My Banglalink অ্যাপে নিয়ে নিন মাত্র 20 টাকায় 2022 এমবি ইন্টারনেট, নতুন বছরের বাংলালিংক ইন্টারনেট অফার
বাংলালিংক নিয়ে এলো দারুণ একটি ইন্টারনেট অফার। 2022 সাল অর্থাৎ নতুন বছর উপলক্ষে বাংলালিংক সকলকে মাত্র 20 টাকায় 2022 এমবি ইন্টারনেট দিচ্ছে। সকল বাংলালিংক গ্রাহক মাত্র 20 টাকার বিনিময়ে 2022 এমবি ইন্টারনেট পেতে পারবে।
বাংলালিংকের নতুন বছরের এই ইন্টারনেটে অফার কিভাবে নিতে হয় এবং কত দিন মেয়াদ তার বিস্তারিত জানার জন্য পুরো পোস্ট পড়তে ভুলবেন না। আপনারা পুরা পোস্ট মনোযোগ দিয়ে পড়লে সহজেই আপনাদের বাংলালিংক সিমে নতুন বছরের ইন্টারনেট অফার 20 টাকায় 2022 এমবি নিতে পারবেন।
তাহলে জেনে নিন কিভাবে বাংলালিংক নতুন বছরের ইন্টারনেট অফার মাত্র 20 টাকায় 2022 এমবি নিতে হবে -
বাংলালিংক নতুন বছরের ইন্টারনেট অফার 20 টাকায় 2022 MB মেয়াদ এবং কারা পাবে..?
বাংলালিংকের নতুন বছর অর্থাৎ 2022 সাল উপলক্ষে যে ইন্টারনেট অফার দিচ্ছে তা হচ্ছে 20 টাকায় 2022 এমবি। এই অফার নতুন পুরাতন অর্থাৎ সকল বাংলালিংক গ্রাহক পাবেন।
20 টাকায় 2022 এমবি ইন্টারনেট অফার তিন দিন মেয়াদের জন্য। অর্থাৎ আপনি এই অফার নেওয়ার পর তিনদিন ব্যবহার করতে পারবেন।
নতুন বছরের বাংলালিংক ইন্টারনেট অফার 22 টাকায় 2022 এমবি কয় তারিখ পর্যন্ত নেওয়া যাবে..?
বাংলালিংক নতুন বছর 2022 শালের জন্য যে ইন্টারনেট অফার দিয়েছে এই অফার শুধুমাত্র 31 ডিসেম্বর 2021 তারিখে নিতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র আজ 31 ডিসেম্বর 2021 সালের তারিখে সকল বাংলালিংক গ্রাহক 20 টাকার বিনিময়ে 2022 এমবি তিন দিনের জন্য ব্যবহার করতে পারবে।
তাই দেরি না করে 31 ডিসেম্বর 2021 সাল তারিখে 20 টাকায় 2022 এমবি নিতে ভুলবেন না। কারণ এই তারিখের পর আপনারা বাংলালিংক নতুন বছরের অফার 20 টাকায় 2022 এমবি ইন্টারনেট আর পাবেন না।
বাংলালিংক নতুন বছরের ইন্টারনেট অফার কিভাবে পাবেন ?
বাংলালিংক নতুন বছরের ইন্টারনেট অফার পাওয়ার জন্য আপনাকে মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করতে হবে। আপনার কাছে যদি My Banglalink App না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন।
কারণ, কোড ডায়াল করার মাধ্যমে আপনারা বাংলালিংক নতুন বছরের ইন্টারনেট অফার নিতে পারবেন না। এই জন্য যদি আপনারা বাংলালিংক নতুন বছরের Internet Offer 20 tk 2022mb নিতে চান তাহলে আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে মাই বাংলালিংক অ্যাপ ইন্সটল করতে হবে।
বাংলালিংকের নতুন বছরের ইন্টারনেট অফার 2022 এমবি নেয়ার নিয়মঃ
প্রথমে আমি আপনাদের বলছি বাংলালিংকের নতুন বছরের ইন্টারনেট অফার 2022 এমবি নেওয়ার জন্য আপনার মোবাইলে অবশ্যই মাই বাংলালিংক অ্যাপ ইন্সটল করা থাকতে হবে। আশা করছি আপনারা আপনাদের মোবাইল My Bl App ইন্সটল করে নিবেন।
এরপর আপনারা যেই বাংলালিংক নাম্বারে 20 টাকায় 2022 এমবি ইন্টারনেট নিতে চাচ্ছেন সেই বাংলালিংক নাম্বার মাই বাংলালিংক অ্যাপে লগ ইন করতে হবে। মাই বাংলালিংক অ্যাপে লগইন করার পর আপনারা নিচের স্ক্রীনশটএর মত একটা পেজ দেখতে পারবেন।
প্রথমে আপনাকে নিচের স্ক্রিনসট দেখানো যায়গায় অর্থাৎ Continue অপশনে ক্লিক করতে হবে।
Continue অপশন সিলেক্ট করার পর আপনারা নিচের স্ক্রীনশটএর মত দেখতে পারবেন। নিচের স্ক্রীনশটএর মত আপনাদের প্রথম অপশন সিলেক্ট করা থাকবে। এরপর আপনারা Buy For. 20 অপশনে ক্লিক করবেন।
ইন্টারনেট এর মেয়াদ এবং কত এমবি ইন্টারনেট রয়েছে সকল তথ্য দেখার জন্য *121*1# কোড ডায়াল করতে হবে।
এই ছিলো 2022 সালের বাংলালিংক ইন্টারনেট অফার 20 টাকায় 2022 এমবি নেয়ার উপায়। আপনারা উপরের নিয়ম অনুযায়ী খুব সহজেই আপনাদের বাংলালিংক নাম্বারে 20 টাকায় 2022 এমবি ইন্টারনেট নিতে পারবেন।
আশা করছি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি বাংলালিংক নতুন বছরের ইন্টারনেট অফার নিতে গিয়ে আপনাদের কোন সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ সমাধান দেয়ার চেষ্টা করব।