বিপিএল ২০২৪ রংপুর রাইডার্স স্কোয়াড (দেশি ও বিদেশি প্লেয়ার তালিকা)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের অন্যতম জনপ্রিয় ও সফল দল হচ্ছে রংপুর রাইডার্স। প্রতি বিপিএলে রংপুর রাইডার্স দলের মালিক এই দলে দেশের সেরা প্লেয়ারও বিদেশের সেরা প্লেয়ার দিয়ে দল গঠন করে। ঠিক তেমনি প্রতিবারের মতো এবারও ২০২৪ বিপিএলের জন্য রংপুর রাইডার্স কর্তৃপক্ষ এই দলে দেশীয় বিদেশি সেরা প্লেয়ারদের নিয়ে দল গঠন করেছে। 


আপনারা নিশ্চয় বিপিএল ২০২৪ রংপুর রাইডার্স স্কোয়াড জানতে চাচ্ছেন। আপনাদের জন্য এই পোস্টে রংপুর রাইডার্স দলের সকল প্লেয়ার নাম দেয়া হবে। এছাড়াও বিপিএল ২০২৪ রংপুর রাইডার্স দলের দেশি ও বিদেশি প্লেয়ার, ব্যাটসম্যান, বলার ও অলরাউন্ডার নাম জানতে পারবেন। তাহলে দেখুন এবারের রংপুর রাইডার্স দল কেমন হলো-


বিপিএল ২০২৪ রংপুর স্কোয়াড


বিপিএল ২০২৪ রংপুর রাইডার্স প্লেয়ার তালিকাঃ 

২০২৩ সালের ২৪ শে সেপ্টেম্বর ২০২৪ সালের দশম বিপিএলের জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। প্লেয়ার ড্রাফটে অংশ নেয়া ফ্রাঞ্চাইজিগুলো তাদের ইচ্ছা মতো দেশি ও বিদেশী প্লেয়ার নিয়ে দল গঠন করেছে। তবে তাদের মধ্যে বিপিএল ২০২৪ এর জন্য রংপুর রাইডার্স হচ্ছে অন্যতম সেরা দল। কেননা প্রতিবারের মতো এবারেও দেশি ও বিদেশী সেরা ক্রিকেটারদের নিয়ে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ তাদের দল গঠন করেছে। 


রংপুর রাইডার্স দলে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নুরুল হাসান সোহান রংপুর রাইডার্স দলের ক্যাপ্টেন হয়ে দলকে নেতৃত্ব দিবেন। এছাড়াও বিশ্বের সেরা ব্যাটসম্যান বাবর আজমকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। আফগানিস্তানের অন্যতম সেরা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নাবি রংপুরের হয়ে বিপিএল খেলবেন। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ব্রেন্ডন কিং ও নিকলাস পুরান রংপুরের হয়ে খেলবে। 


শ্রীলংকার সেরা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বলার মাথিশা পাথিরানাকে রংপুর রাইডার্স দলে নেয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান রনি তালুকদার ও শামীম হোসেন রয়েছেন রংপুর রাইডার্স দলে। বোলিংয়ে হাসান মাহমুদ, মেহেদী হাসান ও পাকিস্তানের ইনসানাউল্লাহ রয়েছেন। অর্থাৎ এবারের রংপুর রাইডার্স বিপিএল দলের প্লেয়ারগুলো সেরা প্লেয়ার। 

আরো দেখুনঃ বিপিএলে কুমিল্লা দলের স্কোয়াড ও প্লেয়ার তালিকা

বিপিএল ২০২৪ রংপুর স্কোয়াডঃ 

প্রতিবারের মতো ২০২৪ সালের বিপিএলেও সেরা প্লেয়ারদের নিয়ে রংপুর রাইডার্স দল গঠন করায় সমর্থকরা রংপুর রাইডার্স এর খেলা দেখার জন্য অপেক্ষায় আছে। সেরা ক্রিকেটারদের নিয়ে রংপুর রাইডার্স দল গঠন করায় বিপিএলে প্রতিযোগিতা পূর্ণ খেলা উপভোগ করা যাবে। ২০২৪ বিপিএলের জন্য রংপুর স্কোয়াড হচ্ছে- 


  • নুরুল হাসান সোহান (অধিনায়ক), 

  • সাকিব আল হাসান,

  • শেখ মাহেদী হাসান, 

  • হাসান মাহমুদ, 

  • বাবর আজম, 

  • Reeza Hendricks

  • ব্রেন্ডন কিং, 

  • মোহাম্মদ নাবি, 

  • ইমরান তাহির,

  • শামীম হোসেন,

  • রনি তালুকদার, 

  • ফজলে মাহমুদ, 

  • আবু হায়দার রনি,

  • আজমাতউল্লাহ ওমরজাই, 

  • জিম্মি নিশাম,

  • নিকোলাস পুরান,  

  • এহসানউল্লাহ, 

  • মাথিশা পাথিরানা,  

  • ওয়ানিন্দু হাসারাঙ্গা,  

  • রিপন মণ্ডল, 

  • হাসান মুরাদ, 

  • মাইকেল রিপন, 

  • ইয়াসির মোহাম্মদ, 

  • ফজলে রাব্বি, 

  • আশিকুজ্জামান।


এই হচ্ছে বিপিএল ২০২৪ রংপুর প্লেয়ার তালিকা। উপরে দেয়া ক্রিকেটাররা ২০২৪ সালে রংপুর রাইডার্স এর হয়ে বিপিএল খেলতে পারবে। তবে বিপিএলের প্রতিটি দলে সর্বোচ্চ চারজন বিদেশি প্লেয়ার খেলতে পারবে। 


