রকেট একাউন্ট চেক করার কোড, নাম্বার ও রকেট একাউন্ট দেখার নিয়ম

আমাদের রকেট একাউন্ট থাকলে সেই রকেট একাউন্ট নিয়মিত চেক করতে হয়। রকেট একাউন্ট চেক করার মাধ্যমে আমাদের রকেট একাউন্টের বর্তমান অবস্থা জানতে পারি। কিন্তু অনেকেই রয়েছেন যাদের রকের একাউন্ট থাকলেও রকেট একাউন্ট চেক করার কোড জানেনা। 


যদি আপনি রকেট একাউন্ট দেখার নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই পোস্টে আমি রকেট একাউন্ট চেক করার দুইটি পদ্ধতি দেখাবো। রকেট একাউন্ট দেখার দুইটি পদ্ধতি জানার মাধ্যমে খুব সহজেই আপনাদের রকেট একাউন্ট চেক করতে পারবেন। তাহলে এবার বিস্তারিত জেনে নিন- 


রকেট একাউন্ট চেক করার কোড


রকেট একাউন্ট - Rocket account 

রকেট একাউন্ট দেখার নিয়ম জানার আগে রকেট একাউন্ট সম্পর্কে জেনে নেয়া যাক। বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস হচ্ছে রকেট। বাংলাদেশের সবার প্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস হিসেবে রকেট চালু হয়। ডাচ বাংলা ব্যাংক এই রকেট একাউন্টের প্রতিষ্ঠাতা। প্রথমে রকেট একাউন্টের নাম ছিলো ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সার্ভিস। 


পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় রকেট একাউন্ট। রকেট একাউন্ট ডাচ বাংলা ব্যাংক থেকে পরিচালনা হয়ে থাকে। এই রকেট একাউন্টের সাহায্যে টাকা আদান প্রদান করা, কেনাকাটা করা, বিভিন্ন বিল প্রদান করা সহো অনেক সুবিধা পাওয়া যায়। 


আরো পড়ুনঃ রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয়


রকেট একাউন্ট চেক করার কারন ও সুবিধাঃ 

যদি আপনার রকেট একাউন্ট থাকে তাহলে অবশ্যই সেই রকেট একাউন্ট চেক করার প্রয়োজন হবে। কারণ রকেট একাউন্ট পরিচালনা করার জন্য আমাদেরকে অবশ্যই রকেট একাউন্টে প্রবেশ করতে হয়। আমরা রকেট একাউন্টে প্রবেশ করে আমরা রকেট একাউন্ট সম্পর্কিত সকল কাজ করতে পারি। 


এছাড়াও রকেট একাউন্টের ব্যালেন্স চেক, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, বিভিন্ন বিল পেমেন্ট সহো সকল কাজ করার জন্য রকেট একাউন্ট চেক করতে হয়। যেমন মনে করুন আপনার রকেট একাউন্টে কত টাকা রয়েছে জানতে চাচ্ছেন। এখন রকেট একাউন্ট চেক করার মাধ্যমে আপনার রকেট একাউন্টে কত টাকা রয়েছে জানতে পারবেন। 


এছাড়াও মনে করুন আপনি রকেট একাউন্ট থেকে ক্যাশ আউট অথবা কাউকে টাকা পাঠাতে চাচ্ছেন। এই অবস্থায় অবশ্যই আপনাকে রকেট একাউন্টে প্রবেশ করতে হবে। এই কারণে আমাদেরকে রকেট একাউন্ট চেক করার কোড জানতে হয়। রকেট একাউন্ট দেখার নিয়ম জানার মাধ্যমে আমরা রকেট একাউন্টে প্রবেশ করে যাবতীয় কাজ করতে পারি। তাহলে এবার রকেট একাউন্ট চেক করার নিয়ম জেনে নিন- 


রকেট একাউন্ট দেখার নিয়ম - রকেট একাউন্ট চেকঃ 

রকেট একাউন্ট দেখার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের রকেট একাউন্ট চেক করতে পারবেন। তবে রকেট একাউন্ট দেখার দুইটি পদ্ধতি রয়েছে। আপনারা দুইটি নিয়মে আপনাদের রকেট একাউন্ট চেক করতে পারবেন। পদ্ধতি দুইটি হচ্ছে- 


  • কোড ডায়াল করে 

  • রকেট অ্যাপের মাধ্যমে 


আপনারা কোড ডায়াল করে এবং রকেট অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনাদের রকেট একাউন্ট চেক করতে পারবেন। নিম্নে আমি দুইটি পদ্ধতিতেই রকেট একাউন্ট দেখার পদ্ধতি দেখিয়েছি। তাহলে এবার কোড ডায়াল করে এবং রকেট অ্যাপের মাধ্যমে কিভাবে রকেট একাউন্ট চেক করতে হয় দেখে নিন- 


