জিপিএফ ব্যালেন্স চেক করুন, জিপিএফ হিসাব দেখার নিয়ম (অনলাইনে)

যারা সরকারি চাকরি করেন তাদের সাধারণ ভবিষ্যৎ তহবিল অর্থাৎ (GPF) রয়েছে। এই জিপিএফ তহবিলে বেতনের কিছু অংশ কেটে নিয়ে এখানে জমা করা হয়ে থাকে। জিপিএফ একাউন্টে কত টাকা জমা হয়েছে সেটা জানার জন্য জিপিএফ ব্যালেন্স চেক করার প্রয়োজন হয়। জিপিএফ ব্যালেন্স চেক করার মাধ্যমে একজন চাকরিজীবী জানতে পারে তার জিপিএফ ব্যালেন্সে কত টাকা রয়েছে। 


তবে অনেকেই রয়েছেন যারা জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম জানেনা। যদি আপনি জিপিএফ হিসাব দেখার নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই পোস্টে আমি অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম দেখাবো। আপনারা অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম জানার মাধ্যমে আপনাদের জিপিএফ একাউন্টে কতো টাকা জমা হয়েছে জানতে পারবেন- 


জিপিএফ ব্যালেন্স চেক


জিপিএফ কি? 

জিপিএফ (GPF) হচ্ছে General Provident Fund এর সংক্ষিপ্ত রুপ। জিপিঐফ এর বাংলা অর্থ সাধারণ ভবিষ্য তহবিল। সরকারি চাকরীতে যে সকল চাকরীজীবি রাজস্ব খাত হতে বেতন পান তাদের মাসিক বেতন হতে একটি নির্দিষ্ট অংশ কেটে জমা করা হয়ে থাকে। চাকরি শেষে, মোট জমাকৃত অর্থ ও তার উপর নির্দিষ্ট হারে সুদসহ পরিশোধ করাকে জিপিএফ বলা হয়া থাকে। 


অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেকঃ 

বর্তমানে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম অনেক সহজ। পূর্বে জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য আর্থিক বছর শেষে অর্থাৎ জুলাই মাসে উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে জিপিএফ ব্যালেন্স চেক করতে হতো। কিন্তু বর্তমানে আপনারা হাতে থাকা মোবাইল দিয়েই অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন। নিম্নে আমি আপনাদেরকে অনলাইনে জিপিএ ব্যালেন্স চেক করার নিয়ম দেখালাম। তাহলে এবার অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার পদ্ধতি দেখে নিন- 


অনলাইনে জিপিএফ হিসাব দেখার জন্য যেগুলো লাগবেঃ 

যদিও অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম সহজ একটি প্রক্রিয়া তারপরও আপনাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে। অনলাইনে জিপিএফ হিসাব দেখার জন্য যেগুলো লাগবে তা হচ্ছে- 


  • একটি স্মার্ট ফোন / কম্পিউটার অথবা ট্যাব 

  • ইন্টারনেট কানেকশন 

  • NID / SMART ID নম্বর (পে ফিক্সেশন করার সময় যেটি ব্যবহার করেছেন) 

  • মোবাইল নম্বর (পে ফিক্সেশনে যেটি ব্যবহার করেছেন) 


অনলাইনে জিপিএফ হিসাব দেখার জন্য উপরিউক্ত জিনিসপত্র লাগবে। আপনারা সবকিছু জোগাড় করে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


জিপিএফ ব্যালেন্স চেক - জিপিএফ হিসাব দেখার নিয়মঃ 

জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই মোবাইলে জিপিএফ হিসাব দেখার নিয়ম জানার মাধ্যমে আপনাদের জিপিএফ একাউন্টে কত টাকা জমা হয়েছে জানতে পারবেন। এই কাজের জন্য আপনারা নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


প্রথমে আপনারা https://www.cafopfm.gov.bd/ এই লিংকে ক্লিক করে সেই www.cafopfm.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটএর মতো GPF Information নামে একটি পেজ দেখতে পারবেন। জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য নিচের স্ক্রিনশট দেখানো Click Here অপশনে ক্লিক করবেন- 


জিপিএফ ব্যালেন্স চেক


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো দুটি অপশন দেখতে পারবেন। এখানে অপশন দুইটি হচ্ছে- 


  • NID/Smart ID - এখানে আপনাদেরকে আপনার এন আইডি কার্ডের নাম্বার দিতে হবে। 

  • Phone No - এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনি পে ফিক্সেশন বা ইএফটি করার সময় যে নাম্বার দিয়েছিলেন এখানে সেই নাম্বার দিবেন। 


এনআইডি কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার দেয়া হয়ে গেলে Submit অপশনে ক্লিক করবেন- 


জিপিএফ হিসাব দেখার নিয়ম


অতঃপর আপনার দেয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। আপনারা সেই কোড নিচের স্ক্রিনশট দেখানো বক্সে দিয়ে Submit অপশনে ক্লিক করবেন- 


জিপিএফ হিসাব দেখার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো আপনার জিপিএফ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। আপনার জিপিএফ একাউন্টে কতো টাকা রয়েছে সকল হিসেব এখান থেকে জানতে পারবেন। এর নিচেই Opening Balance, Subscription, Refund, Profit, Withdrawal and Closing Balance দেখতে পাবেন- 


জিপিএফ হিসাব দেখার নিয়ম


এছাড়াও আপনি চাইলে, উপরের ডান দিকের Print বাটনে ক্লিক করে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। জিপিএফ এর টাকা তোলার জন্য এই প্রিন্ট কপি ব্যবহার করা যাবে। এতে কোন প্রকার অফিসিয়াল স্বাক্ষরের প্রয়োজন হবেনা। 


এই ছিলো জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম। উপরে জিপিএফ হিসাব দেখার নিয়ম রয়েছে। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই অনলাইনে ঘরে বসে জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ 

জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা জিপিএফ হিসাব দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url