বিকাশে অটো সেন্ড মানি /টাকা পাঠানোর উপায় (চালু ও বন্ধ করার নিয়ম সহ)

বিকাশের মাধ্যমে আমরা একটি বিকাশ একাউন্ট থেকে আরেকটি বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারি। এখন আমরা চাইলে বিকাশে অটো সেন্ড মানি করতে পারব। অর্থাৎ একটি তারিখ সেট করে দিলেই সেই নির্দিষ্ট তারিখে একটি বিকাশ একাউন্ট থেকে আরেক বিকাশ একাউন্টে সেন্ড মানি হবে। কিন্তু অনেকেই রয়েছেন যারা বিকাশে অটো সেন্ড মানি চালু করার নিয়ম জানেনা। 


যদি আপনি বিকাশে অটো টাকা পাঠানোর নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো "কিভাবে বিকাশে অটো টাকা পাঠানো যায়"। আপনারা বিকাশে অটো টাকা পাঠানোর উপায় জানার মাধ্যমে খুব সহজেই বিকাশে অটো সেন্ড মানি করতে পারবেন। তাহলে এবার বিকাশে অটোমেটিক টাকা পাঠানো চালু ও বন্ধ করার পদ্ধতি দেখুন-


বিকাশে অটো সেন্ড মানি চালু ও বন্ধ করার নিয়ম


বিকাশ অটো সেন্ড মানি মানে কি? Bkash Auto Send Money

বর্তমানে সবথেকে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস হচ্ছে বিকাশ। বিকাশ তাদের গ্রাহকদের বিভিন্ন অফার এবং সুযোগ সুবিধা দেওয়ায় বিকাশের জনপ্রিয়তা এবং গ্রাহক অনেক বেশি। এই বিকাশের মাধ্যমে আমরা যে কাউকে বাংলাদেশের যেকোন স্থানে টাকা পাঠাতে পারি। তবে এখন বিকাশ তাদের গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে বিকাশ অটো সেন্ড মানি অপশন চালু করেছে। 


অর্থাৎ বিকাশ অটো সেন্ড মানি হচ্ছে যদি আপনি বিকাশে অটো সেন্ড মানি অপশন চালু রাখেন তাহলে আপনার দেয়া নাম্বারে নির্দিষ্ট তারিখে অটোমেটিক টাকা চলে যাবে। আপনি যে তারিখ, যত টাকা এবং যে বিকাশ নাম্বার সেট করে রাখবেন সেই তারিখে সেই বিকাশ নাম্বারে আপনার দেওয়া টাকা অটোমেটিক চলে যাবে। আপনাকে আলাদা করে টাকা পাঠাতে হবে না। 


বিকাশে অটো টাকা পাঠানোর সুবিধাঃ 

বিকাশে অটো টাকা পাঠানোর সুবিধা অনেক। যেমন আপনি যদি বিকাশে কাউকে এক মাস পরপর টাকা পাঠান তাহলে আপনাকে প্রতি মাসে একবার নিজে নিজে টাকা পাঠাতে হবে। কিন্তু যদি আপনি Bkash auto send money চালু করে রাখেন তাহলে প্রতি মাসে আপনার দেয়া নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা অটোমেটিক চলে যাবে। আপনাকে আলাদা করে বিকাশে টাকা পাঠাতে হবে না। 


আপনি যে নাম্বারে বিকাশে অটো সেন্ড মানি করতে চাচ্ছেন সেই নাম্বার এবং যতদিন পরপর অটো টাকা পাঠাতে চাচ্ছেন সেই সময় এবং যত টাকা পাঠাবেন সেই টাকার পরিমাণ লিখে দিলেই আপনার বিকাশ একাউন্ট থেকে উক্ত নির্দিষ্ট সময়ে অটোমেটিক টাকা চলে যাবে। আপনাকে শুধু বিকাশ একাউন্টে টাকা রাখতে হবে। 


বিকাশে অটো সেন্ড মানি চালু করার নিয়মঃ 

বিকাশে অটো সেন্ড মানি করতে চাইলে প্রথমে আপনাকে বিকাশ অটো সেন্ড মানি চালু করতে হবে। বিকাশ অটো টাকা পাঠানো চালু করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন- 


প্রথমে আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করবেন। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর নিজের স্ক্রিনশট দেখানো Send Money অপশনে প্রবেশ করবেন- 


বিকাশে অটো সেন্ড মানি করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো Your Auto Payments অপশনে প্রবেশ করবেন- 


বিকাশে অটো সেন্ড মানি করার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশট দেখানো Enable New Auto Pay অপশনে ক্লিক করবেন- 


বিকাশে অটো সেন্ড মানি করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মত পে বিল এবং সেন্ড মানি নামে দুইটি অপশন দেখতে পারবেন। যেহেতু আমরা বিকাশে অটো সেন্ড মানি করব তাই Send Money অপশনে প্রবেশ করতে হবে- 


বিকাশে অটো সেন্ড মানি করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো একটি নাম্বার দেয়ার বক্স দেখতে পারবেন। আপনার বিকাশ থেকে যার নাম্বারে অটো সেন্ড মানি করবেন এখানে তার বিকাশ নাম্বার দিবেন- 


বিকাশে অটো সেন্ড মানি করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে সকল অপশনের কাজ হচ্ছে- 


  • Recipient Name - আপনি যার বিকাশ একাউন্টে অটো সেন্ড মানি করবেন এখানে তার নাম দিবেন। 

  • Auto Pay Amount - আপনি যত টাকা বিকাশে অটো সেন্ড করতে চাচ্ছেন এখানে সেই টাকার পরিমাণ লিখবেন। আপনি সর্বনিম্ন ১০০ টাকা পাঠাতে পারবেন, এর কম পাঠাতে পারবেন না। 

