এক থেকে একশ বানান । ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি উচ্চারণ সহ

দৈনন্দিন জীবনে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা আমাদেরকে ব্যবহার করতে হয়। এই এক থেকে একশ পর্যন্ত সংখ্যার নির্দিষ্ট বানান রয়েছে যেগুলো শিখে আমাদেরকে সঠিক বানান লিখতে ও উচ্চারণ করতে হয়। বানান না জানলে আমরা এক থেকে একশ বানান সঠিকভাবে লিখতে ও উচ্চারণ করতে পারব না। 


যদি আপনি ১ থেকে ১০০ পর্যন্ত বানান না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য। কারণ এই পোস্টে আমি এক থেকে একশ বানান বাংলা একাডেমি প্রমিত উচ্চারণ সহো দিব। আপনারা ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাবাচক পদ ও পূরণবাচক পদের বানান জানতে পারবেন-


এক থেকে একশ বানান


এক থেকে একশ বানান বাংলা একাডেমি প্রমিতঃ 

বিভিন্ন হিসাবের ক্ষেত্রে আমরা প্রতিদিন ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা ব্যবহার করি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা মুখস্ত করার পর সেই সংখ্যাগুলোর বানান শেখানো হয়। বাংলা একাডেমি প্রমিত যে শুদ্ধ বানান রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী ১ থেকে ১০০ পর্যন্ত বাংলা বানান জানতে হবে। 


এতে যে কেউ এক থেকে ১০০ পর্যন্ত সংখ্যার শুদ্ধ বানান লেখার পাশাপাশি সঠিক উচ্চারণ করতে পারবে। নিম্নে বাংলা একাডেমি প্রমিত এক থেকে একশো পর্যন্ত সংখ্যার বানান ও উচ্চারণ দেয়া হলো। আপনারা নিজেরা জানার পাশাপাশি আপনার সন্তান, শিক্ষার্থী ও অন্যান্যদের ১ থেকে ১০০ পর্যন্ত বাংলা বানান শেখাতে পারবেন- 


এক থেকে একশ বানান - ১ থেকে ১০০ পর্যন্ত বানানঃ 

প্রায়শই আমরা এক থেকে একশ পর্যন্ত সংখ্যার বানান লিখতে গিয়ে ভুল করে থাকি। কারণ অনেক সময় দেখা যায় আমরা দীর্ঘদিন আগে 1 থেকে 100 বানান শেখায় এখন মনে না থাকায় সঠিক বানান লিখতে পারি না। আবার এক থেকে একশো পর্যন্ত বানান কিছুটা কঠিন হওয়ায় আমরা ভুলে যাই। নিম্নে প্রথমে ১ থেকে ৫০ পর্যন্ত বানান এবং পরে ৫০ থেকে ১০০ পর্যন্ত বানান দেয়া হলো- 


১ থেকে ৫০ পর্যন্ত বানান (উচ্চারণ সহো)

১ থেকে ৫০ পর্যন্ত বানান উচ্চারণ সহো নিম্নে দেয়া হলো। এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যার সঠিক বানান ও উচ্চারণ হচ্ছে- 


