ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম । Brilliant App Recharge

ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের মাধ্যমে কথা বলতে চাইলে আমাদেরকে রিচার্জ করতে হয়। ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করলে আমরা সেই টাকা দিয়ে যেকোনো নাম্বারে কথা বলতে পারি। কিন্তু অনেকেই রয়েছেন যারা ব্রিলিয়ান্ট ব্যবহার করলেও ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম জানেনা। যদি আপনি ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার উপায় না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। 


কারণ এই টিউটোরিয়ালে "কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করতে হয়" তার পদ্ধতি দেখানো হবে। আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার পদ্ধতি জানার মাধ্যমে খুব সহজেই আপনাদের ব্রিলিয়ান্ট একাউন্টে টাকা রিচার্জ করতে পারবেন। তাহলে এবার Brilliant App Recharge করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম জানার আগে ব্রিলিয়ান্ট অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক। তাহলে এবার ব্রিলিয়ান্ট অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন- 


ব্রিলিয়ান্ট অ্যাপ কি? সুবিধা ও বিস্তারিত তথ্যঃ 

ব্রিলিয়ান্ট হচ্ছে বাংলাদেশের প্রথম আইপি কলিং অ্যাপ। ব্রিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে স্বল্প খরচে যেকোনো মোবাইল নাম্বারে কথা বলা যায়। মোবাইলের কল রেট বেড়ে গেলে ব্রিলিয়ান্ট সহো অন্যান্য আইপি কলিং অ্যাপ অনেক জনপ্রিয় হয়ে যায়। কারণ সাধারণত যদি আমরা সিম দিয়ে সরাসরি কাউকে কল করি তাহলে প্রতি মিনিটে দুই টাকার বেশি কাটে। 


কিন্তু ব্রিলিয়ান্ট আইপি কল ব্যবহার করলে প্রতি মিনিটে মাত্র ৪৬ পয়সা কাটে। যেহেতু ব্রিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে এত কম টাকায় কথা বলা যায় তাই এই অ্যাপ এতো বেশি জনপ্রিয়। তবে আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট সংযোগ ভালো থাকতে হবে। অর্থাৎ আপনার মোবাইলে যদি এমবি না থাকে তাহলে ব্রিলিয়ান্ট অ্যাপ ব্যবহার করতে পারবেন না। 


ইন্টারনেট ব্যবহার করা লাগলেও ব্রিলিয়ান্ট অ্যাপে খুব কম ইন্টারনেট খরচ হয়। আপনারা স্বল্প ইন্টারনেট খরচ করে মাত্র 46 পয়সা মিনিটে ব্রিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যেকোনো মোবাইল নাম্বারে কথা বলতে পারবেন। ব্রিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশের মোবাইল নাম্বারে নয় বরং বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের মোবাইল নাম্বারে আইপি কলে কথা বলতে পারবেন। এক্ষেত্রে বাইরের দেশের নাম্বারে কথা বলতে চাইলে খরচ একটু বেশি হবে। 


আরো পড়ুনঃ ব্রিলিয়ান্ট অ্যাপে রেজিস্ট্রেশন করার নিয়ম .


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার কারণঃ 

আমরা জানি ব্রিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে যেকোনো মোবাইল নাম্বারে কথা বলা যায়। তবে ব্রিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে ফ্রিতে কথা বলা যায়না। আপনি প্রতি মিনিট ৪৬ পয়সা রেটে যেকোনো নাম্বারে কথা বলতে পারবেন। যখন আপনি ব্রিলিয়ান্ট অ্যাপের মধ্যে একাউন্ট খুলবেন তখন সেই ব্রিলিয়ান্ট একাউন্টে কোনো টাকা থাকবেনা। 


আপনাকে ব্রিলিয়ান্ট অ্যাপে টাকা রিচার্জ করে কথা বলতে হবে। এছাড়াও যদি আপনার ব্রিলিয়ান্ট অ্যাপের ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে আবার পুনরায় ব্রিলিয়ান্ট অ্যাপে টাকা যোগ করতে হবে। এই সকল কারণে ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করতে হয়। তাহলে এবার ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার পদ্ধতি দেখে নিন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার মাধ্যমঃ 

ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার অনেকগুলো মাধ্যম রয়েছে। ব্রিলিয়ান্ট কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যমে ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে রিচার্জ করার সুবিধা দিয়েছে। যে সকল মাধ্যমে গ্রাহকরা ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করতে পারবে সেই সকল মাধ্যমগুলো হচ্ছে- 


  • বিকাশ

  • রকেট 

  • নগদ 

  • ডাচ বাংলা 

  • ইসলামিক ব্যাংক 

  • Visa

  • Mastercard 


আপনারা উক্ত মাধ্যমগুলো ব্যবহার করে আপনাদের ব্রিলিয়ান্ট একাউন্টে রিচার্জ করতে পারবেন। তাহলে এবার উক্ত মাধ্যমগুলো থেকে কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করতে হয় তার পদ্ধতি দেখে নিন- 


আরো পড়ুনঃ ব্রিলিয়ান্ট অ্যাপে এনআইডি (NID) ভেরিফিকেশন করার নিয়ম


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম - Brilliant App Recharge

ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করতে পারবেন। ব্রিলিয়ান্ট একাউন্টে রিচার্জ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


প্রথমে আপনার ব্রিলিয়ান্ট অ্যাপে প্রবেশ করবেন। অতঃপর নিচের স্ক্রিনশট দেখানো সেটিং আইকনে ক্লিক করবেন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম


সেটিং অপশনে প্রবেশ করার পর My Balance নামে একটি অপশন দেখতে পারবেন। আমাদেরকে নিচের স্ক্রিনশট দেখানো এই My Balance অপশনে প্রবেশ করতে হবে- 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম


My Balance অপশনে প্রবেশ করার পর নীচের স্ক্রিনশট এর মতো Add Balance নামে একটি অপশন দেখতে পারবেন। ব্রিলিয়ান্টে রিচার্জ করার জন্য আমাদেরকে এই Add Balance অপশনে ক্লিক করতে হবে- 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Amount নামে একটি বক্স দেখতে পারবেন। আপনি ব্রিলিয়ান্ট অ্যাপে যত টাকা রিচার্জ করতে চাচ্ছেন এখানে তার পরিমাণ দিয়ে Recharge অপশনে ক্লিক করবেন। 


তবে মনে রাখবেন ব্রিলিয়ান্ট অ্যাপে ২০ টাকার নিচে রিচার্জ করা যায়না। যেহেতু আমি ব্রিলিয়ান্ট অ্যাপে ২০ টাকা রিচার্জ করবো তাই 20 লিখে Recharge অপশনে ক্লিক করলাম- 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার অনেকগুলো মাধ্যম দেখতে পারবেন। আপনারা যে মাধ্যমে খুশি সেই মাধ্যমে ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করতে পারবেন। 


তবে আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে ব্রিলিয়ান্ট এপে রিচার্জ করার নিয়ম দেখাচ্ছি। বিকাশের মাধ্যমে ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার জন্য নিচের স্ক্রিনশট দেখানো বিকাশ আইকনে ক্লিক করবেন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো ব্রিলিয়ান্ট অ্যাপ এর mercent number এবং Reference নাম্বার দেখতে পারবেন। বিকাশের মাধ্যমে ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার জন্য আপনাদেরকে এই মার্চেন্ট নাম্বার এবং রেফারেন্স নাম্বার অবশ্যই মনে রাখতে হবে। এই কারণে মার্চেন্ট নাম্বার এবং রেফারেন্স নাম্বার মোবাইলে কপি করে অথবা কোথাও লিখে রাখবেন। 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম


অতঃপর ব্রিলিয়ান্ট অ্যাপ ওই অবস্থায় রেখে বের হয়ে আসবেন। এবার আপনারা আপনাদের বিকাশ অ্যাপে প্রবেশ করবেন। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশট দেখানো Make Payment অপশনে প্রবেশ করবেন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম


Make Payment অপশনে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মতো একটি বক্স দেখতে পারবেন। ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে পাওয়া mercent number এখানে দিতে হবে। মার্চেন্ট নাম্বারটি দিয়ে নিচের স্ক্রিনশট Tap to Continue অপশনে ক্লিক করবেন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Amount নামে একটি বক্স দেখতে পারবেন। আপনি যত টাকা ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করতে চাচ্ছেন সেই টাকার পরিমাণ এখানে দিবেন। যেহেতু আমি ব্রিলিয়ান্ট অ্যাপে ২০ টাকা রিচার্জ করব তাই 20 লিখে নিচের স্ক্রিনশট দেখানো আইকনে ক্লিক করলাম- 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Reference নামে একটি বক্স দেখতে পারবেন। ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে পাওয়া রেফারেন্স নাম্বার আপনাকে এখানে দিতে হবে। রেফারেন্স নাম্বার এখানে দিয়ে আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড দিবেন। অতঃপর নিচের স্ক্রিনশট দেখানো আইকনে ক্লিক করে পরের পেজে চলে যাবেন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম


যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কনফার্ম করার জন্য নিচের স্ক্রিনশট দেখানো আইকনে কিছুক্ষণ চেপে ধরে থাকবেন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো Your Payment is Successful নামে একটি নোটিফিকেশন দেখতে পারবেন। অতঃপর নিচের স্ক্রিনশট দেখানো Transection id কপি করে নিবেন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম


ট্রানজেকশন আইডি কপি করার পর আপনারা আবার ব্রিলিয়ান্ট অ্যাপে ফিরে যাবেন। অতঃপর ব্রিলিয়ান্ট অ্যাপে নিচের স্ক্রিনশট দেখানো Enter Transection ID অপশনে বিকাশ থেকে কপি করা ট্রানজেকশন আইডি দিয়ে Submit অপশনে ক্লিক করবেন- 


ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম


Submit অপশনের ক্লিক করার সাথে সাথেই আপনার ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করা কমপ্লিট হবে। আপনারা নিশ্চিত হওয়ার জন্য ব্রিলিয়ান্ট অ্যাপের হোম পেজে নিচের স্ক্রিনশটএর মতো একটি মেসেজ দেখতে পারবেন। এখানে বলে দেয়া হয়েছে আমি সঠিকভাবে ২০ টাকা রিচার্জ করতে পেরেছি। 


Brilliant recharge rules


আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপের সেটিং অপশনে প্রবেশ করে My Balance অপশনে গেলে নিচের স্ক্রিনশটএর মতো আপনার ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে রিচার্জ করা টাকার পরিমান দেখতে পারবেন- 


Brilliant recharge rules


এই ছিলো Brilliant App Recharge করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই আপনাদের ব্রিলিয়ান্ট একাউন্টে রিচার্জ করতে পারবেন। 


বিঃদ্রঃ যদি আপনি ব্রিলিয়ান্ট এজেন্ট এর মাধ্যমে রিচার্জ করেন তাহলে 10% বোনাস পাবেন। যেমন আপনি ব্রিলিয়ান্ট এজেন্ট এর মাধ্যমে ২০ টাকা রিচার্জ করলে দুই টাকা বোনাস সহ মোট ২২ টাকা পাবেন। 


ব্রিলিয়ান্ট অ্যাপে সরাসরি রিচার্জ করার পদ্ধতিঃ 

উপরে আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে যে পদ্ধতিতে ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম দেখিয়েছি সেটি অনেক কষ্টের এবং সময় সাপেক্ষ। কিন্তু আপনারা চাইলে ব্রিলিয়ান্ট অ্যাপ থেকেই বিকাশের মাধ্যমে সরাসরি রিচার্জ করতে পারবেন। এতে আলাদা করে আপনার বিকাশ অ্যাপ বা একাউন্টে প্রবেশ করতে হবেনা এবং বিকাশ পেমেন্ট এর ট্রানজেকশন আইডির ও প্রয়োজন হবেনা। এর জন্য আপনারা নিচের ধাপগুলো অনুসরণ করুন। 


প্রথমে আপনার ব্রিলিয়ান্ট অ্যাপে প্রবেশ করে সেটিং অপশনে প্রবেশ করুন। অতঃপর নিচের স্ক্রিনশট দেখানো My Balance অপশনে প্রবেশ করতে হবে- 


brilliant recharge


এবার আপনারা Add Balance অপশনে ক্লিক করবেন- 


brilliant recharge


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটএর মত Recharge Amount নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে আপনি যত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই টাকার পরিমাণ লিখে দিবেন। যেহেতু আমি ব্রিলিয়ান্ট একাউন্টে 20 টাকা রিচার্জ করব তাই 20 লিখলাম। অতঃপর Recharge অপশনে ক্লিক করবেন- 


