মোবাইলে পাকিস্তান পিএসএল লাইভ খেলা দেখার উপায় (অ্যাপ ও ওয়েবসাইট)

বর্তমানে পাকিস্তান পিএসএল হচ্ছে জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি লিগ। ক্রিকেট প্রেমীরা পাকিস্তানের এই জমজমাট পিএসএল লাইভ খেলা দেখার জন্য মুখিয়ে থাকে। ২০২৩ সালের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ শুরু হয়েছে। পাকিস্তান psl টুর্নামেন্ট শুরু হলেও এখনো অনেকেই মোবাইলে পাকিস্তান পিএসএল লীগ লাইভ খেলা দেখার উপায় জানেনা। 


যদি আপনি পাকিস্তান পিএসএল খেলা মোবাইলে দেখার নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই পোস্টে আমি মোবাইলে পাকিস্তানের পিএসএল লাইভ খেলা দেখার উপায় জানাবো। আপনারা মোবাইলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলা দেখার নিয়ম জানার মাধ্যমে আপনাদের মোবাইলে পিএসএল লাইভ খেলা দেখতে পারবেন। তাহলে এবার মোবাইলে পিএসএল লাইভ ম্যাচ দেখার সকল পদ্ধতি জেনে নিন- 


মোবাইলে পাকিস্তান পিএসএল লাইভ খেলা দেখার উপায়


পাকিস্তান সুপার লিগ পিএসএল লাইভ খেলাঃ 

পিএসএল হচ্ছে পাকিস্তান সুপার লিগের সংক্ষিপ্ত রূপ। বর্তমানে যতগুলো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ রয়েছে তার মধ্যে দ্বিতীয় জনপ্রিয় হচ্ছে পাকিস্তানের পিএসএল। বলা হয়ে থাকে আইপিএলের পর পাকিস্তানের পিএসএল হচ্ছে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। পিএসএল জনপ্রিয় হওয়ার কারণ সেখানে ক্রিকেটের অনেক বড় বড় তারকারা খেলতে আসে। 


এছাড়াও পিএসএল খেলা অনেক জনপ্রিয় এবং সুষ্ঠুভাবে হওয়ায় অনেক সময় ক্রিকেটাররা তাদের জাতীয় দলের খেলা বাদ দিয়ে পিএসএল খেলতে আসে। মূলত পিএসএল খেলার মাধ্যমে বিভিন্ন দেশের খেলোয়াড়রা তাদের অভিজ্ঞতা আরো বাড়াতে পারে। বিশেষ করে পিএসএলে সকল বড় বড় তারকা থাকে এবং প্রতিটা ম্যাচ অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। এই কারণে সকল ক্রিকেট প্রেমির কাছে পিএসএল অনেক জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি লিগ। 


ক্রিকেটের জনপ্রিয় এই পিএসএল খেলা শুরু হয় ২০১৬ সালে। ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত পিএসএলের ৭ টি আসর সম্পন্ন হয়েছে। বর্তমানে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ পিএসএলের অষ্টম আসর শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারও চমকালো অনুষ্ঠানের মাধ্যমে পিএসএল খেলা শুরু হয়েছে। এবারের পিএসএলে ছয়টি শহরের ক্লাবের নামে ছয়টি দল গঠন করে পিএসএল খেলা হচ্ছে। আপনারা যারা জনপ্রিয় এই পিএসএল খেলা মোবাইলে লাইভ দেখতে চাচ্ছেন তাদের জন্য নিচে psl খেলা দেখার নিয়ম দেখানো হলো- 


