গ্রামীণফোন (জিপি) ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট প্যাক - Gp 17 tk 2.4 GB internet pack

গ্রামীণফোন তাদের ব্যবহারকারীকে ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট প্যাক দিচ্ছে। এখন জিপি ব্যবহারকারীরা ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবে। তবে গ্রামীনফোনের এই প্যাকেজটি সকল গ্রাহকদের জন্য নয়। এই প্যাকেজ নেয়ার জন্য আমাদেরকে কিছু শর্ত মানতে হবে। আমরা শর্তগুলো মানার মাধ্যমে Gp 17 tk 2.4 GB internet pack নিতে পারব। 


এই পোস্টে আমি গ্রামীণফোন ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট প্যাক নেয়ার কোড ও নিয়ম জানাবো। আপনারা জিপি 17 টাকায় 2.4 জিবি ইন্টারনেট কেনার পদ্ধতি জানতে পারবেন। তাহলে এবার গ্রামীনফোনের ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট কেনার নিয়ম, শর্ত ও মেয়াদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন- 


গ্রামীণফোন ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট প্যাক


গ্রামীণফোন ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট কাদের জন্য? 

গ্রামীণফোনের ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট সকল গ্রামীণফোন গ্রাহকদের জন্য নয়। শুধুমাত্র গ্রামীণফোন নতুন সিম ব্যবহারকারীরা জিপি ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট প্যাকেজ নিতে পারবে। অর্থাৎ যদি আপনি বর্তমান সময়ে গ্রামীণফোনের নতুন সিম ক্রয় করেন তাহলে ১৭ টাকায় 2 জিবি ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতে পারবেন। 


পুরাতন গ্রামীণফোন ব্যবহারকারীরা চাইলে গ্রামীণফোনের এই নতুন অফার ১৭ টাকায় ২.৪ জিবি প্যাকেজটি ব্যবহার করতে পারবেনা। আশা করছি গ্রামীণফোনের ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট কাদের জন্য জানতে পেরেছেন। এবার আপনারা জিপি ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট প্যাকেজের মেয়াদ সম্পর্কে জেনে নিন- 


আরো পড়ুনঃ গ্রামীণফোন নতুন সিমের সকল অফার


Gp 17 tk 2.4 GB internet Validity- 

গ্রামীণফোন নতুন সিম ব্যবহারকারীরা ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদে ব্যবহার করতে পারবে। অর্থাৎ যদি আপনি গ্রামীণফোন নতুন সিম ব্যবহার করেন তাহলে ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট ৭ দিনের জন্য ব্যবহার করতে পারবেন। 


জিপি ১৭ টাকায় ২.৪ জিবি কতবার নেয়া যাবে? 

অনেকের মনে প্রশ্ন থাকে জিপি নতুন সিম কেনার পর ১৭ টাকায় ২.৪ জিবি যে ইন্টারনেট অফার রয়েছে সেটি কতবার নেয়া যাবে? এর উত্তর হচ্ছে আপনি যদি জিপি নতুন সিম ক্রয় করেন তাহলে ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট প্রতি মাসে একবার নিতে পারবেন। অর্থাৎ আপনি মাসে একবারের বেশি গ্রামীণফোন নতুন সিমে ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট নিতে পারবেন না। 


তবে এখানেও শর্ত রয়েছে। শর্ত হচ্ছে আপনি যেদিন গ্রামীণফোন নতুন সিম কিনবেন সেদিন থেকে পরবর্তী ৯ মাস ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট নিতে পারবেন। নয় মাস পরে এই প্যাকেজটি আর ব্যবহার করতে পারবেন না। আশা করছি জিপি নতুন সিমের ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট অফার মেয়াদ সম্পর্কে জানতে পেরেছেন। এবার আপনারা জিপি নতুন সিমে ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট কেনার পদ্ধতি জেনে নিন- 


জিপি নতুন সিমের অফার ১৭ টাকায় ২.৪ জিবি নেয়ার নিয়মঃ 

জিপি নতুন সিমের অফার ১৭ টাকায় ২.৪ জিবি নেয়ার জন্য মাই জিপি অ্যাপ লাগবে। আপনারা মাই জিপি অ্যাপের মাধ্যমে গ্রামীনফোনের নতুন সিমের ইন্টারনেট অফার 17 টাকায় ২.৪ জিবি ৭ দিন মেয়াদে নিতে পারবেন। 


