রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম (দুইটি পদ্ধতিতে)

রকেট একাউন্ট থেকে প্রয়োজনে মোবাইল রিচার্জ করা যায়। রকেট একাউন্ট ব্যবহারকারীরা রকেট থেকে মোবাইল রিচার্জ করতে পারবে। তবে অনেকেই রয়েছেন যারা রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম জানেনা। যদি আপনি রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার পদ্ধতি না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। 


কারণ এই টিউটোরিয়ালে আমি "কিভাবে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে হয়" তার দুইটি পদ্ধতি দেখাবো। আপনারা রকেট থেকে মোবাইল রিচার্জ করার দুইটি নিয়ম জানার মাধ্যমে খুব সহজেই রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। তাহলে রকেট থেকে মোবাইল রিচার্জ করার বিস্তারিত তথ্য জেনে নিন-  


রকেট থেকে মোবাইল রিচার্জ


রকেট একাউন্ট - Rocket account 

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস হচ্ছে রকেট। বাংলাদেশের সবার প্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস হিসেবে রকেট চালু হয়। ডাচ বাংলা ব্যাংক এই রকেট একাউন্টের প্রতিষ্ঠাতা। প্রথমে রকেট একাউন্টের নাম ছিলো ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সার্ভিস। 


পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় রকেট একাউন্ট। রকেট একাউন্ট ডাচ বাংলা ব্যাংক থেকে পরিচালনা হয়ে থাকে। এই রকেট একাউন্টের সাহায্যে টাকা আদান প্রদান করা, কেনাকাটা করা, বিভিন্ন বিল প্রদান করা সহো অনেক সুবিধা পাওয়া যায়। 


রকেট থেকে মোবাইল রিচার্জ করার সুবিধাঃ 

রকেট থেকে মোবাইল রিচার্জ করার সুবিধা অনেক। আমরা প্রয়োজনের সময় খুব সহজেই আমাদের রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারি। সাধারণত আমরা মোবাইল রিচার্জ করার জন্য বিভিন্ন ফ্লেক্সিলোড দোকানে গিয়ে থাকি। কিন্তু যদি আমাদের মোবাইলে রকেট একাউন্ট থাকে এবং সেই রকেট একাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে তাহলে খুব সহজেই ঘরে বসেই আমরা মোবাইল রিচার্জ করতে পারি। 


আমাদেরকে মোবাইল রিচার্জ করার জন্য ফ্লেক্সিলোডের দোকানে যেতে হবেনা। এছাড়াও অনেক সময় আমাদেরকে হুট করে মোবাইল রিচার্জ করতে হয়। প্রয়োজনের সময় মোবাইল রিচার্জ করতে গিয়ে যদি দেখেন  ফ্লেক্সিলোডের দোকান বন্ধ তাহলে মোবাইল রিচার্জ করতে পারবেন না। 


কিন্তু যদি আপনার রকেট একাউন্ট থাকে তাহলে যেকোনো সময় আপনারা যে কোন জায়গা থেকে রকেট একাউন্টের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে যে কাউকে আপনার রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করে দিতে পারবেন। যদি আপনাকে কেউ মোবাইল রিচার্জ করতে বলে তাহলে তার নাম্বারে আপনার রকেট একাউন্ট থেকে খুব সহজেই মোবাইল রিচার্জ করে দিতে পারবেন। 


এছাড়াও অনেক সময় রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করলে বিভিন্ন অফার দিয়ে থাকে। আমরা আমাদের রকেট একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করলে সেই অফারগুলো পেয়ে থাকি। এছাড়াও রকেট থেকে মোবাইল রিচার্জ করার আরো অনেক সুবিধা রয়েছে। এবার আপনারা রকেট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম জেনে নিন- 


আরো পড়ুনঃ রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয়


রকেট থেকে মোবাইল রিচার্জ করার নিয়মঃ 

রকেট থেকে মোবাইলে রিচার্জ করার নিয়ম অনেক সহজ। রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার পদ্ধতি জানার মাধ্যমে খুব সহজেই আপনাদের রকেট একাউন্ট থেকে যে কোন নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন। সাধারণত রকেট একাউন্ট থেকে দুইটি পদ্ধতিতে মোবাইল রিচার্জ করা যায়। 