সংখ্যা বানান উচ্চারণ
 ১ এক  অ্যাক্ 
 ২  দুই দুই্ 
৩   তিন তিন্ 
 ৪ চার   চার্
 ৫  পাঁচ পাঁচ্ 
 ৬  ছয় ছয়্ 
 ৭ সাত  শাত্ 
৮  আট  আট্ 
 ৯  নয় নয়্ 
 ১০ দশ  দশ্ 
 ১১ এগারো  অ্যাগারো 
 ১২  বারো বারো 
 ১৩  তেরো  ত্যারো
 ১৪ চৌদ্দ  চোদ্দো 
 ১৫  পনেরো পোনেরো 
 ১৬ ষোলো  শোলো 
 ১৭  সতেরো শতেরো 
 ১৮  আঠারো আঠারো 
 ১৯  ঊনিশ উনিশ্ 
 ২০  কুড়ি/বিশ্ কুড়ি/বিশ 
 ২১  একুশ একুশ্ 
 ২২  বাইশ বাই্শ্ 
 ২৩  তেইশ তেই্শ্ 
 ২৪  চব্বিশ চোব্‌বিশ্ 
 ২৫  পঁচিশ পোঁচিশ্ 
২৬   ছাব্বিশ ছাব্‌বিশ্ 
 ২৭  সাতাশ সাতাশ্ 
 ২৮  আটাশ আটাশ্ 
 ২৯  ঊনত্রিশ উনোত্‌ত্রিশ্ 
 ৩০  ত্রিশ  ত্রিশ্
 ৩১  একত্রিশ  একোত্‌ত্রিশ্
 ৩২  বত্রিশ বোত্‌ত্রিশ্ 
 ৩৩  তেত্রিশ তেত্‌ত্রিশ্ 
 ৩৪  চৌত্রিশ চোউ্‌ত্রিশ্ 
 ৩৫  পঁয়ত্রিশ  পঁয়্‌ত্রিশ্
 ৩৬  ছত্রিশ ছোত্‌ত্রিশ্ 
 ৩৭  সাঁইত্রিশ শাঁই্‌ত্রিশ্ 
 ৩৮  আটত্রিশ  আট্‌ত্রিশ
 ৩৯  ঊনচল্লিশ উনোচোল্‌লিশ্ 
 ৪০  চল্লিশ চোল্‌লিশ্ 
 ৪১  একচল্লিশ অ্যাক্‌চোল্‌লিশ্ 
 ৪২  বিয়াল্লিশ বিয়াল্‌লিশ্ , বেয়াল্‌লিশ 
 ৪৩  তেতাল্লিশ তেতাল্‌লিশ্ 
 ৪৪  চুয়াল্লিশ  চুআল্‌লিশ্
 ৪৫  পঁয়তাল্লিশ পঁয়্‌তাল্‌লিশ্ 
 ৪৬  ছেচল্লিশ  ছেচোল্‌লিশ্
 ৪৭  সাতচল্লিশ শাত্‌চোল্‌লিশ্ 
 ৪৮  আটচল্লিশ  আট্‌চোল্‌লিশ্
 ৪৯  ঊনপঞ্চাশ  উনোপন্‌চাশ্
 ৫০  পঞ্চাশ  পন্‌চাশ্


এই ছিলো এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যার সঠিক বানান ও উচ্চারণ। উপরে বাংলা একাডেমী প্রমিত ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যার সঠিক বানান ও উচ্চারণ দেয়া হয়েছে। এবার আপনারা ৫১ থেকে ১০০ পর্যন্ত বানান ও উচ্চারণ জেনে নিন-


৫১ থেকে ১০০ পর্যন্ত বানান (উচ্চারণ সহো)

৫১ থেকে ১০০ পর্যন্ত বানান উচ্চারণ সহো নিম্নে দেয়া হলো। একান্ন থেকে একশ পর্যন্ত সংখ্যার সঠিক বানান ও উচ্চারণ হচ্ছে-  


