সকল গুরুত্বপূর্ণ ছোট ছোট জিকির বাংলা অর্থসহ জেনে নিন

ছোট ছোট জিকির রয়েছে যেগুলোর সোয়াব এবং মর্যাদা অনেক। আমরা অবসর সময়ে জিকির করার মাধ্যমে আল্লাহর অশেষ রহমত পেতে পারি। তবে অনেকেই রয়েছেন ছোট ছোট জিকির জানেন না। যদি আপনি গুরুত্বপূর্ণ ছোট ছোট জিকির না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য। 


এই পোস্টে গুরুত্বপূর্ণ জিকির সমুহ আলোচনা করা হবে। এছাড়াও আপনারা জিকিরের গুরুত্ব এবং ছোট ছোট সকল জিকির বাংলা অনুবাদ এবং অর্থ সহ জানতে পারবেন। তাহলে ছোট ছোট সকল জিকির এবং জিকির করার গুরুত্ব জেনে নিন।


ছোট ছোট জিকির
ছোট ছোট জিকির

জিকির কেনো করবেন ? 

আমরা অবসর সময়ে বিভিন্ন কাজে ব্যয় করে থাকি। অনেকেই তাদের অবসর সময়ে গান শুনে, নাটক দেখে,  ছবি দেখে অথবা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে থাকে। তবে একজন মুমিন মুসলমানের কখনো অবসর সময়ে এই সকল কাজ করা ঠিক নয়। 


একজন মুসলমানের উচিৎ অবসর সময়ে আল্লাহর যিকির করা। অবসর সময়ে জিকির করার মাধ্যমে আমরা আল্লাহর অশেষ রহমত এবং সোয়াব লাভ করতে পারি। তাই আমাদের উচিৎ অবসর সময়ে জিকির পাঠ করার মাধ্যমে সময়ের সঠিক ব্যবহার করা।

আরো পড়ুনঃ দুই সিজদার মাঝের দোয়া, ফজিলত, বিধান ও হাদীস.

জিকির করার গুরুত্ব এবং ফজিলতঃ 

জিকির করার গুরুত্ব এবং ফজিলত অনেক। যদিও আমাদের কাছে জিকির অনেক ছোট এবং সহজ মনে হয় তবুও জিকির পাঠ করা অনেক সওয়াব এবং গুরুত্বের কাজ। জিকির এতটাই গুরুত্বপূর্ণ এবং সোয়াবের কাজ যে কুরআন এবং হাদিসে বারবার জিকির করার কথা বলা হয়েছে। 


জিকির করার প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন - يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ‘ 

হে ঈমানদাররা! তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির কর।’ (সুরা আহজাব : আয়াত ৪১) 


আমরা বেশি বেশি জিকির করার মাধ্যমে সফলতা লাভ করতে পারি। কারণ আল্লাহ তাআলা কুরআনে বলেন - 

 

 وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ‘ 

তোমরা বেশি বেশি জিকির কর, যাতে সফলকাম হতে পার।’ (সুরা আনফাল : আয়াত ৪৫)- 


এছাড়া অন্য আয়াতে আল্লাহ তা'আলা জিকির সম্পর্কে বলেন - 


وَاذْكُرُوا اللَّهَ كَثِيراً لَّعَلَّكُمْ تُفْلِحُونَ‘ 

তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হতে পার।’ (সুরা জুমআ : আয়াত ১০)


এছাড়া বিভিন্ন হাদিসে জিকির করার গুরুত্ব বর্ণনা করা হয়েছে। তাই ধর্মপ্রাণ সকল মুসলমানদের উচিৎ অবসর সময়ে জিকির করা। অবসর সময়ে জিকির করার মাধ্যমে আমরা সময়ের সঠিক ব্যবহার করতে পারি। 

আরো পড়ুনঃ জায়নামাজের দোয়া বাংলা অর্থসহ, দলিল ও বেদাত কিনা

ছোট ছোট জিকিরঃ 

এখানে কিছু ছোট ছোট জিকির বর্ণনা করা হলো। যদিও জিকিরগুলো ছোট কিন্তু তারপরেও এর গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি। জিকির গুলো হচ্ছে -  


১. سُبْحَانَ الله : 

অনুবাদঃ সুবহানাল্লাহ। অর্থ - আর আল্লাহ তাআলা অতি পবিত্র।


২. اَلْحَمْدُ لله : 

অনুবাদঃ আলহামদুলিল্লাহ। অর্থঃ সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। 


৩. لَا اِلَهَ اِلَّا الله : 

অনুবাদঃ লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থঃ আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই।


৪. اَللهُ اَكْبَر : 

অনুবাদঃ আল্লাহু আকবার। অর্থঃ আল্লাহ মহান।


৫. لَاحَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِالله : 

অনুবাদঃ লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ 


৬. لَا اِلَهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ اِنِّى كُنْتُ مِنَ الظَّالِمِيْن : 

অনুবাদঃ লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন 


৭. سُبْحَانَ اللهِ وَ بِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم : 

অনুবাদঃ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।


৮. اَسْتَغْفِرُالله : 

অনুবাদঃ আসতাগফিরুল্লাহ।


৯. اَللهُمَّ اِنِّىْ اَسْئَلُكَ العَافِيَة : 

অনুবাদঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া।


১০. رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانىِ صَغِيْرًا -

অনুবাদঃ হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।


১১. اَللهُمَّ اَجِرْنِى مِنَ النَّار : 

অনুবাদঃআল্লাহুম্মা আঝিরনি মিনান্নার 


১২. اَللهُمَّ اِنِّىْ اَسْئَلُكَ الْهُدَى وَ التُّقَى وَ الْعَفَافَ وَ الْغِنَى : 

অনুবাদঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত-তুক্বা ওয়াল আফাফা ওয়াল গিনা।


১৩. رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَ اَنْتَ اَرْحَمُ الرًّاحِمِيْن : 

অনুবাদঃ রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতা আরহামুর রাহিমিন।


এই হচ্ছে গুরুত্বপূর্ণ সকল ছোট ছোট জিকির। কুরআন এবং হাদীসের বর্ণনায় এই সকল জিকিরের সওয়াব এবং গুরুত্বের কথা বর্ণনা করা হয়েছে। তাই আমাদের উচিৎ অবসর সময়ে সময় নষ্ট না করে এই সকল জিকির করা। 

আরো পড়ুনঃ জুম্মা মোবারক এর হাদিস ও জুম্মার দিনের ফজিলত

ছোট ছোট জিকির পরিশেষেঃ 

আশা করছি আপনারা ছোট ছোট গুরুত্বপূর্ণ জিকির সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের সকলের উচিৎ এই জিকিরগুলো আমল করা। আমরা চাইলে যেকোনো সময় জিকির করার মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি আমল করতে পারি। জিকির সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চাইলে কমেন্টের জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ সমাধান দেয়ার চেষ্টা করব। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url