সহজেই বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করার নিয়ম ও সুবিধা দেখুন
বিকাশ একাউন্টে আমরা চাইলে নমিনি যুক্ত করতে পারবো। বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করা থাকলে মৃত্যুর পর বিকাশ একাউন্টের টাকা সেই নমিনি ব্যক্তি তুলতে পারবে। কিন্তু অনেকেই রয়েছেন যারা বিকাশ একাউন্টে নমিনিযুক্ত করার নিয়ম জানেনা।
যদি আপনি বিকাশ একাউন্টে নমিনি এড করার নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই পোস্টে আমি দেখাবো কিভাবে বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করতে হয়। আপনারা বিকাশে নমিনি যুক্ত করা নিয়ম ও সুবিধা জেনে আপনার বিকাশ একাউন্টে খুব সহজেই নমিনি যুক্ত করতে পারবেন-
বিকাশ নমিনি কি? সুবিধা ও বিস্তারিত তথ্যঃ
বিকাশ নমিনি হচ্ছে বিকাশ একাউন্টের দ্বিতীয় মালিক। অর্থাৎ আপনার বিকাশ একাউন্টে যখন কাউকে নমিনি যুক্ত করবেন তখন সেই নমিনি ব্যক্তি আপনার মারা যাওয়ার পর আপনার বিকাশ একাউন্টের সকল টাকা তুলতে পারবে। বিকাশ নমিনি যুক্ত করা হয় যাতে বিকাশ গ্রাহক মারা যাওয়ার পর তার বিকাশ একাউন্ট নমিনি ব্যক্তি কন্ট্রোল করতে পারে।
বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করার সুবিধা অনেক। সাধারণত যখন আমরা কোনো ব্যাংক একাউন্ট খুলতে যাই তখন আমাদেরকে একজন নমিনি যুক্ত করতে হয়। ব্যাংক কর্তৃপক্ষ আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তার জন্যই নমিনি যুক্ত করতে বলে। যাতে পরবর্তীতে ব্যাংক একাউন্টের মালিক মারা গেলে তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা নমিনি ব্যক্তি তুলতে পারে।
ঠিক তেমনি বিকাশ তাদের গ্রাহকদের টাকার নিরাপত্তার জন্য নমিনি সিস্টেম যোগ করেছে। এখন যেকোনো বিকাশ গ্রাহক চাইলে তার বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করতে পারে। কেউ যদি তার বিকাশ একাউন্টে কাউকে নমিনি হিসেবে যোগ করে তাহলে সেই ব্যক্তি মারা যাওয়ার পর তার বিকাশ একাউন্টে থাকা সকল টাকা নমিনি ব্যক্তি সহজেই তুলতে পারবে।
কিন্তু যদি কেউ তার বিকাশ একাউন্টে নমিনি যুক্ত না করে তাহলে সে মারা যাওয়ার পর তার বিকাশ একাউন্টে থাকা টাকা তুলতে অনেক ঝামেলা হবে। এই কারণে বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করে রাখা ভালো। এই হচ্ছে বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করার সুবিধা।
বিকাশ একাউন্টে নমিনি অ্যাড করার শর্তাবলীঃ
বিকাশ একাউন্টে নমিনি অ্যাড করার কিছু শর্তাবলী রয়েছে। যদি আপনি আপনার বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করতে চান তাহলে আপনাকে সেই শর্তগুলো মানতে হবে। বিকাশে নমিনি যোগ করার শর্তগুলো হচ্ছে-
- আপনি সর্বোচ্চ ২ জন নমিনি সংযোজন বা হালনাগাদ করতে পারবেন।
- নমিনির জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
- নমিনি সংযোজন বা হালনাগাদ করার ৩০ দিন পর পুনরায় তা পরিবর্তন করতে পারবেন।
- নমিনি হিসেবে পিতা/মাতা/স্বামী/স্ত্রী/ভাই/ বোন/ছেলে/মেয়ে/অন্যান্য নির্বাচন করতে পারবেন।
- নমিনি ১ জন হলে শেয়ার ১০০% হবে। একাধিক হলে পছন্দমতো শেয়ার % উল্লেখ করুন, যার সর্বমোট পরিমাণ ১০০% হতে হবে।
- প্রয়োজন সাপেক্ষে নমিনিকে তার জাতীয় পরিচয়পত্রসহ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্ৰ বা গ্রাহক সেবায় আসতে হতে পারে।
এই ছিলো বিকাশে নমিনি যুক্ত করার শর্ত। বিকাশ একাউন্টে নমিনি অ্যাড করতে উপরের বিষয়গুলো মানতে হবে। এবার আপনারা বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করার উপায় দেখে নিন-
বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করার নিয়মঃ
বিকাশ একাউন্টে নমিনিযুক্ত করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের বিকাশ একাউন্টে নমিনি অ্যাড করতে পারবেন। বিকাশে নমিনি যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
