এয়ারটেল কার্ড রিচার্জ করার নিয়ম (এয়ারটেল মিনিট, রিচার্জ ও ইন্টারনেট কার্ড রিচার্জ)
অনেক এয়ারটেল ব্যবহারকারী এয়ারটেল কার্ড ব্যবহার করে থাকেন। এয়ারটেল কার্ড ব্যবহার করার জন্য এয়ারটেল কার্ড রিচার্জ করতে হয়। তবে এই এয়ারটেল কার্ড রিচার্জ করার কিছু পদ্ধতি রয়েছে যে পদ্ধতি অনুযায়ী আমরা এয়ারটেল কার্ড রিচার্জ করতে পারি। অনেকেই রয়েছেন যারা এয়ারটেল কার্ড রিচার্জ করার নিয়ম জানেনা।
যদি আপনি এয়ারটেল কার্ড রিচার্জ করার পদ্ধতি না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এয়ারটেল কার্ড রিচার্জ করার পদ্ধতি দেখাবো। আপনারা পুরো টিউটোরিয়াল পড়ার মাধ্যমে এয়ারটেল মিনিট কার্ড, এমবি কার্ড, রিচার্জ কার্ড সহো সকল কার্ড রিচার্জ করতে পারবেন।
এয়ারটেল কার্ড কি ? Airtel Card Recharge-
অনেকেই রয়েছে যারা এয়ারটেল কার্ড সম্পর্কে জানেনা। এয়ারটেল কার্ড কার্ড হচ্ছে এমন একটি গোপন কার্ড যে গোপন কার্ড টাকা দিয়ে ক্রয় করে কার্ডে থাকা গোপন কোড আমাদের মোবাইলে ডায়াল করার মাধ্যমে রিচার্জ করতে পারি। এই গোপন কার্ড ইন্টারনেট, মিনিট অথবা রিচার্জ এর হতে পারে।
যখন আপনি এয়ারটেল কার্ড ক্রয় করবেন তখন দেখবেন কার্ডের ভিতরে যে নাম্বারগুলো রয়েছে সবগুলো অদৃশ্য অর্থাৎ গোপন করে রাখা। উক্ত এয়ারটেল কার্ড এর ভিতর যে গোপন নাম্বার রয়েছে সেই গোপন নাম্বার আমাদের এয়ারটেল সিমে ডায়াল করার মাধ্যমে আমরা এয়ারটেল মিনিট, ইন্টারনেট, রিচার্জ ইত্যাদি করতে পারি।
এয়ারটেল কার্ডের ভিতরে থাকা নাম্বার গোপন রাখা হয় যাতে কেউ কার্ড না ঘষেই নাম্বার জানতে না পারে। যখন আপনি এয়ারটেল কার্ড কিনবেন তখন দেখবেন কার্ড ঘষা রয়েছে কিনা। যদি কার্ডের নাম্বার আগে থেকেই দেখা যায় তাহলে বুঝে নেবেন সেই কার্ড অন্য কেউ ব্যবহার করেছে। আশা করছি Airtel Card সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন।
আরো পড়ুনঃ এয়ারটেল সিমের নাম্বার চেক করার নিয়ম ও কোড.
এয়ারটেল কার্ড এর সুবিধাঃ
বর্তমানে সকল অপারেটরে কার্ড রিচার্জ করার মাধ্যমে মোবাইলে ব্যালেন্স, ইন্টারনেট, মিনিট যোগ করা যায়। আগে আমাদেরকে মোবাইলে ব্যালেন্স, ইন্টারনেট, মিনিট ইত্যাদি রিচার্জ করার জন্য নির্দিষ্ট দোকানে গিয়ে নিজেদের নাম্বার শেয়ার করতে হতো।
কিন্তু যদি আপনি রিচার্জ কার্ড, এমবি কার্ড অথবা মিনিট কার্ড কিনে নেন তাহলে আপনার মোবাইলে রিচার্জ, মিনিট ইন্টারনেট সবকিছু নাম্বার কাউকে না দিয়েই ব্যবহার করতে পারবেন। এখানে সুবিধা হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার কারো মাঝে শেয়ার না করে শুধুমাত্র কোড ডায়াল করার মাধ্যমে আপনি নিজেই আপনার এয়ারটেল নাম্বারে মিনিট, ইন্টারনেট এবং টাকা রিচার্জ করতে পারবেন।
এয়ারটেল কার্ড রিচার্জ করার নিয়মঃ
এয়ারটেল কার্ড রিচার্জ করার নিয়ম অনেক সহজ আপনারা খুব সহজেই আপনাদের এয়ারটেল নাম্বারে এয়ারটেল কার্ড রিচার্জ করতে পারবেন। তবে এয়ারটেল নাম্বারে রিচার্জ করার জন্য আলাদা আলাদা কার্ড রয়েছে। এয়ারটেল কার্ডগুলো হচ্ছে-
- এয়ারটেল মিনিট কার্ড
- এয়ারটেল রিচার্জ কার্ড
- এয়ারটেল ইন্টারনেট কার্ড
আপনারা এয়ারটেল নাম্বারে এই তিন ধরনের কার্ড ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এয়ারটেল নাম্বারে - এয়ারটেল মিনিট কার্ড, ইন্টারনেট কার্ড ও রিচার্জ কার্ড ব্যবহার করা যায়। উপরিউক্ত তিনটি কার্ড এয়ারটেল নাম্বারে রিচার্জ করার পদ্ধতি দেখে নিন-
আরো পড়ুনঃ এয়ারটেল সিমের রিচার্জ হিস্টরি বের করার নিয়ম.