রকেট একাউন্ট চেক করার কোডঃ 

রকেট একাউন্ট চেক করার কোড হচ্ছে- *322# আপনারা আপনাদের মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *322# কোড লিখে রকেট একাউন্ট যে নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বারে ডায়াল করলেই আপনাদের রকেট একাউন্টে প্রবেশ করতে পারবেন। তবে কোড ডায়াল করে রকেট একাউন্ট চেক করার সমস্ত তথ্য জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


কোড ডায়াল করে রকেট একাউন্ট দেখার নিয়মঃ 

রকেট একাউন্ট দেখার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে কোড ডায়াল করা। কারণ বাটন অথবা এন্ড্রয়েড সকল ডিভাইসে কোড ডায়াল করার মাধ্যমে রকেট একাউন্ট চেক করা যায়। যদি আপনার মোবাইলে রকেট অ্যাপ নাও থাকে এবং রকেট অ্যাপ থাকলেও এমবি না থাকে তাহলেও কোড ডায়াল করার মাধ্যমে রকেট একাউন্ট সম্পর্কিত সকল কাজ করতে পারবেন। 


কোড ডায়াল করে রকেট একাউন্ট চেক করতে প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *322# কোড লিখে ডায়াল করবেন। যে নাম্বার দিয়ে রকেট একাউন্ট খুলেছেন সেই নাম্বারে ডায়াল করতে হবে- 


রকেট একাউন্ট চেক করার কোড


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো রকেট একাউন্ট সম্পর্কিত অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে অপশন গুলোর কাজ হচ্ছে- 


  • Bill Pay - এই অপশনে প্রবেশ করে আপনারা রকেট একাউন্টের মাধ্যমে বিল প্রদান করতে পারবেন। 


  • Send Money- এই অপশনে প্রবেশ করে আপনারা আপনাদের রকেট একাউন্ট থেকে অন্যের রকেট একাউন্টে টাকা পাঠাতে পারবেন। 



  • Bank - যদি আপনার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট থাকে তাহলে এই অপশনে প্রবেশ করে আপনাদের ডাচ বাংলা ব্যাংক একাউন্ট পরিচালনা করতে পারবেন। 


  • My Acc - এই অপশনে প্রবেশ করে আপনার রকেট একাউন্ট সম্পর্কিত কাজ করতে পারবেন। যেমন রকেট একাউন্টের ব্যালেন্স চেক করা, লেনদেন হিস্টোরি দেখা এবং রকেট একাউন্টের পিন পরিবর্তন করা। এই সকল যাবতীয় কাজ My Acc অপশনে প্রবেশ করে করতে পারবেন। 


  • Remittance- এই অপশনে প্রবেশ করে আপনারা বিদেশ থেকে টাকা আদান প্রদান করতে পারবেন। 



এই হচ্ছে এখানে থাকা সকল অপশনের বিস্তারিত কাজ। আপনারা যে অপশনে প্রবেশ করতে যাচ্ছেন সেই অপশনের নাম্বার লিখে সেন্ড করতে হবে- 


রকেট একাউন্ট চেক করার কোড


যেমন মনে করুন আপনি আপনার রকেট একাউন্টের ব্যালেন্স চেক করতে চাচ্ছেন। এই অবস্থায় আপনাকে My Acc অপশনে প্রবেশ করতে হবে। My Acc অপশন 5 নাম্বরে থাকায় নিচের স্ক্রিনশটএর মতো 5 লিখে Send করতে হবে- 


রকেট একাউন্ট চেক করার কোড


My Acc অপশনে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটএর মতো আপনারা আরো কিছু অপশন দেখতে পারবেন। এখানে অপশন গুলোর কাজ হচ্ছে- 


  • Balance - এই অপশনে প্রবেশ করে আপনার রকেট একাউন্টে কত টাকা রয়েছে দেখতে পারবেন। 



  • Change Pin - এই অপশনে প্রবেশ করে আপনার রকেট একাউন্টের পিন কোড পরিবর্তন করতে পারবেন। 


  • Account No - এই অপশনে প্রবেশ করে আপনার রকেট একাউন্টের একাউন্ট নাম্বার দেখতে পারবেন। 


  • Help - এই অপশনে প্রবেশ করে আপনারা রকেট একাউন্ট সম্পর্কিত সকল সমস্যার সমাধান পাবেন। 


  • Main Menu- এই অপশনে প্রবেশ করলে আপনারা আবার পূর্বের অপশনগুলোতে যেতে পারবেন। 


এই হচ্ছে নিচের স্ক্রিনশটে থাকা সকল অপশন গুলোর কাজ। আপনারা যে অপশনে প্রবেশ করতে চাচ্ছেন সেই অপশন যত নাম্বারে রয়েছে ততো লিখে সেন্ড করলেই প্রবেশ করতে পারবেন- 


