২০২৪ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলের স্কোয়াড ও সকল প্লেয়ার তালিকা

বিপিএলের শুরু থেকে এখন পর্যন্ত অনেকবার সিলেট দলের মালিকানা ও নাম পরিবর্তন হয়েছে। সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করা এই দলটির সাপোর্টারও অনেক। বিপিএল জয়ী হওয়ার জন্য সিলেট প্রতিবার সেরা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে। প্রতিবারের মতো এবারও ২০২৪ বিপিএল এর জন্য দেশের ও বিদেশের সেরা প্লেয়ারদের বাছাই করে সিলেট স্ট্রাইকার্স তাদের স্কোয়াড ঘোষণা করেছে। 


যদি আপনি বিপিএল সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা এই পোস্টে সিলেট স্ট্রাইকার্স দলের সকল খেলোয়াড়দের নাম ও তালিকা দেয়া হবে। আপনারা বিপিএল ২০২৪ সিলেট স্ট্রাইকার্স দলের স্কোয়াড, দেশি ও বিদেশী প্লেয়ার তালিকা, ব্যাটসম্যান, বলার, অলরাউন্ডার, কোচ, মালিকের নাম সহো বিস্তারিত তথ্য জানতে পারবেন-


বিপিএল সিলেট স্কোয়াড


বিপিএল ২০২৪ সিলেট স্ট্রাইকার্স খেলোয়াড় নামঃ 

প্রতিবছর আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলা শুরু হওয়ার পূর্বে প্লেয়ার নির্বাচনের জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান দেখতে পাই। বিপিএলে অংশগ্রহণ করা সকল দলগুলো যেনো তাদের পছন্দমত দেশি ও বিদেশী প্লেয়ার দলে নিতে পারে এইজন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। এভাবে বিপিএলের সকল ফ্রাঞ্চাইজিগুলো তাদের দল গোছায়। ২০২৪ বিপিএলের জন্য ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর হওয়া প্লেয়ার ড্রাফটে সিলেট স্ট্রাইকার্স দলের কর্তৃপক্ষ ২০২৪ বিপিএল শিরোপা জয়ী হওয়ার জন্য দেশি ও বিদেশি সেরা প্লেয়ারদের নিয়ে দল গঠন করেছে।


বিপিএল ২০২৪ সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড - সিলেট স্ট্রাইকার্স প্লেয়ার তালিকাঃ 

সিলেট স্ট্রাইকার্স দলের স্কোয়াড লক্ষ্য করলে অনেক বেশি ও বিদেশি অভিজ্ঞ প্লেয়ারদের দেখা যায়। সিলেট দল ২০২৪ বিপিএল জয়ী হওয়ার জন্য মরিয়া। নিম্নে সিলেট স্ট্রাইকার্স দলের সকল প্লেয়ারদের নাম ও তালিকা দেয়া হলো- 


  • মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), 

  • জাকির হাসান, 

  • তানজিম হাসান সাকিব, 

  • নাজমুল হোসেন শান্ত, 

  • মোহাম্মদ মিঠুন, (অধিনায়ক)

  • রেজাউর রহমান, 

  • আরিফুল হক, 

  • ইয়াসির আলী, 

  • Kennar Lewis, 

  • সামিট প্যাটেল, 

  • নাজমুল ইসলাম, 

  • শফিকুল ইসলাম, 

  • নাঈম হাসান, 

  • জাওয়াদ রোয়েন, 

  • সালমান হোসেন, 

  • রায়ান বার্ল, 

  • বেন কাটিং, 

  • হ্যারি টেক্টর, 

  • রিচার্ড এনগারাভা, 

  • দুশান হেমন্ত, 

  • বেনি হাওয়েল,


এই হচ্ছে ২০২৪ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলের সকল প্লেয়ারদের তালিকা। উপরে দেয়া খেলোয়াড়রা সিলেট স্ট্রাইকার্স দলের হয়ে ২০২৪ বিপিএল খেলতে পারবে। তবে এই স্কোয়াডে নতুন দেশি অথবা বিদেশি প্লেয়ার যুক্ত হতে পারে। কারণ সিলেট স্ট্রাইকার্স দলের মালিক চাইলে পরবর্তীতে সিলেট দলে দেশি ও বিদেশি প্লেয়ার যুক্ত করতে পারবে। যদি সিলেট স্ট্রাইকার্স দলে নতুন করে দেশি অথবা বিদেশি প্লেয়ার যুক্ত হয় তাহলে এখানে সেই প্লেয়ারের নাম দেয়া হবে।


২০২৪ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলের অধিনায়ক কে? 

২০২৪ বিপিএল এ সিলেট স্ট্রাইকার্স দলের অধিনায়ক প্রথমদিকে মাশরাফি বিন মর্তুজা ছিল। কিন্তু পরবর্তীতে মাশরাফি বিপিএলের মাঝপথে খেলা ছেড়ে দিলে মোহাম্মদ মিঠুন সিলেট স্ট্রাইকার্স দলের অধিনায়ক হয়েছিল। 


২০২৪ বিপিএলের জন্য সিলেট স্ট্রাইকার্স দলের কোচ কে? 

সিলেট স্ট্রাইকার্স দলের কোচ হচ্ছে রাজিন সালেহ। তিনি ২০২৪ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলকে পরিচালনা করবেন।


বিপিএল সিলেট স্ট্রাইকার্স দলের মালিক কে? 

বিপিএলে সিলেট স্ট্রাইকার্ডস দলটির মালিক হচ্ছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ। এই খেলাধুলা ভিত্তিক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করে যাচ্ছে। 


সিলেট স্ট্রাইকার্স দলের হোম গ্রাউন্ড কোনটি?

সিলেট স্ট্রাইকার্স দলের হোম গ্রাউন্ড হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সিলেট দলের সকল খেলোয়ার ও সদস্যরা এই মাঠে অনুশীলন করে। 


বিপিএল ২০২৪ সিলেট স্ট্রাইকার্স দলে কতজন বিদেশি প্লেয়ার খেলতে পারবে? 

সিলেট স্ট্রাইকার্স দলে অনেক বিদেশী প্লেয়ার থাকলেও মূল দলে শুধুমাত্র চারজন বিদেশি ও বাকিগুলো দেশী প্লেয়ার খেলতে পারবে। সিলেট দলের কর্তৃপক্ষ তাদের ম্যাচগুলোতে সেরা চার জন বিদেশি প্লেয়ার খেলাবে। 


বিপিএল সিলেট স্ট্রাইকার্স দল উপসংহারঃ 

এখানে ২০২৪ সালের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলের সকল দেশি ও বিদেশী খেলোয়াড়দের তালিকা দেয়া হয়েছে। আপনারা সিলেট স্ট্রাইকার্স দলের ব্যাটসম্যান, বলার, অলরাউন্ডার, অধিনায়ক, কোচ ও মালিক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এরপরও যদি বিপিএল সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাবেন। তবে এরকম খেলাধুলার আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক গুগল নিউজে ফলো করে পাশে থাকুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url