ভাষা আন্দোলন সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে জানুন

বাংলা ভাষা রক্ষার জন্য ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন হচ্ছে ভাষা আন্দোলন। অন্য কোন জাতিকে ভাষার জন্য জীবন দিতে না হলেও বাঙালি জাতি একমাত্র জাতি যাদেরকে ভাষার জন্য জীবন দিতে হয়েছে। বাংলাদেশের নাগরিক অথবা একজন শিক্ষার্থী হয়ে ভাষা আন্দোলন সম্পর্কে ১০ টি বাক্য অবশ্যই জানতে হবে। 


যদি আপনি ভাষা আন্দোলন সম্পর্কে দশটি বাক্য না জানেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। কারণ এই পোস্টে ভাষা আন্দোলন সম্পর্কে বাংলায় ও ইংরেজিতে দশটি বাক্য দেয়া হবে। আপনারা ভাষা আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি বাক্য বাংলায় ও ইংরেজিতে জেনে যেকোনো পরীক্ষায় বলার ও লেখার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞানে ব্যবহার করতে পারবেন- 


ভাষা আন্দোলন সম্পর্কে ১০ টি বাক্য


ভাষা আন্দোলন সম্পর্কে দশটি বাক্য জানার গুরুত্বঃ

আজকে আমরা যে মধুর বাংলা ভাষায় কথা বলতেছি এই মাতৃভাষা বাংলা অর্জন করা কি এতই সহজ ছিল? বরং বাঙালিরা একমাত্র জাতি যাদেরকে ভাষা রক্ষা করার জন্য জীবন দিতে হয়েছিল। ১৯৪৭ সালে যখন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামে দুইটি অংশ গঠিত হয় তখন এই দুইটি অংশের ভাষা নিয়ে বিভিন্ন আলোচনা ও সমালোচনা হয়। পাকিস্তানের এই দুইটি অংশের মধ্যে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, দূরত্ব, ভৌগোলিক অবস্থা সব দিক দিয়েই পার্থক্য ছিল। 


এইসব পার্থক্যের পরেও পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উর্দু ভাষী বুদ্ধিজীবীরা বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। পূর্ব বাংলার বাংলাভাষী মানুষ এই সিদ্ধান্ত মেনে না নিয়ে তাদের মাঝে গভীর ক্ষোভ ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অতঃপর শুরু হয় বাংলা ভাষা রক্ষার জন্য ভাষা আন্দোলন। এই আন্দোলন বন্ধ করার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছিল। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বহু ছাত্র ও কিছু রাজনৈতিক কর্মী বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে তাদের উপর গুলি বর্ষণ করে। 


গুলিতে রফিক, সালাম, বরকত ও আব্দুল জব্বার সহো আরও অনেকে নিহত হন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের তীব্রতা বেশি হলেও মূলত ভাষা আন্দোলন ১৯৪৭ সাল থেকে শুরু হয়েছিল। ভাষা আন্দোলনের তীব্রতা দেখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ১৯৫৪ সালের ৭ই মে পাকিস্তান গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হলে ২১৪ নং অনুচ্ছেদে বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উল্লিখিত হয়। 


১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রবর্তিত হয়। এভাবে বাঙালি জাতি রক্ত দিয়ে সংগ্রাম করে বাংলা ভাষা রক্ষা করেছে। স্বাধীন বাংলাদেশের নাগরিক ও একজন শিক্ষার্থী হয়ে অবশ্যই আমাদেরকে এই ভাষা আন্দোলন সম্পর্কে ১০ টি বাক্য জানতে হবে। এতে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাষা আন্দোলন সম্পর্কে দশটি বাক্য বাংলায় ও ইংরেজিতে লেখা ও বলার পাশাপাশি ভাষা আন্দোলন সম্পর্কে আমাদের জ্ঞান অনেক বৃদ্ধি পাবে- 


আরো পড়ুনঃ ভাষা শহীদদের সম্পর্কে ১০টি বাক্য


ভাষা আন্দোলন সম্পর্কে ১০ টি বাক্যঃ 

ভাষা আন্দোলনের ফলে আমরা ফিরে পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি এই ভাষা আন্দোলনের মাধ্যমে। নিম্নে এই ভাষা আন্দোলন সম্পর্কে দশটি বাক্য বাংলায় দেয়া হলো- 


  • বাংলা ভাষা রক্ষার জন্য ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন হচ্ছে ভাষা আন্দোলন। 

  • ভাষা আন্দোলনের লক্ষ্য ছিল রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করা। 

