আবার আসিব ফিরে কবিতা - জীবনানন্দ দাশ

আবার আসিব ফিরে কবিতা লিখেছিলেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতা অনেকেই জানতে চান। এই পোস্টে আবার আসিব ফিরে কবিতা সম্পূর্ণ দেয়া হলো। আপনারা জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতা সম্পূর্ণ জানতে পারবেন-


আবার আসিব ফিরে কবিতা
আবার আসিব ফিরে কবিতা


আবার আসিব ফিরে কবিতার লেখক পরিচিতিঃ 

আবার আসিব ফিরে কবিতার লেখক এর নাম হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে কবিতাটি লিখেছেন। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন। বিক্রমপুরের গাওপাড়া গ্রামে তাঁদের আদি নিবাস ছিল। 


তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। জীবনানন্দ দাশের মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দ দাশের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। 


বিশেষত, জীবনানন্দ দাশ "রূপসী বাংলা কাব্যগ্রন্থে" যেভাবে আবহমান বাংলার চিত্ররূপ ও অনুসূক্ষ্ম সৌন্দর্য প্রকাশিত হয়েছে, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ হিসেবে খ্যাত হয়েছেন। ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় জীবনানন্দ দাশের ট্রাম দুর্ঘটনায় মৃত্যু হয়। 


আরো পড়ুনঃ পথহাঁটা কবিতা - জীবনানন্দ দাশ.


আবার আসিব ফিরে কবিতাঃ

জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতা আমরা সকলেই বইয়ে পড়েছিলাম। কবিতাটি আমাদের অনেকের ভালো লেগেছিল। এবার আপনারা বইয়ে পড়া জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার সম্পূর্ণ দেখে নিন - 


আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – 

এই বাংলায় হয়তো মানুষ নয়,

হয়তো বা শঙখচিল শালিকের বেশে,


হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে, 

কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।


হয়তো বা হাঁস হবো – কিশোরীর – ঘুঙুর রহিবে লাল পায়, 

সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।


আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়।


হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।

হয়তো শুনিবে এক লক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে।


হয়তো খৈয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে।

রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায় – 


রাঙ্গা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে,

দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে। 


কবি - জীবনানন্দ দাশ।

কবিতা - আবার আসিব ফিরে। 


এই ছিলো জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতা। এখানে জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতা সম্পূর্ণ দেয়া হয়েছে। আশা করছি আপনারা আবার আসিব ফিরে কবিতা সম্পূর্ণ জানতে পেরেছেন।


আরো পড়ুনঃ জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে জনপ্রিয় কবিতা


পরিশেষে বলতে চাচ্ছিঃ

জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতা নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতা সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url