পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান, পদ্মা সেতু a to z সকল প্রশ্ন উত্তর

বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত সেতুকে পদ্মা সেতু বলা হয়। বাংলাদেশের যতগুলো সেতু রয়েছে তার মধ্যে সবথেকে বড় হচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা সেতু নিয়ে আমাদের জল্পনা-কল্পনার শেষ নেই। অনেকেই পদ্মা সেতু সম্পর্কে জানতে চান। আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জানা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। 


বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং চাকরির পরীক্ষায় পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন আসতে পারে। এই কারণে আপনাকে পদ্মা সেতু সম্পর্কে a to z জানতে হবে। এই পোস্টে আমি পদ্মা সেতু সম্পর্কে সকল প্রশ্ন উত্তর জানাবো। আশা করছি আপনারা পদ্মা সেতু a to z জানতে পারবেন। তাহলে পদ্মা সেতু সম্পর্কে সকল প্রশ্ন উত্তর অর্থাৎ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জেনে নিন - 


পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান


পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জানার আগে পদ্মা সেতুর ইতিহাস জেনে নিন। বাংলাদেশের সর্ববৃহৎ সেতু অর্থাৎ পদ্মা সেতুর ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য বর্ণনা করা হলো- 


পদ্মা সেতুর ইতিহাস । পদ্মা সেতু a to z বিস্তারিত তথ্যঃ 

পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা এর মাধ্যমে যুক্ত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটেছে। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্ভোদনের করা হয়েছে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প।


দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির ওপরের স্তরে রয়েছে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে রয়েছে একটি একক রেলপথ। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্পান বসানো সম্পন্ন হয়েছে। ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হয়েছে দেশটির সবচেয়ে বড় সেতু।  


আরো পড়ুনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারণ জ্ঞান.


পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জানার গুরুত্বঃ 

আপনি যদি ছাত্র হয়ে থাকেন এবং পরবর্তীতে কোনো চাকরির পরীক্ষা দিবেন তাহলে আপনাকে অবশ্যই পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জানা থাকতে হবে। কারণ বর্তমানে বাংলাদেশের পদ্মা সেতু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বিসিএস সহ যে কোন চাকরির পরীক্ষায় এই বিষয়ে প্রশ্ন আসতে পারে। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, পদ্মা সেতুর পিলার কয়টি, পদ্মা সেতু তৈরিতে খরচ কত এরকম আরো পদ্মা সেতু সম্পর্কিত প্রশ্ন বিসিএস, প্রাইমারি অথবা সরকারি ও বেসরকারি সহো সকল চাকরির পরীক্ষায় আসতে পারে। 


এই কারনে আপনাকে অবশ্যই পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জানা থাকতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি পদ্মা সেতু সম্পর্কে সকল সাধারণ জ্ঞান উপস্থাপন করেছি। আপনারা নিচে পদ্মা সেতু সম্পর্কে যেসব সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছেন সেগুলো বাছাইকৃত সঠিক প্রশ্ন এবং উত্তর। এসব প্রশ্ন উত্তর থেকেই পদ্মা সেতু সম্পর্কে সকল সাধারণ জ্ঞান জানতে পারবেন। তাহলে এবার পদ্মা সেতু সম্পর্কে সকল সাধারণ জ্ঞান জেনে নিন- 

 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান । পদ্মা সেতু সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ 

পদ্মা সেতু সম্পর্কে অনেকেই সাধারণ জ্ঞান জানতে চান। নিম্নে পদ্মা সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান আলোচনা করা হলো। এখানে পদ্মা সেতু সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর রয়েছে। আপনারা এখান থেকে পদ্মা সেতু সম্পর্কিত সকল প্রশ্ন এবং উত্তর জানতে পারবেন। তাহলে এবার পদ্মা সেতু সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর জেনে নিন - 


প্রশ্ন - পদ্মা সেতুর প্রকল্পের নাম কী? 

উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।


প্রশ্ন - পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি মি? 

উত্তরঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি মি।


প্রশ্ন - পদ্মা সেতু কত কিলোমিটার? 

উত্তরঃ পদ্মা সেতু ৬.১৫ কিলো মিটার।


প্রশ্ন - পদ্মা সেতুর পিলার কয়টি? 

