বিপিএল ২০২৪ কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলোয়াড় তালিকা ও স্কোয়াড

বিপিএলের সবথেকে সফল দল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কেননা তারা বিপিএলে অন্যান্য দলের থেকে বেশি অর্থাৎ চার বার চ্যাম্পিয়ন হয়েছে। মূলত প্রতিবছর বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মালিক বিদেশী সেরা প্লেয়ারগুলোকে কুমিল্লা দলে রাখে। প্রতিবারের মতো ২০২৪ বিপিএলের জন্য দেশী ও বিদেশি সেরা প্লেয়ারদের নিয়ে কুমিল্লা দলের কর্তৃপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল গঠন করেছে। 


২০২৪ বিপিএলের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল গঠন করার পর অনেকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড জানতে চাচ্ছেন। আপনাদের জন্য এই পোস্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের সকল প্লেয়ার নাম দেয়া হবে। এছাড়াও বিপিএল ২০২৪ কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের দেশি ও বিদেশি প্লেয়ার, ব্যাটসম্যান, বলার ও অলরাউন্ডার নাম জানতে পারবেন। তাহলে এবারের কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম কেমন হলো দেখুন-


কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলোয়াড়


বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলোয়াড়ঃ 

সাধারণত প্রতিবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হওয়ার পূর্বে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। প্লেয়ার ড্রাফটে বিপিএলের সকল দলগুলো তাদের ইচ্ছামতো দেশী ও বিদেশী প্লেয়ার নিয়ে দল গঠন করে। ঠিক তেমনি ২০২৪ সালের বিপিএলের জন্য ২০২৩ সালের ২৪ শে সেপ্টেম্বর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। এই প্লেয়ার ড্রাফকে অন্যান্য bpl এর মতো ২০২৪ বিপিএলের জন্যেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিদেশি সেরা প্লেয়ারদের নিয়ে দল গঠন করেছে। 


কুমিল্লা প্রতি বিপিএলে সেরা বিদেশি প্লেয়ারদের নিয়ে দল গঠন করায় তারা সর্বোচ্চ চারবার বিপিএল জয়ী। ২০২৩ সালের বিপিএল জয়ী হওয়ার পর শিরোপা ধরে রাখার জন্য ২০২৪ সালের জন্য দেশি ও বিদেশী সেরা প্লেয়ারগুলো কুমিল্লা দলে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম জনসন চার্লসকে দলে নিয়েছে কুমিল্লা। এছাড়াও ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী কুমিল্লার হয়ে খেলবে। কুমিল্লা দলের অধিনায়ক থাকবেন লিটন দাস। তাকে কুমিল্লা দলের নেতৃত্ব দেয়ার পাশাপাশি ওপেনিং ব্যাট করতে দেখা যাবে। 


বাংলাদেশ জাতীয় দলের তরুণ উদীয়মান ব্যাটসম্যান তৌহিদ হৃদয় খেলবেন কুমিল্লার হয়ে। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মূল আকর্ষণ হচ্ছে টি-টোয়েন্টি স্পেশালিস্ট মোঃ রিজওয়ান। পাকিস্তানি এই ব্যাটসম্যান কুমিল্লার হয়ে বিপিএল খেলবে। কুমিল্লা দলের অধিনায়ক থাকবেন লিটন দাস। তাকে কুমিল্লা দলের নেতৃত্ব দেয়ার পাশাপাশি ওপেনিং ব্যাট করতে দেখা যাবে। বাংলাদেশ জাতীয় দলের তরুণ উদীয়মান ব্যাটসম্যান তৌহিদ হৃদয় খেলবেন কুমিল্লার হয়ে। 


তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মূল আকর্ষণ হচ্ছে টি-টোয়েন্টি স্পেশালিস্ট মোঃ রিজওয়ান। পাকিস্তানি এই ব্যাটসম্যান কুমিল্লার হয়ে বিপিএল খেলবে। ইংল্যান্ডের Will Jacks দলে নিয়েছে কুমিল্লা। এছাড়াও দেশ সেরা বলার মুস্তাফিজুর রহমান, ওপেনার ইমরুল কায়েস কুমিল্লা দলে রয়েছে। অর্থাৎ শিরোপা জয়ী হওয়ার জন্য সেরা প্লেয়ারদের নিয়ে দল গঠন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

আরো দেখুনঃ বিপিএল রংপুর স্কোয়াড ও প্লেয়ার তালিকা

কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্লেয়ার ২০২৪ - কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডঃ 

আপনারা জানেন যে প্রতিটি বিপিএলে কুমিল্লা তাদের দলে সেরা প্লেয়ারদের রাখে। সেই ধারাবাহিকতায় ২০২৪ বিপিএলের জন্য ২ জন বিদেশি ক্রিকেটার ধরে রাখার পাশাপাশি দেশি ক্রিকেটার হিসেবে তাওহিদ হৃদয়কে চুক্তিবদ্ধ করেছে। এছাড়াও ৩ জন দেশি ক্রিকেটার ধরে রাখার পাশাপাশি ৯ জন বিদেশি ক্রিকেটার সরাসরি চুক্তিবদ্ধ করেছে। অন্যান্য খেলোয়াড়দের প্লেয়ার ড্রাফট থেকে দলে নিয়েছে। ২০২৪ বিপিএলের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড হচ্ছে-


