অ্যাডসেন্স অ্যাডের মধ্যে নির্দিষ্ট যেকোনো অ্যাড দেখানো বন্ধ করার নিয়ম

ওয়েবসাইটে যদি গুগলের অ্যাডসেন্স এপ্রুভ থাকে তাহলে সেই ওয়েবসাইটে অ্যাডসেন্স এর বিজ্ঞাপন দেখায়। ভিজিটররা ওয়েবসাইটে দেখানো অ্যাডসেন্স এর বিজ্ঞাপনে ক্লিক করলে সেখান থেকে আর্নিং হয়ে থাকে। কিন্তু অনেক সময় ওয়েবসাইটে অ্যাডসেন্স এর এমন অ্যাড দেখায় যেটা আমরা ওয়েবসাইটে দেখাতে চাই না। অনেকেই তাদের ওয়েবসাইটে দেখানো অ্যাডসেন্স অ্যাডের মধ্যে নির্দিষ্ট কোনো অ্যাড ব্লক করতে পারে না। 


যদি আপনারা ওয়েবসাইটে দেখানো নির্দিষ্ট কোনো অ্যাডসেন্স বিজ্ঞাপন বন্ধ  করতে চান তাহলে তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই পোস্টে আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকা ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপন এর মধ্যে নির্দিষ্ট যেকোনো বিজ্ঞাপন দেখানো  বন্ধ করার পদ্ধতি দেখাবো। আপনারা এই পদ্ধতি জেনে আপনার ওয়েবসাইটে দেখানো অ্যাডসেন্স অ্যাডের মধ্যে যেকোনো অ্যাড ব্লক করতে পারবেন- 


এডসেন্স নির্দিষ্ট অ্যাড ব্লক করার নিয়ম


Google adsense advertisers url block 

আপনার অ্যাডসেন্স এপ্রুভ থাকা ওয়েবসাইটে যে বিষয়ে অ্যাড দেখাতে চান না সেই বিষয়ে বা ক্যাটাগরি অ্যাডসেন্স এর ড্যাশবোর্ড থেকে ব্লক করে দিবেন। তাহলে সেই বিষয়ে আপনার ওয়েবসাইটে আর অ্যাড দেখাবে না। যেমন মনে করুন আপনি আপনার ওয়েবসাইটে জুয়া বিষয়ে বিজ্ঞাপন দেখাতে চান না। এখন আপনি যদি এডসেন্স ড্যাসবোর্ড থেকে জুয়া ক্যাটাগরির ব্লক করে দেন তাহলে আপনার ওয়েবসাইটে জুয়ার বিজ্ঞাপন ব্যতীত অ্যাডসেন্সের সকল বিজ্ঞাপন দেখাবে। 


মাঝে মধ্যে দেখা যায় অ্যাডসেন্স একাউন্ট থেকে কোনো ক্যাটাগরির বিজ্ঞাপন ব্লক করলেও সেই ক্যাটাগরির বিজ্ঞাপন মাঝে মধ্যে ওয়েবসাইটে দেখায়। এছাড়াও ওয়েবসাইটে অ্যাডসেন্স এমন বিজ্ঞাপন দেখায় যেটা ডিজিটরের জন্য বিরক্তিকর। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পারেন আপনার ওয়েবসাইটে এমন অ্যাড দেখাচ্ছে যেটা আপনি ভিজিটরকে দেখাতে চান না তাহলে কি করবেন? এখন আপনি চাইলে উক্ত অ্যাড আপনার ওয়েবসাইট থেকে ব্লক করে দিতে পারেন। 


তখন অন্য সকল অ্যাড আপনার ওয়েবসাইটে দেখাবে কিন্তু ব্লক করা অ্যাড আর আপনার ওয়েবসাইটে দেখাবে না। এতে আপনি আপনার ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপন গুলোর মধ্যে যেকোনো বিজ্ঞাপন ব্লক করে দিতে পারবেন। এছাড়াও ব্লক করা অ্যাড পরবর্তীতে চাইলে আবার আনব্লক করতে পারবেন। ব্লক করা অ্যাড আনব্লক করলে পরবর্তীতে সেই অ্যাড আবার আপনার ওয়েবসাইটে দেখাবে। তাহলে এবার ওয়েবসাইটে দেখানো অ্যাডসেন্স এর যে কোনো অ্যাড ব্লক ও আনব্লক করার পদ্ধতি দেখে নিন- 


আরো পড়ুনঃ গুগল অ্যাডসেন্সে ব্যাংক একাউন্ট যুক্ত করার নিয়ম


ওয়েবসাইটে দেখানো অ্যাডসেন্স অ্যাডের নির্দিষ্ট যেকোনো অ্যাড দেখানো বন্ধ  করার নিয়মঃ 

