রবি নতুন সিমের অফার দেখুন - Robi New Sim Offer (Update)

রবি নতুন সিম কিনলে আমরা বিভিন্ন অফার পেয়ে থাকি। যদি আপনি নতুন রবি সিম কেনেন তাহলে ইন্টারনেট, মিনিট, রিচার্জ, এসএমএস ইত্যাদি অফার পাবেন। কিন্তু অনেকেই রয়েছেন যারা রবি নতুন সিমের অফার জানে না। যদি আপনি Robi new sim offer না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য। 


কারন এই পোস্টে আমি রবি নতুন সিমের সকল অফার জানাবো। আপনারা রবি নতুন সিমের ইন্টারনেট, মিনিট, রিচার্জ ও এসএমএস সহ সকল অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছারাও রবি নতুন সিমের সকল অফার নেয়ার ও ব্যবহার করার পদ্ধতি জানতে পারবেন- 


রবি নতুন সিমের অফার


Robi New Sim Offer 

সাধারণত নতুন সিম ক্রয় করলে আমরা বিভিন্ন অফার পেয়ে থাকি। সকল অপারেটরে নতুন সিম কিনলে অফার দিয়ে থাকে। ঠিক তেমনি রবি সিম কিনলে ইন্টারনেট, মিনিট, এসএমএস সহ ইত্যাদি অফার পাওয়া যায়। অপারেটরগুলো এই অফার দেয় যাতে মানুষ তাদের সিম কিনতে আগ্রহী হয়। গ্রাহক বাড়ানোর জন্য প্রত্যেক অপারেটর তাদের নতুন সিমে বিভিন্ন অফার দিয়ে থাকে। 


এই পোস্টে রবি নতুন সিম কিনলে যেসব অফার পাওয়া যায় সেইসব অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা রবি নতুন সিম কিনলে কি কি অফার পাবেন এবং সেই অফারগুলো কিভাবে ব্যবহার করবেন সকল তথ্য জানতে পারবেন। এছাড়াও রবি নতুন সিমের অফারগুলো ব্যবহার করার সকল শর্তাবলী জানতে পারবেন। তাহলে এবার রবি নতুন সিমের সকল অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন- 


আরো পড়ুনঃ গ্রামীণফোন নতুন সিমের অফার


রবি নতুন সিমের অফারঃ 

রবি নতুন সিম এক্টিভেশনের পর দুই রকমের অ্যামাউন্ট এর রিচার্জ করতে হয়। অর্থাৎ যখন আপনি নতুন রবি সিম কিনবেন তখন আপনাকে প্রথমবার সিম বিক্রেতা দুই ধরনের অ্যামাউন্ট এর মধ্যে যে কোন এমাউন্টের টাকা আপনার রবি নতুন সিমে রিচার্জ করে দিবে। দুইটি অ্যামাউন্ট হচ্ছে-


  • ৪২ টাকা রিচার্জ।

  • ৮২ টাকা রিচার্জ। 


অর্থাৎ রবি নতুন সিম কেনার পর প্রথমবার ৪২ টাকা অথবা ৮২ টাকা রিচার্জ করতে হয়। সিম বিক্রেতা আপনার রবি নাম্বারে ৪২ টাকা অথবা ৮২ টাকা রিচার্জ করে দিবে। তবে ৪২ টাকা এবং ৮২ টাকা রিচার্জ এর অফার ভিন্ন ভিন্ন। তাছাড়া আপনি যদি নতুন রবি সিমে প্রথমবার ৪২ টাকা রিচার্জ করেন তাহলে এক ধরনের অফার পাবেন এবং যদি ৮২ টাকা রিচার্জ করেন তাহলে আরেক ধরনের অফার পাবেন। নিম্নে রবি নতুন সিমে দুইটি অ্যামাউন্টেই রিচার্জ অফার দেয়া হলো- 


রবি নতুন সিমে ৪২ টাকা রিচার্জ অফারঃ 

যদি আপনি নতুন রবি সিমে প্রথমবার ৪২ টাকা রিচার্জ করেন তাহলে নিম্নের অফারগুলো পাবেন- 


  • যেকোনো নম্বরে ৩০ মিনিট টকটাইম পাবেন, এই ৩০ মিনিটের মেয়াদ থাকবে ৭ দিন। 

  • ৩ জিবি (২ জিবি এনি ইউজ + ১ জিবি বিঞ্জ) ইন্টারনেট পাবেন, এই ইন্টারনেটের মেয়াদ থাকবে ৭ দিন। 