উত্তরঃ পদ্মা সেতুর পিলার 42 টি।


প্রশ্ন - পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিলোমিটার ?

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার। 


প্রশ্ন - পদ্মা সেতুর স্প্যান কয়টি?  

উত্তরঃ পদ্মা সেতুর স্প্যান 41 টি। 


প্রশ্ন - পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত কিলোমিটার ? 

উত্তরঃ  পদ্মা সেতুর দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার (২০,২০০ ফুট) প্রস্থ: ১৮.১০ মিটার (৫৯.৪ ফুট)


প্রশ্ন - পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার? 

উত্তরঃ পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে ১৪ কিলোমিটার।


প্রশ্ন - পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত? 

উত্তরঃ পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে।


প্রশ্ন - পদ্মা সেতুর পিলার ও স্প্যান সংখ্যা কয়টি ?

উত্তরঃ পদ্মা সেতুর পিলার সংখ্যা 42 টি স্প্যান সংখ্যা 41 টি। 


প্রশ্ন - পদ্মা সেতুর প্রস্থ কত? 

উত্তরঃ পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মিটার


আরো পড়ুনঃ যমুনা (বঙ্গবন্ধু) সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান.


প্রশ্ন - পদ্মা সেতুর কাজ কবে শুরু হয়? 

উত্তরঃ  ৭ ডিসেম্বর ২০১৪ সালে পদ্মা সেতুর কাজ শুরু হয়।


প্রশ্ন - পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান কে?

উত্তরঃ পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।


প্রশ্ন - পদ্মা সেতুর স্প্যান কয়টি বসানো হয়েছে ? 

উত্তরঃ পদ্মা সেতুর 41 টি স্প্যান বসানো হয়েছে।


প্রশ্নঃ পদ্মা সেতু বিশ্বের কততম সেতু? 

উত্তরঃ পৃথিবীতে অসংখ্য সেতু রয়েছে। দৈর্ঘ্যের দিক বিবেচনায় পদ্মা সেতু হচ্ছে বিশ্বের ১২২ তম দীর্ঘ সেতু। সুইডেনের অল্যান্ড ব্রিজকে পেছনে ফেলে এই জায়গা দখল করে নেবে এই পদ্মা সেতু।


প্রশ্ন - পদ্মা সেতুর দুই প্রান্তের জেলার নাম কি?

উত্তরঃ মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে।


প্রশ্ন - পদ্মা সেতুর বাজেট কত?

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।


প্রশ্ন - পদ্মা সেতু নির্মাণে কোন দেশ অর্থায়ন করেছে ? 

উত্তরঃ পদ্মা সেতু নির্মাণে প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন করা হচ্ছে।


প্রশ্ন - পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।


প্রশ্ন - পদ্মা সেতু ঢাকার সাথে কতটি জেলাকে সংযুক্ত করবে ? 

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পটি তিনটি জেলাকে অন্তর্ভুক্ত করবে- মুন্সীগঞ্জ (মাওয়া পয়েন্ট/উত্তর পাড়), শরীয়তপুর এবং মাদারীপুর (জঞ্জিরা/দক্ষিণ পাড়)।


প্রশ্ন - পদ্মা সেতুর মোট ব্যয় কত? 

উত্তরঃ পদ্মা সেতুর মোট ব্যয় মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।


আরো পড়ুনঃ স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য


প্রশ্ন - পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কত? 

উত্তরঃ পদ্মা সেতু উদ্বোধনের তারিখ 2022 সালের ২৫ জুন। 


প্রশ্ন - পদ্মা সেতুর উচ্চতা কত? 

উত্তরঃ পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট।


প্রশ্ন - পদ্মা সেতুর প্রথম স্প্যান কবে বসে? 

উত্তরঃ ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্পান বসে।


প্রশ্ন - পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায় ? 

উত্তরঃ পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে নিচ তলায়। 


প্রশ্ন - পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার ? 

উত্তরঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩.১৮ কিলোমিটার। 


প্রশ্ন - পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি? 

উত্তরঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি


প্রশ্ন - পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন? 

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে জনবল প্রায় ৪ হাজার। 


প্রশ্ন - পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ?

