রবি কার্ড রিচার্জ করার নিয়ম (রবি মিনিট, রিচার্জ ও ইন্টারনেট কার্ড রিচার্জ)

অনেক রবি ব্যবহারকারী রবি কার্ড ব্যবহার করে থাকেন। রবি কার্ড ব্যবহার করার জন্য রবি কার্ড রিচার্জ করতে হয়। তবে এই রবি কার্ড রিচার্জ করার কিছু পদ্ধতি রয়েছে যে পদ্ধতি অনুযায়ী আমরা রবি কার্ড রিচার্জ করতে পারি। অনেকেই রয়েছেন যারা রবি কার্ড রিচার্জ করার নিয়ম জানেনা। 


যদি আপনি রবি কার্ড রিচার্জ করার পদ্ধতি না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে রবি কার্ড রিচার্জ করার পদ্ধতি দেখাবো। আপনারা পুরো টিউটোরিয়াল পড়ার মাধ্যমে রবি মিনিট কার্ড, এমবি কার্ড, রিচার্জ কার্ড সহো সকল কার্ড রিচার্জ করতে পারবেন। 


রবি কার্ড রিচার্জ করার নিয়ম


রবি কার্ড কি ? Robi Card Recharge- 

অনেকেই রয়েছে যারা রবি কার্ড সম্পর্কে জানেনা। রবি কার্ড কার্ড হচ্ছে এমন একটি গোপন কার্ড যে গোপন কার্ড টাকা দিয়ে ক্রয় করে কার্ডে থাকা গোপন কোড আমাদের মোবাইলে  ডায়াল করার মাধ্যমে রিচার্জ করতে পারি। এই গোপন কার্ড ইন্টারনেট, মিনিট অথবা রিচার্জ এর হতে পারে। 


যখন আপনি রবি কার্ড ক্রয় করবেন তখন দেখবেন কার্ডের ভিতরে যে নাম্বারগুলো রয়েছে সবগুলো অদৃশ্য অর্থাৎ গোপন করে রাখা। উক্ত রবি কার্ড এর ভিতর যে গোপন নাম্বার রয়েছে সেই গোপন নাম্বার আমাদের রবি সিমে ডায়াল করার মাধ্যমে আমরা রবি মিনিট, ইন্টারনেট, রিচার্জ ইত্যাদি করতে পারি। 


রবি কার্ডের ভিতরে থাকা নাম্বার গোপন রাখা হয় যাতে কেউ কার্ড না ঘষেই নাম্বার জানতে না পারে। যখন আপনি রবি কার্ড কিনবেন তখন দেখবেন কার্ড ঘষা রয়েছে কিনা। যদি কার্ডের নাম্বার আগে থেকেই দেখা যায় তাহলে বুঝে নেবেন সেই কার্ড অন্য কেউ ব্যবহার করেছে। আশা করছি Robi Card সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। 


রবি কার্ড এর সুবিধাঃ 

বর্তমানে সকল অপারেটরে কার্ড রিচার্জ করার মাধ্যমে মোবাইলে ব্যালেন্স, ইন্টারনেট, মিনিট যোগ করা যায়। আগে আমাদেরকে মোবাইলে ব্যালেন্স, ইন্টারনেট, মিনিট ইত্যাদি রিচার্জ করার জন্য নির্দিষ্ট দোকানে গিয়ে নিজেদের নাম্বার শেয়ার করতে হতো। 


কিন্তু যদি আপনি রিচার্জ কার্ড, এমবি কার্ড অথবা মিনিট কার্ড কিনে নেন তাহলে আপনার মোবাইলে রিচার্জ, মিনিট ইন্টারনেট সবকিছু নাম্বার কাউকে না দিয়েই ব্যবহার করতে পারবেন। এখানে সুবিধা হচ্ছে আপনার রবি নাম্বার কারো মাঝে শেয়ার না করে শুধুমাত্র কোড ডায়াল করার মাধ্যমে আপনি নিজেই আপনার রবি নাম্বারে মিনিট, ইন্টারনেট এবং টাকা রিচার্জ করতে পারবেন। 


রবি কার্ড রিচার্জ করার নিয়মঃ 

রবি কার্ড রিচার্জ করার নিয়ম অনেক সহজ আপনারা খুব সহজেই আপনাদের রবি নাম্বারে রবি কার্ড রিচার্জ করতে পারবেন। তবে রবি নাম্বারে রিচার্জ করার জন্য আলাদা আলাদা কার্ড রয়েছে। রবি কার্ডগুলো হচ্ছে- 