  • যেকোনো নম্বরে প্রতি সেকেন্ডে ১ পয়সা রেটে কথা বলতে পারবে। তবে এটার মেয়াদ থাকবে ৩০ দিন। 


এই ছিল রবি নতুন সিমে প্রথমবার ৪২ টাকা রিচার্জ অফার। মূলত রবি নতুন সিমে প্রথমবার ৪২ টাকা রিচার্জ করার উপরের অফার গুলো চালু হবে। তবে আপনাকে আলাদা করে ৪২ টাকা রিচার্জ করতে হবে না। আপনি নতুন রবি সিম কেনার সময় বিক্রেতাকে সিমের যে মূল্য দিবেন সেই টাকা দিয়ে তারা রিচার্জ করে দিবে। 


রবি নতুন সিমে ৮২ টাকা রিচার্জ অফারঃ 

যদি আপনি নতুন রবি সিমে প্রথমবার ৮২ টাকা রিচার্জ করেন তাহলে নিম্নের অফারগুলো পাবেন- 


  • যেকোনো নম্বরে ৮০ মিনিট টকটাইম পাবেন, এই ৮০ মিনিটের মেয়াদ থাকবে ১৫ দিন। 

  • ৪ জিবি (২ জিবি এনি ইউজ + ২ জিবি বিঞ্জ) ইন্টারনেট পাবেন, এই ইন্টারনেটের মেয়াদ থাকবে ৭ দিন। 

  • যেকোনো নম্বরে প্রতি সেকেন্ডে ১ পয়সা রেটে কথা বলতে পারবে। তবে এটার মেয়াদ থাকবে ৩০ দিন। 


এই ছিল রবি নতুন সিমে প্রথমবার ৮২ টাকা রিচার্জ অফার। মূলত রবি নতুন সিমে প্রথমবার ৮২ টাকা রিচার্জ করার উপরের অফার গুলো চালু হবে। তবে আপনাকে আলাদা করে ৮২ টাকা রিচার্জ করতে হবে না। আপনি নতুন রবি সিম কেনার সময় বিক্রেতাকে সিমের যে মূল্য দিবেন সেই টাকা দিয়ে তারা রিচার্জ করে দিবে। 


রবি নতুন সিমের ইন্টারনেট অফার - Robi New Sim Internet Offer 

রবি নতুন সিম কিনলে সাথে প্রথমবার রিচার্জের উপর ভিত্তিতে ৩ জিবি অথবা ৪ জিবি ৭ দিন মেয়াদের ইন্টারনেট দেয়া থাকে। এছাড়াও প্রথম ১২ মাসে প্রতি মাসে ১৮ টাকায় ১ জিবি ইন্টারনেট পাওয়া যায়। অর্থাৎ রবি নতুন সিমের দুই ধরনের ইন্টারনেট অফার রয়েছে। একটিতে আপনি নতুন সিম কিনলেই সাথে পাবেন এবং আরেকটি প্রতি মাসে ১৮ টাকা রিচার্জ করে নিতে হবে। নিম্নে রবি নতুন সিমের সকল ইন্টারনেট অফার সম্পর্কে বিস্তারিত দেয়া হলো- 


রবি নতুন সিমের ৩ জিবি ৭ দিন মেয়াদের ফ্রি ইন্টারনেট অফারঃ 

রবি নতুন সিম কিনলে সাথে ৩ জিবি ৭ দিন মেয়াদের ইন্টারনেট অফার দিয়ে থাকে। এই অফারের মেয়াদ ৭ দিন। তবে রবি নতুন সিমে প্রথমবার ৪২ টাকা রিচার্জ করলে এই অফার দিবে। যখন আপনি রবি নতুন সিম কিনবেন তখন বিক্রেতা সেই রবি সিমে ৪২ টাকা রিচার্জ করার পর এই ইন্টারনেট অফার চালু করে দেবে। রবি নতুন সিমের ফ্রী ৩ জিবি ইন্টারনেট অফারের সকল শর্তাবলী হচ্ছে- 


  • রবি নতুন সিমে প্রথমবার ৪২ টাকা রিচার্জ করলে ৩ জিবি ৭ দিন মেয়াদের ফ্রি ইন্টারনেট অফার পাবেন। 

  • এই ৩ জিবি ইন্টারনেটের মধ্যে ২ জিবি এনি ইউজ এবং ১ জিবি বিঞ্জ ব্যবহার করতে পারবেন। 