আরো পড়ুনঃ মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখার উপায়


মোবাইলে পিএসএল লাইভ খেলা দেখার সুবিধাঃ 

মোবাইলে পিএসএল লাইভ খেলা দেখার সুবিধা অনেক। তবে যে কেউ চাইলে টিভিতেও পিএসএল লাইভ খেলা দেখতে পারবে। টিভিতে পিএসএল খেলা দেখার অনেক চ্যানেল রয়েছে যেগুলোতে পিএসএল লাইভ ভিডিও খেলা ফ্রিতেই লাইভ দেখায়। কিন্তু টিভিতে পিএসএল খেলা দেখার থেকে মোবাইলে লাইভ ক্রিকেট পিএসএল খেলা দেখার বাড়তি কিছু সুবিধা রয়েছে। আমরা যারা সব সময় ব্যস্ত থাকি, বাড়িতে থাকিনা অর্থাৎ বাইরে থাকি তারা চাইলে আমাদের সাথে থাকা স্মার্টফোনে পিএসএল খেলার লাইভ দেখতে পারি। 


কারণ যখন আমরা বাড়ির বাইরে থাকি তখন সাথে টিভি নিয়ে যাওয়া সম্ভব হয়না। কিন্তু আমরা চাইলে আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল টিভির মতো ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের সকলের বাড়িতে টিভি না থাকলেও প্রায় সকলের কাছে স্মার্টফোন রয়েছে। আমরা চাইলে এই স্মার্টফোনের মাধ্যমে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সকল খেলা লাইভ দেখতে পারব। মোবাইলে পিএসএল খেলা লাইভ দেখার আরেকটি সুবিধা হচ্ছে কারেন্ট না থাকলেও আমরা মোবাইলে বিপিএল খেলা দেখতে পারবো। 


কিন্তু যারা টিভিতে খেলা দেখেন তারা কারেন্ট চলে যাওয়ার পর পিএসএল লাইভ দেখতে পারবেনা। এই কারণে আপনার বাসায় টিভি থাকলেও মোবাইলে পিএসএল খেলা দেখার উপায় জানতে হবে। কারণ হুট করে যদি খেলার মধ্যে কারেন্ট চলে যায় অথবা অন্য কোন সমস্যার কারণে টিভিতে পিএসএল খেলা না দেখতে পারেন তাহলে মোবাইলে পিএসএল লাইভ খেলা দেখার উপায় জানা থাকলে চট করে পিএসএল খেলার লাইভ দেখতে পারবেন। এবার আপনারা মোবাইলে পিএসএল লাইভ খেলা দেখার উপায় জেনে নিন- 


আরো পড়ুনঃ মোবাইলে আইপিএল খেলা লাইভ দেখার উপায়


মোবাইলে পিএসএল লাইভ খেলা দেখার নিয়মঃ 

টিভিতে পিএসএল লাইভ খেলা সহজে দেখা গেলেও মোবাইলে পিএসএল খেলা দেখার পদ্ধতি সহজ নয়। কারণ মোবাইলে পিএসএল খেলা দেখার সরাসরি তেমন কোনো মাধ্যম থাকেনা। আমাদেরকে পিএসএল লাইভ ভিডিও দেখার বিভিন্ন মাধ্যম সংগ্রহ করার মাধ্যমে খেলা দেখতে হয়। আমি আপনাদেরকে মোবাইলে পিএসএল খেলার লাইভ দেখার দুইটি মাধ্যম দেখাবো। আপনারা অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে মোবাইলে পিএসএল লাইভ সরাসরি দেখতে পারবেন। 


এই পোস্টে আমি মোবাইলে পিএসএল খেলা দেখার সকল অ্যাপ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনাদের জানাবো। আপনারা পিএসএল খেলার লাইভ দেখার সফটওয়্যার এবং ওয়েবসাইট সম্পর্কে জানার মাধ্যমে মোবাইলে পিএসএল লাইভ খুব সহজেই দেখতে পারবেন। তাহলে এবার মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে মোবাইলে পিএসএল খেলা লাইভ দেখার পদ্ধতি জেনে নিন-‌ 


মোবাইলে পিএসএল লাইভ খেলা দেখার অ্যাপ / সফটওয়্যারঃ 

মোবাইলে পিএসএল লাইভ খেলা দেখার অনেক অ্যাপ রয়েছে। আপনারা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আপনাদের মোবাইলে পিএসএল লাইভ খেলা দেখতে পারবেন। তবে এই সকল অ্যাপের মধ্যে কিছু অ্যাপ রয়েছে যেগুলো ফ্রিতে খেলা দেখা যায়না। আপনাদেরকে টাকা দিয়ে সেই অ্যাপের মধ্যে পিএসএল লাইভ খেলা দেখতে হবে। 


