ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ও একাদশ ২০২৩

৫ অক্টোবর থেকে ভারতে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ শুরু হতে যাচ্ছে। এবারের ওয়ানডে বিশ্বকাপে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে। ইতিমধ্যে ১০ টি দল সিলেক্ট করা হলে তার মধ্যে দক্ষিণ আফ্রিকা ও রয়েছে। সাউথ আফ্রিকার ক্রিকেটপ্রেমীরা ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড জানতে চাচ্ছেন। আপনারা যারা ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ দক্ষিণ আফ্রিকা দলের প্লেয়ারদের নাম জানতে চাচ্ছেন তাদের জন্য এই পোস্ট। 


এই পোস্টে সাউথ আফ্রিকার ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ২০২৩ দেয়া হবে। আপনারা ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা দলের সকল খেলোয়ারদের নাম ও একাদশ জানতে পারবেন। তাহলে ভারতে অনুষ্ঠিত হতে চলা ক্রিকেটের জনপ্রিয় আসর odi world cup cricket South Africa squad অধিনায়ক, ব্যাটসম্যান, বলার, অলরাউন্ডার, কোচ ও একাদশ তালিকা জেনে নিন-


ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড


সাউথ আফ্রিকার ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ২০২৩ 

টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে চমক হচ্ছে জেরাল্ড কোয়েটজি। কারণ এই ডানহাতি পেশার মাত্র ২২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে দুইটি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলেই দলে জায়গা পেয়েছে। সে এই বছরের ফ্রেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট প্রথম খেলে। 


এছাড়াও ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপ অনেক শক্তিশালী। পেস আক্রমণে লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদার মতো অভিজ্ঞ বলা রয়েছে। সেই সাথে ভারতের স্পিন সহায়ক পিচে কেশব মহারাজ ও তাবরেজ শামসির স্পিন জুটি দক্ষিণ আফ্রিকা দলকে বিশ্বকাপে ভালো ফলাফল দিতে পারে। 


আরো দেখুনঃ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াড


ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডঃ 

অন্যান্য ওয়ানডে বিশ্বকাপ থেকে এবারের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড অনেক শক্তিশালী। প্রতিটি প্লেয়ারে দারুন পারফর্ম করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওয়ানডে বিশ্বকাপে ভালো দক্ষিণ আফ্রিকার হয়ে কিছু করার আশা দেখাচ্ছে। দক্ষিণ আফ্রিকা ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ জন খেলোয়ারদের নিয়ে দল গঠন করেছে। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে সাউথ আফ্রিকা দলের প্লেয়ারগুলো হচ্ছে- 


  • টেম্বা বাভুমা (অধিনায়ক), 

  • জেরাল্ড কোয়েটজি, 

  • কুইন্টন ডি কক, 

  • রেজা হেনড্রিকস, 

  • মার্কো ইয়ানসেন, 

  • হেইনরিখ ক্লাসেন, 

  • আন্দিল ফেলুকওয়ায়ো, 

  • কেশব মহারাজ, 

  • এইডেন মার্করাম, (সহ অধিনায়ক) 

  • লুঙ্গি এনগিদি, 

  • ডেভিড মিলার, 

  • লিজাড উইলিয়ামস, 

  • কাগিসো রাবাদা, 

  • তাবরাইজ শামসি, 

  • রাসি ফন ডার ডুসেন।


এই ছিল দক্ষিণ আফ্রিকা দলের ওয়ানডে বিশ্বকাপের প্লেয়ারদের তালিকা। উপরে উল্লেখিত প্লেয়ারগুলো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট সরাসরি সাউথ আফ্রিকার হয়ে খেলতে পারবে। তবে এদের মধ্য থেকে যেকোন ১১ জন মূল দলে অংশগ্রহণ করবে। 


ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা টিম সম্পর্কে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) 

এই পোস্টে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড দিয়েছি। তবে আপনারা ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা টিম সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আপনারা এই পোস্ট সম্পর্কে যেসব প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন সেইসব সম্ভাব্য প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো- 


০১. ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কে?

উঃ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। 


০২. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার সহ অধিনায়ক কে?

উঃ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার সহ অধিনায়ক হচ্ছে এইডেন মার্করাম।


০৩. ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কতজন প্লেয়ার রয়েছে?

উঃ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে ১৫ জন প্লেয়ার রয়েছে। 


০৪. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের কোচ কে? 

উঃ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের কোচ হচ্ছেন Shukri Conrad। 


০৫. ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট কত বছর পর পর হয়? 

উঃ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট চার বছর পর পর হয়।


০৬. দক্ষিণ আফ্রিকা ওয়ানডে বিশ্বকাপে কতবার চ্যাম্পিয়ন হয়েছে? 

উঃ এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ওয়ানডে বিশ্বকাপে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। 


০৭. ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক কে? 

উঃ ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হচ্ছে ভারত।


০৮. ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?

উঃ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের সকল ম্যাচ ভারতে অনুষ্ঠিত হবে।


০৯. ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ফাইনাল ম্যাচ কবে?

উঃ নভেম্বর মাসের ১৯ তারিখ ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে।


১০. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ মোট কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে?

উঃ এবারের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে মোট ৪৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 


১১. ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ কয়টি দল ও কোন কোন দল অংশগ্রহণ করবে?

উঃ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট মোট ১০টি দল খেলবে। এই দশটি দল হচ্ছে - বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 


ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ দক্ষিণ আফ্রিকার দল সম্পর্কে আপনারা যেসব সম্ভাব্য প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন সেইসব প্রশ্নের উত্তর উপরে দেয়া হয়েছে। উপরে দেয়া প্রশ্নের উত্তর ছাড়াও যদি আপনাদের এই পোস্ট সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে এই পোষ্টের কমেন্টে অথবা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। আমরা আপনাদের এই পোস্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান দিব। 


আরো দেখুনঃ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড


পরিশেষে বলতে চাচ্ছিঃ 

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা সাউথ আফ্রিকার ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড, অধিনায়ক, ব্যাটসম্যান, বলার, অলরাউন্ডার, কোচ ও একাদশ সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url