মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখার উপায় (অ্যাপ ও ওয়েবসাইট)

২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জানুয়ারী মাসের ৬ তারিখ শুরু হয়েছে। বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলেও অনেকেই এখনো বিপিএল লাইভ খেলা মোবাইলে দেখার উপায় জানেনা। যদি আপনি বিপিএল খেলা মোবাইলে দেখার উপায় না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। 


কারণ এই পোস্টে আমি মোবাইলে বিপিএল খেলা লাইভ দেখার উপায় জানাবো। আপনারা মোবাইলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলা দেখার নিয়ম জানার মাধ্যমে আপনাদের মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখতে পারবেন। তাহলে এবার মোবাইলে বিপিএল লাইভ ভিডিও খেলা দেখার সকল পদ্ধতি জেনে নিন- 


বিপিএল লাইভ খেলা দেখার উপায়


বিপিএল লাইভ খেলা দেখার নিয়ম জানার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট খেলা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জেনে নিন- 


বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলঃ 

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে সংক্ষেপে বিপিএল বলা হয়। বিপিএল হচ্ছে বাংলাদেশের পেশাদার টুয়েন্টি২০ ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০১২ সালে প্রথম বিপিএল আয়োজন করে। বিপিএল এর প্রথম আসর ১০ ফেব্রুয়ারী ২০১২ তারিখে শুরু হয়। বিপিএলের প্রথম এবং দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরস চ্যাম্পিয়ন হয়। 


তবে ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরে নতুন দল হিসেবে প্রথমবার অংশগ্রহণ করেই কুমিল্লা ভিক্টোরিয়ানস শিরোপা জয় করে। পরবর্তী আবার ২০১৬ সালের বিপিএল আসরে নতুন দল ঢাকা ডায়নামাইটস ঢাকার শিরোপা পুনরুদ্ধার করে। বিপিএলের ৫ম আসর শুরু হয় ২০১৭ সালের ২রা নভেম্বর থেকে। এতে নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে সিলেট সিক্সার্স যোগ হয়। 


তবে এই বিপিএল আসরে প্রথমবার রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়। বিপিএল এর ৬ষ্ঠ আসরে ২০১৯ সালের ৮ ই ফেব্রুয়ারি ঢাকা ডাইনামাইটস কে পরাজিত করে দ্বিতীয় বারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ানস চ্যাম্পিয়ন হয়। সর্বশেষ বিপিএল ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি নতুন দল ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে ৩য় বারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ানস চ্যাম্পিয়ন হয়। এবার ২০২৩ সালে বিপিএল এর নবম আসর চলতেছে। 


২০২৩ সালের বিপিএল জানুয়ারী মাসের ৬ তারিখে সিলেট স্ট্রাইকার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দুই দলের উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডমিনেটর্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, সিলেট স্টাইকার্স, খুলনা টাইটার্গ ও রংপুর রাইডার্স এই সাতটি দল অংশগ্রহণ করেছে। এবার আপনারা বিপিএল খেলা লাইভ দেখার পদ্ধতি দেখে নিন- 


আরো পড়ুনঃ বিপিএল চ্যাম্পিয়ন তালিকা


মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখার সুবিধাঃ 

মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখার সুবিধা অনেক। তবে যে কেউ চাইলে টিভিতেও বিপিএল লাইভ খেলা দেখতে পারবে। টিভিতে বিপিএল খেলা দেখার অনেক চ্যানেল রয়েছে যেগুলোতে বিপিএল লাইভ ভিডিও খেলা ফ্রিতেই লাইভ দেখায়। কিন্তু টিভিতে বিপিএল খেলা দেখার থেকে মোবাইলে লাইভ ক্রিকেট বিপিএল খেলা দেখার বাড়তি কিছু সুবিধা রয়েছে। আমরা যারা সব সময় ব্যস্ত থাকি, বাড়িতে থাকিনা অর্থাৎ বাইরে থাকি তারা চাইলে আমাদের সাথে থাকা স্মার্টফোনে বিপিএল খেলার লাইভ দেখতে পারি। 


কারণ যখন আমরা বাড়ির বাইরে থাকি তখন সাথে টিভি নিয়ে যাওয়া সম্ভব হয়না। কিন্তু আমরা চাইলে আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল টিভির মতো ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের সকলের বাড়িতে টিভি না থাকলেও প্রায় সকলের কাছে স্মার্টফোন রয়েছে। আমরা চাইলে এই স্মার্টফোনের মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সকল খেলা লাইভ দেখতে পারব। মোবাইলে বিপিএল খেলা লাইভ দেখার আরেকটি সুবিধা হচ্ছে কারেন্ট না থাকলেও আমরা মোবাইলে বিপিএল খেলা দেখতে পারবো। 


