মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে নিয়ে নিন ফ্রী 500 এমবি ইন্টারনেট সাথে থাকছে প্রতিদিন 25 এমবি ফ্রি ইন্টারনেট

আপনারা সকলেই জানেন যে বর্তমানে বাংলালিংক অনেক বেশি জনপ্রিয়। বাংলালিংক অপারেটর বেশি জনপ্রিয় হওয়ার কারণ তাদের নিত্যদিনের অফার। বাংলালিংক তাদের গ্রাহকদের কথা ভেবে নিয়মিত নিত্য নতুন অফার নিয়ে আসে। বাংলালিংকের অফার গুলো মানুষের ভালো লাগে তাই বাংলালিংকের গ্রাহক অনেক বেশি। 


বাংলালিংক ফ্রি ইন্টারনেট


বাংলালিংক গ্রাহকদের অনেক অফার দিয়ে থাকে। এর মধ্যে জনপ্রিয় একটি অফার হলো মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করা মাত্রই 500 এমবি ফ্রি দিয়ে থাকে। আপনি এই 500 এমবি ফ্রি পাবেন। অর্থাৎ এই 500mb পাওয়ার জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবে না। 


শুধুমাত্র মাই বাংলালিংক অ্যাপে প্রথমবার সাইন আপ করা মাত্রই পেয়ে যাবেন 500 এমবি ফ্রি ইন্টারনেট। এই 500 এমবি ফ্রি ইন্টারনেট নির্দিষ্ট কোন প্যাকেজ না। অর্থাৎ আপনি এই 500 এমবি দিয়ে সবকিছু চালাতে পারবেন। 


ফ্রি ইন্টারনেট এর মেয়াদ - 

মাই বাংলালিংক অ্যাপে  সাইন আপ করা মাত্র যে ফ্রী 500 এমবি দিয়ে থাকে তার মেয়াদ 4 দিন। অর্থাৎ আপনি এই 500mb চারদিন ব্যবহার করতে পারবেন। 


ফ্রী 500 এমবি কারা পাবে?

আশা করছি আপনারা জানতে পেরেছেন যে মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করলে ফ্রী 500 এমবি দিয়ে থাকে। তবে এই 500mb সবাই পাবে না। যারা প্রথমবার তাদের বাংলালিংক নাম্বার দিয়ে মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করবে শুধুমাত্র তারাই ফ্রী 500 এমবি চার দিনের জন্য পাবে।


মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রী 500 এমবি নেওয়ার নিয়ম -


আমি আগেই বলেছি যারা আগে মাই বাংলালিংক অ্যাপ লগ ইন করে ছিল তারা এই ফ্রী 500 এমবি পাবে না। অর্থাৎ আপনি যদি প্রথমবার মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে থাকেন তাহলে এই ফ্রী 500 এমবি আপনার জন্য। তো দেখে নিন কিভাবে মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রী 500 এমবি পাওয়া যায় -


প্রথমে আপনি মাই বাংলালিংক অ্যাপে প্রবেশ করুন। মাই বাংলালিংক অ্যাপে প্রবেশ করার পর নিচের স্ক্রীনশটএর মত দেখতে পারবেন। আপনাকে লগইন অপশনে ক্লিক করতে হবে।


বাংলালিংক ফ্রি ইন্টারনেট


লগইন অপশনে ক্লিক করার পর নিচের স্ক্রীনশটের মত ইন্টারফেস দেখতে পারবেন। আপনি নাম্বার দেয়ার একটি বক্স দেখতে পারবেন। আপনার যে বাংলালিংক নাম্বার দিয়ে মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করতে চান সেই বাংলালিংক নাম্বার এই বক্সে দেবেন। তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন।


মাই বাংলালিংক অ্যাপ এর অফার

গেট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। অর্থাৎ আপনি যে নাম্বারটি দিয়ে সাইন আপ করবেন সেই নাম্বারে একটি কোড যাবে। সেই কোড টি আপনাকে এখানে বসাতে হবে। কোড বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে।


প্রতিদিন বাংলালিংকে ফ্রী 25mb নেওয়ার নিয়ম


ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনার কাজ শেষ। ফ্রি এমবি পাওয়ার জন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।


বাংলালিনক ফ্রী 500 এমবি ইন্টারনেট 2021


দেখুন আমি 500 এমবি ফ্রি পেয়েছি। এস,এম,এসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে যে আমি 500 এমবি ফ্রি পেয়েছি। আপনি যদি সঠিকভাবে উপরের নিয়ম অনুযায়ী মাই বাংলালিংক অ্যাপ এ সাইন আপ করে থাকেন তাহলে  নিচের স্ক্রীনশটের মত একটি মেসেজ আসবে। এই এসএমএসে আপনাকে জানিয়ে দেয়া হবে যে আপনি ফ্রি 500mb পেয়েছেন সেটি চার দিনের জন্য।


বাংলালিংক ফ্রী নেট

এভাবেই আপনারা প্রথমবার মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রী 500 এমবি চার দিনের জন্য পাবেন। এই 500 এমবি দিয়ে আপনারা ইন্টারনেটের সকল কাজ করতে পারবেন। তবে এই 500mb শুধুমাত্র একবার দিবে। অর্থাৎ আপনি শুধু একবার একটি নাম্বার দিয়ে ফ্রী 500 এমবি নিতে পারবেন।


মাই বাংলালিংক অ্যাপে লগ ইন করে প্রতিদিন ফ্রী 25mb নেয়ার নিয়ম -


আপনার এতক্ষণ মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রী 500 এমবি নেওয়ার নিয়ম জানলেন। তবে এখানে আরেকটি অফার রয়েছে। আপনি যদি মাই বাংলালিংক অ্যাপে প্রতিদিন প্রবেশ করেন তাহলে প্রতিদিন ফ্রী 25mb পাবেন। 


অর্থাৎ মাই বাংলালিংক অ্যাপে প্রবেশ করলে প্রতিদিন 25 এমবি ফ্রি দেয়। তবে এই 25 এমবি আপনি প্রতিদিন একবার নিতে পারবেন। ফ্রী 25mb নেওয়ার জন্য আপনাকে মাই বাংলালিংক অ্যাপে একবার প্রবেশ করলেই হবে। 


তবে আপনি টানা একমাস প্রতিদিন মাই বাংলালিংক অ্যাপে লগ ইন করে প্রতিদিন ফ্রী 25mb নিতে পারবেন। একমাস পর লগইন করলে আর আপনাকে 25 এমবি দিবে না।


এই ছিল মাই বাংলালিংক অ্যাপ এর অফার। আশা করছি আপনারা আপনাদের নাম্বার দিয়ে মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রী 500 এমবি নিতে পারবেন। কোথাও যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করুন, ইনশাআল্লাহ সমাধান দেয়ার চেষ্টা করব।


Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url