  • লিটন দাস,

  • মোস্তাফিজুর রহমান,

  • তানভীর ইসলাম,

  • রিশাদ হোসেন,

  • মোহাম্মদ রিজওয়ান, 

  • Will Jacks 

  • Brooke Guest

  • সুনীল নারাইন,

  • তাওহিদ হৃদয়,

  • মঈন আলি, 

  • জাকের আলি অনিক,

  • মাহিদুল ইসলাম অঙ্কন,

  • ম্যাথু ওয়াটলার ফোর্ড,

  • জনসন চার্লস,

  • আন্দ্রে রাসেল,

  • জামান খান,

  • মৃত্যুঞ্জয় চৌধুরী,

  • খুশদিল শাহ,

  • নূর আহমেদ,

  • নাসিম শাহ,

  • রশিদ খান,

  • রাহকিম কর্নওয়াল, 

  • ইফতেখার আহমেদ,

  • ইমরুল কায়েস,

  • মুশফিক হাসান,

  • এনামুল হক (অফ স্পিনিং অলরাউন্ডার)


এই হচ্ছে বিপিএল ২০২৪ কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের প্লেয়ার তালিকা। উপরে দেয়া ক্রিকেটাররা ২০২৪ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে বিপিএল খেলতে পারবে। তবে পরবর্তীতে কুমিল্লা দলের মালিক চাইলে যেকোনো সময় অন্য কোনো বিদেশি প্লেয়ার দলে নিয়ে খেলাতে পারবে। 


বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের বিদেশি প্লেয়ার তালিকাঃ 

বিপিএলের অন্যান্য দলের থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের বিদেশি প্লেয়ার দামি ও সেরা হয়ে থাকে। এই কারণে তাদের সফলতাও বেশি। নিম্নে ২০২৪ বিপিএল এর কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের সকল বিদেশি প্লেয়ারের নাম, দেশের নাম ও পদবী দেয়া হলো- 


  • মোহাম্মদ রিজওয়ান, (ব্যাটার - পাকিস্তান)

  • মইন আলি, (অলরাউন্ডার - ইংল্যান্ড)

  • খুশদিল শাহ, (ব্যাটার - পাকিস্তান)

  • জনসন চার্লস, (ব্যাটার - ওয়েস্ট ইন্ডিজ)

  • ম্যাথু ওয়াটলার ফোর্ড, (বলার - ওয়েস্ট ইন্ডিজ)

  • Will Jacks (ব্যাটার - ইংল্যান্ড)

  • Brooke Guest (ব্যাটার ও উইকেট কিপার - ইংল্যান্ড)

  • আন্দ্রে রাসেল, (অলরাউন্ডার - ওয়েস্ট ইন্ডিজ)

  • ইফতিখার আহমেদ, (ব্যাটার - পাকিস্তান)

  • জামান খান, (বলার - পাকিস্তান)

  • নুর আহমেদ, (বলার - আফগানিস্তান)

  • নাসিম শাহ, (বলার - পাকিস্তান)

  • রাশিদ খান, (অলরাউন্ডার - আফগানিস্তান)

  • রাহকিম কর্নওয়াল, (অলরাউন্ডার - ওয়েস্ট ইন্ডিজ)

  • সুনীল নারাইন, (অলরাউন্ডার - ওয়েস্ট ইন্ডিজ)


এই ছিলো বিপিএল ২০২৪ কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের বিদেশি প্লেয়ারদের তালিকা। উপরে উল্লেখিত বিদেশী প্লেয়ারগুলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে বিপিএল খেলতে পারবে। তবে একাদশে শুধুমাত্র চারজন বিদেশি প্লেয়ার খেলতে পারবে। 


বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের কোচ কে? 

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের কোচ হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। তিনি ২০২৪ এ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের হেড কোচ থাকবেন। 


২০২৪ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের অধিনায়ক কে? 

২০২৪ বিপিএলের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের অধিনায়ক হচ্ছেন লিটন দাস। বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলকে নেতৃত্ব দিবেন। 


কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে কতজন বিদেশি প্লেয়ার খেলতে পারবে? 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল একাধিক বিদেশি প্লেয়ার দলে নিতে পারলেও মূল দলে শুধুমাত্র চারজন বিদেশি প্লেয়ার রাখতে পারবে। অর্থাৎ একাদশে বিদেশি প্লেয়ারের চারজন এবং বাকি প্লেয়ারগুলো বাংলাদেশের নিয়ে খেলতে হবে।


কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মালিক কে?

২০১৫ সালে যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল প্রতিষ্ঠিত হয় তখন এই দলের মালিক ছিলো কুমিল্লা লিজেন্ডস লিমিটেড। কিন্তু এই দলটি যখন বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হতে যাচ্ছিল তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মালিকানা গ্রহণ করে কুমিল্লা ওয়ারিয়র্স নাম রাখে। তারা ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ানস এর মালিক থাকে। এর পরবর্তীতে ২০২২ সালে লেজেন্ডস স্পোর্টিং লিমিটেড পুনরায় এই দলের মালিক হয়। 


বিপিএল ২০২৪ কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্লেয়ার তালিকা পরিশেষেঃ

এখানে ২০২৪ সালের বিপিএলের দশম আসরের কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের সকল দেশি ও বিদেশী খেলোয়ার তালিকা দেয়া হয়েছে। আপনারা কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের ব্যাটসম্যান, বলার, অলরাউন্ডার, অধিনায়ক, কোচ ও মালিক সম্পর্কে জানতে পেরেছেন। এরপরও যদি বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাবেন। তবে এরকম খেলাধুলার আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক গুগল নিউজে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url