যেকোনো রবি সিমের পিন কোড ও পাক কোড বের করার নিয়ম
বাংলাদেশের জনপ্রিয় মোবাইল অপারেটর গুলোর মধ্যে রবি অন্যতম। তবে অনেকেই রবি সিমের পিন কোড (PIN Code) এবং পাক কোড (PUK Code) সম্পর্কিত সমস্যায় পড়েন। এই সমস্যার সমাধানের জন্য নিজের রবি সিমের পিন কোড ও পাক কোড জানতে হয়।
এই আর্টিকেলে আমি আপনাদেরকে রবি সিমের পিন কোড এবং পাক কোড বের করার উপায় দেখাবো। রবি সিমের পিন কোড ও পাক কোড চেক করার নিয়ম জেনে আপনার রবি সিমের পিন কোড এবং পাক কোড জানতে পারবেন-
রবি সিমের পিন কোড কি?
রবি সিমের পিন কোড হলো এমন একটি সিকিউরিটি কোড যা একটি রবি সিমকে নিরাপত্তা প্রদান করে। সাধারণত এটি রবি সিম লক করার জন্য ব্যবহার হয়। তবে রবি সিমের লক খোলার জন্য ভুল পিন কোড তিনবার দিলে সিম লক হয়ে যায়।
রবি সিমের পাক কোড কি?
রবি সিমের পাক কোড অর্থ পার্সোনাল আনলকিং কী যা, রবি সিম ব্লক হয়ে গেলে খোলার জন্য ব্যবহার করা হয়। যদি আপনার রবি সিম পিন কোড দেয়া থাকে এবং আপনি তিনবারের বেশি ভুল পিন কোড দিয়ে সিম ব্লক করেন তাহলে উক্ত সিম আনব্লক করার জন্য পাক কোডের প্রয়োজন হবে।
আরও জানুনঃ বাংলালিংক সিমের পিন কোড ও পাক কোড জানার উপায়.
রবি সিমের পিন কোড ও পাক কোড কেন জানতে হবে?
আপনার রবি সিমের পিন কোড ও পাক কোড জানার গুরুত্ব হচ্ছে-
- রবি সিমের নিরাপত্তাঃ রবি সিমে নিরাপত্তার জন্য পিন কোড ও পাক কোড এর প্রয়োজন হয়। আপনার রবি সিম যদি লক করে রাখতে চান তাহলে সেটি পিন কোড ব্যবহার করে পারবেন।
- রবি সিম লক হয়ে গেলেঃ যদি আপনার রবি সিম কোনো কারণে লক হয়ে যায় তাহলে সেটি আনলক করার জন্য পাক কোডের প্রয়োজন হবে। আপনি পাক কোড ব্যবহার করে আপনার লক হওয়া রবি সিম আনলক করতে পারবেন।
রবি সিমের পিন কোড ও পাক কোড কোথায় থাকে?
সাধারণত একটি রবি সিমের পিন কোড এবং পাক কোড যেখানে থাকে তা হচ্ছে-
- রবি সিমের প্যাকেটেঃ রবি সিমের পিন কোড এবং পাক কোড সেই রবি সিমের প্যাকেটে লেখা থাকে। যখন আপনি রবি সিম কিনবেন তখন সেই রবি সিমের প্যাকেটের গায়ে অথবা ভেতরে পিন কোড এবং পাক কোড দেখতে পারবেন।
- মাই রবি আপেঃ মাই রবি অ্যাপে রবি সিমের পিন কোড ও পাক কোড থাকে। আপনার রবি নাম্বার মাই রবি অ্যাপে লগইন করার পর উক্ত অ্যাপে আপনার রবি সিমের পিন কোড ও পাক কোড দেখতে পারবেন।
আরও জানুনঃ রবি সিম 4g করার নিয়ম, অফার ও শর্তাবলী.
মাই রবি অ্যাপের মাধ্যমে রবি সিমের পিন কোড ও পাক কোড বের করার নিয়মঃ
আপনারা খুব সহজে মাই রবি অ্যাপের মাধ্যমে রবি সিমের পিন কোড এবং পাক কোড নাম্বার বের করতে পারবেন। মাই রবি অ্যাপের মাধ্যমে আপনার রবি সিমের পিন কোড এবং পাক কোড জানার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ ১: প্রথমে আপনারা প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো My Robi App লিখে সার্চ করে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। অথবা My Robi App এই লিংকে প্রবেশ করে সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করবেন। অতঃপর এই অ্যাপ ওপেন করবেন-
ধাপ ২: মাই রবি অ্যাপ ইন্সটল করে ওপেন করার পর আপনার রবি নাম্বার দিয়ে লগইন করতে হবে। লগইন করার জন্য Login with Robi Number অপশনে ক্লিক করবেন-
ধাপ ৩: এবার আপনি যে রবি নাম্বারের পিন কোড ও পাক কোড বের করতে চাচ্ছেন সেই রবি নাম্বার দিয়ে Sent OTP অপশনে ক্লিক করবেন। অতঃপর আপনার রবি নাম্বারে একটি কোড চলে যাবে-
ধাপ ৪: এবার আপনার মোবাইলের রবি নাম্বারে যাওয়া OTP CODE এখানে দিয়ে Login অপশনে ক্লিক করলেই My Robi App লগইন করতে পারবেন-
ধাপ ৪: মাই রবি অ্যাপে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মতো More নামে একটি অপশন দেখতে পারবেন। রবি সিমের পিন কোড এবং পাক কোড দেখার জন্য এই More অপশনে ক্লিক করতে হবে-
ধাপ ৫: এবার নিচের স্ক্রীনশটের মতো Pin Puk নামের একটি অপশন দেখতে পারবেন। Pin Puk এই পেজে প্রবেশ করলে আপনার রবি সিমের Robi pin code puk code দেখতে পারবো-
ধাপ ৬: এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার রবি সিমের পিন কোড এবং পাক কোড নাম্বার দেখতে পারবেন-
এই ছিলো রবি সিমের পিন কোড এবং পাক কোড বের করার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে মাই রবি অ্যাপের মাধ্যমে রবি সিমের পিন কোড এবং পাক কোড চেক করতে পারবেন।
আরও জানুনঃ রবি সিমের কল লিস্ট বের করার নিয়ম.
শেষ কথাঃ
রবি সিম লক হওয়ার মতো সমস্যা এড়ানোর জন্য অবশ্যই সেই সিমের পিনকোড এবং পাক কোড জেনে রাখা উচিত। ইতিমধ্যে আপনারা রবি সিমের পিন কোড ও পাক কোড কিভাবে দেখতে হয় সেটি জানতে পেরেছেন। এরপরেও যদি Robi Sim Pin Code and Puk Code Check সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই আর্টিকেল আপনাদের উপকারে আসলে আপনার রবি সিম ব্যবহার করা বন্ধুকেও শেয়ার করে জানাতে পারেন।