উত্তর : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট। 


প্রশ্ন - পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?

উত্তর : পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট। 


প্রশ্ন - প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?

উত্তর : প্রতি পিলারের জন্য পাইলিং ৬টি। 


আরো পড়ুনঃ মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান


প্রশ্ন - পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?

উত্তর : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা ২৬৪টি। 


প্রশ্ন - পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?

উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।


প্রশ্ন - পদ্মা সেতুর প্রথম স্প্যান কোথায় বসানো হয়? 

উত্তরঃ‌ পদ্মা সেতুর প্রথম স্প্যান 37 ও 38 নম্বর খুটির পিলারের উপর বসানো হয়। 


প্রশ্ন - পদ্মা সেতুর শেষ 41 নম্বর স্প্যান কোথায় বসানো হয়? 

উত্তরঃ পদ্মা সেতুর শেষ স্প্যান 12 ও 13 নম্বর খুটির উপর বসানো হয়। 


প্রশ্নঃ পদ্মা সেতুর 41‌টি স্প্যান বসাতে কতদিন সময় লাগে? 

উত্তরঃ‌ পদ্মা সেতুর 41 টি স্প্যান বসাতে তিন বছর দুই মাস দশ দিন সময় লাগে। 


প্রশ্নঃ বাংলাদেশের বর্তমানে দীর্ঘতম সেতুর নাম কি? 

উত্তরঃ বাংলাদেশে বর্তমানে দীর্ঘতম সেতুর নাম হচ্ছে পদ্মা সেতু। 


প্রশ্নঃ পদ্মা সেতুর পূর্বে বাংলাদেশে দীর্ঘতম সেতুর নাম কি ছিলো? 

উত্তরঃ পদ্মা সেতুর পূর্বে বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম ছিলো যমুনা সেতু। 


প্রশ্নঃ পদ্মা সেতুর প্রতিটি স্প্যান এর ওজন কত? 

উত্তরঃ পদ্মা সেতুর প্রতিটি স্প্যান এর ওজন 3200 টন। 


প্রশ্নঃ পদ্মা সেতুর স্প্যান গুলোর মোট ওজন কত? 

উত্তরঃ পদ্মা সেতুর স্প্যান গুলোর মোট ওজন ১১৬৩৮৮ টন। 


প্রশ্নঃ পদ্মা সেতুতে ব্যবহৃত স্টিলের পরিমাণ কত? 

উত্তরঃ পদ্মা সেতুতে ব্যবহৃত স্টিলের পরিমাণ ১৪৬০০০ মেট্রিক টন। 


প্রশ্নঃ পদ্মা সেতুর সক্ষমতা কতটুকু? 

উত্তরঃ পদ্মা সেতুর সক্ষমতা দৈনিক 75 হাজার যানবাহন। 


প্রশ্নঃ পদ্মা সেতুর আকৃতি কি রকম? 

উত্তরঃ পদ্মা সেতুর আকৃতি ইংরেজি S অক্ষরের মতো। 


প্রশ্নঃ পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা কত? 

উত্তরঃ পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা রিকটার স্কেলে ৮ মাত্রার কম্পন। 


প্রশ্নঃ পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর? 

উত্তরঃ পদ্মা সেতুর আয়ুষ্কাল 100 বছর। 


প্রশ্নঃ প্রধানমন্ত্রী কত টাকা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন? 

উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ 2000 টাকা দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন। 


প্রশ্নঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর টোলের ট্রানজেকশন নাম্বার কতো? 

উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর টোল এর ট্রানজেকশন নাম্বার হচ্ছে 0.0001 


প্রশ্নঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত তারিখে এবং কখন পদ্মা সেতু প্রথম টোল দেন? 

উত্তরঃ তারিখ ২৫-০৬-২০২২, সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৫৯ সেকেন্ড। 


প্রশ্নঃ প্রধানমন্ত্রী কোন যানবাহনে করে পদ্মা সেতু অতিক্রম করেন?