তবে আমি আপনাদের জন্য মোবাইলে পিএসএল খেলা দেখার ফ্রী অ্যাপ সম্পর্কে জানাবো। এখানে যেসব অ্যাপ সম্পর্কে বর্ণনা করা হবে সবগুলো মোবাইলে সঠিকভাবে কাজ করবে এবং একদম ফ্রি। তাহলে এবার মোবাইলে পিএসএল খেলা দেখার সকল ফ্রি অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন- 


SPORTZFY APP - পিএসএল খেলা দেখার অ্যাপঃ 

মোবাইলে পিএসএল খেলা লাইভ দেখার অন্যতম সেরা একটি অ্যাপ হচ্ছে SPORTZFY APP. এই অ্যাপের মাধ্যমে শুধুমাত্র পিএসএল খেলা নয় বরং আপনারা ফুটবলেরও সকল খেলা লাইভ দেখতে পারবেন। ক্রিকেট এবং ফুটবলের সকল খেলা লাইভ দেখার পাশাপাশি Sportzfy অ্যাপের মাধ্যমে পাকিস্তান পিএসএল খেলা লাইভ দেখা যায়। 


আপনারা এই Sportzfy অ্যাপ্লিকেশন প্লে-স্টোরে পাবেন না। Sportzfy অ্যাপ ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে Sportzfy App Download এই লিংকে প্রবেশ করবেন। অতঃপর আপনারা একটু নিচে গেলেই নিচের স্ক্রিনশট দেখানো ডাউনলোড অপশন দেখতে পারবেন। SPOTZFY APP ডাউনলোড করতে নিচের স্ক্রিনশট দেখানো Download apk (v3.2) অপশনে ক্লিক করবেন- 


পিএসএল খেলা দেখার অ্যাপ


অতঃপর আপনাকে আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Download Latest Version নামে একটি অপশন দেখতে পারবেন। আপনারা এই Download Latest Version অপশনে ক্লিক করবেন- 


পিএসএল খেলা দেখার অ্যাপ


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Sportzfy অ্যাপের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। Sportzfy অ্যাপ ডাউনলোড করার জন্য নিচের স্ক্রিনশট দেখানো আইকনে ক্লিক করবেন- 


পিএসএল দেখার নিয়ম


এবার নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পারলে  Download Anyway অপশনে ক্লিক করলেই Sportzfy অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড হবে- 


পিএসএল দেখার নিয়ম


এবার আপনাকে Sportzfy অ্যাপ ইন্সটল করতে হবে। তবে এই অ্যাপ ইন্সটল করতে গিয়ে বিভিন্ন ঝামেলায় পড়তে পারেন। কারণ এই অ্যাপ প্লে স্টোরে নেই তাই গুগল এটাকে ক্ষতিকর অ্যাপ বলে থাকে। 


তবে চিন্তার কোনো কারণ নেই। এই অ্যাপ আপনার মোবাইলের কোনো ক্ষতি করবেনা। Sportzfy অ্যাপ ইন্সটল করার সময় নিচের স্ক্রিনশট এর মতো দেখালে Install anyway অপসনে ক্লিক করবেন- 


পিএসএল খেলা দেখার অ্যাপ


অতঃপর যখন Sportzfy অ্যাপ ইন্সটল করার পর ওপেন করবেন তখন নিচের স্ক্রিনশটএর মতো একটি পপ আপ দেখতে পারবেন যেখানে তারা বলে দিয়েছে যে তাদের অ্যাপ্লিকেশন নিরাপদ। আপনারা Skip অপশনে ক্লিক করবেন- 


