নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় জানুন (বলার ও লেখার উপায় সহ)

আত্মবিশ্বাসী লোকেরা নিজেকে জানে এবং নিজেকে অন্যের সামনে সঠিকভাবে বর্ণনা করতে পারে। যদি আপনাকে বলা হয় নিজের সম্পর্কে দশটি বাক্য বলো তাহলে আপনি যদি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হন তাহলে এই প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবেন। কিন্তু অনেকেই রয়েছেন যারা নিজের সম্পর্কে দশটি বাক্য বাংলায় বলতে পারেনা। বিষয়টি সহজ মনে হলেও অনেকের কাছে প্রাক্টিক্যালি বলা কঠিন। 


সরকারি, বেসরকারি অথবা অন্যান্য প্রতিযোগিতামূলক যেকোনো পরীক্ষায় "নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় বলো/ লিখো?" এই বিষয়ে প্রশ্ন আসতে পারে। আপনাদের সুবিধার জন্য এই পোস্টে নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় দেয়া হলো। আপনারা নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় জেনে যেকোনো পরীক্ষায় নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় লিখতে ও বলতে পারবেন। তাহলে এবার নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় জেনে নিন-


নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়


নিজের সম্পর্কে দশটি বাক্য বাংলায় জানার গুরুত্বঃ 

নিজের সম্পর্কে দশটি বাক্য বলুন? এই প্রশ্নটি শুনে আপনি কি অবাক হচ্ছেন নাকি হাসি পাচ্ছে? আপনি হয়তো ভাবতেছেন নিজের সম্পর্কে ১০ টি কেন অনেক কথাই তো বলা যাবে। কিন্তু বাস্তবে দেখা যায় যখন কাউকে নিজের সম্পর্কে দশটি বাক্য বাংলায় বলতে বলা হয় তখন অধিকাংশ মানুষ বলতে পারে না। কারণ এই প্রশ্নটি করা হয় বিভিন্ন চাকরির ভাইভা পরীক্ষায়। 


যখন আপনি কোন চাকরির পরীক্ষায় ভাইবা দিতে যাবেন তখন হুট করে আপনাকে প্রশ্ন করতে পারে যে "নিজের সম্পর্কে ১০ টি বাক্য বলুন?" এই প্রশ্নটি শুনে আপনি একটু অবাক হয়েও যেতে পারেন। কারণ বাস্তব জীবনে কখনো আমরা এরকম প্রশ্নের সম্মুখীন হই না। এইসব প্রশ্ন সাধারণ ভেবে আমরা সব সময় এড়িয়ে যাই। কিন্তু নিজের সম্পর্কে জানা এতটাই গুরুত্বপূর্ণ যে সরকারি, বেসরকারি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির ভাইভা পরীক্ষায় নিজের সম্পর্কে প্রশ্ন আসে। 


এমনকি আপনাকে নিজের সম্পর্কে দশটি বাক্য বাংলায় লিখতে বলা হতে পারে। এখানে পরীক্ষকরা দেখবে আপনি কতটা সঠিকভাবে নিজেকে বর্ণনা করতে পারেন। যদি আপনি দশটি বাকের মধ্যেই নিজেকে বিস্তারিত ভাবে বর্ণনা করতে পারেন তাহলে আপনি চাকরির পরীক্ষায় অনেক এগিয়ে থাকবেন। অনেকেই নিজের সম্পর্কে দশটি বাক্য গুছিয়ে বলতে না পারায় চাকরির ভাইভা পরীক্ষায় গিয়ে পিছিয়ে যায়। এই কারণে বিভিন্ন চাকরির পরীক্ষায় এগিয়ে থাকতে নিজের সম্পর্কে ১০ টি বাক্য জেনে রাখা প্রয়োজন। 


আরো পড়ুনঃ নিজের সম্পর্কে ইংরেজিতে ১০ টি বাক্য


নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়ঃ 

নিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি বাক্য নিম্নে দেয়া হলো। নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় হচ্ছে- 