  • ১৯৪৮ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র-জনতার বিক্ষোভের মাধ্যমে ভাষা আন্দোলনের সূচনা হয়। 

  • ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে রফিক, সালাম, বরকত ও আব্দুল জব্বার সহো আরও অনেকে নিহত হন। 

  • ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের তীব্রতা বেশি হলেও মূলত ভাষা আন্দোলন ১৯৪৭ সাল থেকে শুরু হয়েছিল।

  • ভাষা আন্দোলনের তীব্রতা দেখে ১৯৫৬ সালের ১৫ই অক্টোবর পাকিস্তান গণপরিষদে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 

  • বাঙালি জাতি হচ্ছে একমাত্র জাতি যাদেরকে ভাষা রক্ষা করার জন্য ভাষা আন্দোলনে জীবন দিতে হয়েছে। 

  • ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

  • এই আন্দোলনের মাধ্যমে বাঙালিরা তাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করে।

  • ভাষা আন্দোলন বাঙালিদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ ও সংগ্রামী চেতনার উন্মেষ ঘটায়।


এই ছিলো ভাষা আন্দোলন সম্পর্কে দশটি বাক্য। ভাষা আন্দোলনের ইতিহাস অনেক বড় হওয়ায় যদিও ভাষা আন্দোলন সম্পর্কে ১০ টি বাক্যে বিস্তারিত বলা সম্ভব না,  তারপরেও উপরে ভাষা আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি বাক্য বাংলায় দেয়া হয়েছে। এবার আপনারা ভাষা আন্দোলন সম্পর্কে ইংরেজিতে দশটি বাক্য জেনে নিন- 


আরো পড়ুনঃ একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে ১০ টি বাক্য


ভাষা আন্দোলন সম্পর্কে ইংরেজিতে দশটি বাক্যঃ 

ভাষা আন্দোলন সম্পর্কে বাংলায় দশটি বাক্য জানার পাশাপাশি আমাদেরকে ইংরেজিতে দশটি বাক্য জানা উচিত। নিম্নে ভাষা আন্দোলন সম্পর্কে ইংরেজিতে ১০ টি বাক্য দেয়া হলো- 


  • The Language Movement was a cultural and political movement that took place in East Bengal (now Bangladesh) from 1947 to 1956. 

  • The movement's goal was to establish Bengali as one of the official languages of Pakistan. 

  • The movement began on February 21, 1948, with a protest by students in Dhaka.

  • Police opened fire on the protesters, killing several students, including Salam, Rafiq, Barkat, and Jabbar.

  • The movement gained momentum and on October 15, 1956, the Pakistani Constituent Assembly recognized Bengali as one of the official languages of Pakistan. 

  • The Language Movement was a major milestone in the development of Bengali nationalism.

  • The movement instilled in Bengalis a sense of patriotism, nationalism, and militancy.

  • The spirit of the Language Movement still burns brightly in the hearts of Bengalis today. 

  • The Language Movement was a pivotal moment in Bengali history. 

  • It was the culmination of years of struggle for Bengali language rights.


এই ছিল ভাষা আন্দোলন সম্পর্কে ইংরেজিতে দশটি বাক্য। উপরে আপনাদের জন্য বাছাইকৃত সেরা ভাষা আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ ১০ টি বাক্য ইংরেজিতে দেয়া হয়েছে। 


উপরে ভাষা আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি বাক্য বাংলা এবং ইংরেজিতে দেয়া হয়েছে। আপনারা উপরে দেয়া ভাষা আন্দোলন সম্পর্কে ১০টি বাক্য বাংলায় ও ইংরেজিতে জেনে যেকোন বক্তৃতায়, পরীক্ষায় বলতে ও লিখতে পারবেন। ভাষা আন্দোলন বাঙালি জাতির এক গৌরবময় ঘটনা হওয়ায় আমাদেরকে অবশ্যই ভাষা আন্দোলন সম্পর্কে দশটি বাক্য জানতে হবে। 


আরো পড়ুনঃ মুক্তিযুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ ১০ টি বাক্য


ভাষা আন্দোলন সম্পর্কে বাংলায় ও ইংরেজিতে দশটি বাক্য পরিশেষেঃ

ভাষা আন্দোলন সম্পর্কে বাংলায় ও ইংরেজিতে দশটি বাক্য নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা ভাষা আন্দোলন সম্পর্কে বাংলায় ও ইংরেজিতে আরো বাক্য চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম শিক্ষামূলক সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও গুগল নিউজে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url