  • রবি নতুন সিমের ইন্টারনেট বোনাস অ্যামাউন্ট এবং মেয়াদ জানতে *3# ডায়াল করবেন।

  • প্রথম রিচার্জ অফার শুধুমাত্র প্রথমবার রিচার্জের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এরপরে সাবস্ক্রাইবাররা আর ৪২ টাকার রিচার্জ অফারটি নিতে পারবেন না।


এই ছিল রবি নতুন সিমের ৩ জিবি ৭ দিন মেয়াদের ফ্রি ইন্টারনেট অফারের সকল শর্তাবলী। মূলত রবি নতুন সিমে প্রথমবার ৪২ টাকা রিচার্জ করার পর ফ্রি ৭ দিন মেয়াদের ৩ জিবি ইন্টারনেট প্যাকেজ চালু হবে। তবে আপনাকে আলাদা করে ৪২ টাকা রিচার্জ করতে হবে না। আপনি সিম কেনার সময় বিক্রেতাকে সিমের যে মূল্য দিবেন সেই টাকা দিয়ে তারা রিচার্জ করে দিবে। এবার রবি নতুন সিমের ৪ জিবি ৭ দিন মেয়াদের ফ্রি ইন্টারনেট নেয়ার নিয়ম ও শর্তাবলী জানুন- 


রবি নতুন সিমের ৪ জিবি ৭ দিন মেয়াদের ফ্রি ইন্টারনেট অফারঃ 

রবি নতুন সিম কিনলে সাথে ৪ জিবি ৭ দিন মেয়াদের ইন্টারনেট অফার দিয়ে থাকে। এই অফারের মেয়াদ ৭ দিন। তবে রবি নতুন সিমে প্রথমবার ৮২ টাকা রিচার্জ করলে এই অফার দিবে। যখন আপনি রবি নতুন সিম কিনবেন তখন বিক্রেতা সেই রবি সিমে ৮২ টাকা রিচার্জ করার পর এই ইন্টারনেট অফার চালু করে দেবে। রবি নতুন সিমের ফ্রী ৪ জিবি ইন্টারনেট অফারের সকল শর্তাবলী হচ্ছে- 


  • রবি নতুন সিমে প্রথমবার ৮২ টাকা রিচার্জ করলে ৪ জিবি ৭ দিন মেয়াদের ফ্রি ইন্টারনেট অফার পাবেন। 

  • এই ৪ জিবি ইন্টারনেটের মধ্যে ২ জিবি এনি ইউজ এবং ২ জিবি বিঞ্জ ব্যবহার করতে পারবেন। 

  • রবি নতুন সিমের ইন্টারনেট বোনাস অ্যামাউন্ট এবং মেয়াদ জানতে *3# ডায়াল করবেন।

  • প্রথম রিচার্জ অফার শুধুমাত্র প্রথমবার রিচার্জের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এরপরে সাবস্ক্রাইবাররা আর ৮২ টাকার রিচার্জ অফারটি নিতে পারবেন না।


এই ছিল রবি নতুন সিমের ৪ জিবি ৭ দিন মেয়াদের ফ্রি ইন্টারনেট অফারের সকল শর্তাবলী। মূলত রবি নতুন সিমে প্রথমবার ৮২ টাকা রিচার্জ করার পর ফ্রি ৭ দিন মেয়াদের ৪ জিবি ইন্টারনেট প্যাকেজ চালু হবে। তবে আপনাকে আলাদা করে ৮২ টাকা রিচার্জ করতে হবে না। আপনি সিম কেনার সময় বিক্রেতাকে সিমের যে মূল্য দিবেন সেই টাকা দিয়ে তারা রিচার্জ করে দিবে। এবার রবি নতুন সিমের প্রতি মাসে ১৮ টাকা রিচার্জে ২ জিবি ইন্টারনেট নেয়ার নিয়ম ও শর্তাবলী জানুন- 


রবি নতুন সিমে ১৮ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট অফারঃ 

রবি নতুন সিম গ্রাহকরা প্রতি মাসে একবার ১৮ টাকা রিচার্জ করে ১ জিবি ইন্টারনেট ৭ দিনের জন্য উপভোগ করতে পারবে। রবি নতুন সিমের ১৮ টাকা রিচার্জে ইন্টারনেট অফার নেয়ার নিয়ম ও শর্তাবলী হচ্ছে- 