  • রবি মিনিট কার্ড 

  • রবি রিচার্জ কার্ড 

  • রবি ইন্টারনেট কার্ড 


আপনারা রবি নাম্বারে এই তিন ধরনের কার্ড ব্যবহার করতে পারবেন। অর্থাৎ রবি নাম্বারে - রবি মিনিট কার্ড, ইন্টারনেট কার্ড ও রিচার্জ কার্ড ব্যবহার করা যায়। উপরিউক্ত তিনটি কার্ড রবি নাম্বারে রিচার্জ করার পদ্ধতি দেখে নিন- 


রবি মিনিট কার্ড রিচার্জ করার নিয়মঃ 

রবি মিনিট কার্ড রিচার্জ করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের রবি নাম্বারে রবি মিনিট কার্ড রিচার্জ করতে পারবেন। রবি মিনিট কার্ড রিচার্জ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-  


  • আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে  *১১১*কার্ড নাম্বার# লিখে রবি নাম্বারে ডায়াল করবেন।


  • অতঃপর কিছুক্ষণের মধ্যে কনফার্মেশন এসএমএস পাবেন যেখানে আপনার রবি মিনিট কার্ড রিচার্জ হওয়ার কথা বলা হবে। 


এই ছিলো রবি মিনিট কার্ড রিচার্জ করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী  *১১১*কার্ড নাম্বার# ডায়াল করে রবি মিনিট কার্ড রিচার্জ করতে পারবেন। এবার তাহলে রবি রিচার্জ কার্ড রিচার্জ করার পদ্ধতি দেখে নিন- 


রবি রিচার্জ কার্ড রিচার্জ করার নিয়মঃ 

রবি রিচার্জ কার্ড রিচার্জ করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের রবি নাম্বারে রবি রিচার্জ কার্ড রিচার্জ করতে পারবেন। রবি রিচার্জ কার্ড রিচার্জ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


  • আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *১১১*কার্ড নাম্বার# লিখে রবি নাম্বারে ডায়াল করবেন।


  • অতঃপর কিছুক্ষণের মধ্যে কনফার্মেশন এসএমএস পাবেন যেখানে আপনার রবি রিচার্জ কার্ড রিচার্জ হওয়ার কথা বলা হবে। 


এই ছিলো রবি রিচার্জ কার্ড রিচার্জ করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *১১১*কার্ড নাম্বার# ডায়াল করে রবি রিচার্জ কার্ড রিচার্জ করতে পারবেন। এবার তাহলে রবি ইন্টারনেট কার্ড রিচার্জ করার পদ্ধতি দেখে নিন- 


রবি ইন্টারনেট কার্ড রিচার্জ করার নিয়মঃ 

রবি ইন্টারনেট (এমবি) কার্ড রিচার্জ করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের রবি নাম্বারে রবি ইন্টারনেট কার্ড রিচার্জ করতে পারবেন। রবি ইন্টারনেট কার্ড রিচার্জ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-  


  • আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *১১১*কার্ড নাম্বার# লিখে রবি নাম্বারে ডায়াল করবেন।


  • অতঃপর কিছুক্ষণের মধ্যে কনফার্মেশন এসএমএস পাবেন যেখানে আপনার রবি ইন্টারনেট কার্ড রিচার্জ হওয়ার কথা বলা হবে। 


এই ছিলো রবি ইন্টারনেট কার্ড রিচার্জ করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *১১১*কার্ড নাম্বার# ডায়াল করে রবি ইন্টারনেট কার্ড রিচার্জ করতে পারবেন। 


বিঃদ্রঃ রবি মিনিট কার্ড, রিচার্জ কার্ড এবং ইন্টারনেট কার্ড রিচার্জ করার কোড এবং পদ্ধতি একই। অর্থাৎ আপনারা *১১১*কার্ড নাম্বার# ডায়াল করার মাধ্যমে Robi minute card, Robi internet card, Robi recharge card রিচার্জ করতে পারবেন। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ

রবি কার্ড রিচার্জ করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা রবি মিনিট ইন্টারনেট ও রিচার্জ কার্ড রিসার্চ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url