নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম । নগদ একাউন্টের উপবৃত্তির ব্যালেন্স চেক

প্রাথমিক শিক্ষার উপবৃত্তির টাকা যেকোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নেয়া যায়। অনেকেই উপবৃত্তির টাকা নেয়ার জন্য নগদ একাউন্ট ব্যবহার করে থাকে। পরবর্তীতে নগদ একাউন্টে উপবৃত্তির টাকা আসলে আমরা নগদ ব্যালেন্স চেক করার মাধ্যমে জানতে পারি। তবে অনেকের রয়েছেন যারা নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম জানেনা। 


যদি আপনি নগদে উপবৃত্তির টাকা দেখার উপায় না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই টিউটোরিয়ালে আমি "কিভাবে নগদে উপবৃত্তির টাকা দেখতে হয়" তার পদ্ধতি দেখাবো। আপনারা নগদে উপবৃত্তির টাকা দেখার দুইটি পদ্ধতি জানার মাধ্যমে খুব সহজেই নগদ একাউন্টের উপবৃত্তির টাকা দেখতে পারবেন।  


নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম


নগদে উপবৃত্তির টাকা দেখাঃ 

বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী প্রাথমিক শিক্ষার উপবৃত্তির টাকা অভিভাবকের পছন্দ অনুযায়ী যেকোনো সক্রিয় মোবাইল একাউন্টে বিতরণ করা হয়। শিক্ষার্থীরা যে কোন মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করার মাধ্যমে তাদের উপবৃত্তির টাকা মোবাইলে নিতে পারবে। এই টাকা মোবাইলে নেওয়ার জন্য অনেকেই বিকাশ, নগদ একাউন্ট সহো অন্যান্য মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার করে থাকে। 


তবে বর্তমান সময়ে নগদ একাউন্ট জনপ্রিয় হওয়ায় অনেকেই তাদের উপবৃত্তির টাকা নগদে নিয়ে থাকে। উপবৃত্তির টাকা পাওয়ার জন্য নগদ নাম্বার দেয়া হলে নির্দিষ্ট সময়ের পরে আমাদের নগদ নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে থাকে। অতঃপর আমরা এসএমএস অথবা নগদ ব্যালেন্স চেক করার মাধ্যমে আমাদের উপবৃত্তির টাকা জানতে পারি। 


আরো পড়ুনঃ বিকাশে উপবৃত্তির টাকা তোলার নিয়ম


নগদে উপবৃত্তির টাকা চেক করার কারনঃ 

সাধারণত যখন আমাদের নগদ নাম্বারে উপবৃত্তির টাকা আসে তখন আমরা একটি এসএমএস পাই। সেই এসএমএসে আমাদের উপবৃত্তির টাকা সম্পর্কিত তথ্য দেয়া থাকে। অর্থাৎ আমাদের নগদ নাম্বারে উপবৃত্তির কত টাকা পাঠিয়েছে সেই এসএমএস পড়ার মাধ্যমে আমরা জানতে পারি। 


তবে অনেক সময় আমরা এসএমএস নাও পেতে পারি। অথবা হতে পারে আপনার মোবাইলে অনেক এসএমএস থাকায় উপবৃত্তির টাকা পাঠানোর এসএমএস হারিয়ে গিয়েছে। এই অবস্থায় আপনাকে নগদে উপবৃত্তি টাকা চেক করতে হবে। 


নগদে উপবৃত্তির টাকা দেখার মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের নগদ একাউন্টে টাকা পাঠানো হয়েছে কিনা। এছাড়ও নগদে উপবৃত্তির কতো টাকা পাঠিয়েছে সেটাও জানতে পারবো। এবার তাহলে নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম জেনে নিন- 


আরো পড়ুনঃ নগদ একাউন্টের টাকা দেখার নিয়ম


নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম - নগদ একাউন্টের উপবৃত্তির ব্যালেন্স চেকঃ 

নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের নগদ অ্যাকাউন্টে থাকা উপবৃত্তির টাকা দেখতে পারবেন। নগদে উপবৃত্তির টাকা দেখার দুইটি নিয়ম রয়েছে। নগদ একাউন্টের উপবৃত্তির টাকা চেক করার যে দুইটি নিয়ম রয়েছে তা হচ্ছে- 


  • কোড ডায়াল করে.. 


  • বিকাশ অ্যাপের মাধ্যমে.. 


আপনারা উপরের দুইটি নিয়মে খুব সহজেই আপনাদের বিকাশে উপবৃত্তির টাকা দেখতে পারবেন। যদি আপনার কাছে নগদ অ্যাপ থাকে তাহলে নগদ অ্যাপের মাধ্যমে নগদ উপবৃত্তির টাকা দেখতে পারবেন। আর যদি আপনার কাছে নগদ অ্যাপ না থাকে তাহলে কোড ডায়াল করার মাধ্যমে নগদ উপবৃত্তির টাকা চেক করতে পারবেন। দুইটি পদ্ধতিতেই নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম জেনে নিন- 


নগদে উপবৃত্তির টাকা টাকা দেখার কোডঃ

নগদে উপবৃত্তির টাকা টাকা দেখার কোড হচ্ছে - *167# আপনারা *167# কোড ডায়াল করার মাধ্যমে আপনাদের নগদ একাউন্টের উপবৃত্তির টাকা দেখতে পারবেন। এবার তাহলে স্ক্রিনশট সহো কোড ডায়াল করার মাধ্যমে নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম জেনে নিন-  