উত্তরঃ লেন নং ০৩, শিফট নং ০১। যানবাহনের ধরন ৬ (মিডিয়াম বাস)। 


প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর টোল কাটার ছবি


পদ্মা সেতু a to z 

আশা করছি আপনারা পদ্মা সেতু সম্পর্কে সকল সাধারণ জ্ঞান জানতে পেরেছেন। আপনাদের সুবিধার জন্য নিম্নে পদ্মা সেতু সম্পর্কে তথ্যাবলী সংক্ষিপ্তভাবে টেবিল আকারে দেয়া হলো। তাহলে এবার এক নজরে পদ্মা সেতু a to z জেনে নিন- 


নাম পদ্মা সেতু 
 প্রকল্পের নাম  পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
 দৈর্ঘ্য  ৬.১৫ কি মি। 
 প্রস্থ  ১৮.১০ মিটার। 
 পিলারের সংখ্যা  ৪২ টি।
 স্পানের সংখ্যা  ৪১ টি। 
 প্রতিটি স্পানের দৈর্ঘ্য   ১৫০ মিটার।
 স্পানগুলোর মোট ওজন   ১১৬৩৮৮ টন। 
 পাইলের সংখ্যা   ৬ টি। 
 পাইলের ব্যাস   ৩ মিটার
 পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য ‌  ১২৮ মিটার।
 মোট পাইলের সংখ্যা  ২৬৪ টি।
 নদী শাসন হয়েছে  দুই পাড়ে ১২ কিলোমিটার। 
 সংযোগ সড়ক   দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
 কোন জেলায় অবস্থিত  মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে।
 কাজ শুরু হয়  ৭ ডিসেম্বর ২০১৪ সালে পদ্মা সেতুর কাজ শুরু হয়।
 নির্মাণকারী প্রতিষ্ঠান  চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
 বাজেট  প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
 অর্থায়ন করেছে  বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন করা হচ্ছে।
 নদীশাসন ব্যয়  ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
 উদ্বোধনের তারিখ  2022 সালের ২৫ জুন। 
 উচ্চতা  ৬০ ফুট।
 প্রথম স্প্যান বসে  ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর। 
 রেললাইন স্থাপন হবে  নিচ তলায়।
 ভায়াডাক্ট  ৩.১৮ কিলোমিটার।
 ভায়াডাক্ট পিলার  ৮১ টি।
 জনবল  প্রায় ৪ হাজার। 
 পানির স্তর থেকে উচ্চতা  ৬০ ফুট। 
 পাইলিং গভীরতা  ৩৮৩ ফুট।
 প্রতি পিলারের জন্য পাইলিং  ৬টি। 
 চুক্তিবদ্ধ কোম্পানির নাম  চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
 প্রথম স্প্যান বসানো হয়  37 ও 38 নম্বর খুটির পিলারের উপর। 
 শেষ 41 নম্বর স্প্যান বসানো হয়  12 ও 13 নম্বর খুটির উপর। 
 41‌টি স্প্যান বসাতে সময় লাগে  তিন বছর দুই মাস দশ দিন সময় লাগে। 
 বাংলাদেশের বর্তমানে দীর্ঘতম সেতুর নাম   পদ্মা সেতু। 
 পদ্মা সেতুর পূর্বে বাংলাদেশে দীর্ঘতম সেতুর নাম  যমুনা সেতু। 
 প্রতিটি স্প্যান এর ওজন  3200 টন।
 ব্যবহৃত স্টিলের পরিমাণ  ১৪৬০০০ মেট্রিক টন। 
 সক্ষমতা  দৈনিক 75 হাজার যানবাহন। 
 আকৃতি  ইংরেজি S অক্ষরের মতো।
 ভূমিকম্প সহনশীলতা  রিকটার স্কেলে ৮ মাত্রার কম্পন। 
 আয়ুষ্কাল  100 বছর। ।
 ভূমি অধিগ্রহণ  ৯১৮ হেক্টর।


উপরের টেবিলে পদ্মা সেতু সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্য দেয়া হয়েছে। আশা করছি আপনারা পদ্মা সেতু a to z জানতে পেরেছেন। 


প্রশ্নঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট কি? 

