৩টি মাধ্যমে স্কিটো সিমের ব্যালেন্স চেক করুন Skitto Balance Check
স্বল্প মূল্যে ইন্টারনেট সুবিধা থাকায় স্কিটো সিম অনেকের কাছে জনপ্রিয়। তবে এই সিম ব্যবহারকারীদের অবশ্যই তাদের ব্যালেন্স সম্পর্কে জানতে হবে। স্কিটো সিমের ব্যালেন্স চেক করার মাধ্যমে স্কিটো সিমে কত টাকা রয়েছে সেটি জানা যায়।
এই আর্টিকেলে আমি আপনাদেরকে স্কিটো সিমের ব্যালেন্স চেক করার উপায় দেখাবো। স্কিটো সিমের টাকা দেখার নিয়ম ও সুবিধা জেনে আপনার স্কিটো সিমে কত টাকা রয়েছে সেটা জানতে পারবেন-
স্কিটো সিমের ব্যালেন্স কেন চেক করতে হবে?
একটি স্কিটো সিম মূলত ব্যালেন্সের মাধ্যমে পরিচালিত হয়। উক্ত সিমের সকল কার্যক্রম সেই সিমে থাকা টাকা দিয়ে করতে হয়। স্কিটো সিমে কত টাকা রয়েছে সেটি জানার কারণগুলো হচ্ছে-
- স্কিটো সেবা ব্যবহার করাঃ যেহেতু স্কিটো সিমের সকল সার্ভিস সেই সিমের ব্যালেন্সের উপর নির্ভর করে তাই স্কিটো সেবা ব্যবহার করার জন্য অবশ্যই স্কিটো সিমের ব্যালেন্স জানতে হবে। কেননা, যদি স্কিটো সিমে ব্যালেন্স না থাকে তাহলে সেবা বন্ধ হয়ে যাবে।
- স্কিটো সিমের ব্যালেন্স দেখাঃ আপনার স্কিটো সিমে কত টাকা রয়েছে সেটি জানার জন্য স্কিটো ব্যালেন্স চেক করতে হবে। সাধারণত স্কিটো সিমের রিচার্জ করার পর ব্যালেন্সে টাকা যোগ হয়েছে কিনা সেটি জানার জন্য স্কিটো ব্যালেন্স দেখতে হয়।
- স্কিটো সিমে রিচার্জের সিদ্ধান্তঃ আপনার স্কিটো সিমে টাকা দেখার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন রিচার্জ করতে হবে কিনা। আপনি যে সেবা নিতে চাচ্ছেন সেই সেবার জন্য যত টাকা লাগবে সেটি আপনার স্কিটো সিমে রয়েছে কিনা ব্যালেন্স চেক করার মাধ্যমে জানতে পারবেন।
- অপ্রয়োজনীয় খরচ বন্ধ করাঃ আপনার স্কিটো সিম দিয়ে যদি অপ্রয়োজনীয় খরচ খুব বেশি হয় তাহলে ব্যালেন্স নিয়মিত চেক করে সেটি বন্ধ করতে পারবেন। স্কিটো সিমে টাকা দেখে আপনি ধারণা পাবেন আপনার খরচ কিরকম হচ্ছে এবং খরচ বেশি হলে কিভাবে সেটি কমাতে হবে।
স্কিটো সিমের ব্যালেন্স চেক করার নিয়মঃ
সাধারণত তিনটি মাধ্যমে সকল স্কিটো সিমের ব্যালেন্স চেক করা যায়। আপনি যে তিনটি উপায়ে আপনার স্কিটো সিমে কত টাকা রয়েছে সেটি জানতে পারবেন তা হচ্ছে-
- কোড ডায়াল করে।
- স্কিটো অ্যাপের মাধ্যমে।
- কাস্টমার কেয়ারে কথা বলে।
সাধারণত কোড ডায়াল করে এবং স্কিটো অ্যাপের মাধ্যমে খুব সহজেই স্কিটো সিমের ব্যালেন্স দেখা যায়। এছাড়াও কাস্টমার কেয়ার ভালো অপশন। তাহলে চলুন কোড ডায়াল করে এবং স্কিটো অ্যাপের মাধ্যমে কিভাবে স্কিটো সিমের টাকা দেখে সেটি জানা যাক-
স্কিটো সিমের ব্যালেন্স চেক কোডঃ
যাদের মোবাইলে স্কিটো অ্যাপ নেই অথবা বাটন মোবাইল ব্যবহার করেন তাদের জন্য স্কিটো সিমের ব্যালেন্স দেখার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে কোড ডায়াল করা। স্কিটো সিমের ব্যালেন্স চেক কোড হচ্ছে *121*1*1# - আপনারা *121*1*1# কোড ডায়াল করে স্কিটো সিমের ব্যালেন্স দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *121*1*1# কোড লিখে আপনার যে স্কিটো সিমের ব্যালেন্স দেখতে চাচ্ছেন সেই স্কিটো সিমে ডায়াল করবেন-
