অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের আরবি বিভাগের বইয়ের তালিকা
আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের আরবি বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে চাচ্ছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের আরবি বিভাগের বইয়ের তালিকা দিব।
আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের আরবি বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও আপনার সিলেবাস অনুযায়ী অনার্স আরবি বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা এই পোস্ট থেকে জানতে পারবেন।
অনার্স সকল বর্ষের আরবি বিভাগের বইয়ের লিস্ট জানার গুরুত্বঃ
সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে আপনি যে বিভাগ নিয়ে পড়বেন সেই বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের প্রতিটি বর্ষে বই পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি অনার্সের আরবি বিভাগের শিক্ষার্থী হন তাহলে আপনারা মূল সাবজেক্ট অর্থাৎ বিভাগ একই থাকবে কিন্তু প্রতিটি বর্ষে আলাদা আলাদা বই পড়তে হবে। এই কারণে অনার্স আরবি বিভাগের শিক্ষার্থীদের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট জানতে হবে।
অনার্স ১ম বর্ষের আরবি বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ১ম বর্ষের আরবি বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে ৫টি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং বাকি একটি বই হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আরবি বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-
- Al- Qur`an & Al-Hadith (211201): আল-কুরআন ও আল-হাদীস।
- History of Arabic Literature (500-750 AD) (211203): আরবি সাহিত্যের ইতিহাস। (৫০০-৭৫০ খ্রিষ্টাব্দ)
- Communicative Arabic-I (211205): যোগাযোগমূলক আরবি-১
- Arabic Grammar (Sarf) (211207): আরবি ব্যাকরণ।
- Islamic Ideology-I (211209): ইসলামি আদর্শ-১
- History of the Emergence of Independent Bangladesh - Compulsory (211501): স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। (বাধ্যতামূলক)
এই হচ্ছে NU honours 1st year arabic department book list. উপরে অনার্স প্রথম বর্ষের আরবি বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্ট অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে।
অনার্স ২য় বর্ষের আরবি বিভাগের বইয়ের তালিকাঃ
আরবি বিভাগে অনার্স প্রথম বর্ষ থেকে যখন আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবেন তখন আপনাকে অনার্স ২য় বর্ষের আরবি বিভাগের বইয়ের লিস্ট জানতে হবে। বর্তমানে অনার্স ২য় বর্ষের আরবি বিভাগের জন্য ৭টি বই পড়তে হয়। এই সাতটি বইয়ের তালিকা হচ্ছে-
- Classical Poetry: ক্লাসিকাল কবিতা।
- Communicative Arabic-2: যোগাযোগমূলক আরবি-২
- Arabic Grammar (Nahu): আরবি ব্যাকরণ (নাহু)
- History of Arabic Literature(750-1258 A.D): আরবি সাহিত্যের ইতিহাস (৭৫০-১২৫৮ খ্রিষ্টাব্দ)
- Islamic Ideology-2: ইসলামি আদর্শ-২
- Political Organization and Political System of UK and USA: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংগঠন ও ব্যবস্থা।
- English (Compulsory): ইংরেজি (বাধ্যতামূলক)
এই ছিলো NU honours 2nd year arabic department book list. উপরে অনার্স ২য় বর্ষের আরবি বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের আরবি বিভাগের বই English বাধ্যতামূলক থাকবে। তবে এই সাবজেক্ট নন ক্রেডিট হিসেবে থাকবে।
অনার্স ৩য় বর্ষের আরবি বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ৩য় বর্ষের আরবি বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের আরবি বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-
- Classical Prose: ক্লাসিকাল গদ্য।
- Modern Prose: আধুনিক গদ্য।
- Communicative Arabic- III: যোগাযোগমূলক আরবি-৩
- History of Arabic Literature (1258-1798 AD.): আরবি সাহিত্যের ইতিহাস (১২৫৮-১৭৯৮ খ্রিষ্টাব্দ)
- 'Ilmul Balagah and 'Ilmul `Arud: বলাগাত বিদ্যা ও আরুজ বিদ্যা।
- History of Islam (570-750 AD.): ইসলামের ইতিহাস (৫৭০-৭৫০ খ্রিষ্টাব্দ)
- Arabic Philology and Arabic Literary Criticism (Theoretical): আরবি ভাষাতত্ত্ব ও আরবি সাহিত্য সমালোচনা (তাত্ত্বিক)
- Muslim philosophy-I: মুসলিম দর্শন-১
এই ছিলো NU honours 3rd year arabic department book list. উপরে অনার্স ৩য় বর্ষের আরবি বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষের আরবি বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের আরবি বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের আরবি বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-
- Modern poetry - আধুনিক কবিতা (241201)
- History of Arabic Literature (1789-Till now) - আরবি সাহিত্যের ইতিহাস (1789-এখন পর্যন্ত) (241203)
- Arabic Literary Criticism - আরবি সাহিত্য সমালোচনা (241205)
- Modern prose - আধুনিক গদ্য (Novel and Drama) (241207)
- 'Ilmul Kalam - ইলমুল কালাম (241209)
- Communicative Arabic-IV - যোগাযোগমূলক আরবি-IV (241211)
- History of Islam (750-1258AD) - ইসলামের ইতিহাস (750-1258AD) (241213)
- Studies of Arabic in Bengal - বাংলায় আরবি অধ্যয়ন (241215)
- Muslim Philosophy-2 - মুসলিম দর্শন-2 (241217)
- Viva-voce - মৌখিক পরীক্ষা (241218)
এই হচ্ছে NU honours 4th year arabic department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার আরবি বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।
উপসংহারঃ
আপনারা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের আরবি বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। তবে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা অনার্সের আরবি বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।