বিপিএল ২০২৪ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড, দল, প্লেয়ার তথ্য

বিপিএলের দলগুলোর মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল আনেক জনপ্রিয়। বিপিএলের শুরুতে ২০১২ সালের বিপিএলে যে ছয়টি দল অংশগ্রহণ করেছিল তার মধ্যে চট্টগ্রামও ছিল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করায় এর সাপোর্টারও অনেক বেশি। অন্যান্য বিপিএলের মত চট্টগ্রাম কর্তৃপক্ষ ২০২৪ বিপিএলের জন্য দেশি ও বিদেশী প্লেয়ারদের সমন্বয়ে দল গঠন করেছে। 


বিপিএলের দর্শক এবং চট্টগ্রামের সাপোর্টাররা ২০২৪ সালের বিপিএলের জন্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল কেমন হলো ও দলে কারা রয়েছে জানতে চাচ্ছেন। আপনাদের জানাতে বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের সকল প্লেয়ারদের নাম ও তালিকা দেয়া হবে। আপনারা বিপিএল ২০২৪ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড, দেশি ও বিদেশী খেলোয়াড়, ব্যাটসম্যান, বলার ও অলরাউন্ডার নাম সহো বিস্তারিত তথ্য জানতে পারবেন-


বিপিএল চট্টগ্রাম স্কোয়াড


বিপিএল ২০২৪ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্লেয়ারঃ 

সাধারণত প্রতিবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হওয়ার পূর্বে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়ে থাকে। বিপিএলের সকল দলগুলো এই প্লেয়ার ড্রাফটে তাদের পছন্দের দেশি ও বিদেশী যেসব প্লেয়ার বিপিএল খেলার আগ্রহ দেখায় তাদেরকে বেছে নেয়। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ২০২৪ বিপিএল এর জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। সেই প্লেয়ার ড্রাফট থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের মালিক দেশি ও বিদেশি প্লেয়ারদের নিয়ে দল গঠন করেছে।

আরো জানুনঃ বিপিএলে ফরচুন বরিশাল দলের সকল প্লেয়ারদের নাম ও তালিকা

বিপিএল ২০২৪ চট্টগ্রাম স্কোয়াড - চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলোয়াড় তালিকাঃ

২০২৪ সালের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে দেশের ও বিদেশের তেমন কোনো তারকা প্লেয়ার নেই। অর্থাৎ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল সাদামাটা। এরপরেও চট্টগ্রাম দলে যে প্লেয়াররা রয়েছে তারা বিপিএলের অন্যান্য দলের বিপক্ষে অনেক ভালো লড়াই করার ক্ষমতা রাখে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্লেয়ার ২০২৪ হচ্ছে- 


  • শুভাগত হোম, (c)

  • তানজিদ হাসান তামিম, 

  • আল-আমিন হোসেন,

  • সৈকত আলী, 

  • জিয়াউর রহমান, 

  • শাহাদাত হোসেন দিপু,

  • শহিদুল ইসলাম,  

  • নিহাদুজ্জামান,

  • সালাউদ্দিন শাকিল,

  • বিলাল খান, 

  • Muhammad Waseem, 

  • Tom Bruce (wk)

  • Romario Shepherd, 

  • Josh Brown, 

  • Husna Habib, 

  • ইমরানুজ্জামান, 

  • মোহাম্মদ হারিস, 

  • নাজিবউল্লাহ জাদরান, 

  • মোহাম্মদ হাসনাইন,

  • কার্টিস ক্যাম্ফার, 


এই হচ্ছে বিপিএল ২০২৪ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের সকল প্লেয়ারদের তালিকা। উপরে দেয়া খেলোয়াড়রা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের হয়ে ২০২৪ বিপিএল খেলতে পারবে। তবে পরবর্তীতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের মালিক চাইলে যেকোনো সময় অন্য কোনো দেশি বা বিদেশী প্লেয়ার দলে নিতে পারবে। 


বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক কে? 

২০২৪ সালের বিপিএলে এর জন্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক হচ্ছেন শুভাগত হোম। শুভাগত হোম বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলকে নেতৃত্ব দিবেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের কোচ কে? 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের কোচ হচ্ছেন তুষার ইমরান। তার সাথে খেলোয়ারদের ভালো সম্পর্ক রয়েছে। 

বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের মালিক কে? 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বর্তমান মালিক হচ্ছে আক্তার গ্রুপ। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান।

বিপিএল ২০২৪ ফরচুন বরিশাল দলে কতজন বিদেশি প্লেয়ার খেলতে পারবে? 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে একাধিক বিদেশি প্লেয়ার থাকলেও মূল দলে শুধুমাত্র যোকোনো চারজন বিদেশি প্লেয়ার খেলতে পারবে এবং বাকি প্লেয়াররা হবে বাংলাদেশের।

আরো দেখুনঃ বিপিএলে রংপুর রাইডার্স দলের সকল প্লেয়ারদের নাম ও তালিকা

বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল পরিশেষেঃ

উপরে ২০২৪ সালের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের সকল দেশি ও বিদেশী প্লেয়ারের তালিকা দেয়া হয়েছে। আপনারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের ব্যাটসম্যান, বলার, অলরাউন্ডার, অধিনায়ক, কোচ ও মালিক সম্পর্কে জানতে পেরেছেন। এরপরও যদি বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাবেন। তবে এরকম খেলাধুলার আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক গুগল নিউজে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url