শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য জানুন (বাংলায় ও ইংরেজিতে)

বাংলাদেশ হচ্ছে ষড়ঋতুর দেশ। শীত হচ্ছে বাংলাদেশের পঞ্চম ঋতু। অন্যান্য ঋতুর মতো শীতকাল তার নিজস্ব রূপ ও বৈশিষ্ট্য নিয়ে আমাদের মাঝে হাজির হয়। একজন শিক্ষার্থী অথবা জ্ঞানপীপাসু হিসেবে আমাদেরকে এই শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য জানতে হবে। 


যদি আপনি শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য জানতে চান তাহলে এই পোস্ট আপনার জন্য। কারণ এই পোস্টে শীতকাল সম্পর্কে বাংলায় ও ইংরেজিতে ১৫ টি বাক্য দেয়া হবে। আপনারা শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে জেনে যেকোনো পরীক্ষায় লিখতে ও বলতে পারবেন।


শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য


শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য জানার গুরুত্ব ও সুবিধাঃ 

ষড়ঋতুর দেশ বাংলাদেশের অন্যতম একটি ঋতু হচ্ছে শীতকাল। পৌষ ও মাঘ এই দুই মাস হচ্ছে শীতকাল। শীতের কথা মনে পড়লেই কুয়াশার চাদরে ঢাকা আশপাশ এবং হিমেল বাতাসে ঠান্ডার কথা মনে পড়ে যায়। শীতকালে প্রকৃতি যেন সুন্দর হয়ে ওঠ। গাছে গাছে ফুল ও শীতকালের শাক-সবজি দেখলেই মনটা ভরে ওঠে। 


সকলেই ব্যাগ ভরে বাজার থেকে শীতকালীন সবজি নিয়ে আসে। শীতকালে যত পুষ্টিকর শাকসবজি দেখা যায় সেটা অন্য ঋতুতে দেখা যায়না। এছাড়াও শীতকালে গ্রামে বিভিন্ন রকমের পিঠাপুলি খাওয়ার আমেজ দেখা যায়। অন্যরকম আনন্দমুখর পরিস্থিতি বিরাজ করে এই শীতকালে। তবে শীতকাল ধনী মানুষদের জন্য উপভোগের বিষয় হলেও গরিবদের জন্য কষ্টের। 


অনেকেই দারিদ্রতায় টাকার অভাবে শীতকালে গরম কাপড় কিনতে না পারায় ঠান্ডায় কষ্টে থাকে। এছাড়াও যাদের বাড়িঘর নেই তাদেরকে শীতকালে ঠান্ডায় বাইরে রাত কাটাতে হয়। অনেক সময় শীতকালে অতিরিক্ত ঠান্ডা এবং কুয়াশার জন্য কাজের ব্যাঘাত ঘটে। শীতকাল বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় ঋতু হওয়ায় আমাদেরকে শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য জানতে হবে। 


এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য লিখতে অথবা বলতে বলা হয়। যদি আপনার শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য জানা থাকে তাহলে সকল পরীক্ষায় এগিয়ে থাকবেন। এই কারণে সকল শিক্ষার্থী অথবা যারা শীতকাল সম্পর্কে জানতে চাচ্ছেন তাদেরকে শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য জানা অনেক গুরুত্বপূর্ণ- 


আরো পড়ুনঃ শীতের সকাল সম্পর্কে ১০ টি বাক্য


শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্যঃ 

শীতকালের ঠান্ডা এবং কুয়াশা আমাদের মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। এছাড়াও শীতের সকালে গ্রামের দৃশ্য অনেক সুন্দর দেখায়। নিম্নে এই শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য বাংলায় দেয়া হলো- 


  • শীতকাল হচ্ছে বাংলাদেশের পঞ্চম ঋতু। 

  • পৌষ ও মাঘ এই দুই মাস হচ্ছে শীতকাল। 

  • শীতকালে তাপমাত্রা অনেক কমে যায়। 

  • শীতকালে গরম কাপড় পড়তে হয়। 

  • শীতকালে দিন ছোট এবং রাত বড় হয়ে থাকে। 

  • শীতকালে বেশিরভাগ সময় ঘরের ভেতর কাটে। 

  • শীতকালে গাছের পাতা ঝরে যায়। 

  • শীতকালে বিভিন্ন রকমের সবজি দেখা যায়। 

  • শীতকালে চারদিক ঘন কুয়াশায় ঢাকা থাকে। 

  • শীতকালে বিভিন্ন পিঠা খাওয়ার উৎসব হয়। 

  • শীতকালে গ্রামের দৃশ্য খুব সুন্দর দেখায়। 

  • শীতকালে খেজুরের রস পাওয়া যায়। 

  • শীতকালে অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশার জন্য অনেক সময় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। 