  1. আমার নাম মোঃ রফিকুল ইসলাম। 
  2. ১৯৯৭ সালের ২৭ ফেব্রুয়ারি, রোজ বুধবার আমি জন্মগ্রহণ করি। 
  3. আমি রংপুর সরকারি স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছি। 
  4. বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স সম্পন্ন করেছি। 
  5. আমি পরিবারের বড় ছেলে। আমার স্বপ্ন একটি ভালো চাকরি করে পরিবারের দেখাশোনা করা। 
  6. আমার পরিবারে বাবা-মা, দাদা দাদী এবং একটি ছোট বোন রয়েছে। আমরা সকলেই মিলেমিশে থাকি। 
  7. বই পড়া আমার প্রিয় শখ, এছাড়াও আমি অতীত ইতিহাস জানতে পছন্দ করি। 
  8. আমি কখনো নেশা করিনি এবং নেশা করা থেকে অন্যকে বিরত রাখার চেষ্টা করি। 
  9. পরোপকার এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে আমার অনেক ভালো লাগে। 
  10. আমি সততার সাথে চলতে চাই। সব সময় সত্যকে মনেপ্রাণে ধরে রাখতে চাই। মিথ্যা এবং প্রতারণা থেকে দূরে থাকতে চাই। 


এই ছিল নিজের সম্পর্কে বাংলায় ১০ টি বাক্য। উপরে নিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি বাক্য বাংলায় দেয়া হয়েছে। আপনারা উপরে দেয়া নিজের সম্পর্কে ১০টি বাক্য বাংলায় জেনে যে কোন বক্তৃতায়, পরীক্ষায় ও ভাইবা পরীক্ষায় বলতে ও লিখতে পারবেন। 


আরো পড়ুনঃ একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে ১০ টি বাক্য


নিজের সম্পর্কে বাংলায় অতিরিক্ত দশটি বাক্যঃ 

যদিও উপরে আমি নিজের সম্পর্কে দশটি বাক্য বাংলায় দিয়েছি তারপরেও নিম্নে নিজের সম্পর্কে অতিরিক্ত আরও দশটি বাক্য দিলাম। নিজের সম্পর্কে অতিরিক্ত দশটি বাক্য বাংলায় হচ্ছে- 


  • আমি জ্ঞান অর্জনের জন্য নিয়মিত বই পড়ি। 

  • আমি সবসময় আমার ধর্ম সঠিকভাবে পালন করার চেষ্টা করি। 

  • অবসর সময়ে ঘোরাফেরা করা আমার পছন্দের কাজ। 

  • আমি সময় পেলে জ্ঞান অর্জনের জন্য নিয়মিত দর্শনীয় স্থান ভ্রমণ করি। 

  • মা-বাবার প্রতি আমার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করি। 

  • আমার ইচ্ছা আমি সমাজের সকল গরিব-দুঃখী মানুষকে সাহায্য করবো। 

  • পড়ালেখায় ভালো হওয়ায় পরীক্ষা আমার ভালো লাগে। 

  • আমি পড়ালেখার পাশাপাশি অন্যান্য কাজ করে থাকি। 

  • অলসতা আমার পছন্দ নয়। অলস ব্যক্তিকে আমি পছন্দ করি না। 

  • আমি সারা জীবন সৎ ও নিষ্ঠাবান হয়ে বেঁচে থাকতে চাই। মিথ্যাবাদী লোক আমার একদম পছন্দ নয়। 


এই ছিলো নিজের সম্পর্কে অতিরিক্ত দশটি বাক্য। এখানে অতিরিক্ত দশটি বাক্য দেয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি নিজের সম্পর্কে একসাথে অনেকগুলো বাক্য জেনে আপনার যেসব বাক্য ভালো লাগে সেইসব বাক্য ব্যবহার করতে পারেন।


বিঃদ্রঃ মনে রাখবেন চাকরির ভাইভা পরীক্ষায় নিজের সম্পর্কে বলার সময় অবশ্যই নিজের সত্যিটা বলবেন। বানিয়ে অথবা অন্যের জীবনী মুখস্ত করে বলবেন না। 


আরো পড়ুনঃ আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাক্য


নিজের সম্পর্কে বাংলায় দশটি বাক্য পরিশেষে বলতে চাচ্ছিঃ

নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা নিজের সম্পর্কে আরো বাক্য চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url