  • Auto Pay Frequency - আপনি যতদিন পরপর বিকাশে অটো সেন্ড মানি করতে চাচ্ছেন এখানে ততদিন সিলেক্ট করবেন। আমি যেহেতু এক মাস পর পর অটো সেন্ড মানি করব তাই Every Month সিলেক্ট করলাম। আপনি এখানে অটো সেন্ড মানি করার তারিখ ও দেখতে পারবেন। 


অতঃপর সবকিছু ঠিকঠাক ভাবে দেয়া হলে Accept অপশনে ক্লিক করবেন- 


বিকাশে অটো সেন্ড মানি করার নিয়ম


এবার আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড দিবেন- 


বিকাশে অটো সেন্ড মানি করার নিয়ম


এবার আপনাকে কনফার্ম করতে হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের স্ক্রিনশট দেখানো বিকাশ আইকনে কিছুক্ষণ চেপে ধরে রাখবেন। তাহলেই বিকাশ অটো সেন্ড মানি অপশন চালু হবে- 


বিকাশে অটো সেন্ড মানি করার নিয়ম


অতঃপর আপনার নিচের স্ক্রিনশটের মতো ছোট্ট একটি মেসেজ দেখতে পারবেন যেখানে বলা হবে "বিকাশ অটো পে সফলভাবে চালু হয়েছে"। এর মানে আপনি সঠিকভাবে বিকাশ অটো সেন্ড মানি অপশন চালু করতে পেরেছেন- 


বিকাশে অটো সেন্ড মানি করার নিয়ম


এই ছিল বিকাশে অটো সেন্ড বানিয়ে চালু করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী যে কোন বিকাশ নাম্বারে অটোমেটিক টাকা পাঠাতে পারবেন। এবার বিকাশ অটো সেন্টার মানি বন্ধ করার নিয়ম দেখে নিন- 


বিকাশ অটো সেন্ড মানি বন্ধ করার নিয়মঃ 

উপরে বিকাশে অটো সেন্ড মানি করার উপায় দেখানো হয়েছে। তবে আপনাদের হয়তো কখনো বিকাশে অটো সেন্ড মানি অপশন বন্ধ করার প্রয়োজন হতে পারে। আপনারা চাইলে চালু থাকা বিকাশ অটো সেন্ড মানি নাম্বারে পরবর্তীতে অটো সেন্ড মানি অপশন বন্ধ করতে পারবেন। এতে অটোমেটিক সেই বিকাশ নাম্বারে টাকা যাবে না। বিকাশ অটো টাকা পাঠানো বন্ধ করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন- 


বিকাশে অটো সেন্ড মানি অপশন বন্ধ করার জন্য প্রথমে আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করবেন। অতঃপর নিচের স্ক্রিনশট দেখানো বিকাশের মেনু আইকনে ক্লিক করবেন-


বিকাশে অটো সেন্ড মানি বন্ধ করার নিয়ম


এবার আপনারা বিকাশের মেনু অপশনে Auto Pay নামে একটি অপশন দেখতে পারবেন। বিকাশে অটো সেন্টার মানি বন্ধ করতে আমাদেরকে এই Auto Pay অপশনে প্রবেশ করতে হবে- 


বিকাশে অটো সেন্ড মানি বন্ধ করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মত অটো সেন্ড মানি করার লিস্ট দেখতে পারবেন। আপনি যেসব নাম্বারে বিকাশে অটো সেন্ড মানি অপশন চালু করেছিলেন সকল নাম্বার এখানে থাকবে। যে নাম্বারে বিকাশে অটো সেন্ড মানি বন্ধ করতে চাচ্ছেন সেই নাম্বারের নিচের স্ক্রিনশট দেখানো Details অপশনে ক্লিক করবেন- 


বিকাশে অটো সেন্ড মানি বন্ধ করার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মত Disable Auto Pay নামে একটি অপশন দেখতে পারবেন। বিকাশে অটোমেটিক টাকা পাঠানো বন্ধ করতে আমাদেরকে এই Disable Auto Pay অপশনে ক্লিক করতে হবে- 


বিকাশে অটো সেন্ড মানি বন্ধ করার নিয়ম


এবার নিচের স্ক্রিনশট দেখানো Yes Disable অপশনে ক্লিক করলেই বিকাশে অটো সেন্ড মানি বন্ধ হবে- 


বিকাশে অটো সেন্ড মানি বন্ধ করার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মত ছোট্ট একটি নোটিফিকেশন দেখতে পারবেন যেখানে বলা হবে আপনি সঠিকভাবে বিকাশে অটো সেন্ড মানি বন্ধ করতে পেরেছেন- 


বিকাশে অটো সেন্ড মানি বন্ধ করার নিয়ম


এই ছিল বিকাশে অটো সেন্ড মানি বন্ধ করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী বিকাশে অটো টাকা পাঠানো বন্ধ করতে পারবে। 


উপরে বিকাশ অটো সেন্ড মানি চালু ও বন্ধ করার নিয়ম দেখানো হয়েছে। আপনারা উপরে দেখানো নিয়মে বিকাশে অটোমেটিক টাকা পাঠাতে পারবেন। এছাড়াও পরবর্তীতে চাইলে বিকাশে অটোমেটিক টাকা পাঠানো বন্ধ করতে পারবেন। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ

বিকাশে অটো সেন্ড মানি চালু ও বন্ধ করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বিকাশে অটো টাকা পাঠানো চালু ও বন্ধ করার উপায় সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url