  • রবি নতুন সিমে ১৮ টাকা রিচার্জ করে ১ জিবি ইন্টারনেট পাওয়া যাবে। 

  • রবি নতুন সিমের ১৮ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেটের মেয়াদ ৭ দিন। 

  • প্রতিমাসে একবার এবং ১২ মাসে মোট ১২ বার রবি নতুন সিমে ১৮ টাকায় ১ জিবি ইন্টারনেট নেয়া যাবে। 

  • ১৬ নভেম্বর ২০২২ তারিখের পর থেকে অ্যাক্টিভেট হওয়া রবি সিমে এই অফার প্রযোজ্য। 

  • ইন্টারনেট বোনাস অ্যামাউন্ট এবং মেয়াদ জানতে *3# ডায়াল করবেন।


এই ছিল রবি নতুন সিমের প্রতি মাসে ১৮ টাকায় ১ জিবি ইন্টারনেট অফারের সকল শর্তাবলী। আপনি অফারটি নেওয়ার পরের ৩০ দিনের মধ্যে আর নিতে পারবে না। ৩০ দিন পর আবার নিতে পারবেন। এভাবে প্রতি মাসে একবার করে মোট ১২ মাসে ১২ বার নিতে পারবেন। 


রবি নতুন সিমের ২৩ টাকায় ২ জিবি ইন্টারনেট অফারঃ

রবি নতুন সিমে ২৩ টাকায় ২ জিবি ইন্টারনেট অফার দিয়ে থাকে। তবে এই অফারের কিছু নিয়ম ও শর্তাবলী রয়েছে। রবি নতুন সিমে ২৩ টাকায় ২ জিবি ইন্টারনেট অফার নেওয়ার নিয়ম ও শর্তাবলী হচ্ছে- 


  • রিচার্জ মিডিয়াম:  ইজি লোড রিচার্জ। 

  • রবি নতুন সিমের ২৩ টাকায় ২ জিবি ইন্টারনেট এর মেয়াদ থাকবে সাত দিন। 

  • ইন্টারনেট ব্যবহারের সময়সীমা: ২৪ ঘণ্টা। 

  • প্রতি ১৫ দিনে ১ বার করে মোট ১২ মাসে ২৪ বার রবি নতুন সিমে ২৩ টাকায় ২ জিবি ইন্টারনেট অফার নিতে পারবেন। 

  • রবি নতুন সিমে ২৩ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাকেজ একবার কিনলে ১৫ দিনের আগে আর নিতে পারবেন না। 

  • যদি একবার রবি নতুন সিমে ২৩ টাকা রিচার্জ করে ২ জিবি ইন্টারনেট অফার নেন এবং পরবর্তী 15 দিনের মধ্যে আবার ২৩ টাকা রিচার্জ করেন তাহলে সেই টাকা  স্বভাবিক অ্যাকাউন্ট ব্যালেন্স রিচার্জ হিসেবে গণ্য হবে এবং কোন ডেটা সরবরাহ করা হবে না।

  • জিজ্ঞাসা কোড: *3# 


এই ছিল রবি নতুন সিমে ২৩ টাকায় ২ জিবি ইন্টারনেট অফারের সকল শর্তাবলী। শর্ত অনুযায়ী এই অফার সর্বোচ্চ ২৪ বার নেয়া যাবে। এই অফারের মেয়াদ থাকবে সাতদিন এবং আপনি অফারেটি নেওয়ার পরের ১৫ দিনের মধ্যে আর নিতে পারবে না। ১৫ দিন পর আবার নিতে পারবেন। 


রবি নতুন সিমের মিনিট অফার - Robi New Sim Minute Offer 

রবি নতুন সিম কিনলে সাথে প্রথমবার রিচার্জের উপর ভিত্তিতে ৩০ মিনিট ৭ দিন অথবা ৮০ মিনিট ১৫ দিন মেয়াদের মিনিট দিয়ে থাকে। আপনি যদি আপনার রবি সিমে প্রথমবার ৪২ টাকা রিচার্জ করেন তাহলে সাত দিন মেয়াদের ৩০ মিনিট পাবেন। যখন আপনি রবি নতুন সিম কিনবেন তখন বিক্রেতা সেই রবি সিমে ৪২ টাকা রিচার্জ করে ৭ দিন মেয়াদের ৩০ মিনিট প্যাকেজ চালু করে দেবে। 