ওয়েবসাইটে দেখানো অ্যাডসেন্স এর নির্দিষ্ট যেকোনো অ্যাড ব্লক করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের ওয়েবসাইটে দেখানো গুগল অ্যাডসেন্স অ্যাড গুলোর মধ্যে যেকোনো অ্যাড দেখানো বন্ধ করে দিতে পারবেন। আমার ওয়েবসাইটে জুয়ার ক্যাটাগরি ব্লক করে দেয়া। তারপরেও মাঝেমধ্যে ওয়েবসাইটে জুয়ার অ্যাড দেখায়। কিছুদিন আগে ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখলাম আমার ওয়েবসাইটে জুয়ার একটি অ্যাড দেখাচ্ছে। এখন ভাবলাম সেই অ্যাড ব্লক করে দিব যাতে আমার ওয়েবসাইটে না দেখায়। এই কাজটি আমি কিভাবে করলাম এবং আপনিও কিভাবে করবেন সেটি জানার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


আপনার ওয়েবসাইটে দেখানো অ্যাডসেন্সের যে অ্যাড ব্লক করতে চাচ্ছেন প্রথমে সেই অ্যাড এর লিংক কপি করে নিতে হবে। আমি নিচের স্ক্রিনশট দেখানো অ্যাড ব্লক করে দিব। যে অ্যাড ব্লক করতে চাচ্ছেন সেই অ্যাড এর লিংক কপি করার জন্য অ্যাড এর উপর কিছুক্ষণ ক্লিক করে ধরে থাকবেন। তবে মনে রাখবেন লিংক কপি করতে গিয়ে কোনো অবস্থাতেই অ্যাডের উপর ক্লিক করবে না। অর্থাৎ শুধুমাত্র কিছুক্ষণ চেপে ধরে থাকবেন- 


এডসেন্স নির্দিষ্ট অ্যাড ব্লক করার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো Copy Link Address নামে একটি অপশন দেখতে পারবেন। সাধারণত যদি আপনারা মোবাইলের ক্রোম ব্রাউজার দিয়ে এই কাজ করেন তাহলে নিচের স্ক্রিনশটের মত দেখতে পারবেন। তবে সকল ব্রাউজারেই এরকম লিংক কপি করার অপশন দেখতে পারবেন। আপনারা Copy Link Address অপশনে ক্লিক করে এডসেন্স এড এর লিংক কপি করে নিবেন- 


এডসেন্স নির্দিষ্ট অ্যাড ব্লক করার নিয়ম


এবার আপনারা নোটপ্যাড অথবা যেকোনো জায়গায় কপি করা অ্যাড এর লিংক পেস্ট করে রাখবেন। আপনাদেরকে অ্যাড এর লিংক থেকে নির্দিষ্ট লিংক খুঁজে বের করতে হবে। আপনারা নিচের স্ক্রিনশটের মত অ্যাডের লিংকের সবার নিচে একটি ডোমেইন লিংক দেখতে পারবেন। এটাই হচ্ছে আপনি যে অ্যাড ব্লক করতে চাচ্ছেন সেই অ্যাডের আসল লিংক। আপনারা নিচের স্ক্রিনশট লক্ষ্য করে দেখতে পারবেন আমার অ্যাড এর লিংক হচ্ছে https://beacons.ai .. আপনাদের অন্য লিংক হবে। এখন এই লিংক কপি করে নিবেন- 


এডসেন্স নির্দিষ্ট অ্যাড ব্লক করার নিয়ম


অ্যাডসেন্স বিজ্ঞাপন এর নির্দিষ্ট লিংক বের করার পর আপনার অ্যাডসেন্স একাউন্টে প্রবেশ করবেন। অতঃপর আপনারা নিচের স্ক্রিনশট দেখানো অ্যাডসেন্স একাউন্টের মেনু আইকনে ক্লিক করবেন- 


এডসেন্স নির্দিষ্ট অ্যাড ব্লক করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো অ্যাডসেন্স একাউন্টের ড্যাশবোর্ড দেখতে পারবেন। প্রথমে নিচের স্ক্রিনশট দেখানো Brand Safety অপশনে ক্লিক করবেন। এরপর Content অপশনে ক্লিক করবেন। তারপর Blocking Control অপশনে ক্লিক করবেন- 


এডসেন্স নির্দিষ্ট অ্যাড ব্লক করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মত Manage Advertiser URLs নামে একটি অপশন দেখতে পারবেন। আপনাদেরকে এই Manage Advertiser URLs অপশনে প্রবেশ করতে হবে- 


এডসেন্স নির্দিষ্ট অ্যাড ব্লক করার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো একটি বক্স দেখতে পারবেন। এখানে আপনার কপি করা অ্যাড এর লিংক দিতে হবে। বিজ্ঞাপন এর লিংক দেয়ার পর Search অপশনে ক্লিক করবেন- 


এডসেন্স নির্দিষ্ট অ্যাড ব্লক করার নিয়ম


এবার গুগল দেখবে আপনি যে লিংক দিয়েছেন সেই লিংকের কোনো অ্যাড আপনার ওয়েবসাইটে দেখায় কিনা। যদি আপনার দেয়া লিংক এর বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে দেখায় তাহলে নিচের স্ক্রিনশটের মতো Status - Allowed দেখতে পারবেন। এখন এই বিজ্ঞাপন বন্ধ করার জন্য নিচের স্ক্রিনশট দেখানো Allowed অপশনে ক্লিক করবেন- 