রকেট একাউন্ট চেক করার কোড


এই ছিলো কোড ডায়াল করে রকেট একাউন্ট চেক করার নিয়ম। ‌ আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *322# কোড ডায়াল করার মাধ্যমে আপনার রকেট একাউন্ট দেখতে পারবেন। এছাড়াও রকেট একাউন্ট সম্পর্কিত সকল কাজ করতে পারবেন। তাহলে এবার রকেট অ্যাপের মাধ্যমে রকেট একাউন্ট চেক করার নিয়ম জেনে নিন- 


রকেট অ্যাপের মাধ্যমে রকেট একাউন্ট চেক করার নিয়মঃ 

রকেট একাউন্ট চেক করার অন্যতম একটি সহজ মাধ্যম হচ্ছে রকেট অ্যাপ। কারণ রকেট অ্যাপ এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে একজন ব্যবহারকারী রকেট অ্যাপে প্রবেশ করে তার রকেট একাউন্ট খুব সহজেই পরিচালনা করতে পারে। রকেট অ্যাপের মাধ্যমে রকেট একাউন্ট দেখতে এবং পরিচালনা করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-  


রকেট অ্যাপের মাধ্যমে রকেট একাউন্ট চেক করতে চাইলে আপনার মোবাইলে রকেট অ্যাপ থাকতে হবে। যদি আপনার মোবাইলে রকেট অ্যাপ থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে Rocket লিখে সার্চ করে অথবা Rocket App এই লিংকে প্রবেশ করে সরাসরি রকেট অ্যাপ ইন্সটল করে নিবেন। অতঃপর রকেট অ্যাপ ওপেন করবেন- 


Rocket app


রকেট অ্যাপ ইন্সটল করে ওপেন করার পর নিচের স্ক্রিনশটএর মতো ভাষা সিলেক্ট করার অপশন দেখতে পারবেন। আপনারা ইংরেজি ভাষা সিলেক্ট করে Next অপশনে ক্লিক করবেন। কারণ ইংরেজি ভাষা সিলেক্ট করা থাকলে সবকিছু ভালোভাবে বোঝা যায়- 


রকেট একাউন্ট দেখার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো মোবাইল নাম্বার দেয়ার এবং বক্স দেখতে পারবেন। এখানে আপনার রকেট একাউন্ট যে নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বার দিয়ে Next অপশনে ক্লিক করতে হবে- 


রকেট একাউন্ট দেখার নিয়ম


নাম্বার দেয়ার পর আপনার মোবাইলে নিচের স্ক্রিনশটএর মতো রকেট অফিস থেকে কল আসবে। কল রিসিভ করার পর আপনার রকেট একাউন্টের পিন টাইপ করতে বলবে। আপনারা নিচের স্ক্রিনশট দেখানো আইকনে ক্লিক করবেন- 


রকেট একাউন্ট দেখার নিয়ম


অতঃপর আপনারা কল রিসিভ থাকা অবস্থায় নিচের স্ক্রিনশটএর মতো আপনার রকেট একাউন্টের চার সংখ্যার পিন লিখবেন- 


রকেট একাউন্ট দেখার নিয়ম


রকেট একাউন্টের পিন লেখার সাথে সাথেই ফোন কল কেটে গিয়ে আপনার মোবাইলে একটি সিকিউরিটি কোড আসবে। অতঃপর আপনারা রকেট অ্যাপে নিচের স্ক্রিনশটএর মতো একটি পেজ দেখতে পারবেন। 


এখানে Mobile No এর জায়গায় আপনার রকেট একাউন্টের মোবাইল নাম্বার দিবেন। Security Code অপশনে আপনার মোবাইলে আসা সিকিউরিটি কোড এবং Pin এর ঘরে আপনার রকেট একাউন্টের চার সংখ্যার পিন দিয়ে Verify অপশনে ক্লিক করবেন- 


রকেট একাউন্ট দেখার নিয়ম


Verify অপশনে ক্লিক করার পর নিচের স্ক্রিনশটএর মতো নাম্বার এবং পিন দেয়ার বক্স দেখতে পারবেন। এখানে আপনার রকেট একাউন্টের নাম্বার এবং পিন দিয়ে Login অপশনে ক্লিক করতে হবে- 


রকেট একাউন্ট দেখার নিয়ম


লগইন অপশনে ক্লিক করার সাথে সাথেই রকেট অ্যাপে আপনার রকেট একাউন্ট লগইন হয়ে যাবে। অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো রকেট অ্যাপের হোমপেজে আপনার রকেট একাউন্ট দেখতে পারবেন। তবে এখানে অনেকগুলো অপশন রয়েছে। অপশন গুলোর কাজ হচ্ছে- 