এছাড়াও যদি আপনি আপনার রবি সিমে প্রথমবার ৮২ টাকা রিচার্জ করেন তাহলে ১৫ দিন মেয়াদের ৮০ মিনিট পাবেন। যখন আপনি রবি নতুন সিম কিনবেন তখন বিক্রেতা সেই রবি সিমে ৮২ টাকা রিচার্জ করে ১৫ দিন মেয়াদের ৮০ মিনিট প্যাকেজ চালু করে দেবে। আপনি প্রথমবার কত টাকা রিচার্জ করবেন সেই অনুযায়ী এই মিনিট অফার চালু হবে। 


রবি নতুন সিমের ১ পয়সা/সেকেন্ড কলরেট অফারঃ 

রবি নতুন সিম কিনলে সাথে ৩০ দিন মেয়াদের ২৪ ঘণ্টাজুড়ে যেকোনো লোকাল নম্বরে ১পয়সা/সেকেন্ড কলরেট অফার দিয়ে থাকে। এই অফারের মেয়াদ ৩০ দিন। তবে রবি নতুন সিমে প্রথমবার ৪২ অথবা ৮২ টাকা রিচার্জ করলে এই অফার দিবে। যখন আপনি রবি নতুন সিম কিনবেন তখন বিক্রেতা সেই রবি সিমে ৪২ অথবা ৮২ টাকা রিচার্জ করার পর এই কলরেট অফার চালু করে দেবে। রবি নতুন সিমের যেকোনো নম্বরে ১ পয়সা/ সেকেন্ড কলরেট অফারের সকল শর্তাবলী হচ্ছে- 


  • রবি নতুন সিমে প্রথমবার ৪২ অথবা ৮২ টাকা রিচার্জ করলে ৩০ দিন মেয়াদে ২৪ ঘণ্টাজুড়ে যেকোনো লোকাল নম্বরে ১পয়সা/সেকেন্ড প্যাকেজ উপভোগ করতে পারবেন। 

  • যেকোনো লোকাল নম্বর” অর্থাৎ শুধুমাত্র দেশের আভ্যন্তরীন নেটওয়ার্কে (রবি ও অন্যান্য মোবাইল অপারেটরে) ব্যবহার করা যাবে। 

  • প্রথম রিচার্জ অফার শুধুমাত্র প্রথমবার রিচার্জের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এরপরে সাবস্ক্রাইবাররা আর ৪২ টাকা অথবা ৮২ টাকা রিচার্জ করে এই অফার নিতে পারবেন না। ক্যাম্পেইন চলাকালে এই উল্লেখিত রিচার্জ পয়েন্ট শুধুমাত্র এলিজেবল নতুন গ্রাহকরা নিতে পারবেন এবং অন্য সকল গ্রাহকদের জন্য অফারটি রেস্ট্রিকটেড থাকবে।


এই ছিল রবি নতুন সিমের ৩০ দিন মেয়াদের এক পয়সা/ সেকেন্ড কলরেট অফার। উপরে রবি নতুন সিমের ৩০ দিন মেয়াদের এক পয়সা/ সেকেন্ড কলরেট অফার চালু করার নিয়ম ও সকল শর্তাবলী দেয়া হয়েছে। 


রবি নতুন সিমের বিশেষ কলরেট অফারঃ 

রবি নতুন সিম কিনলে বিশেষ কলরেট অফার দিয়ে থাকে। রবি নতুন সিমের বিশেষ কলরেট অফার এবং শর্তাবলী হচ্ছে- 


  • নিয়মিত ট্যারিফ রেট: ২৬.৫ পয়সা/ ১০ 

  • রবি নতুন সিমে ৪৭ টাকা রিচার্জ করলে ৪৭ পয়সা/মিনিট কলরেট অফার পাবেন।

  • রবি নতুন সিমের ৪৭ টাকা রিচার্জে ৪৭ পয়সা মিনিটের মেয়াদ ১৫ দিন। 

  • এই অফারটি ৩ মাসের জন্য যতবার খুশি ততবার নিতে পারবেন। 


এই ছিল রবি নতুন সিমের বিশেষ কলরেট অফার। আপনি রবি নতুন সিমে তিন মাস যতবার ইচ্ছা ততবার ৪৭ টাকা রিচার্জে ১৫ দিন মেয়াদে ৪৭ পয়সা মিনিট কলরেটে কথা বলতে পারবেন। 