পিএসএল দেখার নিয়ম

অতঃপর নিচের স্ক্রিনশটএর মতো Sportzfy অ্যাপের হোম পেজেই পিএসএল খেলা লাইভ দেখার অপশন দেখতে পারবেন। পিএসএল খেলা দেখার জন্য PSL অপশনে ক্লিক করবেন- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার উপায়


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো পিএসএল খেলা লাইভ দেখতে পারবেন- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার উপায়


আপনারা লক্ষ্য করলে নিচের স্ক্রিনশটের মতো দুইটি সার্ভার দেখতে পারবেন। যদি একটি সার্ভারে খেলা না দেখা যায় তাহলে আরেকটি সার্ভার সিলেক্ট করে দেখবেন। পিএসএল খেলা দেখতে সমস্যা হলে এভাবে সার্ভার পরিবর্তন করে খেলা দেখতে পারবেন- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার উপায়


এই ছিলো Sportzfy অ্যাপের মাধ্যমে মোবাইলে পিএসএল খেলা দেখার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধত অনুযায়ী মোবাইলে Sportzfy অ্যাপের মাধ্যমে পাকিস্তানের পিএসএল খেলা সহজেই দেখতে পারবেন। পিএসএল খেলা দেখার আরেকটি অ্যাপ সম্পর্কে জেনে নিন- 


T Sports - অ্যাপে পিএসএল খেলা দেখার পদ্ধতিঃ 

টি স্পোর্টস হচ্ছে বাংলাদেশের একমাত্র খেলাধুলা সম্প্রচার টিভি চ্যানেল। এই চ্যানেলে ক্রিকেটসহ সকল ধরনের খেলাধুলা বিষয়ে আলোচনা ও লাইভ খেলা দেখা যায়। এবার টি স্পোর্টস কর্তৃপক্ষ পাকিস্তানের পিএসএল খেলা দেখার সুযোগ দিয়েছে। ক্রিকেট প্রেমীরা টি স্পোর্টস টিভি চ্যানেল অথবা টি স্পোর্টস অ্যাপের মাধ্যমে মোবাইলে পাকিস্তান পিএসএল খেলা দেখতে পারবে। মোবাইলে টি স্পোর্টস অ্যাপের মাধ্যমে পিএসএল খেলা দেখার নিয়ম জানতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


মোবাইলে টি স্পোর্টস অ্যাপের মাধ্যমে পাকিস্তানের পিএসএল খেলা দেখতে চাইলে আপনার মোবাইলে টি স্পোর্টস অ্যাপ থাকতেই হবে। যদি আপনার মোবাইলে আগে থেকেই টি স্পোর্টস অ্যাপ থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে T Sports লিখে সার্চ করে নিচের স্ক্রিনশট দেখানো অ্যাপ ইন্সটল করে নিবেন। অথবা আপনারা চাইলে T Sports App Download এই লিংকে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে টি স্পোর্টস অ্যাপ ইনস্টল করতে পারবেন. 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার উপায়


টি স্পোর্টস অ্যাপ মোবাইলে ইন্সটল করার পর ওপেন করবেন- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার উপায়


টি স্পোর্টস অ্যাপ ওপেন করলে নিচের স্ক্রিনশটের মতো একাউন্ট খোলার অপশন দেখতে পারবেন। যদি আপনি প্রথমবার টি স্পোর্টস অ্যাপে প্রবেশ করেন তাহলে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। আপনারা নিচের স্ক্রিনশট দেখানো বক্সে আপনার মোবাইলের নাম্বার দিয়ে Generate OTP অপশনে ক্লিক করবেন। 


আর যদি আপনারা নাম্বার দিয়ে একাউন্ট না খুলতে চান তাহলে Google লেখার উপর ক্লিক করে আপনার জিমেইল দিয়ে একাউন্ট খুলবেন। যদি ফেসবুকের মাধ্যমে একাউন্ট খুলতে চান তাহলে Facebook লেখার উপর ক্লিক করে ফেসবুক একাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করবেন। যেহেতু আমি নাম্বার দিয়ে একাউন্ট খুলব তাই নাম্বার দিলাম- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার উপায়