উত্তরঃ ভায়াডাক্ট হলো একধরণের সেতু। ভায়াডাক্টগুলি সাধারণত দু ভূখণ্ডের সমান উচ্চতার দুটি পয়েন্ট সংযোগ করে যেটি বেশিরভাগ রেল ও সড়ক যানবাহন বহন করার জন্য ব্যবহৃত হয়। আসল কথা এটি ভূখণ্ড,পাহাড়ি উপত্যকা বা জলাভূমি অতিক্রম করার জন্য নির্মিত একটি ব্রিজ যেটি কতগুলো পিলার ও স্প্যানের সমন্বয়ে নির্মিত হয়ে থাকে।


সাধারণ ব্রিজ এবং ভায়াডাক্টের মধ্যে প্রধান পার্থক্য হলো ভায়াডাক্ট সাধারণ ব্রিজের চেয়ে বেশি দীর্ঘ হয়।ব্রিজ অনেক ছোট হতে পারে আবার বড়োও হতে পারে। কিন্তু ভায়াডাক্ট সাধারণত একটু বড়ো'ই হয়ে থাকে।


পদ্মা সেতু বাঁকা কেন? 

পদ্মা সেতু লক্ষ করলে দেখা যায় এটি সমান নয় অর্থাৎ বাঁকানো। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে "পদ্মা সেতু চাইলেই সমান করতে পারতো তাহলে বাকা করে তৈরি করার কারণ কি?" এর অনেকগুলো কারণ রয়েছে। মূলত এটি করা হয়েছে চালকদের কথা মাথায় রেখে। একদম সোজা সেতু বা রাস্তা হলে চালকেরা সেতুতে উঠে একঘেয়েমিতায় ভোগেন। 


ক্লান্তি ও জড়তার কারনে ড্রাইভিং থেকে মনোযোগ হারিয়ে ফেলেন। অনেকের আবার স্টিয়ারিং একইভাবে দীর্ঘক্ষন ধরে রাখার কারণে ঝিমুনি আসে। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। কিন্তু সেতু বা রাস্তা একটু বাঁকানো হলে চালকদের এই বিষয়ে সতর্ক থাকতে হয়। এর মাধ্যমে তাদের মাথা সচল থাকে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। 


এই ছিল পদ্মা সেতু সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর। এখানে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান আলোচনা করা হয়েছে। আশা করছি আপনারা পদ্মা সেতু a to z জানতে পেরেছেন। 


আরো পড়ুনঃ মুজিব বর্ষ নিয়ে সাধারণ জ্ঞান


পরিশেষে বলতে চাচ্ছিঃ 

এই পোস্টে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান, সকল প্রশ্ন উত্তর, পদ্মা সেতু a to z বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। পদ্মা সেতু নিয়ে সকল প্রশ্নের উত্তর আশা করছি জানতে পেরেছেন। তবে এই প্রশ্নগুলোর বাইরে যদি পদ্মা সেতু সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এছাড়াও পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ সমাধান দেয়ার চেষ্টা করব। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
10 Comments
  • Anonymous
    Anonymous Oct 5, 2022, 3:18:00 PM

    🌹🌹

    • MD. Marzan Islam
      MD. Marzan Islam Oct 6, 2022, 12:21:00 AM

      💝💝

  • Anonymous
    Anonymous Nov 3, 2022, 8:46:00 PM

    স্যার পদ্ম সেতু কেন বাঁকা বলতে পারেন?

    • MD. Marzan Islam
      MD. Marzan Islam Nov 3, 2022, 11:01:00 PM

      কারণ মানুষ গাড়ি চালাতে চালাতে যেনো ঘুমিয়ে না পড়ে 😂😂

  • Anonymous
    Anonymous Nov 15, 2022, 8:12:00 PM

    thanks a lot

    • MD. Marzan Islam
      MD. Marzan Islam Nov 15, 2022, 9:01:00 PM

      Welcome 🌺

  • Anonymous
    Anonymous Nov 18, 2022, 7:26:00 AM

    Thanks for vital information of padma bridge

    • MD. Marzan Islam
      MD. Marzan Islam Nov 21, 2022, 11:06:00 AM

      Welcome 💕

  • Anonymous
    Anonymous Nov 26, 2022, 11:47:00 AM

    Facebook page er nam?

    • MD. Marzan Islam
      MD. Marzan Islam Nov 26, 2022, 12:52:00 PM

      আমাদের ফেসবুক পেজের নাম - জানতে পারো

Add Comment
comment url