এয়ারটেল মিনিট কার্ড রিচার্জ করার নিয়মঃ
এয়ারটেল মিনিট কার্ড রিচার্জ করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের এয়ারটেল নাম্বারে রবি মিনিট কার্ড রিচার্জ করতে পারবেন। এয়ারটেল মিনিট কার্ড রিচার্জ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *126*কার্ড নাম্বার# লিখে এয়ারটেল নাম্বারে ডায়াল করবেন।
- অতঃপর কিছুক্ষণের মধ্যে কনফার্মেশন এসএমএস পাবেন যেখানে আপনার এয়ারটেল মিনিট কার্ড রিচার্জ হওয়ার কথা বলা হবে।
এই ছিলো এয়ারটেল মিনিট কার্ড রিচার্জ করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *126*কার্ড নাম্বার# ডায়াল করে এয়ারটেল মিনিট কার্ড রিচার্জ করতে পারবেন। এবার তাহলে এয়ারটেল রিচার্জ কার্ড রিচার্জ করার পদ্ধতি দেখে নিন-
আরো দেখুনঃ টেলিটক মিনিট, রিচার্জ ও ইন্টারনেট কার্ড রিচার্জ করার নিয়ম.
এয়ারটেল রিচার্জ কার্ড রিচার্জ করার নিয়মঃ
এয়ারটেল রিচার্জ কার্ড রিচার্জ করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের এয়ারটেল নাম্বারে এয়ারটেল রিচার্জ কার্ড রিচার্জ করতে পারবেন। এয়ারটেল রিচার্জ কার্ড রিচার্জ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *126*কার্ড নাম্বার# লিখে এয়ারটেল নাম্বারে ডায়াল করবেন।
- অতঃপর কিছুক্ষণের মধ্যে কনফার্মেশন এসএমএস পাবেন যেখানে আপনার এয়ারটেল রিচার্জ কার্ড রিচার্জ হওয়ার কথা বলা হবে।
এই ছিলো এয়ারটেল রিচার্জ কার্ড রিচার্জ করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *126*কার্ড নাম্বার# ডায়াল করে এয়ারটেল রিচার্জ কার্ড রিচার্জ করতে পারবেন। এবার তাহলে এয়ারটেল ইন্টারনেট কার্ড রিচার্জ করার পদ্ধতি দেখে নিন-
আরো পড়ুনঃ এয়ারটেল নাম্বারের কল লিস্ট বের করার নিয়ম.
এয়ারটেল ইন্টারনেট কার্ড রিচার্জ করার নিয়মঃ
এয়ারটেল ইন্টারনেট (এমবি) কার্ড রিচার্জ করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের এয়ারটেল নাম্বারে এয়ারটেল ইন্টারনেট কার্ড রিচার্জ করতে পারবেন। এয়ারটেল ইন্টারনেট কার্ড রিচার্জ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *126*কার্ড নাম্বার# লিখে এয়ারটেল নাম্বারে ডায়াল করবেন।
- অতঃপর কিছুক্ষণের মধ্যে কনফার্মেশন এসএমএস পাবেন যেখানে আপনার এয়ারটেল ইন্টারনেট কার্ড রিচার্জ হওয়ার কথা বলা হবে।
এই ছিলো এয়ারটেল ইন্টারনেট কার্ড রিচার্জ করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *126*কার্ড নাম্বার# ডায়াল করে এয়ারটেল ইন্টারনেট কার্ড রিচার্জ করতে পারবেন।
বিঃদ্রঃ এয়ারটেল মিনিট কার্ড, রিচার্জ কার্ড এবং ইন্টারনেট কার্ড রিচার্জ করার কোড এবং পদ্ধতি একই। অর্থাৎ আপনারা *126*কার্ড নাম্বার# ডায়াল করার মাধ্যমে Airtel minute card, Airtel internet card, Airtel recharge card রিচার্জ করতে পারবেন।
আরো দেখুনঃ রবি মিনিট, রিচার্জ ও ইন্টারনেট কার্ড রিচার্জ করার নিয়ম.
এয়ারটেল মিনিট, রিচার্জ ও ইন্টারনেট কার্ড রিচার্জ করার উপায় পরিশেষেঃ
এয়ারটেল কার্ড রিচার্জ করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা এয়ারটেল মিনিট, ইন্টারনেট ও রিচার্জ কার্ড রিচার্জ করার কোড ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।