কিন্তু যারা টিভিতে খেলা দেখেন তারা কারেন্ট চলে যাওয়ার পর বিপিএল লাইভ দেখতে পারবে না। এই কারণে আপনার বাসায় টিভি থাকলেও মোবাইলে বিপিএল খেলা দেখার উপায় জানতে হবে। কারণ হুট করে যদি খেলার মধ্যে কারেন্ট চলে যায় অথবা অন্য কোন সমস্যার কারণে টিভিতে বিপিএল খেলা না দেখতে পারেন তাহলে মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখার উপায় জানা থাকলে চট করে বিপিএল খেলার লাইভ দেখতে পারবেন। এই ছিল মোবাইলে বিপিএল ক্রিকেট খেলা দেখার সুবিধা। 


মোবাইলে বিপিএল লাইভ দেখার উপায় 

টিভিতে বিপিএল লাইভ খেলা সহজে দেখা গেলেও মোবাইলে বিপিএল খেলা দেখার পদ্ধতি সহজ নয়। কারণ মোবাইলে বিপিএল খেলা দেখার সরাসরি তেমন কোনো মাধ্যম থাকেনা। আমাদেরকে বিপিএল লাইভ ভিডিও দেখার বিভিন্ন মাধ্যম সংগ্রহ করার মাধ্যমে খেলা দেখতে হয়। আমি আপনাদেরকে মোবাইলে বিপিএল খেলার লাইভ দেখার দুইটি মাধ্যম দেখাবো। আপনারা অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে মোবাইলে বিপিএল লাইভ সরাসরি দেখতে পারবেন। 


এই পোস্টে আমি মোবাইলে বিপিএল খেলা দেখার অ্যাপ এবং সকল ওয়েবসাইট সম্পর্কে আপনাদের জানাবো। আপনারা বিপিএল খেলার লাইভ দেখার সফটওয়্যার এবং ওয়েবসাইট সম্পর্কে জানার মাধ্যমে মোবাইলে বিপিএল লাইভ সরাসরি খুব সহজেই দেখতে পারবেন। তাহলে এবার মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে মোবাইলে বিপিএল খেলা লাইভ দেখার পদ্ধতি জেনে নিন- 


মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখার অ্যাপ / সফটওয়্যারঃ 

মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখার অনেক অ্যাপ রয়েছে। আপনারা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আপনাদের মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখতে পারবেন। তবে এই সকল অ্যাপ এর মধ্যে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ফ্রিতে খেলা দেখা যায়না। আপনাদেরকে টাকা দিয়ে সেই অ্যাপের মধ্যে বিপিএল লাইভ খেলা দেখতে হবে। 


তবে আমি আপনাদের জন্য মোবাইলে বিপিএল খেলা দেখার ফ্রী অ্যাপ সম্পর্কে জানাবো। এখানে যেসব অ্যাপ সম্পর্কে বর্ণনা করা হবে সবগুলো মোবাইলে সঠিকভাবে কাজ করবে এবং একদম ফ্রি। তাহলে এবার মোবাইলে বিপিএল খেলা দেখার সকল ফ্রি অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন- 


DARAZ APP 

আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন দারাজ অ্যাপের মাধ্যমে কেনাকাটা করা যায় তাহলে বিপিএল খেলা দেখা যাবে কিভাবে? মজার বিষয় হচ্ছে এবার দারাজ কর্তৃপক্ষ তাদের অ্যাপে বিপিএল খেলা লাইভ দেখাচ্ছে। এখন যে কেউ চাইলে দারাজ অ্যাপ এর মাধ্যমে বিপিএল খেলা সরাসরি দেখতে পারবে। 


দারাজ অ্যাপের মাধ্যমে বিপিএল খেলা দেখতে চাইলে প্লে স্টোরে গিয়ে নিচের স্ক্রিনশটএর মতো Daraz লিখে সার্চ করে নিম্ন দেখানো অ্যাপ ইন্সটল করবেন। অথবা Daraz app এই লিংকে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে দারাজ অ্যাপ আপনার মোবাইলে ইন্সটল করবেন। অতঃপর সেই দারাজ অ্যাপ ওপেন করবেন- 