প্রথমে আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করবেন। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশট দেখানো বিকাশ মেনু অপশনে প্রবেশ করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো "নমিনের তথ্য হালনাগাদ" অপশনে প্রবেশ করবেন-
এবার আপনারা আবার নমিনির তথ্য হালনাগাদ নামে অপশন দেখতে পারবেন। আপনাদেরকে এই "নমিনির তথ্য হালনাগাদ" অপশনে প্রবেশ করতে হবে-
এবার আপনার নিচের স্ক্রিনশটের মতো "নমিনিনির তথ্য হালনাগাদ শুরু করুন" অপশন দেখতে পারবেন। বিকাশে নমিনি যুক্ত করার জন্য এই "নমিনির তথ্য হালনাগাদ শুরু করুন" অপশনে ক্লিক করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো বিকাশে নমিনি যুক্ত করার সকল শর্তাবলী দেখতে পারবেন। আপনি সকল শর্তাবলী মানলে নিচের স্ক্রিনশট দেখানো অপশনে প্রথমে টিক চিহ্ন দিবেন। অতঃপর "সম্মতি দিন" অপশনে ক্লিক করবেন-
এবার আপনারা বিকাশে নমিনি যুক্ত করার অপশন দেখতে পারবেন। বিকাশের সর্বোচ্চ দুইজন নমিনি যুক্ত করা যায়। আপনি চাইলে একজনও যুক্ত করতে পারবেন। বিকাশে নমিনি যুক্ত করতে নিচের স্ক্রিনশট দেখানো "যুক্ত করুন" অপশনে ক্লিক করবেন-
এবার আপনারা নিজের স্ক্রিনশটের মতো বিকাশে নমিনি যুক্ত করার একটি ফর্ম দেখতে পারবেন। আপনাকে এই ফর্মটি যেভাবে পূরণ করতে হবে-
- নমিনির নামঃ আপনি যাকে নমিনি বানাবেন এখানে তার নাম দিবেন। অবশ্যই নমিনির এনআইডি কার্ডে যে নাম দেয়া সেই নাম দিবেন।
- নমিনির জাতীয় পরিচয় পত্রঃ এখানে আপনি নমিনির এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিবেন।
- নমিনের জন্ম তারিখঃ এখানে নমিনির জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ অবশ্যই নমিনির জাতীয় পরিচয় পত্রের সাথে মিল রেখে দেবেন।
- নমিনির সাথে সম্পর্কঃ এখানে আপনার নমিনির সাথে যে সম্পর্ক সেটি দিবেন। নমিনি আপনার যদি মা হয় তাহলে মা দিবেন, বাবা হলে বাবা, ভাই হলে ভাই। আর যদি এখানে থাকা একটাও না হয় তাহলে অন্যান্য দিবেন।
- নমিনির মোবাইল নাম্বারঃ এখানে আপনি চাইলে নমিনির মোবাইল নাম্বার দিতে পারেন। তবে না দিলেও সমস্যা নেই।
এভাবে সঠিক নিয়মে ফর্মটি পূরণ করার পর "নিশ্চিত করুন" অপশনে ক্লিক করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো একটি টিক চিহ্ন দেখতে পারবেন। এর মানে আপনি একজন নমিনি সঠিকভাবে যুক্ত করতে পেরেছেন। যদি আপনি বিকাশ একাউন্টে আরো একজন নমিনি যুক্ত করতে চান তাহলে নিচের স্ক্রিনশট দেখানো যুক্ত করুন অপশনে ক্লিক করে একই নিয়মে আরো একজন নমিনি যুক্ত করতে পারবেন। যেহেতু আমি আর নমিনি যুক্ত করব না তাই এগিয়ে যান অপশনে ক্লিক করলাম-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো নমিনিকে কত পারসেন্ট একাউন্ট ব্যালেন্স দিতে চান সেটি সিলেক্ট করতে পারবেন। যদি আপনি একজন নমিনি যুক্ত করেন তাহলে আপনার মৃত্যুর পর সেই নমিনি ব্যক্তি ১০০% অর্থাৎ আপনার বিকাশ একাউন্টের সকল টাকা তুলতে পারবে। আর যদি দুইজন নমিনি যুক্ত করেন তাহলে পার্সেন্ট ভাগ করে দিতে পারেন।
যেমন আপনি যদি একজনকে ৭০% দেন এবং আরেকজনকে ৩০% দেন তাহলে একজন নমিনি আপনার বিকাশ একাউন্টের ৭০% টাকা পাবে এবং আরেকজন নমিনি ৩০% টাকা পাবে। তবে দুইজন নমিনি যুক্ত করলে মনে রাখবেন দুইজনের পার্সেন্ট যোগফল যেন ১০০ হয়। অতঃপর জমা দিন অপশনে ক্লিক করবেন-
অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো অভিনন্দন পেজ দেখতে পারবেন। এরকমটা দেখলে বুঝতে পারবেন আপনি সঠিকভাবে বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করতে পেরেছেন-
এই ছিলো বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই আপনার বিকাশ একাউন্টে নমিনি যোগ করতে পারবেন। অতঃপর আপনার মৃত্যুর পর বিকাশ একাউন্টে যুক্ত করা নমিনি ব্যক্তি আপনার বিকাশ একাউন্টের টাকা তুলতে পারবে।
