বাবা মানে হাজার বিকেল লিরিক্স - baba mane hajar bikel lyrics

বাবা মানে হাজার বিকেল গজলটি বাবার স্মরণে জাইমা নূর গেয়েছিলেন। আপনারা যারা এই গজলটি শুনেছেন তারা জানেন গজলটি কতটা মধুর। বাবাকে নিয়ে বাবা মানে হাজার বিকেল গজলটি শুনে অনেকের ভালো লেগেছে। বাবাকে নিয়ে এই গজলটি ভালো লাগার পর অনেকেই বাবা মানে হাজার বিকেল গজলের লিরিক্স খুঁজতেছেন। 


আপনারা যারা বাবা মানে হাজার বিকেল লিরিক্স খুঁজতেছেন তাদের জন্য আমার এই পোস্ট। কারণ এই পোস্টে আমি শিল্পী জাইমা নুরের বাবা মানে হাজার বিকেল গজলটির লিরিক্স দিব। আপনারা এই পোস্ট থেকে বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা গজলের সম্পূর্ণ লিরিক্স জানতে পারবেন। তাহলে এবার baba mane hajar bikel lyrics দেখে নিন- 


বাবা মানে হাজার বিকেল লিরিক্স


বাবা মানে হাজার বিকেল গজলঃ 

শিল্পী জাইমা নুরের জনপ্রিয় একটি গজল হচ্ছে "বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা।" বাবাকে নিয়ে এই গজলটি সকলের মাঝে জনপ্রিয়। বাবাকে একটি পরিবারের বটগাছ বলা হয়ে থাকে। বটগাছ যেমন তার ডাল পালা দিয়ে সকলকে আগলে রাখে তেমনি প্রত্যেক বাবা তার সন্তান ও পরিবারকে বট গাছের মতো আগলে রাখে। 


ছেলেবেলায় বাবা আমাদের অতি যত্নে আদর স্নেহের সাথে লালন-পালন করেছিলেন। এভাবে বাবা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমাদেরকে অনেক যত্নে বড় করেছেন। বাবার ঋণ কখনো শোধ করা যাবেনা। বাবা মানে হাজার বিকেল বেলা গজলে ছেলেবেলায় বাবার সন্তানের প্রতি যত্নের কথা বলা হয়েছে। এই গজলটি শুনলেই ছেলেবেলায় ঘটে যাওয়া বাবার কথাগুলো মনে পড়ে। 


বাবা কত পরিশ্রম করে আমাদেরকে কষ্ট বুঝতে না দিয়ে আদর যত্নে বড় করেছে সেটা এই গজলের মাধ্যমে আমরা বুঝতে পারি। এই কারণে বাবাকে নিয়ে এই গজলটি সকলের কাছে জনপ্রিয়। নিচে আপনাদের জন্য বাবাকে নিয়ে জনপ্রিয় বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা গজলটির লিরিক্স দেয়া হলো। আপনারা লিরিক্স জেনে গজলটি গাইতে পারবেন- 


বাবা মানে হাজার বিকেল লিরিক্সঃ

বাবা মানে হাজার বিকেল লিরিক্স দেখে নিন। নিম্নে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা গজলের সম্পূর্ণ লিরিক্স দেয়া হলো- 


গজলের নামঃ বাবা মানে হাজার বিকেল। 

শিল্পীঃ জাইমা নূর। 

কথা ও সুরঃ তাসনীম সাদিয়া। 


বাবা মানে হাজার বিকেল 

আমার ছেলে বেলা।

বাবা মানে রোজ সকালে 

পুতুল পুতুল খেলা।

বাবা মানে হাজার বিকেল 

আমার ছেলে বেলা।

বাবা মানে রোজ সকালে 

পুতুল পুতুল খেলা। 


বাবা মানে কাটছে ভালো 

যাচ্ছে ভালো দিন।

বাবা মানে জমিয়ে রাখা 

আমার অনেক ঋণ।

বাবা মানে কাটছে ভালো 

যাচ্ছে ভালো দিন।

বাবা মানে জমিয়ে রাখা 

আমার অনেক ঋণ। 


আমি যতই এলো মেলো 

ভুলের অভিধান।

বাবা তুমি সময় মত 

সহজ সমাধান। 

জীবনের টানা পোড়েন 

কিছুই না জানি।

আমার গানের স্বরলিপি

তোমার মাঝেই খুঁজি।


বাবার কাছে হইনা কালো

আমি কোনোদিনি।

বাবা ডাকে আদর করে

আমায় সোনামণি।

বাবার কাছে হইনা কালো

আমি কোনোদিনি।

বাবা ডাকে আদর করে

আমায় সোনামণি।


ওহ ওহ ওহ

বাবা মানে অনেক চাওয়া

বাবা মানে অনেক পাওয়া।

বাবা মানে ছোট্ট শূন্যতা

বাবা মানে অনেক পূর্ণতা।


ছেলেবেলা হাতছানি দেয়

আজও সকাল সাঝে।

আমি বড় হইনি আজ

বাবা তোমার কাছে।

চিরদিন থাকবে বলো

তুমি আমার সাথে।

মা বলে ডাকবে বলো

সারা জীবন ধরে।


বেলা শেষে তুমি

আজো অনেক অভিমানে।

কেউ না জানুক

আমি জানি তোমার সোনামণি।

বেলা শেষে তুমি

আজো অনেক অভিমানে।

কেউ না জানুক

আমি জানি তোমার সোনামণি।


বাবা মানে হাজার বিকেল

আমার ছেলে বেলা।

বাবা মানে রোজ সকালে

পুতুল পুতুল খেলা।


বাবা মানে কাটছে ভালো

যাচ্ছে ভালো দিন।

বাবা মানে জমিয়ে রাখা

আমার অনেক ঋণ।


বাবা মানে হাজার বিকেল

আমার ছেলে বেলা।

বাবা মানে রোজ সকালে

পুতুল পুতুল খেলা।

বাবা মানে রোজ সকালে

পুতুল পুতুল খেলা।  (সমাপ্ত)



এই ছিল বাবা মনে হাজার বিকেল লিরিক্স। উপরে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা গজলের সম্পূর্ণ লিরিক্স দেয়া হয়েছে। আশা করছি আপনারা বাবাকে নিয়ে জনপ্রিয় গজল বাবা মানে হাজার বিকেল লিরিক্স বাংলায় জানতে পেরেছেন। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ

বাবা মানে হাজার বিকেল লিরিক্স নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা baba mane hajar bikel lyrics সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল গজলের লিরিক্স, টিউটোরিয়াল ও শিক্ষা বিষয়ে নিত্য নতুন পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url