ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম, সুবিধা ও গুরুত্ব

আপনার ব্লগার ওয়েবসাইট থাকলে আপনি যেকোন ফেসবুক পেজ সেই ব্লগার ওয়েবসাইটে যুক্ত করতে পারবেন। যখন কেউ আপনার ব্লগার ওয়েবসাইটে ভিজিট করবে তখন আপনার ফেসবুক পেজ দেখতে ও লাইক করতে পারবে। এই টিপস তাদের জন্য হাতে যাচ্ছে যারা ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ যুক্ত করার নিয়ম জানেনা। 


কারণ এই পোস্টে আমি আপনাদেরকে ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ অ্যাড করার উপায় দেখাবো। আপনারা আপনাদের ওয়েবসাইটে যেকোনো ফেসবুক পেজ যুক্ত করার পদ্ধতি জানার পাশাপাশি ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ অ্যাড করার সুবিধা ও বিস্তারিত তথ্য জানতে পারবেন-  


ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ অ্যাড করার সুবিধাঃ

যদি আপনার ব্লগার সাইট থাকে তাহলে আপনি আপনার ফেসবুক পেজ সেই ব্লগার সাইটে এড করে লাইক এবং ফলোয়ার বাড়াতে পারবেন। কারণ ব্লগার সাইটে ফেইসবুক পেজ এড করলে ব্লগের ভিজিটর আপনার ফেসবুক পেজ সম্পর্কে জানতে পারবে এবং পেজে লাইক দিবে। এরপর আপনি আপনার ব্লগের পোস্ট ফেসবুকে শেয়ার করে রাখলে তারা সহজেই ফেইসবুকে সেই পোস্ট দেখতে পারবে এবং আপনার ব্লগার সাইটে প্রবেশ করে সেই আর্টিকেল পড়বে। 


এতে আপনার ফেসবুক পেজে লাইক তো বাড়বেই পাশাপাশি আপনার ব্লগার সাইটে ভিজিটরও বাড়বে। একটি ব্লগার ওয়েবসাইট জনপ্রিয় করার জন্য ফেসবুক পেজ থাকা গুরুত্বপূর্ণ। তবে শুধুমাত্র ফেসবুক পেজ খুললেই হবে না। উক্ত ফেসবুক পেজ ব্লগার ওয়েবসাইটে যুক্ত করে দিতে হবে। এতে আপনার ফেসবুক পেজ যেমন দ্রুত আগাবে ঠিক তেমনি ফেসবুক থেকে ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর আসবে। এতে আপনার ওয়েবসাইট ও ফেসবুক পেজ দুই দিক থেকে লাভ।

আরো দেখুনঃ ব্লগার (Blogspot) ওয়েবসাইট পার্মানেন্ট ডিলিট করার নিয়ম

ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ যুক্ত করার নিয়মঃ 

ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ যুক্ত করতে চাইলে প্রথমেই আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে। এছাড়াও ব্লগার ওয়েবসাইট তো অবশ্যই থাকতে হবে। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


প্রথমে আপনার ব্লগার ওয়েবসাইটের ড্যাসবোর্ডে প্রবেশ করুন। তারপর নিচের স্ক্রিনশটের মতো Layout অপশনে ক্লিক করুন- 


ব্লগার সাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


এবার আপনার ওয়েবসাইটের যে স্থানে আপনার ফেসবুক পেজ দেখাতে চাচ্ছেন সেই স্থান সিলেক্ট করতে হবে। মনে করুন আপনি আপনার ওয়েবসাইটের সাইডবারে ফেসবুক পেজ দেখাতে চাচ্ছেন। তাহলে নিচের স্ক্রিনশটের মতো Sidebar অপশন থেকে Add a Gadget অপশনে ক্লিক করতে হবে- 


ব্লগার সাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


এরপর HTML/JAVASCRIPT লেখার পাশে প্লাস আইকনে ক্লিক করুন-  


ব্লগার সাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


এখন আপনাকে আসল কাজ করতে হবে।  অর্থাৎ আপনার ফেসবুক পেজের প্লাগিন তৈরি করতে হবে। তার জন্য Facebook developers এই সাইটে প্রবেশ করুন-  


ব্লগার সাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


সকল তথ্য সঠিকভাবে দিয়ে Get Code এ ক্লিক করুন-


ব্লগার সাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


এবার আপনি নিচের স্ক্রিনশটের মতো দুইটা কোড দেখতে পারবেন। প্রথমে নিচের কোড টি কপি করে নিন।


ব্লগার সাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


তারপর আপনার ব্লগার সাইটে গিয়ে নিচের স্ক্রিনশটের মতো লিখে Save অপশনে ক্লিক করুন- 


ব্লগার সাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


বার আপনাকে আরেকটি Gadget অ্যাড করতে হবে। আবার পুর্বের মতো ব্লগার ড্যাশবোর্ড এর Layout অপশন থেকে Add a Gadget এ ক্লিক করুন-  


ব্লগার সাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


এরপর HTML/JAVASCRIPT লেখার পাশে প্লাস আইকনে ক্লিক করুন। 


ব্লগার সাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


এবার আপনাকে এই ফাঁকা ঘরে প্রথমে দেয়া কোডটি পেস্ট করে দিতে হবে। তো কোডটি পেস্ট করে দেয়ার জন্য পূর্বের ওয়েবসাইটে ফিরে গিয়ে কোডটি কপি করে নিবেন- 


ব্লগার সাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


আপনাকে প্রথমে দেয়া এই কোডটি কপি করতে হবে তারপর সেই বক্সে পেস্ট করে দিতে হবে। তো আমি কোডটি কপি করে নিলাম- 


ব্লগার সাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


এবার কোডটি নিচের স্ক্রিনশট দেখানো জায়গায় পেষ্ট করে দিন। কিন্তু টাইটেল ফাকা রাখুন। তারপর Save অপশনে ক্লিক করুন- 


ব্লগার সাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


এবার নিচের স্ক্রিনশট দেখানো জায়গায় ক্লিক করুন- 


ব্লগার সাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


দেখুন ফেসবুক পেজটি আমার ব্লগ ওয়েবসাইটে দেখাচ্ছে। অর্থাৎ ব্লগার সাইটে ফেসবুক পেজ যুক্ত করার সকল কাজ শেষ- 


ব্লগার সাইটে ফেসবুক পেজ অ্যাড করার নিয়ম


এই ছিলো ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ যুক্ত করার নিয়ম। এভাবে উপরে দেখানো নিয়মে আপনি ব্লগার সাইটে যেকোনো ফেসবুক পেজ খুব সহজেই যুক্ত করতে পারবেন। 

আরো দেখুনঃ ব্লগের পোস্ট কপি হওয়া বন্ধ করার উপায়

ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ যুক্ত করার উপায় উপসংহারঃ 

আপনারা এই পোস্ট থেকে ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ যুক্ত করার নিয়ম, সুবিধা ও বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এই পোস্ট আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ অ্যাড করতে গিয়ে কোন সমস্যা হয় তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাবেন। তবে এরকম ব্লকিং সম্পর্কে নিত্য নতুন টিপস পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও গুগল নিউজে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url