  • Add Money - এই অপশনে প্রবেশ করে আপনার রকেট একাউন্টে টাকা যুক্ত করতে পারবেন। 


  • Mobile Recharge - এই অপশনে প্রবেশ করে আপনার রকেট একাউন্ট থেকে যেকোন নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন। 


  • Bill Pay - এই অপশনে প্রবেশ করে রকেট অ্যাপের মাধ্যমে বিল প্রদান করতে পারবেন। 


  • Merchant Pay - এই অপশনে প্রবেশ করে আপনারা মার্চেন্ট পে করতে পারবেন। 



  • Cash Out - এই অপশনে প্রবেশ করে আপনাদের রকেট একাউন্টে থাকা টাকা বের করতে পারবেন। 


  • Bank Transfer - এই অপশনে প্রবেশ করে আপনারা রকেট একাউন্টের টাকা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। 


  • Location - এই অপশনে প্রবেশ করে আপনারা রকেটের এটিএম বুথের লোকেশন বের করতে পারবেন। 


  • Scan Qr - এই অপশনে প্রবেশ করে আপনারা কিউআর কোড স্ক্যান করে রকেট একাউন্টে নাম্বার দেখতে পারবেন। 


  • Offers - এই অপশনে প্রবেশ করে আপনার রকেট একাউন্টের যদি কোনো অফার থাকে তাহলে দেখতে পারবেন। 


এই হচ্ছে রকেট অ্যাপের হোমপেজের সকল অপশন এর কাজ। তবে এখানে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে মেনু অপশন।


রকেট একাউন্ট দেখার নিয়ম


রকেট অ্যাপের মেনু অপশনে প্রবেশ করার জন্য নিচের স্ক্রিনশট দেখানো মেনু আইকনে ক্লিক করবেন- 


রকেট একাউন্ট দেখার নিয়ম


মেনু আইকনে ক্লিক করার পর নিচের স্ক্রিনশটএর মতো অনেক অপশন দেখতে পারবেন। এখানে অপশনগুলোর কাজ হচ্ছে- 


  • Remittance- এই অপশনে প্রবেশ করে আপনারা বিদেশ থেকে টাকা আদান প্রদান করতে পারবেন। 


  • Balance Enquiry - এই অপশনে প্রবেশ করে আপনার রকেট একাউন্টে কত টাকা রয়েছে দেখতে পারবেন। 


  • Mini Statement - এই অপশনে প্রবেশ করে আপনার রকেট একাউন্টের লেনদেন হিস্টোরি দেখতে পারবেন। 


  • Service Charge - এই অপশনে প্রবেশ করে রকেট একাউন্টের সার্ভিস চার্জ জানতে পারবেন। অর্থাৎ রকেট একাউন্টে টাকা আদান-প্রদান এবং ক্যাশ আউট সকল খরচ এখানে দেখাবে। 


  • Transection Limit - এই অপশনে প্রবেশ করলে আপনার রকেট একাউন্ট দিয়ে টাকা আদান প্রদান করার লিমিট জানতে পারবেন। অর্থাৎ রকেট একাউন্ট থেকে সর্বোচ্চ কত টাকা আদান প্রদান করতে পারবেন সকল তথ্য এখানে রয়েছে। 


  • Contact Us - এই অপশনে প্রবেশ করলে আপনারা রকেট একাউন্টের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন। 


  • Log Out - এই অপশনের মাধ্যমে আপনারা রকেটে অ্যাপ থেকে আপনাদের রকেট একাউন্ট লগআউট করতে পারবেন। 


এই ছিলো নিচের স্ক্রিনশটে থাকা রকেট অ্যাপের মেনু অপশনের কাজ। এখানে সকল অপশন গুলোর বিস্তারিত কাজ বর্ণনা করা হয়েছে।


রকেট একাউন্ট দেখার নিয়ম


এই ছিলো রকেট অ্যাপের মাধ্যমে রকেট একাউন্ট চেক করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী রকেট অ্যাপের মাধ্যমে রকেট একাউন্ট দেখার পাশাপাশি আপনাদের রকেট একাউন্ট থেকে যাবতীয় কাজ করতে পারবেন। 


আশা করছি রকেট একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখানে রকেট একাউন্ট চেক করার কোড এবং রকেট অ্যাপের মাধ্যমে রকেট একাউন্ট দেখার দুইটি পদ্ধতি দেখানো হয়েছে। আপনাদের যে পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতি অনুযায়ী খুব সহজেই আপনাদের রকেট একাউন্ট পরিচালনা করতে পারবেন। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ 

রকেট একাউন্ট দেখার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও যদি আপনাদের কথা বুঝতে সমস্যা হয় অথবা রকেট একাউন্ট চেক করা সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url