পথহাঁটা কবিতা - জীবনানন্দ দাশের কবিতা

পথহাঁটা কবিতা লিখেছিলেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের পথহাঁটা কবিতা অনেকেই জানতে চান। এই পোস্টে পথহাঁটা কবিতা সম্পূর্ণ দেয়া হলো। আপনারা জীবনানন্দ দাশের পথহাঁটা কবিতা সম্পূর্ণ জানতে পারবেন - 


পথহাঁটা কবিতা
পথহাঁটা কবিতা

পথহাঁটা কবিতার লেখক পরিচিতিঃ 

পথহাঁটা কবিতার লেখক এর নাম হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ পথহাঁটা কবিতাটি লিখেছেন। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন। বিক্রমপুরের গাওপাড়া গ্রামে তাঁদের আদি নিবাস ছিল। 


তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। জীবনানন্দ দাশের মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দ দাশের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। 


বিশেষত, জীবনানন্দ দাশ "রূপসী বাংলা কাব্যগ্রন্থে" যেভাবে আবহমান বাংলার চিত্ররূপ ও অনুসূক্ষ্ম সৌন্দর্য প্রকাশিত হয়েছে, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ হিসেবে খ্যাত হয়েছেন। ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় জীবনানন্দ দাশের ট্রাম দুর্ঘটনায় মৃত্যু হয়। 


আরো পড়ুনঃ আবার আসিব ফিরে কবিতা


পথহাঁটা কবিতা - জীবনানন্দ দাশঃ 

জীবনানন্দ দাশের আবার পথহাঁটা কবিতা আমরা অনেকেই বইয়ে পড়েছিলাম। কবিতাটি আমাদের অনেকের ভালো লেগেছিল। এবার আপনারা বইয়ে পড়া জীবনানন্দ দাশের পথহাঁটা কবিতার সম্পূর্ণ দেখে নিন - 


কবি - জীবনানন্দ দাশ।

কবিতা - আবার আসিব ফিরে। 


কী এক ইশারা যেন মনে রেখে একা একা শহরের পথ থেকে পথে

অনেক হেঁটেছি আমি; অনেক দেখেছি আমি ট্রাম-বাস সব ঠিক চলে;

তারপর পথ ছেড়ে শান্ত হয়ে চলে যায় তাহাদের ঘুমের জগতে:


সারারাত গ্যাস লাইট আপনার কাজ বুঝে ভালো করে জ্বলে।

কেউ ভুল করে নাকো-ইঁট বাড়ি সাইনবোর্ড জানালা কপাট ছাদ সব

চুপ হয়ে ঘুমাবার প্রয়োজন বোধ করে আকাশের তলে।

একা একা পথ হেঁটে এদের গভীর শান্তি হৃদয়ে করেছি অনুভব;

তখন অনেক রাত-তখন অনেক তারা মনুমেন্ট মিনারের মাথা

নির্জনে ঘিরেছে এসে;-মনে হয় কোনোদিন এর চেয়ে সহজ সম্ভব


আর কিছু দেখেছি কি: একরাশ তারা আর মনুমেন্ট ভরা কলকাতা?

চোখ নিচে নেমে যায়-চুরুট নীরবে জ্বলে-বাতাসে অনেক ধুলো খড়;

চোখ বুজে একপাশে সরে যাই-গাছ থেকে অনেক বাদামি জীর্ণ পাতা


উড়ে গেছে; বেবিলনে একা একা এমনই হেঁটেছি আমি রাতের ভিতর

কেন যেন; আজো আমি জানি নাকো হাজার হাজার ব্যস্ত বছরের পর।  


এই ছিলো জীবনানন্দ দাশের পথহাঁটা কবিতা। এখানে জীবনানন্দ দাশের পথহাঁটা কবিতা সম্পূর্ণ দেয়া হয়েছে। আশা করছি আপনারা পথহাঁটা কবিতা সম্পূর্ণ জানতে পেরেছেন। এই পোস্ট আপনাদের ভালো লাগলে এবং কিছু বলার থাকলে কমেন্টে জানাতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url