brilliant recharge


এবার আপনারা ব্রিলিয়ান্ট একাউন্টে রিচার্জ করার পেমেন্ট মেথডগুলো দেখতে পারবেন। নিচের স্ক্রিনশটে দেখানো প্রথম অপশনের মাধ্যমে উপরে আমি আপনাদেরকে ব্রিলিয়ান্ট একাউন্টে রিচার্জ করার নিয়ম দেখিয়েছি। এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো Bkash Payment অপশনের মাধ্যমে সরাসরি ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করতে Bkash Payment অপশনে ক্লিক করুন- 


brilliant recharge


এবার আপনারা বিকাশ নাম্বার দেয়ার বক্স দেখতে পারবেন। এখানে আপনার bkash একাউন্টের নাম্বার দিতে হবে- 


brilliant recharge


বিকাশ একাউন্টের নাম্বার দেয়ার পর আপনার বিকাশ নাম্বারে একটি কোড চলে যাবে। আপনারা নিচের স্ক্রিনশট দেখানো বক্সে বিকাশ একাউন্টের ভেরিফিকেশন কোড দিয়ে Confirm অপশনে ক্লিক করবেন- 


brilliant recharge


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মত আরেকটি বক্স দেখতে পারবেন যেখানে আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড দিয়ে Confirm অপশনে ক্লিক করবেন-  


brilliant recharge


অতঃপর আপনার মোবাইলে বিকাশ থেকে একটি এসএমএস আসবে যেখানে বলে দিবে আপনার বিকাশ একাউন্ট থেকে ২০ টাকা কেটে নিয়ে পেমেন্ট করেছে।  


brilliant recharge


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মত পেজ দেখতে পারবেন যেখানে বলে দিবে Transaction has completed successfully.. এর মানে আপনি সঠিকভাবে পেমেন্ট করতে পেরেছেন। এর নিচেই আপনার ব্রিলিয়ান্ট একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন- 


brilliant recharge


এছাড়াও যদি আপনারা ব্রিলিয়ান্ট একাউন্টের ব্যালেন্স অপশনে প্রবেশ করেন তাহলেও নিচের স্ক্রিনশটএর মত আপনার রিচার্জ করা ব্যালেন্স দেখতে পারবেন।


brilliant recharge


এই ছিল ব্রিলিয়ান্ট অ্যাপে সরাসরি বিকাশ থেকে রিচার্জ করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই আপনাদের ব্রিলিয়ান অ্যাপ থেকেই রিচার্জ করতে পারবেন। 


বিঃদ্রঃ যদিও আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার পদ্ধতি দেখিয়েছি তবুও আপনারা একই পদ্ধতিতে অন্যান্য মাধ্যম যেমন নগদ, রকেট সহো অন্যান্য অ্যাকাউন্টের মাধ্যমে একই নিয়মে ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করতে পারবেন। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ

ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
1 Comments
  • MD Mahadi Azwad Faysal
    MD Mahadi Azwad Faysal Oct 7, 2023, 10:40:00 PM

    ব্রিলিয়ান্ট এজেন্ট থেকে বোনাসহ রিচার্জ নেওয়ার সিস্টেম এখন Agent থেকে রিচার্জে পাচ্ছেন সর্বোচ্চ 10% বোনাস | {20 taka Minium}

    টাকা পেমেন্ট ও রিচার্জ নেওয়ার পদ্ধতিঃ-

    আপনি টাকা সেন্ড করার সময় Refarance এ আপনার ( ব্রিলিয়ান্ট রেজিস্টার করা সিম নাম্বার ) দিবেন আমি ওনলাইনে না থাকলেও
    আপনার একাউন্টে টাকা চলে যাবে বোনাস সহ
    Send Money (Bkash/ Nagad/Tallykhata pay/Roket-0 / uPay) সব Personal সেন্ড মানি করবেন

    01893526172
    ______________________________

    অনলাইন প্রতারণা থেকে নিরাপদ থাকতে এজেন্ডশিপের প্রমাণ যাচাই করে নিন
    Brilliant Apps ar Settings > Extended Services > Agent Locator >
    Post Code: 5430

    বিভিন্ন সময়ের অফার আপডেট জানতে গ্রুপে জয়েন করুন ।
    https://www.facebook.com/groups/brilliantconnecthelpline

    Whatsapp:- https://wa.me/8801893526172

    Main FB: https://m.me/faysalseo

    যেকোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানাবেন আমি সমাধান করে দিব ইনশাল্লাহ ❣

Add Comment
comment url