পল্লী বিদ্যুৎ বিল বিকাশে দেওয়ার নিয়ম দেখুন (দুইটি মাধ্যমে)

আগে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পল্লী বিদ্যুৎ বিল দিতে হতো। এখন আমরা চাইলে ঘরে বসেই বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারি। তবে অনেকেই রয়েছেন যারা পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম জানেনা। 


যদি আপনি বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই টিউটোরিয়ালে আমি "কিভাবে পল্লী বিদ্যুৎ বিল বিকাশে দিতে হয়" তার পদ্ধতি দেখাবো। আপনারা বিকাশ অ্যাপ থেকে এবং কোড ডায়াল করার মাধ্যমে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম জানতে পারবেন। 


বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম


বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার সুবিধাঃ 

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার সুবিধা অনেক। কারণ বিকাশ ব্যবহার করে আমরা ঘরে বসেই যে কোন সময় পল্লী বিদ্যুৎ বিল দিতে পারি। কিছুদিন আগেও আমাদেরকে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার জন্য বিদ্যুৎ অফিসে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো। অতঃপর দীর্ঘ সময়ের লাইনে দাঁড়িয়ে থেকে আমরা পল্লি বিদ্যুৎ বিল দিতে পারতাম। 


এখন আমরা চাইলে বিদ্যুৎ অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে না থেকেও ঘরে বসেই বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারি। এতে আমাদের সময় এবং শ্রম দুইটাই বেঁচে যাবে। যদি আমরা বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পেমেন্ট করি তাহলে আমাদেরকে পল্লী বিদ্যুৎ অফিস যেতে হবেনা। আমরা পল্লী বিদ্যুৎ অফিস না গিয়েও ঘরে বসেই বিকাশ ব্যবহার করে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবো। এছাড়াও বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার আরো অনেক সুবিধা রয়েছে। 


আরো দেখুনঃ বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম


বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়া নিরাপদ কিনা? 

যারা বিকাশে পল্লী বিদ্যুৎ বিল আগে কখনো দেননি অথবা বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম সম্পর্কে জানেনা তাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়া নিরাপদ কিনা। বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়া নিরাপদ। কারণ বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার পর আমাদের মোবাইলের একটি এসএমএস আসে সেই এসএমএসে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার  সকল তথ্য দেয়া থাকে। 


যদি কেউ জানতে চায় আমরা পল্লী বিদ্যুৎ বিল দিয়েছি কিনা তখন সেই এসএমএস দেখালেই বিশ্বাস করবে যে আমরা বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দিয়েছি। এছাড়াও বিকাশ অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ বিল দিলে আমাদেরকে একটি ফাইল দিয়ে থাকে। আমরা সেই টেক্সট ফাইল ডাউনলোড করে মোবাইলে করে রাখতে পারি। 


পরবর্তীতে পল্লী বিদ্যুৎ বিল প্রদানের প্রমাণ হিসেবে সেই ফাইল মানুষকে দেখাতে পারব। এছাড়াও বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দিলে বিদ্যুৎ অফিসে সেই তথ্য জমা হয়ে থাকে। এই কারণে বলা যায় বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়া নিরাপদ। আমরা নিশ্চিন্তে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারি। 


পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়মঃ 

পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম অনেক সহজ। তবে পল্লী বিদ্যুৎ বিল বিকাশে দেয়ার আগে আপনাকে জেনে নিতে হবে আপনি প্রিপেইড গ্রাহক নাকি পোস্টপেইড গ্রাহক। কারণ প্রিপেইড গ্রাহক এবং পোস্টপেইড গ্রাহকের বিদ্যুৎ বিল দেয়ার পদ্ধতি আলাদা। 

যেভাবে জানতে পারবেন আপনি পল্লী বিদ্যুৎ এর কোন গ্রাহক- 


  • প্রিপেইডঃ যদি আপনি বিদ্যুৎ ব্যবহার করার পূর্বেই মিটারে ব্যালেন্স রিচার্জ করেন তাহলে এটি হবে প্রিপেইড।

  • পোস্টপেইডঃ যদি আপনি বিদ্যুৎ ব্যবহার করার পর আপনার কাছে বিদ্যুৎ বিলের কাগজ আসে তাহলে এটি হবে পোস্টপেইড।