বিপিএল লাইভ খেলা দেখার অ্যাপ


অতঃপর আপনারা দারাজ অ্যাপ ওপেন করলেই দারাজ অ্যাপের হোম পেজে স্ক্রিনশটএর মতো BPL নামে একটি অপশন দেখতে পারবেন। বিপিএল খেলা লাইভ দেখার জন্য আমাদেরকে এই BPL অপশনে প্রবেশ করতে হবে- 


বিপিএল লাইভ খেলা দেখার অ্যাপ


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো বিপিএল খেলা দেখার অপশন দেখতে পারবেন। যখন বিপিএল খেলা শুরু হবে তখন এখানে সেই খেলা লাইভ দেখতে পারবেন- 


বিপিএল লাইভ খেলা দেখার অ্যাপ


এই ছিলো দারাজ অ্যাপের মাধ্যমে বিপিএল খেলা লাইভ দেখার পদ্ধতি। আপনারা উপরে দেখানো নিয়ম অনুযায়ী মোবাইলে দারাজ অ্যাপের মাধ্যমে বিপিএল খেলা সরাসরি দেখতে পারবেন। এবার আপনারা বিপিএল খেলা লাইভ দেখার অন্যান্য অ্যাপ সম্পর্কে জেনে নিন- 


SPORTZFY APP 

মোবাইলে বিপিএল খেলা লাইভ দেখার অন্যতম সেরা একটি অ্যাপ হচ্ছে SPORTZFY APP. এই অ্যাপের মাধ্যমে শুধুমাত্র বিপিএল খেলা নয় বরং আপনারা ফুটবলেরও সকল খেলা লাইভ দেখতে পারবেন। ক্রিকেট এবং ফুটবল এর সকল খেলা লাইভ দেখার পাশাপাশি Sportzfy অ্যাপের মাধ্যমে বিপিএল খেলা  লাইভ দেখা যায়। 


আপনারা এই Sportzfy অ্যাপ্লিকেশন প্লে-স্টোরে পাবেন না। Sportzfy অ্যাপ ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে Sportzfy App Download এই লিংকে প্রবেশ করবেন। অতঃপর আপনারা একটু নিচে গেলেই নিচের স্ক্রিনশট দেখানো ডাউনলোড অপশন দেখতে পারবেন। SPOTZFY APP ডাউনলোড করতে নিচের স্ক্রিনশট দেখানো Download apk (v3.2) অপশনে ক্লিক করবেন- 


বিপিএল লাইভ খেলা দেখার অ্যাপ


অতঃপর আপনাকে আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Download Latest Version নামে একটি অপশন দেখতে পারবেন। আপনারা এই Download Latest Version অপশনে ক্লিক করবেন- 


বিপিএল লাইভ খেলা দেখার অ্যাপ


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Sportzfy অ্যাপের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। Sportzfy অ্যাপ ডাউনলোড করার জন্য নিচের স্ক্রিনশট দেখানো আইকনে ক্লিক করবেন- 


বিপিএল লাইভ খেলা দেখার অ্যাপ


এবার নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পারলে  Download Anyway অপশনে ক্লিক করলেই Sportzfy অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড হবে- 


বিপিএল লাইভ খেলা দেখার অ্যাপ


এবার আপনাকে Sportzfy অ্যাপ ইন্সটল করতে হবে। তবে এই অ্যাপ ইন্সটল করতে গিয়ে বিভিন্ন ঝামেলায় পড়তে পারেন। কারণ এই অ্যাপ প্লে স্টোরে নেই তাই গুগল এটাকে ক্ষতিকর অ্যাপ বলে থাকে। 


তবে চিন্তার কোনো কারণ নেই। এই অ্যাপ আপনার মোবাইলের কোনো ক্ষতি করবেনা। Sportzfy অ্যাপ ইন্সটল করার সময় নিচের স্ক্রিনশট এর মতো দেখালে Install anyway অপসনে ক্লিক করবেন- 


বিপিএল লাইভ খেলা দেখার অ্যাপ


অতঃপর যখন Sportzfy অ্যাপ ইন্সটল করার পর ওপেন করবেন তখন নিচের স্ক্রিনশটএর মতো একটি পপ আপ দেখতে পারবেন যেখানে তারা বলে দিয়েছে যে তাদের অ্যাপ্লিকেশন নিরাপদ। আপনারা Skip অপশনে ক্লিক করবেন- 