রবি নতুন সিমের বিশেষ বান্ডেল অফারঃ 

রবি নতুন সিমে ৫৯ টাকায় যেকোনো নম্বরে ৮৫ মিনিট টকটাইম, মেয়াদ ৫ দিন এবং নতুন সিম অ্যাক্টিভেশনের সাথে বিঞ্জ সাবস্ক্রিপশন ফ্রিঃ - ৮২ টাকা এফটিআর-এর সাথে ৩০ দিনের জন্য বিঞ্জ সাবস্ক্রিপশন ফ্রি এবং - ৪২ টাকা এফটিআর-এর সাথে ১৫ দিনের জন্য বিঞ্জ সাবস্ক্রিপশন ফ্রি। 


বিঃদ্রঃ বিঃদ্রঃ রবি নতুন সিমের অফারের জন্য আপনাকে প্রথমবারের ৪২ টাকা অথবা ৮২ টাকা রিচার্জ করতে হবে না। বিক্রেতা আপনার কাছে রিচার্জের টাকা নিয়ে আপনার নতুন রবি সিমে ৪২ টাকা অথবা ৮২ টাকা রিচার্জ করে সকল অফার চালু করে দিয়ে আপনার হাতে সিম বুঝিয়ে দিবে। 


এই ছিল রবি নতুন সিমের অফার সম্পর্কে সম্পূর্ণ তথ্যাবলী। উপরে রবি নতুন সিমের সকল অফার এবং সেই সকল অফার চালু করার নিয়ম ও শর্তাবলী আলোচনা করা হয়েছে। 


রবি নতুন সিমের অফার সম্পর্কে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) 

এই পোস্টে রবি নতুন সিমের অফার দিয়েছি। তবে আপনারা রবি নতুন সিমের অফার সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আপনারা এই পোস্ট সম্পর্কে যেসব প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন সেইসব সম্ভাব্য প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো- 


০১. রবি নতুন সিমের দাম কত? 

উঃ রবি নতুন সিমের দাম একেক জায়গায় একেক রকম হয়ে থাকে। যদি আপনি রবি সিমের মেলা থেকে রবি সিম কিনেন তাহলে ৮০ টাকায়, ১০০ টাকায় অথবা 130 টাকায় রবি নতুন সিম পাবেন। কিন্তু যদি সাধারণ দোকান থেকে রবি নতুন সিম কিনেন তাহলে ২৫০ থেকে ৩০০ টাকা নিতে পারে। 


০২. রবি নতুন সিম কোথায় পাওয়া যায়? 

উঃ রবি নতুন সিম আপনারা বাংলাদেশের প্রায় সকল জায়গায় পাবেন। ছোট থেকে বড় সকল বাজারেই রবি দোকানিরা সিম বিক্রয় করে। আপনার নিকটস্থ বাজারে খোঁজ নিয়ে দেখবেন। 


০৩. রবি নতুন সিম কিনতে কি কি লাগে?  

উঃ রবি নতুন সিম কিনতে আপনার এন আইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ড সঙ্গে নিয়ে গিয়ে রবি নতুন সিম কিনতে পারবেন। যার এন আইডি কার্ড তাকেই গিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিতে হবে। 


০৪. রবি ব্যালেন্স কোড কি? 

উঃ রবি ব্যালেন্স চেক কোড হচ্ছে - *1# আপনারা *1# কোড ডায়াল করে রবি সিমে টাকা দেখতে পারবেন। 


০৫. রবি মোবাইল নম্বর চেক কোড কি? 

উঃ রবি মোবাইল নাম্বার চেক কোড হচ্ছে - *2# আপনারা *2# কোড ডায়াল করে রবি সিমের নাম্বার দেখতে পারবেন। 


০৬. রবি ব্যান্ডেল মিনিট কোড কি? 

উঃ রবি ব্যান্ডেল মিনিট কোড হচ্ছে - *222*2# 


০৭. রবি ইন্টারনেট ও ইন্টারনেট বোনাস কোড কি?

উঃ রবি ইন্টারনেট ও ইন্টারনেট বোনাস কোড হচ্ছে - *3# 


রবি নতুন সিমের অফার সম্পর্কে আপনারা যেসব সম্ভাব্য প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন সেইসব প্রশ্নের উত্তর উপরে দেয়া হয়েছে। উপরে দেয়া প্রশ্নের উত্তর ছাড়াও যদি আপনাদের এই পোস্ট সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে এই পোষ্টের কমেন্টে অথবা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। আমরা আপনাদের এই পোস্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর ও সমাধান দিব। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ

রবি নতুন সিমের অফার নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা robi new sim offer সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url