পদ্ধতি দুইটি হচ্ছে- 


  • রকেট অ্যাপের মাধ্যমে 

  • রকেটে মেনু কোড ডায়াল করে 


আপনারা রকেট অ্যাপ এবং রকেট মেনু কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজেই রকেট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য দুইটি পদ্ধতিতেই রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম দেখাবো। তাহলে এবার রকেট অ্যাপ এবং রকেট মেনু কোড ডায়াল করে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার পদ্ধতি দেখে নিন- 


আরো পড়ুনঃ রকেটে টাকা পাঠানোর নিয়ম


রকেট অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ করার নিয়মঃ 

রকেট অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ করার নিয়ম অনেক সহজ। আমরা খুব সহজেই আমাদের মোবাইলে থাকা রকেট অ্যাপ দিয়ে রকেট একাউন্টের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারি। রকেট অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


রকেট অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে চাইলে আপনার মোবাইলে রকেট অ্যাপ থাকতে হবে। যদি আপনার মোবাইলে রকেট অ্যাপ থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে Rocket লিখে সার্চ করে অথবা Rocket App এই লিংকে প্রবেশ করে সরাসরি রকেট অ্যাপ ইন্সটল করে নিবেন। অতঃপর রকেট অ্যাপ ওপেন করবেন- 


রকেট থেকে মোবাইল রিচার্জ


রকেট এপ ওপেন করার পরে নিচের স্ক্রিনশটএর মতো আপনার রকেট একাউন্টের নাম্বার এবং পিন দিয়ে রকেট অ্যাপে লগইন করতে হবে- 


রকেট থেকে মোবাইল রিচার্জ


এবার আপনারা রকেট অ্যাপের হোম পেজে নিচের স্ক্রিনশটের মতো Mobile Recharge নামে একটি অপশন দেখতে পারবেন। রকেট অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে আমাদেরকে এই মোবাইল রিচার্জ অপশনে প্রবেশ করতে হবে- 


রকেট থেকে মোবাইল রিচার্জ


মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করার পর নিচের স্ক্রিনশটএর মতো তিনটি অপশন দেখতে পাবেন। এখানে তিনটি অপশনের কাজ হচ্ছে- 


  • Mobile Number - এই আপসনে আপনি যে নাম্বারে রকেট থেকে মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বার দিবেন। 


  • Recipient Name - নাম্বার দেয়ার পর এই অপশনে আপনি যার নাম্বার দিয়েছেন তার নাম্বার যদি আপনার মোবাইলে সেভ করা থাকে তাহলে তার নাম এখানে দেখাবে। যদি সেই নাম্বার আপনার মোবাইলে সেভ করা না থাকে তাহলে এখানে Unknown দেখাবে। 


  • Operator - এই অপশনে আপনাকে অপারেটর সিলেক্ট করতে হবে। যেহেতু আমি রকেট একাউন্ট থেকে বাংলালিংক নাম্বারে মোবাইল রিচার্জ করব তাই বাংলালিংক অপারেটর সিলেক্ট করলাম। 


নাম্বার এবং অপারেটর সিলেক্ট করার পর নিচের স্ক্রিনশট দেখানো Submit অপশনে ক্লিক করবেন- 


রকেট থেকে মোবাইল রিচার্জ


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Recharge Amount নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি রকেট একাউন্ট থেকে যত টাকা মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন এখানে তার পরিমাণ দিবেন। যেহেতু আমি 20 টাকা মোবাইল রিচার্জ করব তাই 20 লিখলাম। অতঃপর Submit অপশনে ক্লিক করতে হবে- 


রকেট থেকে মোবাইল রিচার্জ


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Confirm পেজ দেখতে পারবেন। এখানে আপনার দেয়া মোবাইল নাম্বার এবং টাকার পরিমাণ ঠিক রয়েছে কিনা দেখে নিবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের স্ক্রিনশট দেখানো বক্সে আপনার রকেট একাউন্টের চার সংখ্যার পিন দিয়ে রকেট আইকনে কিছুক্ষণ ক্লিক করে ধরে থাকবেন। অতঃপর রকেট অ্যাপের মাধ্যমে আপনার দেয়া নাম্বারে মোবাইল রিচার্জ হয়ে যাবে- 


রকেট থেকে মোবাইল রিচার্জ


এই ছিলো রকেট অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই রকেট অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন। এবার আপনারা রকেট মেনু কোড ডায়াল করে মোবাইল রিচার্জ করার নিয়ম জেনে নিন- 


