সহজেই পিকসার্ট অ্যাপে কাস্টম ফন্ট অ্যাড করার নিয়ম জেনে নিন

পিকসার্ট অ্যাপের মাধ্যমে আমরা মোবাইলে ছবি এডিট করে থাকি। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে ছবিতে টেক্সট অ্যাড সহ রিমুভ করা যায়। ছবিতে টেক্সট যুক্ত করার জন্য Picsart app এ ফন্টের প্রয়োজন হয়। কিন্তু পিকসার্ট অ্যাপে সকল প্রয়োজনীয় ফন্ট না থাকায় আমাদেরকে এড করতে হয়। 


অনেকেই পিকসার্ট অ্যাপে ফন্ট যুক্ত করার নিয়ম জানেন না। যদি আপনি পিকসার্ট অ্যাপে কাস্টম ফন্ট এড করার নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। এই টিউটোরিয়াল আমি কিভাবে পিকসার্ট অ্যাপে ফন্ট যুক্ত করতে হয় তার পদ্ধতি দেখাবো। তাহলে Picsart app font add করার নিয়ম জানতে পুরো পোস্ট পড়তে ভুলবেন না - 


পিকসার্ট অ্যাপে ফন্ট অ্যাড করার নিয়ম
Picsart app custom font add


পিকসার্ট অ্যাপে কাস্টম ফন্ট এড করার কারণঃ 

Picsart App এ কিছু ফন্ট আগে থেকেই ইন্সটল করা থাকে। কিন্তু সেগুলো সীমিত। তাই আমাদের মনের মত ডিজাইন করতে ইন্টারনেট থেকে ফন্ট ডাউনলোড করে পিকসার্ট অ্যাপে ফন্ট অ্যাড করে ব্যবহার করতে পারি। 


এতে আমাদের ছবির উপর লেখা অনেক সুন্দর হবে। আমরা ছবি এডিট করার সময় সুন্দর ডিজাইনের টেক্সট যুক্ত করতে পারবো। 


পিকসার্ট অ্যাপে কাস্টম ফন্ট এড করার সুবিধাঃ 

পিকসার্ট অ্যাপে ফন্ট অ্যাড করার করার অনেক সুবিধা রয়েছে। আপনারা আপনাদের পিকসার্ট অ্যাপ এর মধ্যে ফন্ট এড করার মাধ্যমে বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ সুবিধাগুলো হচ্ছে - 


  • ফ্রিতে ব্যবহার করতে পারবেন 

  • এবং এটি প্রফেশনাল দেখাবে 

  • ডিজাইন করতে পারবেন মনের মত করে।


এই হচ্ছে Picsart app custom font add করার সুবিধা। এবার তাহলে পিকসার্ট অ্যাপে কাস্টম ফন্ট যুক্ত করার নিয়ম দেখে নিন - 


আরো পড়ুনঃ পিক্সেল্যাব অ্যাপ বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম


পিকসার্ট অ্যাপে কাস্টম ফন্ট অ্যাড করার নিয়মঃ

পিকসার্ট অ্যাপে কাস্টম ফন্ট অ্যাড করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের পিকসার্ট অ্যাপে কাস্টম ফন্ট যুক্ত করতে পারবেন। এই কাজের জন্য প্রথমে যে Font ব্যবহার করতে চান সেই ফন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করুন। 


সাধারণত ফন্ট জিপ আকারে ডাউনলোড হয়  । সেই ফন্ট ব্যবহার করার জন্য জিপ ফাইলটি আনজিপ করতে হয় । যারা জানেন না কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয় তারা এই পোস্ট দেখতে পারেন।  


প্রথমে জিপ ফাইল টি আনজিপ করে নিন -


How to add custom fonts in PicsArt


তারপর নিচের Screenshot এর মতো  .ttf ফাইল দেখতে পারবেন - 


How to add custom fonts in PicsArt


তারপর সেই .ttf ফাইল টি কাট অথবা কপি করে নিন।


How to add custom fonts in PicsArt

তারপর Phone Storage এ গিয়ে   PicSart Folder এ প্রবেশ করতে হবে। 


How to add custom fonts in PicsArt

তারপর Font Folder এ প্রবেশ করতে হবে। 


How to add custom fonts in PicsArt

তারপর নিচের Screenshot এর মতো .ttf ফাইল টি পেষ্ট করুন। 

How to add custom fonts in PicsArt

এবার দেখতে পারবেন ফন্ট টি picsart এ রাখতে পারছেন -

How to add custom fonts in PicsArt

তারপর নিচের Screenshot এর মতো PicSart app এ প্রবেশ করে নিচের Screenshot দেখানো যায়গায় ক্লিক করুন -


How to add custom fonts in PicsArt

তারপর My Font এ ক্লিক করুন -


How to add custom fonts in PicsArt


দেখুন Font টি অ্যাড হয়েছে। 


How to add custom fonts in PicsArt


এই ছিলো পিকসার্ট অ্যাপে ফন্ট অ্যড করার নিয়ম। উপরে কিভাবে পিকসার্ট অ্যাপে কাস্টম ফন্ট যুক্ত করতে হয় তার পদ্ধতি দেখানো হয়েছে। এভাবে আপনারা সহজেই পিকসার্ট অ্যাপে  ফন্ট অ্যাড করতে পারবেন। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ 

পিকসার্ট অ্যাপে কাস্টম ফন্ট এড করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা PicsArt app custom font add সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।

Share This Article On:

Next Post Previous Post
2 Comments
  • Rumman
    Rumman Jul 20, 2022, 12:49:00 PM

    অনেক ধন্যবাদ ❤️

    • Shaom
      Shaom Aug 18, 2022, 11:07:00 PM

      আপনাকেও ধন্যবাদ।।

Add Comment
comment url