আরো পড়ুনঃ নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম


কোড ডায়াল করে নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়মঃ 

নগদ উপবৃত্তির টাকা চেক করতে কোড ডায়াল করাই যথেষ্ট। আপনারা বাটন অথবা এন্ড্রয়েড মোবাইলে কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজেই নগদে উপবৃত্তির টাকা দেখতে পারবেন। যদি আপনার মোবাইলে বিকাশ অ্যাপ না থাকে তাহলে কোড ডায়াল করা হচ্ছে বেস্ট অপশন। কোড ডায়াল করে নগদে উপবৃত্তির টাকা দেখতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


প্রথমে আপনাকে আপনার মোবাইলের ডায়াল অপশনে প্রবেশ করে *167# কোড ডায়াল করতে হবে। তবে এই কোড আপনি সেই সিমে ডায়াল করবেন যে সিমে আপনার নগদ একাউন্ট খোলা রয়েছে- 


নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো My Nagad অপশন দেখতে পারবেন। আমাদেরকে My Nagad অপশনে প্রবেশ করতে হবে। মাই নগদ অপশন 7 নাম্বারে থাকায় 7 লিখে Send অপশনে ক্লিক করতে হবে- 


নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো Balance Enquiry অপশন দেখতে পারবেন। নগদে উপবৃত্তির টাকা দেখার জন্য আমাদেরকে Balance Enquiry অপশনে প্রবেশ করতে হবে। Balance Enquiry অপশন 1 নাম্বারে থাকায় 1 লিখে Send অপশনে ক্লিক করতে হবে- 


নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো পাসওয়ার্ড দেওয়ার বক্স দেখতে পারবেন। এখানে আপনার নগদ একাউন্টের পিন নাম্বার দিয়ে Send অপশনে ক্লিক করতে হবে- 


নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম


পিন নাম্বার দিয়ে সেন্ড অপশনে ক্লিক করা মাত্রই নিচের স্ক্রিনশটএর মতো আপনার নগদ একাউন্টের উপবৃত্তির টাকা দেখতে পারবেন- 


নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম


এই ছিলো কোড ডায়াল করার মাধ্যমে নগদে উপবৃত্তি টাকা দেখার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *167# কোড ডায়াল করার মাধ্যমে আপনার নগদ একাউন্টে থাকা উপবৃত্তির টাকা দেখতে পারবেন। এবার আপনারা নগদ অ্যাপের মাধ্যমে উপবৃত্তির টাকা দেখার উপায় জেনে নিন- 


আরো পড়ুনঃ নগদ একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম


নগদ অ্যাপের মাধ্যমে উপবৃত্তির টাকা দেখার নিয়মঃ 

নগদ অ্যাপের মাধ্যমে উপকৃতির টাকা দেখার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই Nagad App ব্যবহার করার মাধ্যমে আপনার নগদ একাউন্টে থাকা উপবৃত্তির টাকা দেখতে পারবেন। নগদ অ্যাপের মাধ্যমে উপবৃত্তির টাকা দেখার জন্য আপনার মোবাইলে নগদ অ্যাপ্লিকেশন থাকতে হবে। 


যদি আপনার মোবাইলে নগদ অ্যাপ থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকে তাহলে নিচের স্ক্রিনশট দেখানোর Nagad App প্লে স্টোর থেকে ইন্সটল করে নিবেন। অতঃপর এই অ্যাপ ওপেন করবেন- 


Nagad App

নগদ অ্যাপ ওপেন করার পর আপনাকে নগদ অ্যাপে লগইন করতে হবে। নগদ অ্যাপে লগইন করার জন্য নিচের স্ক্রিনশটএর মতো আপনার নগদ একাউন্টের নাম্বার দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন- 


নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার নগদ একাউন্টের পিন নাম্বার দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করবেন- 


নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম


অতঃপর আপনার মোবাইলে নগদ নাম্বারে একটি otp কোড যাবে। সেই ওটিপি কোড দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করবেন- 


নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো দেখতে পারবেন। এখন আপনাকে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে- 


নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

পরবর্তী অপশনে ক্লিক করার পর নিচের স্ক্রিনশটএর মতো নগদ অ্যাপের হোমপেজে প্রবেশ করতে পারবেন। এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো "ব্যালেন্স জানতে ট্যাপ করুন" অপশনে ক্লিক করবেন- 


নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম


ব্যালেন্স জানতে ট্যাপ করুন অপশনে ক্লিক করা মাত্রই নিচের স্ক্রিনশটএর মতো আপনার নগদ একাউন্টের উপবৃত্তির টাকা দেখতে পারবেন- 


নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

এই ছিলো নগদ অ্যাপ এর মাধ্যমে নগদে উপবৃদ্ধি টাকা দেখার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্টে থাকা উপবৃত্তির টাকা দেখতে পারবেন। এই পোস্টে আমি নগদে উপবৃত্তির টাকা দেখার দুইটি পদ্ধতি দেখিয়েছি। আপনারা উপরে দেখানো দুইটি পদ্ধতি অনুযায়ী খুব সহজেই নগদে টাকা দেখতে পারবেন। 


বিঃদ্রঃ নগদে উপবৃত্তির টাকা দেখতে গিয়ে যখন আপনার নগদ একাউন্টে লগইন করবেন তখন তিনবারের বেশি ভুল পাসওয়ার্ড দিবেন না। ভুল পাসওয়ার্ড দিলে আপনার নগদ অ্যাকাউন্ট লক হয়ে যাবে এবং কাস্টমার কেয়ারে কথা বলে সেই অ্যাকাউন্ট আনলক করতে হবে। তাই সাবধানে আপনার নগদ একাউন্টে লগইন করে নগদের যাবতীয় কাজ করবেন।


আরো পড়ুনঃ নগদ একাউন্টে টাকা পাঠানোর নিয়ম


পরিশেষে বলতে চাচ্ছিঃ 

নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা নগদ একাউন্টের উপবৃত্তির টাকা চেক করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url