ধাপ ২: অতঃপর আপনার স্কিটো সিমের ব্যালেন্স দেখতে পারবেন। আপনার স্কিটো সিমে কত টাকা রয়েছে এবং সেই টাকার মেয়াদ কতদিন সকল তথ্য এখানে দেখতে পারবেন-
এই ছিলো কোড ডায়াল করে স্কিটো সিমের ব্যালেন্স চেক করার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *121# কোড ডায়াল করার মাধ্যমে আপনার স্কিটো সিমের টাকা দেখতে পারবেন।
স্কিটো অ্যাপের মাধ্যমে স্কিটো সিমের টাকা দেখার উপায়ঃ
স্কিটো সিমের টাকা দেখার জন্য সবথেকে সহজ মাধ্যম হচ্ছে স্কিটো অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যেকোনো স্কিটো সিমের ব্যালেন্স খুব সহজেই দেখা যায়। স্কিটো অ্যাপের মাধ্যমে স্কিটো সিমের ব্যালেন্স চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে স্কিটো অ্যাপ ওপেন করতে হবে। যদি আপনার মোবাইলে স্কিটো অ্যাপ না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে Skitto লিখে সার্চ করে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। অথবা Skitto app এই লিংকে প্রবেশ করে সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করবেন। অতঃপর এই অ্যাপ ওপেন করবেন-
ধাপ ২: এবার আপনার স্কিটো সিমের নাম্বার দিয়ে স্কিটো অ্যাপে লগইন করতে হবে। আপনি যে স্কিটো সিমের ব্যালেন্স চেক করতে চাচ্ছেন সেই স্কিটো সিমের নাম্বার দিয়ে লগইন করে অ্যাপে প্রবেশ করবেন-
ধাপ ৩: অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো স্কিটো অ্যাপের হোম পেজে আপনার স্কিটো সিমের ব্যালেন্স দেখতে পারবেন-
এই ছিলো স্কিটো অ্যাপের মাধ্যমে স্কিটো সিমের ব্যালেন্স দেখার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে স্কিটো অ্যাপ দিয়ে সহজেই আপনাদের স্কিটো সিমের ব্যালেন্স চেক করতে পারবেন।
কাস্টমার কেয়ারে কথা বলে স্কিটো সিমে কত টাকা রয়েছে জানার উপায়ঃ
যদি আপনি কোড ডায়াল করে এবং স্কিটো অ্যাপের মাধ্যমে কোন ভাবেই স্কিটো সিমের ব্যালেন্স চেক করতে না পারেন তাহলে আপনার জন্য সর্বশেষ উপায় হচ্ছে কাস্টমার কেয়ার। কারণ স্কিটো সিমের কাস্টমার কেয়ারে কথা বলে স্কিটো সিম সম্পর্কে সকল তথ্য জানার পাশাপাশি সকল সমস্যার সমাধান পাওয়া যায়।
এই কারণে স্কিটো সিমের কাস্টমার কেয়ারে কল করে আপনার সিমে কত টাকা রয়েছে জানতে চাইলে তারা আপনাকে বলে দিবে। এভাবে আপনারা স্কিটো সিমের কাস্টমার কেয়ারে কথা বলে আপনার স্কিটো সিমের ব্যালেন্স জানতে পারবেন।
শেষ কথাঃ
ইতিমধ্যে আপনারা স্কিটো সিমের ব্যালেন্স চেক করার তিনটি পদ্ধতি জানতে পেরেছেন। আপনারা উপরে দেখানো তিনটি নিয়মে আপনার স্কিটো সিমে কত টাকা রয়েছে সেটি খুব সহজেই জানতে পারবেন। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা Skitto Balance Check সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও মোবাইল অপারেটর সম্পর্কিত সকল টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।