায়ী নির্দিষ্ট লেভেল ও ক্যাশব্যাক অফার নেয়া যায়। 


আপনার বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট যত বেশি থাকবে আপনি তত বড় লেভেলে উঠতে পারবেন এবং সেই লেভেল অনুযায়ী ভালো ভালো অফার নিতে পারবেন। এখন আপনি হয়তো আপনার বিকাশ একাউন্টের রিওয়ার্ডস চেক করে দেখেছেন আপনার অনেক পয়েন্ট রয়েছে। এখন কথা হচ্ছে এই বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট কিভাবে ব্যবহার করে ক্যাশব্যাক অফার নিবেন? নিম্নে বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার সম্পূর্ণ নিয়ম দেয়া হলো- 

আরো দেখুনঃ বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট, লেভেল ও অফার চেক করার নিয়ম

বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়মঃ 

বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার পদ্ধতি অনেক সহজ। তবে বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করতে চাইলে বিকাশ অ্যাপ লাগবে। বিকাশ মেনু কোড ডায়াল করে পয়েন্ট ব্যবহার করতে পারবেন না। আপনার মোবাইলে বিকাশ অ্যাপ না থাকলে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ইন্সটল করে ওপেন করুন। অতঃপর নিচের ধাপগুলো অনুসরণ করুন... 


বিকাশ অ্যাপে আপনার যে বিকাশ একাউন্টের রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করতে চাচ্ছেন সেই বিকাশ একাউন্ট লগইন করার পর বিকাশ অ্যাপের হোম পেজে নিচের স্ক্রিনশটের মতো ট্রফি 🏆 আইকন দেখতে পারবেন। বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার জন্য এই ট্রফি 🏆 আইকনে ক্লিক করতে হবে-


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়ম


এবার আপনার বিকাশ একাউন্টের রিওয়ার্ডস পয়েন্ট ও লেভেল দেখতে পারবেন। তবে বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার জন্য আমাদেরকে সব দেখুন অপশনে ক্লিক করতে হবে। এতে আপনি বিকাশ পয়েন্ট দিয়ে কি কি অফার নিতে পারবেন সকল অফারের তালিকা দেখতে পারেন-  


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়ম


নিচের স্ক্রিনশট লক্ষ্য করলে দেখতে পারবেন এখন আমার বিকাশ রিওয়ার্ডসে তিনটি অফার দেখাচ্ছে। আমার পয়েন্ট দিয়ে আমি এই তিনটি অফারের ক্যাশব্যাক নিতে পারব। আপনারাও এরকম আপনার বিকাশ একাউন্টের রিওয়ার্ডস পয়েন্ট ও লেভেল দেখে সেই পয়েন্ট ও লেভেল অনুযায়ী কি কি অফার নিতে পারবেন সেটি দেখতে পারবেন। আমি আপনাদেরকে পে বিল করে ক্যাশব্যাক নিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে একই নিয়মে মোবাইল রিচার্জ করে ক্যাশব্যাক নিতে পারবেন। তো আপনি বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট দিয়ে যে অফারটি নিতে চাচ্ছেন সেই অফারটির পাশে থাকা সংগ্রহ করুন অপশনে ক্লিক করবেন- 


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়ম


এবার আপনার বিকাশ রিওয়ার্ডস এর মেয়াদ দেখতে পারবেন। অর্থাৎ আপনি যদি হ্যা অপশনে ক্লিক করেন তাহলে ৩০ দিনের মধ্যে উক্ত অফারটি সংগ্রহ করতে হবে। ৩০ দিন শেষ হয়ে গেলে সেই অফারটি আর পাবেন না। যেহেতু আমরা বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট দিয়ে অফার নিব তাই হ্যাঁ অপশনে ক্লিক করতে হবে- 


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়ম


এবার আপনি অভিনন্দন পেজ দেখতে পারবেন। এখানে আপনি কি করলে ক্যাশব্যাক পাবেন এবং সেটার মেয়াদ কতদিন বলা হয়েছে। আপনি ঠিক আছে অপশনে ক্লিক করবেন- 


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়ম


এবার বিকাশ অ্যাপের হোম পেজে চলে যাবেন। যেহেতু আমি ৫০০ টাকা অথবা তার বেশি টাকা বিল পেমেন্ট করলে ক্যাশব্যাক পাব তাই পেয়ে বিল অপশনে ক্লিক করে আমাকে উক্ত পরিমান টাকা বিল পেমেন্ট করতে হবে। বিল পেমেন্ট করার জন্য টেবিল অপশনে ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে বিল পেমেন্ট করলেই হবে। আপনি যদি মোবাইল রিচার্জ ক্যাশব্যাক অফার সংগ্রহ করেন তাহলে মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করে মোবাইল রিচার্জ করে উক্ত ক্যাশব্যাক অফার নিতে পারবেন- 


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়ম


আমি পে বিল অপশনে প্রবেশ করে ৬৫৪ টাকা পল্লী বিদ্যুৎ বিল দিয়ে ৬০ টাকা ক্যাশব্যাক নিয়েছি। আপনারাও পে বিল অপশন থেকে যেকোন জায়গায় বিল পেমেন্ট করে ক্যাশব্যাক নিতে পারবেন। ক্যাশব্যাক পেলে নিচের স্ক্রিনশটের মতো মেসেজ দেখতে পারবেন-  


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়ম


দেখুন আমি আমার বিকাশ স্টেটমেন্ট চেক করে দেখাচ্ছি। ৬৫৪ টাকা পে বিল করার কারণে আমাকে ৬০ টাকা ক্যাশব্যাক দিয়েছে। যদি আমি বিকাশ রিওয়ার্ডস অপশনে প্রবেশ করে সংগ্রহ করুন অপশনে ক্লিক না করতাম তাহলে পে বিল করলেও আমাকে ক্যাশব্যাক দিত না। 


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়ম


এই ছিলো বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই আপনার বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন ক্যাশব্যাক অফার নিতে পারবে। তবে মনে রাখবেন বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট এর সংগ্রহ করুন অপশনে ক্লিক করার পর নির্দিষ্ট মেয়াদের মধ্যে অফারটি নিতে হবে। এছাড়াও আপনি যে অফার নিবেন সেই অফার অনুযায়ী আপনার রিওয়ার্ডস পয়েন্ট কেটে নিবে। 


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার পরিশেষেঃ 

উপরে বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়ম বিস্তারিত তথ্য সহো দেয়া হয়েছে। আপনারা বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট কিভাবে ব্যবহার করে সেটি জানতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার উপায় সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে বিকাশ ও অন্যান্য মোবাইল ব্যাংকিং সম্পর্কে এরকম নিত্যনতুন টিপস পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবগুগল নিউজে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url