015 কোন সিমের নাম্বার । 015 Which operator in bangladesh
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মোবাইল অপারেটর তাদের সেবা প্রদান করতেছে। সকল অপারেটরের শুরুতে নির্দিষ্ট কিছু সংখ্যা থাকে যেগুলো দেখলে বোঝা যায় সেটি কোন সিমের নাম্বার।
আপনারা অনেকেই নাম্বারের শুরুতে ০১৫ দেখে জানতে চাচ্ছেন 015 কোন সিমের নাম্বার। আপনাদের জন্য এই আর্টিকেলে আমি ০১৫ কোন সিম সেটি জানাবো। 015 which operator in bangladesh জেনে এই সিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন-
015 কোন সিমের নাম্বার । ০১৫ কোন সিম?
০১৫ হচ্ছে টেলিটক সিমের নাম্বার। অনেকেই টেলিটক সিমের নাম্বার সম্পর্কে না জানার কারণে তারা নাম্বারের শুরুতে 015 দেখলেই জানতে চায় এটি কোন সিমের নাম্বার। মূলত 015 হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান Teletalk এর সিম নাম্বার। টেলিটক সিম সম্পর্কে অনেকের না জানার কারন হচ্ছে এটি এখনও সবার মাঝে বিস্তৃত হয়নি।
বাংলাদেশের অন্যান্য বেসরকারি অপারেটর গুলো পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও টেলিটক সেই দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। এই কারণে মানুষ নাম্বারের শুরুতে 015 দেখেলে জানতে চান ০১৫ কোন সিম। অর্থাৎ যদি কোনো নাম্বারের শুরু 015 দিয়ে হয় তাহলে বুঝতে হবে এটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান টেলিটক সিমের নাম্বার।
015 Which operator in bangladesh
The 015 number series in Bangladesh belongs to Teletalk, the only state-owned mobile network operator in the country. If you see a phone number starting with 015, it is from a Teletalk SIM.
০১৫ (টেলিটক) সিম সম্পর্কিত তথ্যাবলীঃ
০১৫ হচ্ছে টেলিটক সিম যা বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল সিম অপারেটর প্রতিষ্ঠান। বাংলাদেশের টেলিটক অপারেটর ছাড়াও গ্রামীনফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ইত্যাদি অপারেটর রয়েছে। তবে এগুলো সব বেসরকারি প্রতিষ্ঠান। শুধুমাত্র টেলিটক অপারেটর সরকারি প্রতিষ্ঠান।
- ০১৫ অপারেটরঃ টেলিটক বাংলাদেশ লিমিটেড।
- 015 Sim Name: Teletalk
- সেবা শুরুঃ ২০০৪ সালে।
- সিম কোডঃ 015
- ০১৫ সিমের পরিসেবাঃ টেলিটক ২জি, ৩জি, এবং ৪জি সেবা প্রদান করে।
- কভারেজঃ দেশের বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক রয়েছে। তবে অন্যান্য অপারেটর থেকে কম।
টেলিটক (০১৫) সিম ব্যবহার করার কারণ ও সুবিধাঃ
টেলিটক বাংলাদেশি প্রতিষ্ঠান হওয়ায় এই অপারেটর ব্যবহার করলে বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়। আপনি যদি টেলিটক সিম ব্যবহার করেন তাহলে যেসব সুবিধা পাবেন তা হচ্ছে-
- বিভিন্ন অফার ও প্যাকেজঃ অন্যান্য অপারেটর থেকে টেলিটক সিমে বেশি বেশি অফার ও প্যাকেজ পাওয়া যায়।
- সাশ্রয়ী মূল্যে কথা বলাঃ টেলিটক সিমে সবথেকে কম মূল্যে কথা বলা যায়।
- সরকারি সেবাঃ বিভিন্ন সরকারি সেবা টেলিটক সিমের মাধ্যমে পাওয়া যায়। এই সুবিধা অন্যান্য সিমে পাওয়া যায় না।
- পরীক্ষার ফলাফলঃ আপনি পরীক্ষার ফলাফল সবার আগে টেলিটক সিমের মাধ্যমে জানতে পারবেন।
- পরীক্ষার আবেদনঃ সরকারি অনেক পরীক্ষার আবেদন টেলিটক সিমের মাধ্যমে করা যায়।
- ফরম পূরণঃ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ফরম পূরণের কাজ টেলিটক সিমের মাধ্যমে করতে হয়।
015 টেলিটক সিমের অসুবিধাঃ
টেলিটক সিমের সুবিধা থাকার পাশাপাশি অসুবিধাও রয়েছে। টেলিটক সিম ব্যবহার করলে আপনি যেসব অসুবিধার সম্মুখীন হতে পারেন তা হচ্ছে-
- নেটওয়ার্ক সমস্যাঃ টেলিটক সিমের সব থেকে বড় সমস্যা হচ্ছে নেটওয়ার্ক। টেলিটকের নেটওয়ার্ক কভারেজ সব জায়গায় না থাকায় এই সিমের নেটওয়ার্ক যেখান সেখানে পাওয়া যায় না।
- সিম ক্রয় করাঃ অন্যান্য অপারেটরের সিম সাধারণ দোকান থেকে পাওয়া গেলেও টেলিটক সিম অফিস ছাড়া পাওয়া যায় না। টেলিটকের নির্দিষ্ট অফিসে গিয়ে সিম নিতে হয়।
- রিচার্জ অপশন কমঃ টেলিটকের ব্যবহারকারী কম হওয়ায় সব জায়গা থেকে রিচার্জ করা যায় না। এক্ষেত্রে মোবাইল ব্যাংক ব্যবহার করে টেলিটক সিমে রিচার্জ করতে হয়।
শেষ কথাঃ
বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্বস্ত অপারেটর হচ্ছে টেলিটক। ইতিমধ্যে আপনারা 015 kon sim জানতে পেরেছেন। যদি ০১৫ অর্থাৎ টেলিটক সিম সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর মোবাইল অপারেটর সম্পর্কিত সকল টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।