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো টি স্পোর্টস চ্যানেলের Terms & condition দেখতে পারবেন। আপনারা নিচের স্ক্রিনশট দেখানো ACCEPT অপশনে ক্লিক করবেন- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার উপায়


অতঃপর আপনার দেয়া মোবাইল নাম্বারে একটি otp কোড চলে যাবে। সেই ওটিপি কোড নিচের স্ক্রিনশট দেখানো বক্সে দিয়ে Verify অপশনে ক্লিক করবেন- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার উপায়


এবার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সরাসরি টি স্পোর্টস অ্যাপের হোমপেজে প্রবেশ করতে পারবেন। টি স্পোর্টস অ্যাপের হোমপেজেই Live PSL নামে একটি অপশন দেখতে পারবেন। আপনারা উক্ত অপশনে প্রবেশ করে পাকিস্তান পিএসএল খেলা লাইভ দেখতে পারবেন। 


বিঃদ্রঃ টি স্পোর্টস অ্যাপের ভিতর প্রবেশ করে স্ক্রিনশট নেওয়া না যাওয়ায় বাকি অংশ দেখাতে পারলাম না। তবে আপনারা খুব সহজেই বাকি কাজটুকু করতে পারবেন। 


এই ছিল টি স্পোর্টস অ্যাপের মাধ্যমে মোবাইলে পিএসএল খেলা লাইভ দেখার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী মোবাইলে টি স্পোর্টস অ্যাপের মাধ্যমে পাকিস্তান পিএসএল খেলা লাইভ দেখতে পারবেন। এবার আপনারা অ্যাপ ছাড়াই সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে পিএসএল খেলা দেখার উপায় জেনে নিন- 


মোবাইলে পিএসএল খেলা লাইভ দেখার ওয়েবসাইটঃ 

আপনারা চাইলে মোবাইলে অ্যাপ ব্যবহার না করেও সরাসরি ওয়েবসাইটে পিএসএল খেলা লাইভ দেখতে পারবেন। পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলা লাইভ দেখার কিছু ওয়েবসাইট রয়েছে সেসব ওয়েবসাইট থেকে মোবাইলে লাইভ পিএসএল খেলা দেখা যায়। 


নিম্নে আমি আপনাদেরকে জনপ্রিয় দুইটি ওয়েবসাইট সম্পর্কে বলবো সেই দুইটি ওয়েবসাইট থেকে আপনারা মোবাইলে পিএসএল লাইভ খেলা দেখতে পারবেন। তাহলে এবার মোবাইলে ওয়েবসাইটের মাধ্যমে পিএসএল খেলার লাইভ দেখার উপায় জেনে নিন- 


SMARTCRIC - পাকিস্তান পিএসএল খেলা দেখার ওয়েবসাইটঃ 

মোবাইলে পিএসএল খেলা দেখার জনপ্রিয় একটি ওয়েবসাইট হচ্ছে smartcric. এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র পিএসএল খেলা নয় বরং আপনারা ক্রিকেটের সকল খেলাই লাইভ দেখতে পারবেন। 


মোবাইলে সরাসরি ওয়েবসাইটে বিপিএল খেলা দেখার জন্য আপনারা প্রথমে smartcric.com এই লিংকে প্রবেশ করবেন। অতঃপর নিচের স্ক্রিনশটের মতো Pakistan Super League নামে একটি অপশন দেখতে পারবেন। পিএসএল খেলা সরাসরি দেখার জন্য Pakistan Super League এই অপশনে প্রবেশ করবেন- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার উপায়

এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো ভিডিও কোয়ালিটি অপশন দেখতে পারবেন। আপনি যে ভিডিও কোয়ালিটিতে পিএসএল খেলা লাইভ দেখতে চাচ্ছেন এখানে সেই ভিডিও কোয়ালিটি সিলেক্ট করবেন। যেহেতু আমি মিডিয়াম কোয়ালিটিতে দেখব তাই Medium অপশন সিলেক্ট করলাম- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটএর মতো মোবাইলে Smartcric ওয়েবসাইটের মাধ্যমে পিএসএল খেলা লাইভ দেখতে পারবেন- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার নিয়ম