এডসেন্স নির্দিষ্ট অ্যাড ব্লক করার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো Block লেখা দেখতে পারবেন। এর মানে আপনি যে অ্যাড ব্লক করতে চাচ্ছেন সেই অ্যাড সঠিকভাবে ব্লক করতে পেরেছেন- 


এডসেন্স নির্দিষ্ট অ্যাড ব্লক করার নিয়ম


এই ছিলো ওয়েবসাইটে দেখানো অ্যাডসেন্স এর যেকোন অ্যাড ব্লক করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনার ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপন গুলোর মধ্যে যেকোন বিজ্ঞাপন দেখানো বন্ধ করতে পারবেন। অতঃপর সেই অ্যাড যতক্ষণ পর্যন্ত আনব্লক না করবেন ততক্ষণ পর্যন্ত  আপনার ওয়েবসাইটে দেখাবে না। 


এখন কথা হচ্ছে যদি ব্লক করা বিজ্ঞাপন আবার ওয়েবসাইটে দেখাতে চান তাহলে কিভাবে করবেন? তাহলে এবার এডসেন্স ব্লক করা বিজ্ঞাপন আনব্লক করার উপায় জেনে নিন- 


আরো পড়ুনঃ অ্যাডসেন্স পিন লেটার ছাড়াই এড্রেস ভেরিফিকেশন করার নিয়ম


অ্যাডসেন্স এর নির্দিষ্ট অ্যাড ব্লক করার পর আনব্লক করার উপায়ঃ 

আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী যদি অ্যাডসেন্স এর কোনো অ্যাড ব্লক করেন তাহলে পরবর্তীতে আবার সেই অ্যাড আনব্লক করতে পারবেন। অ্যাডসেন্সের ব্লক করা অ্যাড আনব্লক করলে পরবর্তীতে সেই অ্যাড আবার আপনার ওয়েবসাইটে দেখাবে। 


এই কাজের জন্য প্রথমে আপনারা উপরে দেখানো নিয়ম অনুসরণ করে আপনার অ্যাডসেন্স একাউন্টের Manage Advertiser URLs পেজে প্রবেশ করবেন। অতঃপর আপনারা এই পেজে আপনার ওয়েবসাইটের ব্লক করা সকল অ্যাড এর লিস্ট দেখতে পারবেন। আপনি যে অ্যাড আনব্লক করতে চাচ্ছেন নিচের স্ক্রিনশটের মত সেই অ্যাড এর ডান পাশের Blocked লেখার উপর ক্লিক করবেন-  


এডসেন্স নির্দিষ্ট অ্যাড ব্লক করার নিয়ম


দেখুন আনব্লক হয়ে গেছে। এখন আনব্লক করা এডসেন্স অ্যাড আবার ওয়েবসাইটে দেখাবে। পরবর্তীতে চাইলে আপনি আবার সেই অ্যাড ব্লক করতে পারবেন- 


এডসেন্স নির্দিষ্ট অ্যাড ব্লক করার নিয়ম


এই ছিল ওয়েবসাইটে দেখানো এডসেন্স বিজ্ঞাপন ব্লক করার পর আবার আনব্লক করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো নিয়ম অনুযায়ী যদি আপনার ওয়েব সাইটের কোন বিজ্ঞাপন ব্লক করে দেন তাহলে পরবর্তীতে আবার আনব্লক করতে পারবেন। 


অ্যাডসেন্স এপ্রুভ থাকা ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপন এর মধ্যে যেকোনো নির্দিষ্ট বিজ্ঞাপন ব্লক এবং আনব্লক করার এই ছিল সকল পদ্ধতি। উপরে ওয়েব সাইটে দেখানো অ্যাডসেন্সের যেকোনো অ্যাড ব্লক এবং পরবর্তীতে আবার আনব্লক করার পদ্ধতি দেখানো হয়েছে। আপনারা উপরে দেখানো পদ্ধতিগুলো অনুসরণ করার মাধ্যমে আপনার ওয়েবসাইটে দেখানো গুগল অ্যাডের মধ্যে যে অ্যাড ব্লক করতে চাচ্ছেন সেই অ্যাডগুলো ব্লক করতে পারবেন এবং পরবর্তীতে চাইলে আবার আনব্লক করতে পারবেন। 


আরো দেখুনঃ ইউটিউব থেকে টাকা তোলার উপায়


পরিশেষে বলতে চাচ্ছিঃ

ওয়েবসাইটে দেখানো অ্যাডসেন্স অ্যাড এর মধ্যে নির্দিষ্ট কোনো অ্যাড ব্লক করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা এডসেন্স বিজ্ঞাপন এর নির্দিষ্ট যেকোনো বিজ্ঞাপন দেখানো বন্ধ ও চালু   করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url