আরো পড়ুনঃ রকেট ব্যালেন্স চেক করার নিয়ম


কোড ডায়াল করে রকেট থেকে মোবাইল রিচার্জ করার নিয়মঃ 

রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার জন্য সবথেকে বেশি ব্যবহার হয় কোড ডায়াল করা। কারণ কোড ডায়াল করার মাধ্যমে বাটন, অ্যান্ড্রয়েড সহো সকল ডিভাইস থেকেই মোবাইল রিচার্জ করা যায়। যদি আপনার মোবাইলের অ্যাপ নাও থাকে তারপরও আপনারা কোড ডায়াল করার মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন। কোড ডায়াল করে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *322# লিখে আপনার রকেট একাউন্ট যে নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বারে ডায়াল করবেন- 


রকেট থেকে মোবাইল রিচার্জ


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো অনেকগুলো অপশন দেখতে পারবেন। তবে এই অপশনগুলোর মধ্যে থেকে মোবাইল রিচার্জ করার জন্য TopUp/Telco Service অপশনে প্রবেশ করতে হবে। TopUp/Telco Service সার্ভিস তিন নাম্বারে থাকায় আমাদেরকে 3 লিখে সেন্ড করতে হবে- 


রকেট থেকে মোবাইল রিচার্জ


এবার নিচের স্ক্রিনশট দেখানো Topoup অপশনে প্রবেশ করতে হবে। Topoup অপশন 1 নম্বরে থাকায় 1 লিখে সেন্ড করতে হবে- 


রকেট থেকে মোবাইল রিচার্জ


এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো দুইটি অপশন দেখতে পারবেন। এখানে অপশন দুইটির কাজ হচ্ছে- 


  • Self - যদি আপনি নিজের নাম্বারে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করেন তাহলে Self অপশনে প্রবেশ করবেন। 

  • Other - যদি আপনি নিজের নাম্বারে মোবাইল রিচার্জ না করেন অর্থাৎ অন্যের নাম্বারে মোবাইল রিচার্জ করেন তাহলে Other অপশনে প্রবেশ করবেন। 


যেহেতু আমি নিজের নাম্বারে মোবাইল রিচার্জ করবো তাই Self অপশনে প্রবেশ করার জন্য 1 লিখে Send করলাম- 


রকেট থেকে মোবাইল রিচার্জ


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো সকল অপারেটরের তালিকা দেখতে পারবেন। আপনি যে অপারেটরে মোবাইল রিচার্জ করবেন সেই অপারেটর সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাংলালিংক অপারেটরে মোবাইল রিচার্জ করব তাই 2 লিখে Send করলাম- 


রকেট থেকে মোবাইল রিচার্জ


এবার আপনারা Enter Amount নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি রকেট একাউন্ট থেকে মোবাইলে যত টাকা রিচার্জ করতে চাচ্ছেন এই অপশনে সেই টাকার পরিমাণ লিখবেন। যেহেতু আমি 20 টাকা মোবাইল রিচার্জ করব তাই 20 লিখে Send করলাম- 


রকেট থেকে মোবাইল রিচার্জ


এবার আপনারা পিন দেয়ার বক্স দেখতে পারবেন। এখানে আপনার রকেট একাউন্টের চার সংখ্যার পিন দিয়ে Send করতে হবে- 


রকেট থেকে মোবাইল রিচার্জ


অতঃপর আপনারা নিজের স্ক্রিনশটএর মতো Successful পেজ দেখতে পারবেন যেখানে বলা হবে আপনি সঠিকভাবে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পেরেছেন- 


রকেট থেকে মোবাইল রিচার্জ


অতঃপর আপনার মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস আসবে যে এসএমএস দেখলেই বুঝতে পারবেন আপনি সঠিকভাবে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পেরেছেন। কোড ডায়াল করে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার এটাই ছিলো পদ্ধতি। আপনারা *322# কোড ডায়াল করে উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী রকেট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। 


এই ছিলো রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার দুইটি নিয়ম। এখানে রকেট অ্যাপ এবং রকেট কোড ডায়াল করার মাধ্যমে রকেট থেকে মোবাইল রিচার্জ করার পদ্ধতি দেখানো হয়েছে। উপরে দেখানো দুইটি পদ্ধতির মধ্যে আপনাদের যে পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতি অনুযায়ী খুব সহজেই রকেট একাউন্টের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন। 


আরো পড়ুনঃ রকেট লেনদেন হিস্টরি দেখার নিয়ম


পরিশেষে বলতে চাচ্ছিঃ

রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা রকেট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url