বিপিএল লাইভ খেলা দেখার অ্যাপ


অতঃপর নিচের স্ক্রিনশটএর মতো Sportzfy অ্যাপের হোম পেজেই বিপিএল খেলা লাইভ দেখার অপশন দেখতে পারবেন। বিপিএল খেলা দেখার জন্য BPL T20 অপশনে ক্লিক করবেন- 


বিপিএল লাইভ খেলা দেখার অ্যাপ


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো বিপিএল খেলা লাইভ দেখতে পারবেন- 


বিপিএল লাইভ খেলা দেখার অ্যাপ


এই ছিলো Sportzfy অ্যাপ এর মাধ্যমে মোবাইলে বিপিএল খেলা লাইভ দেখার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী Sportzfy অ্যাপের বিপিএল খেলা সরাসরি দেখতে পারবেন। তাহলে এবার বিপিএল খেলা লাইভ দেখার ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন- 


মোবাইলে বিপিএল খেলা লাইভ দেখার ওয়েবসাইটঃ 

আপনারা চাইলে মোবাইলে অ্যাপ ব্যবহার না করেও সরাসরি ওয়েবসাইটে বিপিএল খেলা লাইভ দেখতে পারবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলা লাইভ দেখার কিছু ওয়েবসাইট রয়েছে সেসব ওয়েবসাইট থেকে মোবাইলে লাইভ বিপিএল খেলা দেখা যায়। 


নিম্নে আমি আপনাদেরকে জনপ্রিয় একটি ওয়েবসাইট সম্পর্কে বলবো সেই ওয়েবসাইট থেকে আপনারা মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখতে পারবেন। তাহলে এবার মোবাইলে ওয়েবসাইটের মাধ্যমে বিপিএল খেলার লাইভ দেখার উপায় জেনে নিন- 


SMARTCRIC Website 

মোবাইলে বিপিএল খেলা দেখার জনপ্রিয় একটি ওয়েবসাইট হচ্ছে smartcric. এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র বিপিএল খেলা নয় বরং আপনারা ক্রিকেটের সকল খেলাই দেখতে পারবেন। 


মোবাইলে সরাসরি ওয়েব সাইটে বিপিএল খেলা দেখার জন্য আপনারা প্রথমে smartcric.com এই লিংকে প্রবেশ করবেন। অতঃপর নিচের স্ক্রিনশটএর মতো Bangladesh Premier League নামে একটি অপশন দেখতে পারবেন। বিপিএল খেলা সরাসরি দেখার জন্য Bangladesh Premier League এই অপশনে প্রবেশ করবেন- 


বিপিএল লাইভ খেলা দেখার ওয়েবসাইট


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো ভিডিও কোয়ালিটি অপশন দেখতে পারবেন। আপনি যে ভিডিও কোয়ালিটিতে বিপিএল খেলা লাইভ দেখতে চাচ্ছেন এখানে সেই ভিডিও কোয়ালিটি সিলেক্ট করবেন। যেহেতু আমি মিডিয়াম কোয়ালিটিতে দেখব তাই Medium অপশন সিলেক্ট করলাম- 


বিপিএল লাইভ খেলা দেখার ওয়েবসাইট


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটএর মতো মোবাইলে ওয়েবসাইটের মাধ্যমে বিপিএল খেলা লাইভ দেখতে পারবেন- 


বিপিএল লাইভ খেলা দেখার ওয়েবসাইট


অথবা আপনারা চাইলে নিচের স্ক্রিনশট দেখানো অপশনে ক্লিক করে মোবাইলের ফুল স্ক্রিনে বিপিএল খেলা লাইভ দেখতে পারবেন- 


বিপিএল লাইভ খেলা দেখার ওয়েবসাইট


দেখুন মোবাইলের ফুল স্ক্রিনে বিপিএল খেলা লাইভ দেখাচ্ছে- 


বিপিএল লাইভ খেলা দেখার ওয়েবসাইট


এই ছিল Smartcric ওয়েবসাইটের মাধ্যমে বিপিএল খেলা লাইভ দেখার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই মোবাইলে ওয়েবসাইটের মাধ্যমে বিপিএল খেলা সরাসরি দেখতে পারবেন। 


মোবাইলে বিপিএল খেলা লাইভ দেখার এই ছিল সকল পদ্ধতি। এখানে বিপিএল খেলা লাইভ দেখার অ্যাপ এবং ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই মোবাইলে বিপিএল খেলা লাইভ দেখতে পারবেন। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ 

মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বিপিএল খেলার লাইভ দেখার উপায় সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।

Post a Comment

Previous Post Next Post