সাধারণত পল্লী বিদ্যুৎ বিল পোস্টপেইড হয়ে থাকে। আমরা যারা পল্লী বিদ্যুৎ ব্যবহার করি তারা বিদ্যুৎ ব্যবহারের শেষে বিদ্যুৎ বিল দিয়ে থেকে। তাই বেশিরভাগ পল্লী বিদ্যুৎ বিল পোস্টপেইড হিসেবে প্রদান করা হয়ে থাকে। এবার আপনারা বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম দেখে নিন- 


আরো দেখুনঃ বিকাশে টাকা পাঠানোর নিয়ম


বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়মঃ 

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম অনেক সহজ। আমরা পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম জানার মাধ্যমে খুব সহজেই ঘরে বসে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবো। তবে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার দুটি পদ্ধতি রয়েছে। পদ্ধতি দুইটি হচ্ছে- 


  • বিকাশ অ্যাপের মাধ্যমে 

  • বিকাশ মেনু কোড ডায়াল করে 


আপনারা বিকাশ অ্যাপ এবং বিকাশ মেনু কোড ডায়াল করার মাধ্যমে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন। তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য দুইটি পদ্ধতিতেই বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম দেখাবো। তাহলে বিকাশ অ্যাপ এবং কোড ডায়াল করে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম জেনে নিন- 


বিকাশ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়মঃ 

বিকাশ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম অনেক সহজ। আমরা বিকাশ অ্যাপ ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবো। তবে এই কাজের জন্য আপনার মোবাইলে বিকাশ অ্যাপ থাকতে হবে। 


যদি আপনার মোবাইলে বিকাশ অ্যাপ থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে Bkash লিখে সার্চ করে অথবা Bkash App এই লিংক থেকে সরাসরি বিকাশ অ্যাপ ইন্সটল করে নিবেন। অতঃপর বিকাশ অ্যাপ ওপেন করবেন- 


Bkash App


বিকাশ অ্যাপ ওপেন করার পর আপনার বিকাশ একাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। অতঃপর আপনারা বিকাশ অ্যাপের হোমপেজে প্রবেশ করলে নিচের স্ক্রিনশটএর মতো Pay Bill নামে একটি অপশন দেখতে পারবেন। আমাদেরকে এই Pay Bill অপশনে প্রবেশ করতে হবে- 


বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম


Pay Bill অপশনে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশট এর মতো Electricity নামে একটি অপশন দেখতে পারবেন। যেহেতু আমরা পল্লী বিদ্যুৎ বিল দিবো তাই Electricity অপশনে ক্লিক করতে হবে- 


বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম


Electricity অপশনে ক্লিক করার পর নিচের স্ক্রিনশট এর মতো আপনারা প্রিপেইড এবং পোস্টপেইড নামে দুইটি অপশন দেখতে পারবেন। যেহেতু পল্লী বিদ্যুৎ বিল সাধারণত পোস্টপেইড হয়ে থাকে এবং আমরা পোস্ট পেইড বিল দিব তাই নিচের স্ক্রিনশট দেখানো Postpaid অপশনে প্রবেশ করতে হবে-


বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো দুইটা অপশন দেখতে পারবেন। এখানে দুইটি অপশনের কাজ হচ্ছে- 


BILL PERIOD - এই অপশনে আপনি যে মাসের পল্লী বিদ্যুৎ বিকাশে দিতে চাচ্ছেন সেই মাস সিলেক্ট করবেন। তবে আপনাকে সর্বশেষ মাস সিলেক্ট করতে হবে। কারণ বিকাশে বকেয়া বিদ্যুৎ বিল দেয়া যায়না। 


ENTER SMS ACCOUNT NUMBER - এই বক্সে আপনার পল্লী বিদ্যুৎ বিলের এসএমএস একাউন্ট নাম্বার দিতে হবে। 


আপনার পল্লী বিদ্যুৎ বিলের কাগজেই এসএমএস অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। নিচের পল্লী বিদ্যুৎ বিলের কাগজ লক্ষ্য করলেই এরকম আপনার পল্লী বিদ্যুৎ বিলের কাগজে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন- 