সংখ্যা বানান উচ্চারণ
 ৫১  একান্ন অ্যাকান্‌নো 
 ৫২  বাহান্ন বাহান্‌নো 
 ৫৩  তিপ্পান্ন  তিপ্‌পান্‌নো
 ৫৪  চুয়ান্ন  চুআন্‌নো
 ৫৫ পঞ্চান্ন  পন্‌চান্‌নো 
 ৫৬  ছাপান্ন ছাপ্‌পান্‌নো 
 ৫৭  সাতান্ন  শাতান্‌নো
 ৫৮  আটান্ন আটান্‌নো 
 ৫৯  ঊনষাট উনোশাট্ 
 ৬০  ষাট  শাট্
 ৬১  একষট্টি অ্যাক্‌শোট্‌টি 
 ৬২  বাষট্টি বাশোট্‌টি 
 ৬৩  তেষট্টি তেশোট্‌টি 
 ৬৪  চৌষট্টি চোউ্‌শোট্‌টি 
 ৬৫ পঁয়ষট্টি   পঁয়্‌শোট্‌টি
 ৬৬  ছেষট্টি  ছেশোট্‌টি
 ৬৭  সাতষট্টি  শাত্‌শোট্‌টি
 ৬৮  আটষট্টি আট্‌শোট্‌টি 
 ৬৯  ঊনসত্তর  উনোশোত্‌তোর্
 ৭০  সত্তর শোত্‌তোর্ 
 ৭১  একাত্তর  অ্যাকাত্‌তোর্
 ৭২  বাহাত্তর  বাহাত্‌তোর্
 ৭৩  তিয়াত্তর  তিআত্‌তোর্
 ৭৪  চুয়াত্তর  চুআত্‌তোর্
 ৭৫ পঁচাত্তর   পঁচাত্‌তোর্
৭৬   ছিয়াত্তর ছিআত্‌তোর্ 
 ৭৭  সাতাত্তর শাতাত্‌তোর্ 
 ৭৮  আটাত্তর  আটাত্‌তোর্
 ৭৯  ঊনআশি  উনোআশি
 ৮০  আশি  আশি
 ৮১  একাশি অ্যাকাশি 
 ৮২  বিরাশি  বিরাশি
 ৮৩  তিরাশি তিরাশি 
 ৮৪  চুরাশি চুরাশি 
 ৮৫  পঁচাশি পঁচাশি 
 ৮৬  ছিয়াশি  ছিআশি
 ৮৭  সাতাশি  শাতাশি
 ৮৮  আটাশি আটাশি 
 ৮৯  ঊননব্বই উনোনোব্‌বোই্ 
 ৯০  নব্বই  নোব্‌বোই্
 ৯১  একানব্বই অ্যাকানোব্‌বোই্ 
 ৯২  বিরানব্বই বিরানোব্‌বোই্ 
 ৯৩  তিরানব্বই  তিরানোব্‌বোই্
 ৯৪  চুরানব্বই  চুরানোব্‌বোই্
 ৯৫  পঁচানব্বই  পঁচানোব্‌বোই্
 ৯৬  ছিয়ানব্বই ছিআনোব্‌বোই্ 
 ৯৭  সাতানব্বই শাতানোব্‌বোই্ 
 ৯৮  আটানব্বই আটানোব্‌বোই্ 
 ৯৯  নিরানব্বই  নিরানোব্‌বোই্
 ১০০ একশ  অ্যাক্‌শো 


এই ছিলো একান্ন থেকে একশ পর্যন্ত সংখ্যার সঠিক বানান ও উচ্চারণ। উপরে বাংলা একাডেমী প্রমিত ৫১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার সঠিক বানান ও উচ্চারণ দেয়া হয়েছে। এবার আপনারা ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার সংখ্যাবাচক পদ ও পূরণবাচক পদের বানান জেনে নিন- 


১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাবাচক পদ ও পূরণবাচক পদের বানান 

১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার সংখ্যাবাচক পদ ও পূরণবাচক পদ রয়েছে। আমাদের প্রত্যেকের উচিত এক থেকে একশ পর্যন্ত সংখ্যাবাচক পদ ও পূরণবাচক পদের বানান জানা। নিম্নে এক থেকে একশ পর্যন্ত সকল সংখ্যার সংখ্যাবাচক পদ ও পূরণবাচক পদের সঠিক বানান দেয়া হলো- 


