ফ্রিতেই বাংলালিংক সিম 4g করার নিয়ম, অফার ও শর্তাবলী জেনে নিন

বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় অপারেটর হচ্ছে বাংলালিংক। বাংলালিংক তাদের গ্রাহকদের দ্রুতগতির ইন্টারনেট ও বিভিন্ন সেবা দেওয়ায় গ্রাহক অনেক বেড়েছে। যদি আপনি বাংলালিংক সিম ব্যবহারকারী হন তাহলে নিশ্চই বাংলালিংক দ্রুতগতির ইন্টারনেট ও বিভিন্ন সেবা উপভোগ করতে চাইবেন। তবে অনেকেই রয়েছেন যারা বাংলালিংক 3g অথবা 2g সিম ব্যবহার করেন। কিন্তু বাংলালিংক সিমে দ্রুতগতি ইন্টারনেট ও বিভিন্ন সেবা পেতে আপনাকে অবশ্যই বাংলালিংক 4g সিম ব্যবহার করতে হবে। 


অনেকেই রয়েছেন যারা বাংলালিংক সিম 4g করার নিয়ম জানেনা। যদি আপনি বাংলালিংক 3g সিম 4g করার নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই পোস্টে আমি "কিভাবে বাংলালিংক টুজি অথবা থ্রিজি সিম ফোরজি করতে হয়" তার পদ্ধতি দেখাবো। এছাড়াও আপনারা বাংলালিংক সিম ফোরজি করার সুবিধা, শর্ত এবং অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। 


বাংলালিংক সিম 4g করার নিয়ম
বাংলালিংক সিম 4g করার নিয়ম


বাংলালিংক ফোরজি কি? 

বাংলালিংক 4g হলো ৪র্থ প্রজন্মের ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক যা সর্বোচ্চ গতির ইন্টারনেট ব্রাউজিং-এর অভিজ্ঞতা দেয়। বাংলালিংক ফোরজি নেটওয়ার্কের মাধ্যমে অত্যাধিক বেশি নেটওয়ার্ক ও ইন্টারনেট স্পিড পাওয়া যায়। 


বাংলালিংক 4g সিমের সুবিধাঃ 

বাংলালিংক 4g সিমের সুবিধা অনেক। যদি আপনি বাংলালিংক 2g অথবা 3g সিম ব্যবহার করেন তাহলে বাংলালিংক ফোরজি সিমের সুবিধা থেকে বঞ্চিত হবেন। কারণ ফোরজি মানেই হচ্ছে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা। 


যদি আপনি দ্বিতীয় অথবা তৃতীয় প্রজন্মের ইন্টারনেট সেবা ব্যবহার করেন তাহলে ইন্টারনেট স্পিড অনেক কম পাবেন। আর যদি আপনি চতুর্থ প্রজন্মের অর্থাৎ ফোরজি ব্যবহার করেন তাহলে ইন্টারনেট স্পিড অনেক বেশি পাবেন এবং আপনার নেটওয়ার্ক থাকবে দুর্দান্ত। 


তাছাড়া একে অন্যের সাথে অনেক ক্লিয়ার কথা বলতে পারবেন। আপনারা অডিও এবং ভিডিও কলে স্পষ্ট কথা বলতে পারবেন। কারণ বাংলালিংক ফোরজি নেটওয়ার্ক আমাদেরকে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিয়ে থাকে। এছাড়াও ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন দ্রুত। 


যদি আপনারা বাংলালিংক ফোরজি সিম ব্যবহার না করেন তাহলে ইউটিউব ভিডিও সহো অনলাইনের সকল ভিডিও বাফারিং করবে। কিন্তু যদি আপনারা বাংলালিংক ফোরজি সিম ব্যবহার করেন তাহলে কোনো বাফারিং ছাড়াই ইউটিউব সহো অনলাইন এর সকল ভিডিও দেখতে পারবেন। আশা করছি বাংলালিংক 4g সিমের সুবিধা জানতে পেরেছেন। 


বাংলালিংক সিম ফোরজি করার শর্তঃ 

বাংলালিংক সিম ফোরজি করতে চাইলে কিছু শর্ত মানতে হবে। এখানে প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলালিংক সিমের মালিক হতে হবে। অর্থাৎ আপনি অন্যের বাংলালিংক সিম ফোরজি করতে পারবেন না। এছাড়াও যে বাংলালিংক সিম ফোরজি করতে চাচ্ছেন সেই বাংলালিংক সিমের এনআইডি কার্ড প্রয়োজন হবে। এগুলো শর্ত মানার মাধ্যমে বাংলালিংক সিম ফোরজি করতে পারবেন। 


বাংলালিংক সিম ফোরজি করতে কি কি লাগে? 

বাংলালিংক সিম ফোরজি করার জন্য উক্ত বাংলালিংক সিমের মালিকের প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ আপনি যে বাংলালিংক সিম ফোরজি করতে চাচ্ছেন সেই বাংলালিংক সিমের মালিক যদি আপনি হন তাহলে তো ভালোই আর যদি অন্য কারো জাতীয় পরিচয় পত্র দিয়ে সেই সিম রেজিস্ট্রেশন করা হয় তাহলে সেই ব্যক্তিকে লাগবে। 


কারণ বাংলালিংক সিম ফোরজি করার জন্য সেই বাংলালিংক সিম রিপ্লেস করতে হয়। যখন বাংলালিংক সিম রিপ্লেস করতে হয় তখন সেই সিমের মালিকের আঙ্গুলের ছাপের প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও সিম রেজিস্ট্রেশন করা ব্যক্তির এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। অর্থাৎ সিমের মালিককে অবশ্যই উপস্থিত থাকতে হবে। 


বাংলালিংক সিম ফোরজি করতে কত টাকা লাগে? 

