পাহাড়পুর সম্পর্কে ১০টি বাক্য জেনে নিন (বিস্তারিত তথ্য সহ)

নওগাঁ জেলায় অবস্থিত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল হচ্ছে পাহাড়পুর। এই পাহাড়পুর নাম স্থানীয়ভাবে পাহাড় নামে পরিচিত ধ্বংসাবশেষের অবস্থান থেকে উৎপত্তি হয়েছে। যদি আপনি এই পাহাড়পুর সম্পর্কে ১০টি বাক্য জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। 

পাহাড়পুর সম্পর্কে ১০টি বাক্য

কারণ এই পোস্টে পাহাড়পুর সম্পর্কে দশটি বাক্য দেয়া হবে। বাংলাদেশের এই প্রাচীন ঐতিহাসিক জায়গা সম্পর্কে আমাদের সকলের জানা উচিত। আপনারা পাহাড়পুর সম্পর্কে ১০টি বাক্য বাংলায় জেনে যেকোনো পরীক্ষায় লিখতে ও বলতে পারবেন-

পাহাড়পুর সম্পর্কে ১০টি বাক্য কেন জানবেন? 

নওগাঁ জেলার বদরগাছি উপজেলায় অবস্থিত একটি প্রাচীন বৈদ্ধ বিহারকে পাহাড়পুর বলা হয়। এটি পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল নির্মাণ করেন। পাহাড়পুর বিহারটি দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার এবং আয়তনে ভারতের নালন্দা মহাবিহারের সাথে তুলনা করা যায়। 

একসময় পাহাড়পুর বৌদ্ধদের বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। বিহারটিতে বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয়ের উপর পাঠদান করা হতো। ১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় পাহাড়পুর বিহারটি অন্তর্ভুক্ত হয়। বর্তমানে বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে পাহাড়পুর। 

প্রতিবছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক পাহাড়পুর বিহারটি পরিদর্শন করেন। পাহাড়পুর বিহারটি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন হওয়ায় আমাদেরকে পাহাড়পুর সম্পর্কে দশটি বাক্য জানতে হবে। পাহাড়পুর বাংলাদেশের ঐতিহ্য ও গৌরবকে বিশ্বের দরবারে তুলে ধরায় পাহাড়পুর সম্পর্কে দশটি বাক্য জানা গুরুত্বপূর্ণ।

আরো পড়ুনঃ সুন্দরবন সম্পর্কে ১০ টি বাক্য

পাহাড়পুর সম্পর্কে ১০টি বাক্যঃ 

বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল হচ্ছে পাহাড়পুর। পাহাড়পুর বিহার হচ্ছে দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। নিম্নে এই পাহাড়পুর সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় দেয়া হলো- 


  • পাহাড়পুর বাংলাদেশের নওগাঁ জেলার একটি প্রাচীন বৌদ্ধ বিহার। 

  • এটি পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (৭৮১-৮২১) অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে নির্মাণ করেন।

  • পাহাড়পুর দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। 

  • এটি আয়তনে ভারতের নালন্দা মহাবিহারের সাথে তুলনীয়। 

  • পাহাড়পুর বিহারটি ১৯৮টি বাস উপযোগী কক্ষ, বিস্তৃত প্রবেশ পথ, এবং অসংখ্য বিনোদনস্তুপের সমন্বয়ে গঠিত। 

  • এটি একসময় বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। 

  • পাহাড়পুর বিহারটি ১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়। 

  • পাহাড়পুর বিহারটি বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 

  • পাহাড়পুর বিহারটি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন। 

  • পাহাড়পুর বিহারটি বাংলাদেশের ঐতিহ্য ও গৌরবকে বিশ্বের দরবারে তুলে ধরেছে। 


এই ছিলো পাহাড়পুর সম্পর্কে দশটি বাক্য। উপরে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুর সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি বাক্য দেয়া হয়েছে। 

আরো পড়ুনঃ আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাক্য

পাহাড়পুর বিহার সম্পর্কে পাঁচটি বাক্যঃ 

ইতিপূর্বে পাহাড়পুর বিহার সম্পর্কে ১০টি বাক্য দেয়া হয়েছে। তবে আপনাদের সুবিধার জন্য নিম্নে পাহাড়পুর বিহার সম্পর্কে আরো পাঁচটি বাক্য দেয়া হলো- 

  • পাহাড়পুর বৌদ্ধ বিহার যা সোমপুর মহাবিহার নামে খ্যাত।

  • পাহাড়পুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীন বৌদ্ধবিহার। 

  • পাহাড়পুর ৩০০ বছর ধরে বৌদ্ধদের ধর্মশিক্ষা দান কেন্দ্র ছিল।

  • পাহাড়পুর বিহার দীর্ঘকালীন পাল বংশের ইতিহাসকে বহন করে।

  • পালদের পতনের পর পাহাড়পুর বিহারের ব্যবহার ধীরে ধীরে কমে যায় এবং কালের বিবর্তনে এটি ধ্বংস হয়। 

এই ছিল পাহাড়পুর বিহার সম্পর্কে পাঁচটি বাক্য। উপরে পাহাড়পুর সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫ টি বাক্য দেয়া হয়েছে। আপনার সুবিধা অনুযায়ী বাক্যগুলো ব্যবহার করুন।

আরো পড়ুনঃ শীতের সকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ ১০ টি বাক্য

পাহাড়পুর সম্পর্কে দশটি বাক্য নিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) 

আপনারা পাহাড়পুর সম্পর্কে দশটি বাক্য জেনে যেসব প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন সেইসব সম্ভাব্য প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো- 

০১. পাহাড়পুর কোথায় অবস্থিত? 

পাহাড়পুর বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত। 

০২. পাহাড়পুর বৌদ্ধবিহার কে আবিষ্কার করেন? 

১৮৭৯ খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম পাহাড়পুর বৌদ্ধবিহার আবিষ্কার করেন। 

০৩. পাহাড়পুর বৌদ্ধবিহার কে নির্মাণ করেন? 

পাহাড়পুর বৌদ্ধবিহার পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (৭৮১-৮২১) অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে নির্মাণ করেন। 

০৪. পাহাড়পুর কি? 

বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল হচ্ছে পাহাড়পুর। পাহাড়পুর বিহারটি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন। 

০৫. পাহাড়পুর পূর্বে কি ছিল? 

একসময় পাহাড়পুর বৌদ্ধদের বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। বিহারটিতে বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয়ের উপর পাঠদান করা হতো।

পাহাড়পুর সম্পর্কে ১০ টি বাক্য পরিশেষেঃ 

পাহাড়পুর সম্পর্কে দশটি বাক্য নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা পাহাড়পুর সম্পর্কে আরো বাক্য চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম শিক্ষামূলক সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও গুগল নিউজে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous Nov 17, 2023, 10:25:00 PM

    পাহাড়পুর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ✅

    • MD. Marzan Islam
      MD. Marzan Islam Nov 17, 2023, 10:59:00 PM

      আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ.. 🥰🥰

Add Comment
comment url