যেহেতু গ্রামীণফোন কোড ডায়াল করে এবং সরাসরি রিচার্জ করার মাধ্যমে নতুন সিমের ১৭ টাকায় 2.৪ জিবি ইন্টারনেট অফার নেয়ার উপায় দেয়নি তাই আমাদেরকে মাই জিপি অ্যাপ ব্যবহার করে জিপি নতুন সিমের ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট নিতে হবে। মাই জিপি অ্যাপ এর মাধ্যমে জিপি নতুন সিমের অফার ১৭ টাকায় ২.৪ জিবি নিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


আপনার মোবাইলে মাই জিপি অ্যাপ থাকলে তো ভালোই আর যদি না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো My Gp App লিখে সার্চ করে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। অথবা My Gp app এই লিংকে প্রবেশ করে সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করবেন। অতঃপর এই অ্যাপ ওপেন করবেন- 


Gp 17 tk 2.4 GB internet pack


মাই জিপি অ্যাপ ওপেন করার পর আপনার গ্রামীণফোন নতুন সিমের নাম্বার দিয়ে লগইন করবেন। অতঃপর আপনারা মাই জিপি অ্যাপের হোম পেজ থেকে Offer অপশনে প্রবেশ করবেন- 


Gp 17 tk 2.4 GB internet pack


Offer অপশনে প্রবেশ করলে নিচের স্ক্রিনশটএর মতো New Sim Offer নামে একটি অপশন দেখতে পারবেন। New SIM Offer অপশন সিলেক্ট করলেই ১৭ টাকায় ২.৪ জিবি ৭ দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ নিতে পারবেন। 


Gp 17 tk 2.4 GB internet pack


এই ছিলো গ্রামীণফোন নতুন সিমের ১৭ টাকায় ২.৪ জিবি ৭ দিন মেয়াদের ইন্টারনেট অফার নেয়ার পদ্ধতি। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী জিপি নতুন সিমে ১৭ টাকায় ২.৪ জিবি ৭ দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ কিনে ব্যবহার করতে পারবেন। এবার আপনারা জিপি নতুন সিমের ১৭ টাকায় ২.৪ জিবি ৭ দিন মেয়াদের ইন্টারনেট অফারের শর্তগুলো জেনে নিন- 


জিপি নতুন সিমের ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট অফার শর্তাবলীঃ 

গ্রামীণফোন জিপি নতুন সিমের ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট এর কিছু শর্ত রয়েছে। আমাদেরকে শর্তগুলো জেনে গ্রামীণফোন ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট প্যাকেজ নিতে হবে। শর্তগুলো হচ্ছে- 


  • এই অফারটি শুধুমাত্র গ্রামীণফোন নতুন সিম ব্যবহারকারীদের জন্য। 


  • সিম কেনার দিন থেকে পরবর্তী নয় মাসে প্রতি মাসে একবার করে ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাকেজ নেয়া যাবে। 

  • অফারটি শুধুমাত্র মাই জিপি অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। 

  • গ্রামীণফোনের ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে সাত দিন। 

  • প্রতি মাসে একবারের বেশি এই প্যাকেজ নেয়া যাবে না। 


এই ছিলো গ্রামীণফোন নতুন সিমের ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট প্যাকেজের সকল শর্ত। গ্রামীণফোন নতুন সিমে ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট প্যাকেজ নেয়ার পূর্বে উপরে দেখানো শর্তগুলো জেনে রাখা ভালো। 


এই ছিলো গ্রামীণফোন নতুন সিমে ১৭ টাকায় ২.৪ জিবি ৭ দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ কেনার নিয়ম ও শর্ত। উপরে আমি জিপি নতুন সিমের ইন্টারনেট অফার ১৭ টাকায় ২.৪ জিবি কেনার নিয়ম, মেয়াদ এবং শর্ত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছি। আশা করছি আপনারা গ্রামীণফোনের নতুন সিমের ১৭ টাকায় ২.৪ জিবি ৭ দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ 

গ্রামীণফোন নতুন সিমের ১৭ টাকায় ২.৪ জিবি ইন্টারনেট প্যাকেজ নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাছে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা Gp 17 tk 2.4 GB internet pack সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous Oct 1, 2022, 3:17:00 PM

    ভাই আমার নতুন সিম অফারটা আসচে তার পরেও নিতে পারচিনা
    আবার অফারটা মাইজিপিতে দেখাইতাসে না

    • MD. Marzan Islam
      MD. Marzan Islam Oct 3, 2022, 8:00:00 AM

      আপনার মাই জিপি অ্যাপ আপডেট করে দেখুন,, এরপরেও যদি এই অফার না দেখায় তাহলে জিপি কাস্টমার কেয়ারে কথা বলুন..

Add Comment
comment url