বাংলালিংক সিম ফোরজি করার আগে নিশ্চই আপনারা জানতে চাচ্ছেন যে বাংলালিংক সিম ফোরজি করতে কত টাকা লাগে? বর্তমানে বাংলালিংক সিম ফোরজি করার জন্য ২০০ টাকা লাগে। তবে আপনারা চাইলে বাংলালিংক সিম ফ্রিতেই ফোরজি করতে পারবেন। এর জন্য আপনার বাংলালিংক সিম ফ্রি রিপ্লেসমেন্ট অফারের আওতায় থাকতে হবে। 


যদি আপনার বাংলালিংক সিম ফ্রিতেই থ্রিজি থেকে ফোরজি রিপ্লেস অফারের আওতায় না থাকে তাহলে এই কাজের জন্য ২০০ টাকা কোম্পানি থেকে চার্জ নিয়ে থাকে। তবে দোকানি সব মিলিয়ে আপনার কাছ থেকে ২৫০ টাকা পর্যন্ত নিতে পারে। কারণ বাকি ৫০ টাকা তাদের কাজের অংশ। এবার তাহলে বাংলালিংক সিম ফোরজি করার পদ্ধতি দেখে নিন- 


বাংলালিংক সিম 4g করার নিয়ম - বাংলালিংক 3G সিম 4G করার নিয়মঃ 

বাংলালিংক সিম 4g করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের কাছে থাকা বাংলালিংক 2g অথবা 3g সিম ফোরজি করতে পারবেন। তবে এর জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে- 


  • প্রথমে আপনাকে বাংলালিংক সেবা কেন্দ্র, বাংলালিংক কাস্টমার কেয়ার অথবা আপনার আশে পাশের বাংলালিংক সিম বিক্রয় হয় এমন দোকানে যেতে হবে। 

  • আপনাকে অবশ্যই এনআইডি কার্ড অথবা এনআইডি কার্ডের ফটোকপি এবং বাংলালিংক সিমের মালিক যদি আপনি না হন তাহলে সেই ব্যক্তিকে সাথে নিয়ে যেতে হবে। 


  • বাংলালিংক সিম ফোরজি করার জন্য ২০০ টাকার প্রয়োজন হবে। আপনারা 200 টাকা দিয়ে আপনাদের পুরনো বাংলালিংক সিম রিপ্লেস করে নতুন ফোরজি বাংলালিংক সিম নিতে পারবেন। 



এই ছিলো বাংলালিংক সিম ফোরজি করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই আপনাদের বাংলালিংক থ্রিজি অথবা টুজি সিম ফোরজি করতে পারবেন। তবে এটা ছিল টাকা দিয়ে ফোরজি করার পদ্ধতি। এবার তাহলে আপনারা বাংলালিংক সিম ফ্রিতেই ফোরজি করার পদ্ধতি দেখে নিন- 


বাংলালিংক 3g সিম ফ্রিতে 4g করার পদ্ধতিঃ 

আপনারা চাইলে আপনাদের বাংলালিংক সিম ফ্রিতেই ফোরজি করতে পারবেন। তবে এখানে শর্ত হচ্ছে আপনার বাংলালিংক সিম অবশ্যই ফ্রি রিপ্লেসমেন্ট এর আওতায় থাকতে হবে। আপনার বাংলালিংক সিম ফ্রি রিপ্লেসমেন্ট এর আওতায় রয়েছে কিনা সেটা জানার জন্য *5000*40# কোড ডায়াল করে দেখবেন। 


এছাড়াও আপনারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে  “Free4G” লিখে 2500 নাম্বারে এসএমএস পাঠালেই ফিরতি এসএমএসে জানতে পারবেন আপনার বাংলালিংক সিম ফ্রিতে 3g থেকে 4g অর্থাৎ রিপ্লেস করতে পারবেন কিনা। 


যদি দেখেন আপনার বাংলালিংক সিম ফ্রিতে রিপ্লেসমেন্ট করার আওতায় রয়েছে তাহলে আপনারা উপরিউক্ত নিয়মে খুব সহজেই বাংলালিংক এর কোনো দোকান অথবা কাস্টমার কেয়ার থেকে ফ্রিতেই 3g সিম 4g রিপ্লেসমেন্ট করতে পারবেন। 


বাংলালিংক সিম ফোরজি করার অফারঃ 

বাংলালিংক সিম ফোরজি করলে আপনারা ৮ জিবি ইন্টারনেট ডাটা ফ্রি পাবেন। অর্থাৎ যখন আপনি বাংলালিংক 3জি সিম ফোরজি করবেন তখন ৮ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন। এই ৮ জিবি ইন্টারনেট 4g নেটওয়ার্কে ব্যবহার করতে পারবেন। 


আপনি টাকা দিয়ে অথবা ফ্রিতে যেকোনো মাধ্যমে বাংলালিংক থ্রিজি সিম ফোরজি করলেই ৮ জিবি ইন্টারনেট ৭ দিনের জন্য ব্যবহার করতে পারবেন। তবে banglalink সিম 4g করার আগে অবশ্যই চেক করে দেখবেন আপনার বাংলালিংক সিম ফ্রিতে 4g করার আওতায় রয়েছে কিনা। এতে আপনার ২০০ টাকা বেঁচে যাবে।


পরিশেষে বলতে চাচ্ছিঃ 

বাংলালিংক সিম ফোরজি করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বাংলালিংক সিম ফোরজি করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url