আপনারা চাইলে নিচের স্ক্রিনশট দেখানো অপশনে ক্লিক করে ফুল স্ক্রিনে পিএসএল খেলা দেখতে পারবেন- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার নিয়ম


দেখুন ফুল স্ক্রিনে স্মার্ট ক্রিক ওয়েবসাইটের মাধ্যমে মোবাইলে খেলা দেখা যাচ্ছে- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার নিয়ম


এই ছিল Smartcric ওয়েবসাইটের মাধ্যমে পিএসএল খেলা লাইভ দেখার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই মোবাইলে Smartcric ওয়েবসাইটের মাধ্যমে পিএসএল খেলা সরাসরি দেখতে পারবেন। এবার আপনারা পাকিস্তান পিএসএল খেলা দেখার আরেকটি ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন- 


SHAAM TV ওয়েবসাইটে PTV Sports চ্যানেলে পিএসএল খেলা দেখার উপায়ঃ 

পাকিস্তানের জনপ্রিয় খেলাধুলা বিষয়ক চ্যানেল হচ্ছে পিটিভি স্পোর্টস। PTV Sports চ্যানেলে পাকিস্তানের সকল খেলাধুলা লাইভ সম্প্রচার করা হয়। আমরা এই চ্যানেলে পাকিস্তানের পিএসএল খেলা লাইভ দেখতে পারব। Shaam TV ওয়েবসাইটে PTV SPORTS চ্যানেল রয়েছে সেখানে আমরা পিএসএলের খেলা মোবাইলে দেখতে পারব। SHAAM TV ওয়েবসাইটে PTV Sports চ্যানেলে পিএসএল খেলা দেখার নিয়ম জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


SHAAM TV ওয়েবসাইটে PTV Sports চ্যানেলে পিএসএল খেলা দেখার জন্য প্রথমে আপনারা SHAAM TV এই লিংকে প্রবেশ করুন। SHAAM TV ওয়েবসাইটে প্রবেশ করে নিচের স্ক্রিনশটএর মতো PTV Sports নামে একটি অপশন দেখতে পারবেন। আমাদেরকে নিচের স্ক্রিনশট দেখানো PTV Sports অপশনে প্রবেশ করতে হবে- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো SHAAM TV ওয়েবসাইটের PTV Sports চ্যানেলে পিএসএল খেলা লাইভ দেখতে পারবেন- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার নিয়ম


আপনারা চাইলে নিচের স্ক্রিনশট দেখানো অপশনে ক্লিক করে আপনার মোবাইলে ফুল স্ক্রিনে পিএসএল খেলা লাইভ দেখতে পারবেন- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার নিয়ম


দেখুন SHAAM TV ওয়েবসাইটের PTV Sports চ্যানেলে মোবাইলে ফুল স্ক্রিনে পাকিস্তানের পিএসএল খেলা দেখা যাচ্ছে- 


মোবাইলে পাকিস্তানের পিসিএল লীগ লাইভ খেলা দেখার নিয়ম


এই ছিলো SHAAM TV ওয়েবসাইটে PTV Sports চ্যানেলে psl খেলা দেখার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী মোবাইলে SHAAM TV ওয়েবসাইটের PTV Sports চ্যানেলে পিএসএল খেলা লাইভ দেখতে পারবেন। 


মোবাইলে পিএসএল খেলা দেখার এই ছিলো সকল পদ্ধতি। উপরে মোবাইলে পাকিস্তান পিএসএল খেলা দেখার সকল অ্যাপ এবং ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। উপরে দেখানো অ্যাপ এবং ওয়েবসাইটের মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটার মাধ্যমেই মোবাইলে পিএসএল খেলা লাইভ দেখতে পারবেন। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ

মোবাইলে পাকিস্তান পিএসএল খেলা লাইভ দেখার উপায় নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা পিএসএল খেলা লাইভ দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url