বিপিএল রংপুর রাইডার্স দলের বিদেশি খেলোয়াড় তালিকাঃ 

সাধারণত প্রতিটি বিপিএলে রংপুর রাইডার্স দলে দেশের ও বিদেশের সেরা ক্রিকেটারদের দেখা যায়। এই কারণে রংপুর রাইডার্স দল হয় শক্তিশালী। নিম্নে ২০২৪ বিপিএল এর রংপুর রাইডার্স দলের সকল বিদেশি প্লেয়ারের নাম, দেশের নাম ও খেলার ধরন দেয়া হলো- 


  • বাবর আজম, (ব্যাটার - পাকিস্তান)

  • Reeza Hendricks (ব্যাটার - সাউথ আফ্রিকা)

  • ব্রেন্ডন কিং, (ব্যাটার - ওয়েস্ট ইন্ডিজ)

  • মোহাম্মদ নাবি (অলরাউন্ডার - আফগানিস্তান) 

  • নিকোলাস পুরান, (ব্যাটার - ওয়েস্ট ইন্ডিজ)

  • আজমাতউল্লাহ ওমরজাই, (অলরাউন্ডার - আফগানিস্তান) 

  • এহসানউল্লাহ, (বলার - পাকিস্তান)

  • ওয়ানিন্দু হাসারাঙ্গা, (অলরাউন্ডার - শ্রীলংকা)

  • মাথিশা পাথিরানা, (বলার - শ্রীলংকা) 

  • মাইকেল রিপন, (অলরাউন্ডার - নিউজিল্যান্ড) 

  • ইয়াসির মোহাম্মদ, (বলার - আমেরিকা) 


এই ছিলো ২০২৪ বিপিএলের রংপুর রাইডার্স দলের বিদেশি প্লেয়ারদের তালিকা ও নাম। উপরে উল্লেখিত বিদেশী প্লেয়ারগুলো রংপুর রাইডার্স এর হয়ে ২০২৪ বিপিএল খেলতে পারবে। তবে একাদশে শুধুমাত্র চারজন বিদেশি প্লেয়ার থাকবে।


বিপিএলে রংপুর রাইডার্স দলের অধিনায়ক কে? 

২০২৪ বিপিএল এর রংপুর রাইডার্স দলের অধিনায়ক হচ্ছেন নুরুল হাসান সোহান। তিনি মূলত কিপার ও ব্যাটসম্যান হিসেবে খেলে রংপুর রাইডার্স দলকে নেতৃত্ব দিবেন। 

রংপুর রাইডার্স দলের কোচ কে? 

বিপিএলে রংপুর রাইডার্স দলের কোচ হচ্ছে সোহেল ইসলাম। তার অধীনে ২০২৪ বিপিএলে রংপুর দল খেলছে। 


রংপুর রাইডার্স দলের মালিক কে? 

রংপুর রাইডার্স দলের মালিক হচ্ছে বসুন্ধরা গ্রুপ। ২০২১ সালের সেপ্টেম্বরে বসুন্ধরা গ্রুপ রংপুর দলের মালিকানা অধিগ্রহণ করে পূর্বের "রংপুর রেঞ্জার্স" নাম পরিবর্তন করে রংপুর রাইডার্স নাম রাখে। 


বিপিএলে রংপুর রাইডার্স দলে কতজন বিদেশি প্লেয়ার খেলতে পারবে? 

রংপুর রাইডার্স দল একাধিক বিদেশি প্লেয়ার দলে নিতে পারলেও মূল দলের শুধুমাত্র চারজন বিদেশি প্লেয়ার রাখতে পারবে। অর্থাৎ বিদেশি প্লেয়ারের চারজন এবং বাকি প্লেয়ার গুলো বাংলাদেশের নিয়ে খেলতে হবে। 

আরো দেখুনঃ বিপিএলে ফরচুন বরিশাল দলের সকল প্লেয়ারদের নাম ও তালিকা

বিপিএল রংপুর রাইডার্স প্লেয়ার তালিকা পরিশেষেঃ

উপরে ২০২৪ সালের বিপিএলের দশম আসরের রংপুর রাইডার্স দলের সকল দেশি ও বিদেশী প্লেয়ার তালিকা দেয়া হয়েছে। আপনারা রংপুর রাইডার্স দলের ব্যাটসম্যান, বলার, অলরাউন্ডার, অধিনায়ক, কোচ ও মালিক সম্পর্কে জানতে পেরেছেন। এরপরও যদি বিপিএল রংপুর স্কোয়াড সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাবেন। তবে এরকম খেলাধুলার আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক গুগল নিউজে ফলো করে পাশে থাকতে ভুলবেন না।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url