সংখ্যা সংখ্যাবাচক পদ পূরণবাচক পদ
 ১  এক  প্রথম
 ২  দুই  দ্বিতীয়
 ৩  তিন তৃতীয় 
 ৪  চার চতুর্থ 
 ৫  পাঁচ পঞ্চম 
 ৬  ছয় ষষ্ঠ 
 ৭  সাত সপ্তম 
 ৮  আট অষ্টম 
৯   নয়  নবম
১০   দশ দশম 
 ১১  এগারো একাদশ 
 ১২  বারো দ্বাদশ 
 ১৩  তেরো ত্রয়োদশ 
 ১৪  চোদ্দ  চতুর্দশ
 ১৫  পনেরো পঞ্চদশ 
 ১৬  ষোল ষোড়শ 
 ১৭  সতেরো  সপ্তদশ
 ১৮  আঠারো অষ্টাদশ 
 ১৯  উনিশ  ঊনবিংশ
 ২০  কুড়ি  বিংশ
 ২১  একুশ একবিংশ 
 ২২  বাইশ  দ্বাবিংশ
 ২৩  তেইশ  ত্রয়োবিংশ
 ২৪  চব্বিশ  চতুর্বিংশ
 ২৫  পঁচিশ পঞ্চবিংশ 
 ২৬  ছাব্বিশ  ষট্‌বিংশ
 ২৭  সাতাশ সপ্তবিংশ 
 ২৮  আঠাশ  অষ্টাবিংশ
 ২৯  ঊনত্রিশ ঊনত্রিংশ 
 ৩০  ত্রিশ ত্রিংশ 
 ৩১  একত্রিশ  একত্রিংশ
 ৩২  বত্রিশ  দ্বাত্রিংশ
 ৩৩  তেত্রিশ  ত্রয়োত্রিংশ
 ৩৪  চৌত্রিশ  চতুর্ত্রিংশ
 ৩৫  পঁয়ত্রিশ পঞ্চত্রিংশ 
 ৩৬  ছত্রিশ  ষট্‌ত্রিংশ
 ৩৭  সাঁয়ত্রিশ সপ্তত্রিংশ 
 ৩৮  আটত্রিশ  অষ্টাত্রিংশ
 ৩৯  ঊনচল্লিশ ঊনচত্বারিংশ 
 ৪০  চল্লিশ চত্বারিংশ 
 ৪১  একচল্লিশ  একচত্বারিংশ
 ৪২  বিয়াল্লিশ দ্বিচত্বারিংশ 
 ৪৩  তেতাল্লিশ  ত্রয়শ্চত্বারিংশ
 ৪৪  চুয়াল্লিশ চতুঃচত্বারিংশ 
 ৪৫  পঁয়তাল্লিশ পঞ্চচত্বারিংশ 
 ৪৬  ছেচল্লিশ ষট্‌চত্বারিংশ 
 ৪৭  সাতচল্লিশ  সপ্তচত্বারিংশ
 ৪৮  আটচল্লিশ অষ্টচত্বারিংশ 
 ৪৯  ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশৎ 
 ৫০  পঞ্চাশ  পঞ্চাশৎ
 ৫১  একান্ন একপঞ্চাশৎ 
 ৪২  বাহান্ন দ্বিপঞ্চাশৎ 
 ৫৩  তিপ্পান্ন ত্রিপঞ্চাশৎ 
 ৫৪  চুয়ান্ন চতুঃপঞ্চাশৎ 
 ৫৫  পঞ্চান্ন পঞ্চপঞ্চাশৎ 
 ৫৬  ছাপ্পান্ন ষট্‌পঞ্চাশৎ 
 ৫৭  সাতান্ন সপ্তপঞ্চাশৎ 
 ৫৮  আটান্ন অষ্টপঞ্চাশৎ 
 ৫৯  ঊনষাট  ঊনষষ্টি
 ৬০  ষাট  ষষ্টি
 ৬১  একষট্টি একষষ্টি 
 ৬২  বাষট্টি দ্বিষষ্টি 
 ৬৩  তেষট্টি  ত্রিষষ্টি
 ৬৪  চৌষট্টি চতুঃষষ্টি 
 ৬৫  পঁয়ষট্টি  পঞ্চষষ্টি
 ৬৬  ছেষট্টি ষট্‌ষষ্টি 
 ৬৭  সাতষট্টি  সপ্তষষ্টি
 ৬৮  আটষট্টি  অষ্টষষ্টি
 ৬৯  ঊনসত্তর ঊনসপ্ততি 
 ৭০  সত্তর সপ্ততি 
 ৭১  একাত্তর  একসপ্ততি
 ৭২  বাহাত্তর  দ্বিসপ্ততি
 ৭৩  তিয়াত্তর ত্রিসপ্ততি 
 ৭৪  চুয়াত্তর চতুঃসপ্ততি 
 ৭৫  পঁচাত্তর পঞ্চসপ্ততি 
 ৭৬  ছিয়াত্তর ষট্‌সপ্ততি 
 ৭৭  সাতাত্তর সপ্তসপ্ততি 
 ৭৮  আটাত্তর অষ্টসপ্ততি 
 ৭৯  ঊনআশি ঊনাশীতি 
 ৮০  আশি অশীতি 
 ৮১  একাশি একাশীতি 
 ৮২  বিরাশি  দ্ব্যশীতি
 ৮৩  তিরাশি ত্র্যশীতি 
 ৮৪  চুরাশি চতুরশীতি 
 ৮৫  পঁচাশি পঞ্চাশীতি 
 ৮৬  ছিয়াশি ষড়শীতি 
 ৮৭  সাতাশি সপ্তাশীতি 
 ৮৮  অষ্টআশি অষ্টাশীতি 
 ৮৯  ঊননব্বই  ঊননবতি
 ৯০  নব্বই নবতি 
 ৯১  একানব্বই একনবতি 
 ৯২  বিরানব্বই দ্বিনবতি 
 ৯৩  তিরানব্বই ত্রিনবতি 
 ৯৪  চুরানব্বই চতুর্নবতি 
 ৯৫  পঁচানব্বই পঞ্চনবতি 
 ৯৬  ছিয়ানব্বই ষন্নবতি 
 ৯৭  সাতানব্বই  সপ্তনবতি
 ৯৮  আটানব্বই অষ্টনবতি 
 ৯৯  নিরানব্বই নবনবতি 
 ১০০  একশ একশত 