বিকাশে নমিনি যুক্ত করার সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবেঃ
বিকাশে নমিনি যুক্ত করার সময় আপনি যাকে নমিনি যুক্ত করতে চাচ্ছেন অবশ্যই তার এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। আপনি বিকাশে নমিনি হিসেবে পিতা/মাতা/স্বামী/স্ত্রী/ ভাই/বোন/ছেলে/মেয়ে/ নির্বাচন করতে পারবেন। যদি এদের মধ্যে কাউকে নমিনি যুক্ত করতে না চান তাহলে "অন্যান্য" অপশন দিতে পারবেন। বিকাশে নমিনী হিসেবে সর্বোচ্চ দুইজনকে যুক্ত করতে পারবেন।
যদি আপনি একজন নমিনি যুক্ত করেন তাহলে আপনার বিকাশ একাউন্টের সব টাকা সেই ব্যক্তি পাবে। আর যদি দুইজন নমিনি যুক্ত করেন তাহলে কোন নমিনি কত পার্সেন্ট করে টাকা পাবে সেটা সিলেক্ট করতে হবে। তবে দুইজনের পার্সেন্ট এর যোগফল ১০০% হতে হবে। যেমন একজনকে আপনি ৫০% দিলেন তাহলে বাকিজনকে দিতে হবে ৫০%। যদি একজনকে দেন ৮০% তাহলে আরেকজনকে ২০% দিতে হবে।
অর্থাৎ দুইজন নমিনি যুক্ত করলে দুই জনের পার্সেন্ট এর যোগফল ১০০ হতে হবে। আপনি যাকে যত পারসেন্ট নমিনি হিসেবে যুক্ত করবেন আপনার মৃত্যুর পর আপনার বিকাশ একাউন্টের টাকা সেই ব্যক্তি তত পার্সেন্ট পাবে। এছাড়াও আপনি চাইলে নমিনি যুক্ত করার এক মাস পরে সেই নমিনি পরিবর্তন করতে পারবেন।
বিকাশে নমিনি অ্যাড করার নিয়ম সম্পর্কে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
এই পোস্টে বিকাশে নমিনি অ্যাড করার নিয়ম দেখিয়েছি। তবে আপনারা বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করা সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আপনারা এই পোস্ট সম্পর্কে যেসব প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন সেইসব সম্ভাব্য প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো-
০১. বিকাশ নমিনি কি?
উঃ বিকাশ নমিনি হচ্ছে বিকাশ একাউন্টে এমন কাউকে যুক্ত করা যে ব্যক্তি বিকাশ একাউন্টের মালিক মারা গেলে টাকা তুলতে পারবে।
০২. বিকাশ নমিনির সুবিধা কি?
উঃ বিকাশ নমিনির সুবিধা হচ্ছে যদি কারো বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করা থাকে এবং সেই ব্যক্তি কখনো মারা যায় তাহলে তার বিকাশ একাউন্টের টাকা নমিনি করা ব্যক্তি তুলতে পারবে।
০৩. বিকাশ একাউন্টে কয়জন নমিনি যুক্ত করা যায়?
উঃ একটি বিকাশ একাউন্টে সর্বোচ্চ দুইজন নমিনি যুক্ত করা যায়।
০৪. বিকাশ নমিনি কত টাকা পাবে?
উঃ বিকাশ একাউন্টের মালিক মারা যাওয়ার পর যদি তার বিকাশ একাউন্টে একজন নমিনি যুক্ত করা থাকে তাহলে সেই নমিনি বিকাশ একাউন্টের সকল টাকা অর্থাৎ ১০০% টাকা তুলতে পারবে। আর যদি বিকাশ একাউন্টের মালিক দুইজন নমিনি যুক্ত করে যায় তাহলে যাকে যত পারসেন্ট দিবে সেই ব্যক্তি তত পার্সেন্ট টাকা পাবে। যেমন একজনকে যদি ৩০% দেয় তাহলে সে ৩০% এবং আরেকজনকে যদি 70% দেয় তাহলে সে ৭০% টাকা পাবে।
০৫. বিকাশ একাউন্টের নমিনি পরিবর্তন করা যায়?
উঃ হ্যাঁ, বিকাশ একাউন্টের নমিনি পরিবর্তন করা যায়। আপনি যদি বিকাশ একাউন্টে কাউকে নমিনি যুক্ত করেন তাহলে এক মাস পর সেই নমিনি পরিবর্তন করতে পারবেন।
বিকাশে নমিনি যুক্ত করার নিয়ম সম্পর্কে আপনারা যেসব সম্ভাব্য প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন সেইসব প্রশ্নের উত্তর উপরে দেয়া হয়েছে। উপরে দেয়া প্রশ্নের উত্তর ছাড়াও যদি আপনারা এই পোস্ট সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে এই পোষ্টের কমেন্টে অথবা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। আমরা আপনাদের এই পোস্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দিব। ধন্যবাদ।
পরিশেষে বলতে চাচ্ছিঃ
বিকাশ একাউন্টে নমিনি যুক্ত করার নিয়ম এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বিকাশে নমিনি অ্যাড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।