  • শীতকালে সকালে ঘুম থেকে উঠতেই মন চায় না। 

  • শীতকাল ধনী ব্যক্তিদের জন্য আরামের হলেও দরিদ্র ব্যক্তিদের জন্য কষ্টের। 


এই ছিলো শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য। উপরে শীতকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ ১৫ টি বাক্য বাংলায় দেয়া হয়েছে। তাহলে এবার শীতকাল সম্পর্কে ইংরেজিতে ১৫ টি বাক্য জেনে নিন- 


আরো পড়ুনঃ পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য


শীতকাল সম্পর্কে ইংরেজিতে ১৫ টি বাক্যঃ 

শীতকাল সম্পর্কে বাংলায় যেমন ১৫ টি বাক্য জানা গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ইংরেজিতে ১৫ টি বাক্য জানা উচিত। নিম্নে আপনাদের জন্য শীতকাল সম্পর্কে ইংরেজিতে ১৫ টি বাক্য দেয়া হলো- 


  • Winter is the fifth season of Bangladesh. (শীতকাল হচ্ছে বাংলাদেশের পঞ্চম ঋতু।) 

  • Winter morning is very pleasant. (শীতের সকাল খুবই মনোরম) 

  • Paush and Magha are the two months of winter. (পৌষ ও মাঘ এই দুই মাস হচ্ছে শীতকাল।) 

  • The temperature drops a lot in winter. (শীতকালে তাপমাত্রা অনেক কমে যায়। ) 

  • Warm clothes should be worn in winter. (শীতকালে গরম কাপড় পড়তে হয়।) 

  • In winter, the days are shorter and the nights are longer. (শীতকালে দিন ছোট এবং রাত বড় হয়ে থাকে।) 

  • Most of the time is spent indoors in winter. (শীতকালে বেশিরভাগ সময় ঘরের ভেতর কাটে) 

  • The leaves of the trees fall in winter. (শীতকালে গাছের পাতা ঝরে যায়।) 

  • Different types of vegetables are seen in winter. (শীতকালে বিভিন্ন রকমের সবজি দেখা যায়।) 

  • In winter it is covered with thick fog. (শীতকালে চারদিকে ঘন কুয়াশায় ঢাকা থাকে) 

  • In winter there is a festival of eating various pies. (শীতকালের বিভিন্ন পিঠা খাওয়ার উৎসব হয়।) 

  • The scenery of the village looks very beautiful in winter. (শীতকালে গ্রামের দৃশ্য খুব সুন্দর দেখায়।) 

  • Date palm juice is available in winter. (শীতকালে খেজুরের রস পাওয়া যায়।) 

  • Winter is comfortable for the rich but hard for the poor. (শীতকাল ধনী ব্যক্তিদের জন্য আরামের হলেও দরিদ্র ব্যক্তিদের জন্য কষ্টের।) 

  • The morning sunlight is soft and gentle in winter. (শীতকালে সূর্যের আলো নরম ও মৃদু হয়।) 


এই ছিলো শীতকাল সম্পর্কে ইংরেজিতে ১৫ টি বাক্য। উপরে বাংলাদেশের অন্যতম ঋতু শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য ইংরেজিতে দেয়া হয়েছে। 


এই পোস্টে শীতকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ ১৫ টি বাক্য বাংলায় এবং ইংরেজিতে দেয়া হয়েছে। এখানে দেয়া শীতকাল সম্পর্কে বাংলায় ও ইংরেজিতে ১৫ টি বাক্য আপনারা যেকোন পরীক্ষায় নির্ভুলভাবে লিখতে ও বলতে পারবেন। শীতকাল বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঋতু হওয়ায় আমাদেরকে শীতকাল সম্পর্কে কিছু বাক্য জেনে রাখা উচিত। 


আরো পড়ুনঃ পাহাড়পুর সম্পর্কে ১০টি বাক্য


শীতকাল সম্পর্কে বাংলায় ও ইংরেজিতে পনেরোটি বাক্য পরিশেষেঃ 

শীতকাল সম্পর্কে বাংলায় ও ইংরেজিতে পনেরোটি বাক্য নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা শীতকাল সম্পর্কে বাংলায় ও ইংরেজিতে আরো বাক্য চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম শিক্ষামূলক সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও গুগল নিউজে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url