বিকাশ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম


আপনার পল্লী বিদ্যুৎ বিল এর এসএমএস অ্যাকাউন্ট নাম্বার বের করার পর নিচের স্ক্রিনশটএর মতো সব শেষের মাস সিলেক্ট করে SMS ACCOUNT NUMBER অপশনে আপনার পল্লী বিদ্যুৎ বিলের কাগজ দেখে এসএমএস একাউন্ট নাম্বার বসাবেন। অতঃপর স্ক্রিনশট দেখানো Proceed To Pay অপশনে ক্লিক করবেন- 


বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো আপনার পল্লী বিদ্যুৎ বিলের বাকি টাকার পরিমান দেখতে পারবেন। এখানে যদি দেখেন বাকি টাকার পরিমাণ এবং আপনার পল্লী বিদ্যুৎ বিলে কাগজে দেয়া বাকি টাকার পরিমান একই থাকে তাহলে বুঝবেন এটি আপনারি পল্লী বিদ্যুৎ বিল। এরপর আপনারা Tap to Continue অপশনে ক্লিক করবেন- 


বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো পাসওয়ার্ড দেয়ার বক্স দেখতে পারবেন। এখানে আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড দিয়ে নিচের স্ক্রিনশট দেখানো আইকনে ক্লিক করে পরের পেজে যেতে হবে- 


বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম


এবার আপনারা নিজের স্ক্রিনশটএর মতো Confirm অপশন দেখতে পারবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের স্ক্রিনশট দেখানো আইকনে কিছুক্ষণ চেপে ধরে থাকবেন- 


বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম


অতঃপর আপনারা নিজের স্ক্রিনশটএর মতো Your Pay Bill is Successful নামে একটি এসএমএস দেখতে পারবেন। নিচের স্ক্রিনশটএর মতো দেখলেই বুঝতে পারবেন আপনি সঠিকভাবে বিকাশ অ্যাপ এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল দিতে পেরেছেন। 


অতঃপর আপনারা বিদ্যুৎ বিল দেয়ার প্রমাণ ফাইলটি ডাউনলোড করতে চাইলে নিচের স্ক্রিনশট দেখানো Next অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিবেন- 


বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম


এই ছিলো বিকাশ অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী বিকাশ অ্যাপ ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই ঘরে বসে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন। এবার আপনারা কোড ডায়াল করে পল্লী বিদ্যুৎ বিল বিকাশে দেওয়ার নিয়ম জেনে নিন- 


আরো দেখুনঃ বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট ও চেক করার নিয়ম


কোড ডায়াল করে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার নিয়মঃ 

আপনারা চাইলে কোড ডায়াল করার মাধ্যমে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন। এতে সুবিধা হচ্ছে বাটন অথবা এন্ড্রয়েড সকল ডিভাইস থেকেই কোড ডায়াল করার মাধ্যমে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়া যায়। যদি আপনার মোবাইলে বিকাশ অ্যাপ না থাকে অথবা বিকাশ অ্যাপ ব্যবহার করার মতো এমবি না থাকে তাহলে কোড ডায়াল করার মাধ্যমে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন। 


এই কাজের জন্য প্রথমে আপনার মোবাইলে ডায়াল অপশনের গিয়ে *247# লিখে ডায়াল করবেন। অতঃপর আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেই অপশন গুলোর মধ্যে থেকে Pay Bill অপশনে প্রবেশ করে পরবর্তী কাজগুলো সঠিকভাবে করার মাধ্যমে কোড ডায়াল করেও বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন। 


এই ছিলো বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার দুইটি পদ্ধতি। আমি আপনাদেরকে বিকাশ অ্যাপ এবং কোড ডায়াল করার মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম দেখিয়েছি। আপনারা উপরে দেখানো দুইটি পদ্ধতির মধ্যে যে নিয়ম ভালো লাগে সেই নিয়ম অনুযায়ী খুব সহজেই বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন। 


আরো দেখুনঃ বিকাশ পিন ভুলে গেলে করনীয় ও পিন রিসেট করার নিয়ম


পল্লী বিদ্যুৎ বিল বিকাশে দেওয়ার উপায় পরিশেষে বলতে চাচ্ছিঃ

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url