হারানো সিম বন্ধ করার উপায় । সিম হারিয়ে গেলে করনীয়

সিম যদি কখনো হারিয়ে যায় তখন কি করবেন?? নিজেকে নিরাপদ রাখতে আপনাকে অবশ্যই হারিয়ে যাওয়া সিম বন্ধ করতে হবে। তবে অনেকেই হারানো সিম বন্ধ করার উপায় না জানার কারণে তাদের হারিয়ে যাওয়া সিম বন্ধ করতে পারেন না। 


যদি আপনি হারিয়ে যাওয়া সিম বন্ধ করার উপায় না জানেন তাহলে আপনার জন্য আমার এই পোস্ট। এই পোস্টে আমি আপনাদেরকে সিম হারিয়ে গেলে করনীয় জানাবো। আপনারা পুরো পোস্ট পড়ার মাধ্যমে আপনাদের হারিয়ে যাওয়া সিম খুব সহজেই বন্ধ করতে পারবেন। 


হারানো সিম বন্ধ করার উপায়
হারানো সিম বন্ধ করার উপায়


হারিয়ে যাওয়া সিম কেন বন্ধ করবেন ?? সিম হারিয়ে গেলে করনীয়ঃ

আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার মোবাইলের পার্সোনাল সিম অন্য কেউ ব্যবহার করুক। এছাড়াও আপনাদের হারিয়ে যাওয়া সিম অন্য কেউ ব্যবহার করার মাধ্যমে মোবাইলে অবৈধ কার্যকলাপ করতে পারে। যদি আপনার সিমের মাধ্যমে কেউ খারাপ কিছু করে থাকে তাহলে পুলিশ আপনাকেই ধরবে। 


কারণ সেই সিমের মালিক আপনি এবং আপনার এনআইডি কার্ডের মাধ্যমে সেই সিম নিবন্ধন করা হয়েছিল। তখন যদি আপনি বলেন আপনার সিম হারিয়ে গিয়েছিল তারপরেও আপনাকে অনেক ঝামেলায় পড়তে হবে। পুলিশ তখন আপনাকে প্রশ্ন করবে আপনার সিম হারিয়ে যাওয়ার পরেও কেন আপনি সেটা বন্ধ করেননি?? তখন আপনি বিভিন্ন রকমের বিপদে পড়তে পারেন। 


এছাড়াও আপনার পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে সকল একাউন্ট যেমন, ফেসবুক বা ব্যাংক একাউন্ট যুক্ত করা হয়েছে সেগুলো অন্য কেউ ব্যবহার করতে পারে। তাই আপনার সকল তথ্য সুরক্ষিত রাখতে আপনার হারিয়ে যাওয়া সিম অবশ্যই বন্ধ করবেন। আপনার হারিয়ে যাওয়া সিম বন্ধ করতে হবে যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে। হারিয়ে যাওয়া সিম বন্ধ করার মাধ্যমে আপনাদের সেই সিম ব্যবহার করতে পারবে না। 


আরো পড়ুনঃ সকল অপারেটরের হারানো সিম তোলার উপায়


হারানো সিম বন্ধ করার উপায়ঃ 

আপনারা আপনাদের হারানো সিম খুব সহজেই বন্ধ করতে পারবেন। হারানো সিম বন্ধ করার জন্য আপনাকে শুধুমাত্র হারানো সিম বন্ধ করার নিয়ম জানতে হবে। নিয়ম জেনে সঠিকভাবে কাজ করার মাধ্যমে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া সিম খুব সহজে বন্ধ করতে পারবেন। 


হারিয়ে যাওয়া সিম বন্ধ করার উপায়গুলো হচ্ছে - 


  • আপনাকে প্রথমে যে অপারেটর ব্যবহার করেন সেই অপারেটরে যোগাযোগ করতে হবে। 

  • যেমন আপনি যদি বাংলালিংক গ্রাহক হন এবং আপনার বাংলালিংক সিম হারিয়ে যায় তাহলে বাংলালিংক কাস্টমার কেয়ারে কথা বলতে হবে।

  • যোগাযোগ করার পর তাদেরকে বলতে হবে যে আপনি হারিয়ে যাওয়া সিম বন্ধ করতে চাচ্ছেন।

  • যখন আপনি তাদেরকে হারিয়ে যাওয়া সিম বন্ধ করার কথা বলবেন তখন তারা আপনার থেকে কিছু তথ্য চাইবে।

  • এই কারণে আপনি যে এনআইডি কার্ডের মাধ্যমে আপনার সিম নিবন্ধন করেছিলেন সেই এনআইডি কার্ড অথবা এনআইডি কার্ডের ফটোকপি রাখবেন। 

  • যদি আপনার এনআইডি কার্ড না হয় তাহলে যার এনআইডি কার্ডের মাধ্যমে সিম নিবন্ধন করা হয়েছিল তার এনআইডি কার্ড এবং তাকেই লাগবে।

  • এনআইডি কার্ড চেক করার মাধ্যমে তারা নিশ্চিত হয়ে নিবে যে আপনি সেই সিমের মালিক কিনা। 

  • যখন অপারেটর নিশ্চিত হবে যে আপনি সিমের মালিক তখন আপনার সিম তারা বন্ধ করে দিবে।


এভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া সিম খুব সহজে বন্ধ করতে পারবেন। তবে আমি যে নিয়ম দেখালাম এই নিয়মের মাধ্যমে আপনাদের গ্রামীন, বাংলালিংক, রবি, টেলিটক, এয়ারটেল সহ সকল অপারেটরের হারিয়ে যাওয়া সিম বন্ধ করতে পারবেন। 


আরো পড়ুনঃ অতিরিক্ত সিম বন্ধ করার উপায়.


পরিশেষে বলতে চাচ্ছিঃ

এই ছিল হারানো সিম বন্ধ করার উপায়সিম হারিয়ে গেলে করনীয় নিয়ে এই আর্টিকেল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, অথবা হারানো সিম বন্ধ করার উপায় সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ সমাধান দেয়ার চেষ্টা করব। 

Share This Article On:

Next Post Previous Post
6 Comments
  • Anonymous
    Anonymous Nov 10, 2022, 8:24:00 AM

    Thanks...Want to know more

    • MD. Marzan Islam
      MD. Marzan Islam Nov 10, 2022, 8:45:00 AM

      Welcome 💕💕

  • Anonymous
    Anonymous Nov 13, 2022, 5:59:00 PM

    Sir amr sim er number mone nei
    Ami ki dim uddrow korte prbho

    • MD. Marzan Islam
      MD. Marzan Islam Nov 13, 2022, 7:07:00 PM

      হ্যাঁ পারবেন,, আপনার এনআইডি কার্ড নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে বলবেন। অতঃপর সেই এনআইডি কার্ড দিয়ে যদি আপনার হারানো সিম খোলা থাকে তাহলে আপনি নাম্বারটি নিশ্চিত করে হারানো সিম তুলতে অথবা ডিলিট করতে পারবেন।

  • Anonymous
    Anonymous May 25, 2023, 4:38:00 AM

    আমার একটা সিম হারিয়ে গেছে সিম টা কার নামে রেজিষ্ট্রেশন করা আমি জানি না এখন কি কোন উপায় আছে... মালিকের তথ্য যানার...

    • MD. Marzan Islam
      MD. Marzan Islam May 25, 2023, 9:09:00 PM

      না। মালিকের পরিচয় জানা না থাকলে কাস্টমার কেয়ার থেকেও সহযোগিতা করবে না.. ধন্যবাদ✅

Add Comment
comment url