এই ছিলো এক থেকে একশ পর্যন্ত সংখ্যার সংখ্যাবাচক পদ ও পূরণবাচক পদের বানান। উপরে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার সকল সংখ্যাবাচক পদ ও পূরণবাচক পদের সঠিক বানান দেয়া হয়েছে। 


এক থেকে একশ পর্যন্ত কথায় জানার গুরুত্বঃ 

প্রত্যেক শিক্ষার্থীকে এক থেকে একশ পর্যন্ত বানান জানতে হবে। যদি কেউ আপনাকে ১ থেকে ১০০ সংখ্যার মধ্যে যেকোনো সংখ্যার বানান বলতে বলে তাহলে আপনি সেই বানান জানলে সহজেই বলতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন চাকরির পরীক্ষায় এক থেকে একশ পর্যন্ত সংখ্যার বানান সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তখন আপনার 1 থেকে 100 পর্যন্ত বানান জানা থাকলে সহজেই উত্তর দিয়ে পরীক্ষায় অনেক এগিয়ে থাকতে পারবেন। 


এছাড়াও যদি আপনার সন্তান থাকে তাহলে ১ থেকে ১০০ বানান জেনে আপনার সন্তানকে শেখাতে পারবেন। আপনার সন্তান আপনার কাছে এক থেকে একশ পর্যন্ত সংখ্যার সঠিক ও শুদ্ধ বানান জানতে পারবে। এছাড়াও যদি আপনি শিক্ষক হন এবং আপনার ছাত্র-ছাত্রীকে এক থেকে একশ বানান শেখাতে চান তাহলে অবশ্যই এক থেকে এক একশ পর্যন্ত সঠিক বানান জানতে হবে। এভাবে ১ থেকে ১০০ পর্যন্ত সঠিক বানান জেনে আপনি যেকোনো জায়গায় ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার সঠিক বানান লিখতে ও বলতে পারবেন। 


1 থেকে 100 পর্যন্ত বানান পরিশেষে বলতে চাচ্ছিঃ

এক থেকে একশ বানান নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বাংলা একাডেমী প্রমিত ১ থেকে ১০০ পর্যন্ত বানান সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম শিক্ষামূলক পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url